নরসিংদীতে দক্ষতা উন্নয়নে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলায় কর্মরত রিপোর্টার্সদের দক্ষতা উন্নয়নে এক সাংবাদিক কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১ অক্টোবর) বিকেলে নরসিংদী জেলা পরিষদ মিলনায়তনে নরসিংদী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় ও সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নরসিংদী জেলার সেরা চিকিৎসক ডাঃ মোঃ কাউসার আহমেদ সুৃমন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হাসান তাপস, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক নিবারন চন্দ্র রায়, নরসিংদী জেলা থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত সাপ্তাহিক অতিক্রম পত্রিকার প্রধান সম্পাদক আফরোজা আহমেদ প্রমূখ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক আজকের পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ আসাূুজ্জামান রিপন ও সময় টিভির জেলা প্রতিনিধি মোঃ আশিকুর রহমান পিয়াল। কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।




চরভদ্রাসন থানায় নব নির্মিত ব্যাডমিন্টন কোডের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি-
খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে:উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন।
ফরিদপুর জেলার চরভদ্রাসন থানা প্রাঙ্গনে পুলিশের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন খেলার কোডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে লাল ফিতা কেটে ব্যাডমিন্টন কোডের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান

কাউছার হোসেন বলেন, খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে। শরীর,মন ও স্বাস্থ্যের জন্য খেলাদুলার বিকল্প নেই। তাই সকলকে ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহণের মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান তিনি। এ সময় তিনি চরভদ্রাসন থানার পুলিশের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন মাঠ (কোড) নির্মাণের জন্য প্রশংসা করেন।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা।

এতে অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা ও হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বনাম উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন ও ওসি মিন্টু মন্ডল।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ব্যাপারী,উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার আলী মোল্লা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, সাংবাদিক সাজ্জাদ হোসেন
স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক,খেলোয়ার ও গন্যমান্য নেতৃবৃন্দরা ও এলাকার ক্রীড়া প্রেমিরা ব্যাডমিন্টন কোড উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।




রায়পুরে মেয়রের সাথে ছাত্রলীগ নেতাদের সৌজন্য বিনিময় 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রুবেল ভাট এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

আজ ৩১ অক্টোবর সন্ধ্যায় মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মেয়র ছাত্রলীগের নেতাকর্মীদের সততার সাথে দেশের মারমূর্তি উজ্জল হয় এমন কাজে জড়িত থেকে ছাত্রলীগকে আরো শক্তিশালী করার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহন করার আহবান জানান।

পৌর ছাত্রলীগের আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান রিজভী, যুগ্ম আহবায়ক তারেকুর রহমান ফরহাদ, যুগ্ম আহবায়ক তানভির আহম্মেদ পাটোয়ারী গত ২৯ অক্টোবর পৌর শহরের ৩ নং ওয়ার্ডে নয়া কমিটি ঘোষণা করলে নির্বাচিত নতুন কমিটির নেতাকর্মীরা দলবেঁধে মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাটকে শুভেচ্ছা জানাতে তার কার্যালয়ে যান।

এসময় পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি মুক্তি যোদ্ধার নাতি এবং সনামধন্য রায়পুর মার্চেন্টস একাডেমির ছাত্র ইউনুস পাঠান ইফরান, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (১) মোঃ মেরাজ হোসেন টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মোঃ সিয়াম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শুভ, সদস্য মোঃ আসিফ, সদস্য মোঃ তুহিনসহ তাদের কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।




দেশ মহাবিপর্যয়ে; সরকারকে পদত্যাগ করতে হবে : আ স ম রব

ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অর্থনৈতিকভাবে দেশ আজ ভয়ঙ্কর সংকটে নিপতিত । সরকারের অপরিকল্পিত ও যথেচ্ছ ব্যবহারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী তিন মাস পর বড় সংকটে পড়তে যাচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব, তীব্র জ্বালানি সংকট ও নিরব দুর্ভিক্ষে দেশ চরম আর্থিক দুরবস্থায় নিপতিত হয়েছে।

অভাবনীয় এই অর্থনৈতিক বিপর্যয় ও ভয়ঙ্কর দুর্যোগের পূর্বেই সরকারকে পদত্যাগ করতে হবে। এতো বড় জাতীয় সংকট কোন একক দলের পক্ষে মোকাবিলা করা সম্ভব হবে না। এ বিষয়ে শ্রম, কর্ম ও পেশাজীবীসহ সকলের জাতীয় ঐক্য অপরিহার্য।

জেএসডির সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যমান শাসনব্যবস্থা দিয়ে গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হবে না। রাষ্ট্র ক্ষমতায় শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব অনিবার্য হয়ে উঠেছে। অংশীদারিত্বমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করার মধ্যদিয়ে বাঙালি জাতীয়তাবাদকে আরও বিকশিত করতে হবে। সরকারের পতন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের সংগ্রামের মধ্যদিয়ে জেএসডিকে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

র‌্যালি পূর্ব সমাবেশে দলের কার্যকরী সভাপতি  সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




কুষ্টিয়ায় কৃষক হত্যা, পাঁচ ভাইকে যাবজ্জীবন কারাদন্ড 

কুষ্টিয়ার কুমারখালী থানায় দায়ের করা কৃষক রেজাউল হত্যা মামলায় অভিযুক্ত আপন সহোদর ৫জনের যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদ-াদেশ দেন আদালত।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত রহমত শেখের ছেলে আব্দুল গফুর (৪৫), জালাল উদ্দিন (৩৮), উজ্জল (৩৫), সেজ্জাদ প্রকাশ সুজাত (২৫), ও সুজন (২৩)। এরা প্রত্যেকে আপন ভাই। রায় ঘোষনার সময় আসামী গলুর ও জালাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলো।

আদালত সুত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ জুন রাত ১০ টার সময় কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার সেচ খালের পানি দিয়ে ইরি ধানের জমিতে সেচ দেওয়ার উদ্যোশ্যে মাঠে যাচ্ছিলো কৃষক রেজাউল উদ্দিন এবং তার দুই মামা আফিল উদ্দিন ও জামাল উদ্দিন। এসময় মাঠের মধ্যে কয়েকজন রেজাউলকে অস্ত্রসহ ঘিরে ধরে। এসময় তাকে কুপিয়ে মারাত্বক ভাবে যখম করে পালিয়ে যায় তারা। সেখান থেকে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় পর দিন ১২ জুন কুমারখালী থানায় ০৮ জনের নাম উল্লেখ এবং ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি এজাহার দায়ের করেন নিহত রেজাউলের মামা আফিল উদ্দিন।

পরে পুলিশ পেনাল কোড এর ৩০২/৩৪ ধারায় মামলা নথিভুক্ত করে।

তদন্ত শেষে ২০০৮ সালের ০৭ জানুয়ারি আদালতে ১২ জনকে আসামী করে মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন কুমারখালী থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) সামসুল আলম সিদ্দিকী।

মামলার তদন্ত প্রতিবেদনে পুলিশ উল্লেখ করে, পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে অভিযুক্তরা কৃষক রেজাউল উদ্দিকে কুপিয়ে হত্যা করে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, কুমারথালী থানায় দায়ের করা রেজাউল হত্যা মামলায় ১২জনের সাক্ষ্য গ্রহণ শেষে ও প্রমানের ভিত্তিতে ৫আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহতীত ভাবে প্রমানিত হয়। দীর্ঘ বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত এ মামলায় অভিযুক্ত আব্দুল গফুর (৪৫), জালাল উদ্দিন (৩৮), উজ্জল (৩৫), সেজ্জাদ প্রকাশ সুজাত (২৫), ও সুজন (২৩) কে যাবজ্জীবন কারাদ-সহ ২৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। সেই সাথে অভিযোগ প্রমানিত না হওয়ায় বাঁকী আসামীদের এ মামলা থেকে অব্যহিত প্রদান করেন বিজ্ঞ আদালত।




রায়পুরে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউপির ৯নং ওয়ার্ড ইয়াছিন হাজির পোল সংলগ্ন খাল থেকে মানসিক ভারসাম্যহীন নুর নেহার (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল ৩টা দিকে রায়পুর থানা পুলিশ লাশ উদ্ধার করেন।

মৃত্যু ব্যাক্তি ৯নং ওয়ার্ড ইয়াছিন হাজি বাড়ির মৃত্যু আব্দুল মান্নানের স্ত্রী।

রায়পুর থানার ওসি তদন্ত হোসেন হাসান জাহাঙ্গীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এবং আইনানুসারে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।




প্রেস কাউন্সিল পুরস্কার পাওয়ায় রায়পুরে বর্ণাঢ্য র্যালী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধিঃ

দৈনিক যুগান্তর প্রেস কাউন্সিল পদক-২০২২ লাভ করায় বর্ণাঢ্য র‌্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক যুগান্তরের রায়পুর প্রতিনিধি তাবারক আজাদের আয়োজনে সোমবার দুপুরে পৌর এলাকায় এ র‌্যালি এবং পথ সভা করা হয়েছে।

এতে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতা, স্বজন সমাবেশের সদস্যগন, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

যুগান্তরের রায়পুর প্রতিনিধি তাবারক হোসেন আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ, ওসি তদন্ত জাহাঙ্গির আলম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ জুটন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালি, সাধারন সম্পাদক এম আর সুমন, সাবেক সভাপতি মাহবুব আলম মিন্টু, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় দেব চন্দ্র নাথ, যায়যায়দিন প্রতিনিধি মুকুল পাটোয়ারী, বার্তা বাজার প্রতিনিধি ওসমান গনি, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জহির হোসেন, সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আজম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাজেদ হোসেন, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক মাহমুদ সানি, আনন্দ বাজার প্রতিনিধি সোহেল আলম, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জাকির হোসেন, সমাজ সেবক শহীদ পাটোয়ারী, তাহসিন হাওলাদার, আ’লীগ নেতা সুবাস শাহা,, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য আরকান আলী সোহেল, মোঃ বাবলু, আবু মুছা মোহন প্রমুখ।

বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর আপসহীনভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে, দেশের মানুষের প্রিয় এ দৈনিক সেরা পুরস্কার লাভ করবে এটাই বাস্তবতা।

তারা বলেন, যুগান্তর আরও বহুদূর এগিয়ে যাবে জাতির প্রয়োজনে এটাই আমাদের প্রত্যাশা।




রামগঞ্জে মাদকের বিরুদ্ধে ছাত্র ফোরামের বিক্ষোভ মিছিল সমাবেশ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামে ছাত্রফোরাম ও এলাকাবাসীর উদ্যোগে মাদক কারবারীদের আস্তানা উচ্ছেদ এবং জুয়াসহ অসমাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। সমেষপুর ছাত্র ফোরামের উদ্যোগে আজ সোমবার (৩১অক্টোবর) বেলা ১১টায় সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সমাবেশ শেষে এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

সমেষপুর ছাত্র ফোরামের উপদেষ্টা শফিউল আজমের সভাপতিত্বে ও সহ সভাপতি শোভন গাজীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক রহমত উল্যা পাটোয়ারী, সহ-সভাপতি হারুনুর রশিদ বাবুল, সমেষপুর ওয়ার্ড ইউপি সদস্য আবদুল কাদের, নাছিমা আক্তার, ছাত্র ফোরমের কোষাধ্যক্ষ রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা রাকিব গাজী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক,রাজনীতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, এলাকার একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে স্কুল প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে মাদক ও জুয়ার আসর বসিয়ে ছাত্রসমাজ ও যুবসমাজকে পথভ্রষ্ট করছে এবং সমাজের শান্তি শৃংখলা বিনষ্ট হচ্ছে।




২০২৩ সালে সরকারি ছুটি কয় দিন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রীসভার বৈঠক শেষে ব্রিফিং নিয়ে এ কথা বলেন।

বিস্তারিত আসছে…




লক্ষ্মীপুরে কলেজছাত্রকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাওন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার দায়ে শাহাদাত হোসেন শাকিল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শাহাদাত লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এছাড়া হত্যা মামলায় তিন নারীসহ আট আসামিকে খালাস দেন আদালত।

আজ সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, দণ্ডপ্রাপ্ত শাহাদাত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

তারা হলেন- সোহেল পাটওয়ারী (৩৬), পরান পাটওয়ারী (৩১), পারভেজ পাটওয়ারী (৩৩), নুর আলম দুদী (৬১), নাজিম উদ্দিন (৪৯), তানিয়া আক্তার (২৬), ফেরদৌস বেগম (৩৭), সামছুর নাহার (৫৬)। এরা জামিনে মুক্ত ছিলেন।

ভিকটিম মো. শাওন (১৮) সদর উপজেলার বাঙাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা গেছে, হত্যার শিকার শাওন লেখাপড়ার সুবাধে তার খালার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের আব্দুল হালিম মাস্টারের বাড়িতে থাকতেন।

অভিযুক্তদের সঙ্গে তার খালাদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ঈদুল আজহার পরদিন দুপুরে অভিযুক্তরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে শাওনের খালাতো ভাই সালাহউদ্দিনসহ তাদের পরিবারের লোকজনের ওপর হামলা করেন।

এসময় শাওন এগিয়ে গেলে অভিযুক্তরা শাওনকে মারধর করেন। একপর্যায়ে শাহাদাত হোসেন শাকিল ধারালো অস্ত্র দিয়ে শাওনকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন নারীসহ ১০ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন শাওনের খালাতো ভাই সালাহউদ্দিন।

সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ময়নাল হোসেন খান ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে মামলার ১০ নম্বর আসামি সাহাবুদ্দিনকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে বাকি নয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে যাবজ্জীবন ও আটজনকে খালাস দেন।

এদিকে মামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী সালাহউদ্দিন ও নিহত শাওনের বাবা তোফায়েল আহম্মদ।