জাতীয় গণিত উৎসবের সমাপনী ৭১ হাজার শিশুর অংশগ্রহণ, বিজয়ী ৮৫
এবারের গণিত উৎসবে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় ৭১ হাজার শিক্ষার্থী নিবন্ধন করে। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’। নির্বাচিতদের নিয়ে ১৮টি শহরে হয় ‘আঞ্চলিক গণিত উৎসব’। আঞ্চলিকের বিজয়ীরা জড়ো হয়েছিল রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে। পরীক্ষার পাশাপাশি নানা আয়োজনে শিক্ষার্থীরা মেতে ছিল। শেষে চূড়ান্ত হয় জাতীয় গণিত উৎসবের ৮৫ বিজয়ী। ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর দুই দিনব্যাপী জাতীয় পর্বের সমাপনী ছিল আজ শনিবার। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত এই উৎসবে আঞ্চলিক পর্বে বিজয়ী ১ হাজার ৩৫০ শিক্ষার্থী অংশ নেয়৷ ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর…