ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার ৭শ’ টাকা জমিরানা

ফরিদপুর প্রতিনিধি-

চরভদ্রান উপজেলা সদর বাজার ও আশপাশের ব্যাবসা প্রতিষ্ঠানে গত সোমবার দিবাগত রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন ইউএনও তানজিলা কবির ত্রপা।

তিনি প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স বিহীন কড়াত মিল চালনা ও রাত ৮ টার পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইলেক্টিসিটি ব্যাবহারের দায়ে নগদ মোট ১২ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছেন। অভিযানের অন্যান্যরা হলেন-চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ কামরুল ইসলাম, মোবাইল কোর্ট পেশকার সাদ্দাম হোসেন, পুলিশ ও আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।

জানা যায়, উপজেলা সদরে হাসপাতাল রোড ঘেষে ‘হাওলাদার কড়াত মিল’ এ প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকা এবং গভীর রাত পর্যন্ত মিল চালনার দায়ে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে উপজেলার আশপাশে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ইলেক্ট্রিসিটি ব্যাবহারের দায়ে মোঃ আইয়ুব আলী, হারুন বিশ্বাস, আঃ করিম, শেখ কবির ও শেখ আলমাসকে আরও ২ হাজার ৭শ’ টাকা জরিমানা ধার্য করেন ভ্রাম্যমান আদালত। এসব জরিমানার মোট ১২ হাজার ৭শ’ টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখান ভ্রাম্যমান আদালত।




নেত্রকোণায় বিএনপির সভাপতি সম্পাদকসহ ৭৩ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার মদন উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতায় আইনে দায়েরকৃত মামলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৭৩ নেতাকর্মী সোমবার আদালতে হাজিরা দিতে এলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ মনজুরুল ইসলাম এই আদেশ প্রদান করেন।

কারাগারে পাঠানোর ৭৩ জন আসামির মধ্যে উপজেলা বিএনপির সভাপতি চাঁনগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এন আলম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী রয়েছে।

উল্লেখ্য, জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুতের অব্যাহত লোড-শেডিংয়ের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে গত ২৯ আগষ্ট মদন উপজেলার চাঁনগাও ইউনিয়ন বিএনপি স্থানীয় ঈদগাহ্ মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা কালে বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ ও পুুলিশের সংঘর্ষ হয়।

এ ঘটনায় মদন থানার এস আই দেবাশীষ সরকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ২৯ জনের নাম উল্লেখ করে ৩০ আগস্ট একটি মামলা করে। অপরদিকে একই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা ইসলাম উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ৭৫ জনের নাম উল্লেখ করে গত ২রা সেপ্টেম্বর আরেকটি মামলা দায়ের করে।

পরে বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জামিনে মুক্ত থাকার পর আজ সোমবার নিন্ম আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে আসামীদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




ফরিদপুরে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

ফরিদপুরের চরভদ্রাসনে এক কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা ও সহায়তার অভিযোগে পাচঁ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

গত সোমবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলাটি করেন।

ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের জাকেরারর সূরা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনাটি ঘটে।

কিশোরীর বাবা আলীমুদ্দিন বেপারী(৪৯) জানান, গত শনিবার উপজেলা সদর ইউনিয়নের জাকেরারর সূরা বেড়িবাঁধ এলাকায় তার বড় ছেলের শ্বশুর বাড়িতে তার ওই কিশোরী মেয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়।

এসময় তার কিশোরী মেয়েকে বিয়ে বাড়িতে একটি টিনের ঘরের মধ্যে নিয়ে চরভদ্রাসন উপজেলা সদর ও গাজিরটেক ইউনিয়নের ১ নং আসামী মো. কাউসার(১৯), পিতা- নূরু উদ্দিন, সাং- কারিকর ডাঙ্গী, ২ নং আসামী মামুন শেখ(৩২), পিতা- শেখ ইসমাইল, সাং- গাজিরটেক, ৩ ও ৪ নং আসামী সোহাগ শেখ(১৯) ও শিপন শেখ(১৯), পিতা- জলিল শেখ, সাং- হাজিগঞ্জ ফকির ডাঙ্গী ও ৫ নং আসামী রুবেল(২৮), পিতা- এলাচ উদ্দিন, সাং- এমপি ডাঙ্গী অজ্ঞাতনামা পাচঁজন ব্যক্তি ধর্ষনের চেষ্টা ও সহায়তা করে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে ২নং আসামীর বাবা শেখ ইসমাইল জানান, আমার ছেলে প্রতিবন্দি ব্যবসা করে খায়। বিয়ে বাড়িতে অন্য ছেলেরা রং ছিটাছিটি করে। এসময় আমার ছেলে দুয়ারে বসা ছিলো। ও এমন কোন ঘটনার সাথে জড়িঁত নয় বলে তিনি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এস,আই খয়বার রহমান জানান, এ ঘটনায় ৩ জন আসামীকে আটক করে ফরিদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়া বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে বলে তিনি জানান।




