তজুমদ্দিনে শেখ রাসেল দিবস পালিত

রুবেল চক্রবর্তী , তজুমদ্দিন(ভোলা)প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২২ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও রেলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দারিদ্র বিমোচণ কর্মকর্তা মনোরঞ্জন দে। অনুষ্ঠানে দাপ্তরিক কর্মকর্তাসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ অংশ নেয়।




ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি-

ফরিদপুরে ৫০৭ পিচ ইয়াবাসহ শাহ আলম মোল্যা (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার শাহ আলমকে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১৭ অক্টোবর) দিনগত রাত ৮ টার দিকে জেলা সদরের শোভারামপুর এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদরের শোভারামপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় ৫০৭ পিচ ইয়াবাসহ শাহ আলম মোল্যা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। শাহ আলম জেলার সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের মকিম মোল্যার ছেলে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আলম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে শাহ আলমের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় এসআই মোহাম্মদ হান্নান মিয়া বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন।




ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্চিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাইফুল ইসলাম নামের এক শিক্ষকের উপর হামলা করার অভিযোগ উঠেছে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান লিমনের বিরুদ্ধে। ১৬ অক্টোবর রাত ৮ টায় লাউতলী ভুঁইয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী লাউতলী ডাঃ রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন সহকারী শিক্ষক।

গতকাল ১৭ অক্টোবর (সোমবার) বিকালে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও হামলাকারী ছাত্রলীগ নেতা লিমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে লাউতলী ডাঃ রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। জানা গেছে, গত ১১ অক্টোবর কলেজে যাওয়ার সময় লাউতলী উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনীর একজন ছাত্রীকে উত্যক্ত করে সাথে থাকা ছাত্রীর ভাইকে মারধর করে রামগঞ্জ উপজেলা ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল বাশার লিমন। এ ঘটনায় ১৬ অক্টোবর কলেজ মিলনায়তনে দু’পক্ষকে নিয়ে বৈঠক করেন কলেজ কর্তৃপক্ষ।

এসময় লিমনের সাথে ওই শিক্ষকের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে লিমন তার অন্য সহযোগীদের নিয়ে রাতেই ঐ শিক্ষকের উপর হামলা চালায় ও বেদম মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা লিমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় লিমন তার চাচা আবদুর ছালাম মিন্টুকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছে। কেউ কিছু বললে মানুষকে মারধর করে এভাবে আতংকে রাখে তারা।

ইউপি মেম্বার বিল্লাল হোসেন বলেন, লিমন ছাত্রলীগের নাম বিক্রি করে এলাকায় দীর্ঘদিন যাবৎ থেকে মাদক ব্যবসা করে আসছে এবং তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আপনারা এলাকায় আসি খোঁজ খবর নেন দেখবেন সবাই বলবে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মনিরুল বাশার লিমন শিক্ষকের উপর হামলা বিষয়টি অস্বীকার করে বলেন, সাইফুল মাষ্টার লোকজন নিয়ে আমার উপর হামলা করেছে।




ব্যালন ডি’অর জিতলেন বেনজেমা

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজিমার হাতে উঠেছে এবারের ব্যালন ডি’অর। দুই যুগ পর ব্যালন ডি’অর জিতলেন ফ্রান্সের কোনো ফুটবলার। বেনজেমার আগে সবশেষ ১৯৯৮ সালে জিতেছিলেন জিনেদিন জিদান।

সোমবার রাতে প্যারিসের শ্যাতলে থিয়েটারে বেনজিমার হাতে তুলে দেওয়া হয়েছে এই পুরস্কার। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই প্রথমবারের মতো ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের বর্ষসেরার এই ট্রফিটি জিতলেন ফরাসি স্ট্রাইকার।




ঢাকা উত্তর সিটির ১০১ কর্মচারী পেলেন পদোন্নতি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিভিন্ন পদে কর্মরত ১০১ কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়।

ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ নামে ভাগ হওয়ার পর এটাই কর্মচারীদের প্রথম পদোন্নতি বলে জানা  যায়।

পদোন্নতি পাওয়া কর্মচারীদের মধ্যে হিসাবরক্ষক পদে দুইজন, কেয়ারটেকার ৪ জন, রেভিনিউ সুপারভাইজার ৪০ জন, লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার ১৭ জন,  ব্যক্তিগত সহকারী ৯ জন, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক হিসেবে ২৯ জন পদোন্নতি পেয়েছেন।

ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়- পদোন্নতি পাওয়া কর্মচারীদের মধ্যে অনেকে ৩০ বছর ও অনেকে ২৫ বছর পর পদোন্নতি পেয়েছেন।




বিশ্বব্যাপী করোনা সংক্রমণ ছাড়াল ৬৩ কোটি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে একই সময়ে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত শতাধিক মানুষ। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হন প্রায় দেড় লাখ মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবাল সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে তিন শর মতো।

এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৭২ হাজার ৫১৫ জনে।একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৩৭ জনের শরীরে। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৭৮ হাজার। নতুনদের নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ১ লাখ ১১ হাজার ৪ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটে তাইওয়ানে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৪৭ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৭২ লাখ ১২ হাজার ৭৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৯৬১ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষ তালিকায় রয়েছে ফ্রান্স। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১২ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৮০ জনে। এছাড়া নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৪২১ জন। তাদের নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ২৮ জন।




টিভিতে আজকের যত খেলা

আজ মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২, ২ কার্তিক ১৪২৯। প্রতিদিনের মতো আজও বেশ কিছু খেলা প্রচারিত হবে টিভির পর্দায়। চলুন এক নজরে দেখে নেয়া যাক কোন টিভি চ্যানেলে কোন খেলা প্রচারিত হবে।

ক্রিকেট:

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নামিবিয়া-নেদারল্যান্ডস

সকাল ১০টা, গাজী টিভি ও টিভি স্পোর্টস

শ্রীলঙ্কা-আরব আমিরাত বেলা ২টা, গাজী টিভি ও টিভি স্পোর্টস

সৈয়দ মুশতাক আলী ট্রফি

অন্ধ্র প্রদেশ-বিহার

বেলা ১১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

হিমাচল-সৌরাষ্ট্র

বিকেল ৫টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ফুটবল:

অ-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল

চীন-স্পেন

সন্ধ্যা ৬-৩০ মি., টি স্পোর্টস

কলম্বিয়া-মেক্সিকো রাত ৮-৩০ মি., টি স্পোর্টস

লা লিগা

সেভিয়া-ভ্যালেন্সিয়া

রাত ১১টা, র‍্যাবিটহোলবিডি

হেতাফে-বিলবাও

রাত ১২টা, র‍্যাবিটহোলবিডি

আতলেতিকো-ভায়েকানো

রাত ১টা, র‍্যাবিটহোলবিডি

ইংলিশ প্রিমিয়ার লিগ

প্যালেস-উলভারহ্যাম্পটন

রাত ১-১৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২




শাকিব-পূজা থাকছেন না ঢালিউড অ্যাওয়ার্ডসে

নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ডসে আসছেন না নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরি।

রোববার (১৬ অক্টোবর) জ্যামাইকার আমাজুরা কনসার্ট হলে সন্ধ্যা ৬টায় ২০তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করেছে শো টাইম মিউজিক।

অনুষ্ঠানে অংশ নিতে শিল্পী ও কলাকুশলীরা ইতোমধ্যে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। শো টাইম মিউজিক আয়োজিত এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে এ আসরে থাকছেন না নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরি। নিউইয়র্কের কুইন্সে জন্ম নেওয়া পাকিস্তানি বংশোদ্ভূত নার্গিস ফাখরি এবারই প্রথম বাংলাদেশিদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। কুইন্সের জ্যামাইকা অ্যামাজুরা হলে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানের টিকিট বিক্রির ধুম পড়েছে বলে জানা গেছে।

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যোগদানকারী তারকাদের সম্মানে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথমবারের মতো ‘ঢালিউড রেড কার্পেট ডিনার’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে বলরুমে আয়োজিত ডিনার পার্টিতে বাংলাদেশ থেকে আগত তারকাসহ কমিউনিটির বিশিষ্টজনরা অংশ নেন।

শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম ‘ঢালিউড রেড কার্পেট ডিনার’ অনুষ্ঠানে আগত তারকাদের স্বাগত জানান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকি। ২১তম ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ড’ আসর দুবাইয়ে অনুষ্ঠিত হবে বলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলমগীর খান আলম ঘোষণা দেন এবং এবারের অনুষ্ঠান সফল করার জন্য প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতাও কামনা করেন তিনি।আলমগীর খান আলমের স্বাগত বক্তব্যের পর ঢাকা থেকে আগত শিল্পী ও কলাকুশলীরা সবার সাথে মতবিনিময় করেন। তারকা শিল্পীদের মধ্যে রয়েছেন- ইমন, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাহসান খান, তাসনিয়া ফারিণ, শাহনাজ খুশি, জিয়াউল হক পলাশ, ফারিয়া শাহরীন, কাবিলা, মডেল মাহমুদা ইয়াসমীন প্রমুখ।




শেখ রাসেলের জন্মদিন আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ মঙ্গলবার।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী গত বছর থেকে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন (১৮ অক্টোবর) ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তর কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটিকে ঘিরে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

এ বিষয়ে এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সেই সঙ্গে তিনি সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সব স্তরের নেতাকর্মীর প্রতি দিবসটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালনের আহ্বানও জানিয়েছেন।




পেঁপেঁ খাওয়া বিপজ্জনক যাদের জন্য

দেশি বিভিন্ন ফলের উপকারিতা অনেক। এসব ফলকে পুষ্টির ভাণ্ডারও বলা হয়। পরিচিত ফলগুলোর মধ্যে একটি হলো পেঁপে।

এটি যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। পেঁপেতে থাকে ভিটামিন, ফাইবার এবং খনিজ। ফলটি প্রায় সারাবছরই পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, পেঁপে খেলে দূরে থাকে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগের মতো রোগ।

এদিকে উপকারী ফল পেঁপে কারও কারও জন্য ক্ষতিকর। না জেনে খেলে হয়তো উপকারের বদলে ক্ষতিই হবে বেশি। তাই পেঁপে খাওয়ার আগে জেনে রাখা জরুরি, কাদের ক্ষেত্রে এটি ক্ষতিকর। চলুন তবে জেনে নিন-

শিশুর জন্য ক্ষতিকর:
বিশেষজ্ঞরা বলছেন, শিশুর বয়স যদি এক বছরের কম হয় তাহলে তাকে পেঁপে খেতে দেওয়া যাবে না। এর কারণ হিসেবে বলা হয়েছে, এই বয়সী শিশু সাধারণত কম পানি খায়। তাই পর্যাপ্ত পানি ছাড়া উচ্চ ফাইবারযুক্ত পেঁপে খেতে দিলে শিশুর মলত্যাগে সমস্যা হতে পারে। শিশু ভুগতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যায়। তাই এই বয়সী শিশুকে রান্না করা বা কাঁচা পেঁপে কোনোটাই খেতে দেওয়া উচিত নয়।

গর্ভবতী নারীর ক্ষেত্রে:
পুষ্টিকর পেঁপে গর্ভবতী নারীর জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, এর বীজ, শেকড় ও পাতা ভ্রূণের ক্ষতি করতে পারে। অপরদিকে কাঁচা পেঁপে জরায়ুর সংকোচনের কারণ হতে পারে। পেঁপেতে থাকা পেপাইন শরীরের ঝিল্লি ক্ষতিগ্রস্থ করে, যা ভ্রূণের বিকাশকে ক্ষতিগ্রস্ত করে। এই ফল শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। যা গর্ভবতী নারীর জন্য উপকারী নয়।

শ্বাসকষ্ট থাকলে:
যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা পেঁপে খাওয়া এড়িয়ে চলবেন। কারণ এই ফলের মধ্যে অ্যালার্জেন থাকে। পেঁপে খাওয়ার কারণে শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। হাঁপানির রোগীদের ক্ষেত্রে এই ফল বেশি খাওয়া চলবে না। আপনার যদি শ্বাসকষ্ট থাকে তবে পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।

কোষ্ঠকাঠিন্য থাকলে:
কোষ্ঠকাঠিন্য এখন পরিচিত একটি সমস্যা। খাদ্যাভ্যাসের ভুলের কারণে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। অনেকে মনে করেন, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পেঁপে খাওয়া উপকারী। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এই ফলে থাকা ফাইবার হজমে ব্যাঘ্যাত ঘটাতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পেঁপে বেশি খেলে পেট ফোলা, পেট ফাঁপা এবং বমি বমি ভাব হতে পারে। পেঁপের বীজ শরীরের জন্য ক্ষতিকর। এতে থাকা টক্সিক এনজাইম কারপাইন মস্তিষ্কে অসাড়তা তৈরি করে। ফলে ডিপ্রেশনের মতো সমস্যা সৃষ্টি হতে পারে।

স্বাস্থ্য পরামর্শ