লক্ষ্মীপুরে সাংবাদিকের বাসায় চুরি

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর পৌর এলাকায় কাজী মাকছুদুল হক নামের সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ৮ টার দিকে পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের হ্যাপি সিনেমা হল সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।

রাতেই লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মানসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাংবাদিক মাকছুদের স্ত্রী রামগতি উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ফাতেমাতুজ্জুহুরা জানান, বসতঘরের লোহার জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। চোর ঘরে থাকা একটি ল্যাপটপ, মোবাইল সেট, নগদ ৫ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না বলেও জানান ফাতেমাতুজ্জুহুরা।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মান  জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।




লক্ষ্মীপুরে ইয়াবাসহ যুবক আটক

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে ৯শ’ পিস ইয়াবাসহ মো. জহির নামে এক যুবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ৮ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

লক্ষ্মীপুর গোয়েন্দা (ডিবি) শাখার ওসি মোকতার হোসেন জানান, আটক জহির বাঞ্চানগর এলাকার বাসিন্দা। চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা রয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।




লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় শ্রমিক নিহত

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় মো. ইদ্রিস মিয়া (৩৫) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইদ্রিস সদর উপজেলার শাকচর গ্রামের আবদুল মতিনের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ওই সড়কে পিকআপ ভ্যানে বালু তুলছিলেন ইদ্রিস। এসময় পেছন থেকে অপর একটি মালবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।




কমলনগরে খামারে বিষ ঢেলে মাছ নিধন

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ গ্রামে এক মাছের খামারে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ ওঠেছে। এতে প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের চাষী মোঃ শাহ আলম। বুধবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস ও হাজিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের লরেঞ্চ গ্রামের হাজী সুলতান আহমেদের ছেলে মোঃ শাহ আলম(৫৫) হাজিরহাট ইউনিয়নের মোঃ সেকান্তরের ৫ একর জমি ইজারা নিয়ে এতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। মাছ ও খাবার মিলিয়ে তার কমপক্ষে ২ লাখ টাকা খরচ হয়েছে। ওই মাছ তিনি ৩ লাখ টাকায় বিক্রি করতে পারতেন।
মাছ চাষি শাহ আলম অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাছের খামারটিতে বিষ ঢেলে দেয়। বুধবার সকালে তিনি খামারে গিয়ে দেখেন মাছগুলো মরে ভেসে উঠেছে।
হাজিরহাট তদন্ত কেন্দ্রর এসআই মোঃ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মরা মাছ দেখেছি, তবে কিভাবে মারা গেছে তা ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন ছাড়া বলা যাবে না। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।




প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৫ মার্চ শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এবার পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, অন্য বারের চেয়ে ২০১৮ খ্রিস্টাব্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছেন। গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে।

আবেদনের মধ্যে ঢাকা বিভাগে ৪ লাখ ৫২ হাজার ৭৬০, চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৮২ হাজার ৩৩৫, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬২ হাজার ৯২৫, খুলনা বিভাগে ২ লাখ ৪৮ হাজার ৭৩০, বরিশাল বিভাগে ২ লাখ ৫৫ হাজার ৮২৭, সিলেট বিভাগে ১ লাখ ২০ হাজার ৬২৩, রংপুর বিভাগে ২ লাখ ৯৪ হাজার ৩৬৮ এবং ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৮২ হাজার ৪৩৭ জন আবেদন করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিপ্তর কর্মকর্তারা জানান, সর্বশেষ নিয়োগে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেছিল। এই হিসাবে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা এবার দ্বিগুণ। গত নিয়োগে সারাদেশে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৩ হাজার ৬৬২। এবার দ্বিগুণ প্রার্থী হওয়ায় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়ার জন্য মন্ত্রণালয় ২০ সেটের বেশি প্রশ্ন তৈরি করা হতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নিয়োগ পরীক্ষার প্রশ্ন তৈরিসহ পরীক্ষা গ্রহণে নেতৃত্ব দেয় ডিপিই। কিন্তু প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কড়াকড়ি আনা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে এবার প্রশ্ন নির্বাচন ও আসন বিন্যাস নির্ধারণ করবে মন্ত্রণালয়।

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। পরীক্ষার সময়সূচি, ওএমআর ফরম ডিজাইন ও মূল্যায়ন, ফলাফল প্রকাশ কার্যক্রম কোন পদ্ধতিতে করা হবে তা নিয়ে বুয়েটের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারও আগের মতই লিখিত ও মৌখিক দুই স্তরেই পরীক্ষা নেয়া হবে। আগের নিয়ম অনুযায়ী এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা ৮০ নম্বর ও ভাইভায় ২০ নম্বর থাকবে।

জানা গেছে, বর্তমানে সারাদেশে প্রায় ৬৪ হাজার ৮২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক শূন্য রয়েছে। এ কারণে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার আলোকে নারী আবেদনকারীদের ৬০ শতাংশ কোটায় এইচএসসি বা সমমান পাস এবং পুরুষের জন্য ৪০ শতাংশ কোটায় স্নাতক বা সমমান পাস চাওয়া হয়।

প্রার্থীরা dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।




কমলনগরে ৪২ হাজার কারেন্ট জাল ধ্বংস

আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে কোস্টগার্ডের অভিযানে জব্দ হওয়া ৪২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। এর আগে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে উপজেলার চর জগবন্ধু প্রাথমিক বিদ্যালয় মাঠে জাল আগুনে পোড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন কমলনগর ইউএনও মো. ইমতিয়াজ হোসেন, মৎস্য কর্মকর্তা আ. কুদ্দুস ও কোস্টগার্ড উপজেলা সিসি মো. রেজাউল করিম, কমলনগর থানার (ওসি) মো. ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা আ. কুদ্দুস জানান, ১ লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি আকারে ছোট ইলিশ পোনা ধরা, বিক্রি, পরিবহন ও মজুত করা দন্ডনীয় অপরাধ।

উপজেলা কোস্টগার্ড কর্মকর্তা (সিসি) মো. রেজাউল জানান, দুই দিনে অভিযান চালিয়ে প্রায় ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ হয়।




সংরক্ষিত নারী আসনে আ’লীগের ফরম বিক্রি শুরু

ঢাকা:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা দলটির মনোনয়ন পেতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ভিড় করেছেন আগ্রহী নারী নেত্রীরা।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুইটি বুথ থেকে বিতরণ করা হচ্ছে মনোনয়ন ফরম।

ঢাকা, রাজশাহী, বরিশাল ও ময়মনিংহ বিভাগ একটি বুথে এবং চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের জন্য অন্য আরেকটি বুথ থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে।

সর্বপ্রথম মনোনয়ন ফরম কেনেন যুব মহিলা লীগের ঢাকা দক্ষিণ মহানগর কমিটির সাধারণ সম্পাদক।

মনোনয়ন ফরম কেনা প্রার্থীদের মাঝে আছে দলের মনোনয়ন পাওয়ার বিশ্বাস। মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক  বলেন, আমি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হিসেবে দলের মনোনয়ন পেতে খুবই আশাবাদী। দীর্ঘদিন ধরে আমি সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করি দল আমার সেই কাজের মূল্যায়ন করবে।

এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ করে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার  বলেন, মনোনয়ন পেতে আমি অনেক বেশি আশাবাদী।  তবুও দল যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নিবো। যদি সুযোগ পাই তবে নারীর অধিকার নিয়ে কাজ করব।

মনোনয়ন ফরম বিক্রি কমিটির সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক আরিফুজ্জামান মিয়া টুটুল  জানান, শুক্রবার (১৮ জানুয়ারি) পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম। এর পরের দিন অর্থাৎ শনিবার  (১৯ জানুয়ারি)  দলের সমাবেশ আছে। এরপরও প্রয়োজন হলে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

‘এছাড়া প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। তবে প্রত্যাশীদের ভিড় বেশি থাকলে সময় বাড়ানো হতে পারে,’ বলে জানান তিনি।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। একাদশ জাতীয় সংসদের এই ৫০জন জনপ্রতিনিধি নির্বাচনে তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, তফসিল ঘোষণার আগে ইসি রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চাইবে, তারা একক, নাকি জোটগতভাবে নির্বাচন করবে। দলগুলোকে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত ৩০ জানুয়ারির মধ্যে জানাতে হবে।

এরপর ইসি ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করা হবে। আর তফসিল ঘোষণা করা হবে ১৭ ফেব্রুয়ারি। তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় জানানো হবে।




শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর সাথে বিএমজিটিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের (বিএমজিটিএ) নেতারা। সোমবার (১৪ জানুয়ারি) পৃথকভাবে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। দুইজনকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক নেতারা।

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হারুন অর রশিদ এর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জহির উদ্দিন হাওলাদার, সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, ফজলুল বারী বেলাল ,সিনিয়র যুগ্ম মহাসচিব মো. শান্ত ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সরকার ও অর্থ সম্পাদক মো. খোরশেদ ।




কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশ শিক্ষামন্ত্রীর

কোচিং বাণিজ্য বন্ধসহ পাঠ্যপুস্তকের কারিকুলাম পরিবর্তন, প্রশ্নফাঁস রোধ, শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ আদায়, শিক্ষা প্রশাসন আরও কার্যকরের নির্দেশ দিয়েছেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১৪ জানুয়ারি)  সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের আট উইং প্রধানদের সঙ্গে সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় কর্মকর্তাদের এ নির্দেশনা দেন মন্ত্রী। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উইং প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উইং প্রধানরা গত ১০ বছরের সব অর্জন ও সফলতা তুলে ধরেন। এর সঙ্গে বিদ্যমান সমস্যাগুলোও উল্লেখ করা হয়।  শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে। সভায় সরকারি-বেসরকারি বিদ্যালয় শাখা, কলেজ শাখার দুই শাখা, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন, প্রশাসন, পরিকল্পনা উইং প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, উন্নয়নের ধারাবাহিকতা আমরা বিশ্বাস করি, তাই বিগত দিনে শিক্ষাখাতে সব উন্নয়নে যে ধারা ছিল তা বজায় রাখা হবে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আমাদের দায়িত্ববোধ সর্ম্পকে অবগত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, বর্তমানে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ করা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে নতুন পদক্ষেপ নিতে বলা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ফরমপূরণসহ বিভিন্ন ক্ষেত্রে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে। দ্রুত এটি বন্ধ করতে নতুন পদক্ষেপ নিতে বলা হয়েছে। শিক্ষা খাত পরিচালনায় শিক্ষা প্রশাসন আরও কার্যকর করা, কোচিং বাণিজ্যের দৌরাত্ম্য বন্ধ ও যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি দীর্ঘদিন আটকে থাকা শিক্ষা আইন পাসের মাধ্যমে তা বাস্তবায়ন করার বিষয়েও আলোচনা করা হয়েছে। শিক্ষা আইন বাস্তবায়ন হলে বিদ্যমান অনেক সমস্যা দূরীকরণ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন উইং প্রধানরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রশ্ন ফাঁসসহ বর্তমান সঙ্কটগুলো নিয়েও আলোচনা হয়েছে। দ্রুত এসব সমস্যা লাঘর করে শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

সচিব বলেন, আমাদের সন্তানদের জন্য পাঠ্যপুস্তকের কারিকুলাম পরিবর্তনের আলোচনা হয়েছে। তাই নতুন কারিকুলাম তৈরির জন্য বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এটিকে একটি নির্দিষ্ট পর্যায়ে কীভাবে আনা সম্ভব হয় সে বিষয়েও আমরা আলোচনা করেছি।




১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত আসনের তফসিল

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সোমবার (১৪ জানুয়ানি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

হেলালুদ্দীন আহমদ বলেন, সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের জন্য ৫০টি আসন নির্ধারণ করা আছে। যারা রাজনৈতিক দল আছে, তাদের আমরা চিঠি দিয়ে অবহিত করবো। মহিলা আসনের নির্বাচনের জন্য অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা জোট করবে কি না, সেটা আমাদের অবহিত করার জন্য চিঠি পাঠাবে। এবং যারা স্বতন্ত্র প্রার্থী, এটা আমাদের ৩০ জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে অবহিত করবে যে, তারা এককভাবে থাকবে নাকি জোটগত ভাবে থাকবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে, ৩০ জানুয়ারির মধ্যে আমরা যখন জানতে পারবো, তারা কিভাবে নির্বাচন করবে, এরপর আমরা ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করবো। ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা হবে। বিস্তারিত তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় জানা যাবে।