পুঁজিবাজারে সূচক বেড়ে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।

আজ মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৮২ ও ২২২৯ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৩৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বসুন্ধরা পেপার, নাভানা ফার্মা, ইউনিক হোটেল, জেনেক্স, এডিএন টেলিকম, সী পার্ল ফুড, সিনোবাংলা, সোনালি পেপার, ইন্ট্রাকো ও আনোয়ার গ্যালভানাইজিং।




লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তির দশ বছরের জেল

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় শাহ আলম (৪১) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহ আলম লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের সাহাবুদ্দিন মাস্টারের ছেলে। তিনি আত্মগোপনে রয়েছেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবৈধভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দিলেন আদালত।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২০ জুন লক্ষ্মীপুরের বশিকপুর বাজারের পশ্চিম পাশের একটি পুকুর পাড় থেকে শাহ আলমকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করে বশিকপুরের পোদ্দার বাজার পুলিশ ক্যাম্প-১ এর একটি দল। ওই দিনই চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে তার নামে মামলা দায়ের করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০২০ সালের ৩১ জুলাই শাহ আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার শুনানি ও তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার এ রায় দেন আদালত।




পুরোনো ছন্দে ফিরলেন মুস্তাফিজ

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ শেষ করে বাংলাদেশ দল যেদিন বিশ্বকাপ ভেন্যুতে এলো, সেদিন পেসার এবাদত হোসেনকে যতটা হাসিখুশি দেখাচ্ছিল, মুস্তাফিজুর রহমান ততটাই চুপসে ছিলেন নিজের ভেতরে। এবাদতের খুশি বিশ্বকাপ দলে শেষ পর্যন্ত টিকে থাকতে পেরে।

মুস্তাফিজ মনমরা হওয়ার কারণ ছিল টানা ম্যাচ খেলতে না পারায়। বাঁহাতি এ পেসারের বল ছাড়ার অ্যাকশন নিজের অজান্তেই পরিবর্তন হওয়ায় কাটার, স্লোয়ারের ধার কমে গিয়েছিল। বলের পেস নেমেছিল ১৩০-১৩২ কিলোমিটারে। কোচ শ্রীধরন শ্রীরাম সে ত্রুটি ধরিয়ে দেওয়ার পর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে একান্তে কাজ করে মুস্তাফিজ ফিরে গেছেন পুরোনো অ্যাকশনে।

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই পুরোনো অ্যাকশনে বোলিং করে সাফল্যও পাচ্ছেন বাঁহাতি এ পেসার। বোলিংয়ে গতি বেড়েছে, লাইন-লেন্থে এসেছে ধারাবাহিকতা।




বিশ্বজিৎ হত্যার ১০ বছর পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলীকে (৩৬) ১০ বছর পর নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। মঙ্গলবার সকালে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর দল গত ৩১ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকা থেকে ইউনুছ আলীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে।




গোল উৎসব করে এবার শীর্ষে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার দুর্বার গতিতে ছুটে চলছে আর্সেনাল। মৌসুমের শুরু থেকেই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখা মাইকেল আর্তেতার দল রবিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষেও বড় জয়ের স্বাদ পেয়েছে। নিজেদের মাঠে গানাররা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নটিংহ্যামকে।

সেইসঙ্গে একদিন আগেই লিগ টেবিলের শীর্ষে উঠা ম্যানচেস্টার সিটিকে টপকে হারানো রাজত্ব নিজেদের দখলে নিয়েছে আর্সেনাল। একই রাতে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে রেড ডেভিলরা এদিন ১-০ ব্যবধানে পরাজিত করেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। জয়ের নায়ক মার্কাস রাশফোর্ড। তার গোলের সৌজন্যেই যে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। সেইসঙ্গে রেড ডেভিলদের হয়ে শততম গোলের মাইলফলকও স্পর্শ করেন এই ইংলিশ স্ট্রাইকার।

অ্যামিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বড় জয়ের নায়ক ছিলেন বুকায়ো সাকার বদলী হিসেবে ২৭ মিনিটে খেলতে নামা রেইস নেলসন। জোড়া গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে এক গোল করাতেও ভূমিকা রাখেন তিনি। তবে গোল উৎসবের শুরুটা করেছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ৫ মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন তিনি। কিন্তু গোঁড়ালির ইনজুরির কারণে সাকা মাঠ ছাড়লে তার বদলি হিসেবে মাঠে নেমে ৪৯ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন রেইস নেলসন।

তিন মিনিট পর গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় ব্যক্তিগত দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন নেলসন। এখানেই থামেননি এই তারকা। ৫৭ মিনিটে থমাস পার্টির গোলেও সহায়তা করেন নেলসন। তারপরও গোল উৎসব থামেনি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে মার্টিন ওডেগার্ড হ্যামার্স গোলরকক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।




ক্যাটরিনার প্রিয় ক্রিকেটার ভিরাট

ছবির প্রচারে কত কিছুই না করতে হয় নায়িকাদের। নাচাগানা থেকে শুরু থেকে পার্টি সবই করতে হয়। এবার সিনেমার প্রচারে ব্যাট হাতে দেখা গেল বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফকে। সেই সঙ্গে সেখানে আলাপচারিতায় প্রিয় ক্রিকেটারের নামও জানিয়েছেন তিনি। ‘ফোন ভূত’ ছবির প্রচারে গিয়েছিলেন ভিকি ঘরণী। শিগগিরই মুক্তি পেতে চলেছে ছবিটি। এর প্রচারে ঘাম ঝড়াচ্ছেন নায়িকা। সঙ্গী দুই কো-স্টার সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রি-ম্যাচ অনুষ্ঠান জমিয়ে দিয়েছেন এই বলি সুন্দরী।

এদিন হলুদ রঙা মিডি ড্রেসে ঝলমল করলেন ক্যাটরিনা। স্টিলেটো পরেই ব্যাট হাতে নেমে পড়লেন হরভজন সিংয়ের বোলিং ফেস করতে। হাই হিলস পরে ব্যাট করা সহজ নয়, তা নিজের মুখেই বললেন অভিনেত্রী। ব্যাট হাতে হরভজনের বলে চার-ছয় হাঁকালেন ক্যাটরিনা। তার সহ শিল্পী ইশান-সিদ্ধান্ত ছিলেন ফিল্ডিংয়ে ব্যস্ত।

শুরুতে হরভজনের বল মারতে ব্যর্থ হলে নায়িকা বলে ওঠেন, ‘এটা ওয়াইড’। সুন্দরীর আবেদন কেউ ফেরায় কী করে? শেষ বলে হরভজন চ্যালেঞ্জ দেন ক্যাটকে। জিততে হলে দরকার ৬ রান। হতাশ করলেন না ক্যাটরিনা।

এদিন নিজের প্রিয় ক্রিকেটারের নামও ফাঁস করেছেন ক্যাটরিনা। আনুশকা শর্মার স্বামী বিরাট কোহলি ক্যাটরিনার সবচেয়ে পছন্দের ক্রিকেটার। তিনি বলেন, ‘সারা বিশ্বে বিরাট কোহলিই আমার সবচেয়ে ফেবারিট ক্রিকেটার। ওর মধ্যে একটা টেম্পার রয়েছে, শেষ ইনিংসগুলো তার প্রমাণ। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট দুর্দান্ত খেলেছে।’  ক্রিকেট নিয়ে ছোটবেলার রোমাঞ্চও সামনে এনেছেন ক্যাটরিনা। ছেলেবেলায় নিয়মিত ভাই-বোনেদের সঙ্গে ক্রিকেট খেলতেন ক্যাটরিনা, এদিন সেকথাও জানান তিনি।




কদবেল কেন খাবেন?

বাজারে এখন কদবেল পাওয়া যাচ্ছে। টক স্বাদের ফলটি এমনিতেই আয়েশ করে খাওয়া যায়। আবার কদবেল দিয়ে জ্যাম কিংবা চাটনিও তৈরি করা যায়। সময়টা যখন কদবেলের তখন কেন খাবেন এই মৌসুমী ফল? কারণ কদবেল খেলে একাধিক শারীরিক উপকারিতা মিলবে। চলুন জেনে নেই: