সুবর্ণচরে বাবা-মাকে মারধর করে মেয়েকে ধর্ষণ, থানায় মামলা গ্রেপ্তার ২

মোঃ বদিউজ্জামান ( তুহিন),নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাবা-মাকে মারধর করে ঘরের বাইরে আটক রেখে মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে উপজেলার চরজব্বার থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন—পশ্চিম চর মজিদের হাসান আহম্মদের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫) ও মফিজুর রহমানের ছেলে দিদার হোসেন (৩০)।

সুবর্ণচরের পশ্চিম চর মজিদ আশ্রয়ণ প্রকল্প এলাকায় গত রোববার রাতে স্থানীয় একদল সন্ত্রাসী ভুক্তভোগীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে বেদম মারধর করে। এক পর্যায়ে ঘরে থাকা তাদের মেয়েকে দুইজন পালাক্রমে ধর্ষণ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, মামলার এজাহারে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত মোয়াজ্জেম হোসেন ও দিদার নামে ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।




নেত্রকোণায় দরিদ্র মেধাবী শিক্ষার্থী শিলা হাজং এর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থী শিলা হাজং এর পাশে দাঁড়িয়েছে নেত্রকোনা জেলা প্রশাসন। রোববার নেত্রকোণা জেলার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এই শিক্ষার্থীকে তার কার্যালয়ে এনে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তুলে দেন।

কিছুদিন আগে একটি দৈনিকে “তিন বছরের বেতন ও হোস্টেল ভাড়ার প্রায় দেড় লাখ টাকা পরিশোধ করতে না পারায় পরীক্ষায় বসা অনিশ্চিত শিক্ষার্থীর” – এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে নেত্রকোণার জেলা প্রশাসকের। এরপর তিনি দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব-উল-আহসান এর মাধ্যমে ওই শিক্ষার্থীর সার্বিক খবর নেন।

জানা গেছে,শিলা হাজং ময়মনসিংহের ব্রাহ্ম পল্লি এলাকার স্কুলার নার্সিং ইনস্টিটিউশনের শিক্ষার্থী । তার বাড়ি দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নে। শিলার বড় ভাই পোশাক শ্রমিক, রঘুনাথ হাজং, তিনি জানান,তিনি পোশাক কারখানায় চাকরি করে যে টাকা পান তা দিয়ে তার অসুস্থ মায়ের চিকিৎসা আর সংসারের ভরণপোষণ কোনভাবে চলে। কিন্তু একমাত্র বোন শিলাকে উচ্চশিক্ষিত করার ইচ্ছা তার। রঘুনাথ বলেন, তার বাবা রবীন্দ্র হাজং দিনমজুরি করে যে সামান্য অর্থ উপার্জন করেন তাতে সংসারের ব্যয়ভার বহন করা ও শিলার পড়াশোনার খরচ জোগানো সম্ভব নয়। তাই নার্সিং ইনস্টিটিউটে এতো বড় অঙ্কের বকেয়া পড়ে গিয়েছিলো। তবে সম্মানিত জেলা প্রশাসক যে সহযোগিতা করেছেন তাতে শিলার পড়াশোনায় আর কোন বাধা রইলো না। আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।

নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন,“ওই শিক্ষার্থীর পড়াশুনার যাবতীয় খরচ বহন করবে জেলা প্রশাসন।
এসময় তিনি শিলা হাজংকে নার্সিং এর মহান পেশার মাধ্যমে ভবিষ্যতে একইভাবে সেবার দ্বারা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান৷

জেলা প্রশাসনের সহায়তা পেয়ে শিলা হাজং বলেন,“আমি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না।জেলা প্রশাসক স্যারকে আমার ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা দেওয়ার মত কোন ভাষা নেই। তিনি আমাদের কাছে ঈশ্বরের মতো হয়ে এসেছেন। এই টাকা না পেলে আমার পরীক্ষা দেয়া হতো না।আমি তার এই মহানুভবতার কথা সারাজীবন মনে রাখব।”




বশেমুরবিপ্রবিতে উপস্থিত না হয়েই মাস্টাররোল কর্মচারী নিচ্ছেন ‘দৈনিক মানবিক বেতন ‘

মোঃফজলে রাব্বি,বশেমুরবিপ্রবি­ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ইমদাদুলের বিরুদ্ধে চাকরি না করেই বেতন নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে কর্মরত আছেন।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ‘বশেমুরবিপ্রবি প্রেসক্লাব ‘ এর এক অনুসন্ধানে দেখা যায়, লাইব্রেরি শুক্রবার বন্ধ থাকলেও তিনি শুক্রবারে উপস্থিতি দেখিয়ে মজুরি নেন। এছাড়া পূজা,ঈদ ও রমজান মাসের ছুটিতেও উপস্থিতি দেখিয়ে তিনি বেতন তোলেন। সর্বশেষ সেপ্টেম্বর মাসের উপস্থিতি খাতায় দেখা যায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা ও শুক্রবারের ছুটির দিনেও তিনি উপস্থিতি দেখিয়েছেন।

এমনকি অক্টোবর মাসে পূজার ছুটি থাকা ১ থেকে ১০ তারিখ পর্যন্তও উপস্থিতি দেখান মাস্টার রোলে কর্মরত এই কর্মচারী। শুধু সেপ্টেম্বর ও অক্টোবর মাসই নয় বরং কয়েক বছর ধরে এভাবেই ছুটির দিনেও উপস্থিতি দেখিয়ে বেতন তোলেন তিনি। এমনকি কয়েকদিন পরে কর্মক্ষেত্রে উপস্থিত হয়ে পূর্বে উপস্থিত না হওয়ার দিনগুলোতে স্বাক্ষর করেন তিনি।

এ বিষয়ে ইমদাদুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাবেক উপাচার্য খোন্দকার নাসিরুদ্দিনের আমল থেকেই এমন বেতন দেওয়া হচ্ছে । আমি রাতে ওভারটাইম করি বিধায় সেই সময়টুকু বিবেচনা করে শুক্রবার উপস্থিতি দেখানো হয়।

সেক্ষেত্রে ঈদ পূজার মত বড় বড় ছুটিতেও কেন উপস্থিতি দেখানো হয়েছে এমন প্রশ্নে ইমদাদুল বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক কারণে আমাকে এ বেতন দিতে পারে।

এ বিষয়ে লাইব্রেরিয়ান ভারপ্রাপ্ত মোঃ নাছিরুল ইসলাম বলেন, আমি এখনো অক্টোবর মাসের বেতন করিনি। ইমদাদুল নামের মাস্টার রোলের কর্মচারী কেন এভাবে স্বাক্ষর করেছে আমি জানিনা। আমাকে না জানিয়ে সে উপস্থিত খাতায় স্বাক্ষর করেছে। বিষয়টি আমি তার কাছ থেকে জানতে চাইব।

এ বিষয়ে রেজিস্টার মোঃ দলিলুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ আমার কাছে লিখিত অভিযোগ দেয়নি। রিজেন্ট বোর্ড নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি তিনি পড়ে দেখবেন বলে জানান।




চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযানে জমিরানা

ফরিদপুর জেলা প্রতিনিধি-

চরভদ্রান উপজেলা সদর বাজার ও আশপাশের ব্যাবসা প্রতিষ্ঠানে সোমবার দিবাগত রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন ইউএনও তানজিলা কবির ত্রপা।
তিনি প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স বিহীন গাড়ি চালনা ও রাত ৮ টার পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইলেক্টিসিটি ব্যাবহারের দায়ে নগদ মোট ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন। অভিযানের অন্যান্যরা হলেন-, মোবাইল কোর্ট পেশকার সাদ্দাম হোসেন, অফিস সহায়ক বাবুল বিশ্বাস ও আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।

জানা যায়, বালু বহনকারী গাড়ির ড্রাইভারের মিরাজের প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।একই সাথে উপজেলার আশপাশে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ইলেক্ট্রিসিটি ব্যাবহারের দায়ে মার্সেল শোরুমের মালিক সোহেলকে ও একটি লেপের দোকানের মালিক আব্দুল মান্নানকে আরও ২ হাজার ৫শ’ টাকা জরিমানা ধার্য করেন ভ্রাম্যমান আদালত।এসব জরিমানার মোট ৭ হাজার ৫শ’ টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখান ভ্রাম্যমান আদালত।




নেত্রকোণায় Movers Programme এবং GEEP এর কর্মশালা অনুষ্ঠিত হয়

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

৬ই নভেম্বর নেত্রকোণা জেলাত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে Movers Programme এবং Gender Equity &Empowerment Project (GEEP) এর একটি সম্মিলিত কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় বক্তারা Leadership In Actoin, নারীদের নিরাপদ ভ্রমণ, বয়সন্ধীকালীন নারী স্বাস্থ্য, বাংলাদেশের পরিবেশ ও মুক্তিযুদ্ধ,
ভালো স্পর্শ -খারাপ স্পর্শ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন Movers Programme, Gender Equity & Empowerment Project(GEEP) এর নেত্রকোণা জেলার সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ­ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

নারীদের আত্বরক্ষার কৌশল প্রভৃতি বিষয়ে আলোচনা,কুইজ প্রতিযোগিতার আয়োজন ও পুরষ্কার এবং কর্মশালায় অংশগ্রহনকারীদের সার্টিফিকেট বিতরণ করেন।




সন্তানের বাড়ন্ত বয়সে যা যা শেখাবেন

অনেক সময় গুরুজনদের বলতে শোনা যায়, মানুষের মতো মানুষ হও। শিশুর সুন্দর আচরণ তার মধ্যে মানবিকতা, আত্মবিশ্বাস, সামাজিকতাসহ আরও বেশ কিছু অসাধারণ গুণে গড়ে তোলো।তাই শিশু বড় হওয়া সঙ্গে সঙ্গে তাকে ভালো আচরণ শেখানোটা খুবই গুরুত্বপূর্ণ। সন্তানের বাড়ন্ত বয়সে শেখানো উচিত এমন কিছু মৌলিক আচরণ নিয়েই আজকের এ প্রতিবেদন।

সহযোগিতা: ছোটবেলায় কোনও শিশু যদি যথাযথ শিক্ষা পায়, তবে অনেকটাই সহজ হয় এই মানুষের মতো মানুষ হওয়ার পথ। শৈশব থেকেই কিছু কিছু গুণ রপ্ত করতে সহযোগিতা করা হবে সন্তানকে। সহমর্মিতা ও সহযোগিতার মতো গুণ ছোটবেলা থেকেই তৈরি হওয়া বাঞ্ছনীয়। এগুলো এমন অপরিহার্য মানবিক বৈশিষ্ট্য যা সমাজকে সম্প্রীতির দিকে চালিত করে। সহযোগিতা ও সহমর্মিতা ছাড়া কোনও মানুষ শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে না।

ভাগ করে নিতে শেখা: মানুষ সামাজিক জীব। সন্তানকে শেখান, সমাজের এক জন সদস্য হিসেবে তোমার জন্য যা প্রাপ্য, তা বন্ধু ও স্বজনদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত। এতে শিশুমনে দ্বেষ ও লোভ জন্ম নিতে পারে না।

শুনতে শেখা: ছোট থাকতেই শিশুকে শেখান তোমার যেমন মতামত প্রকাশ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই অন্যরা যা বলছেন তা মনযোগসহ কারে শোনাও কিন্তু গুরুত্বপূর্ণ। ছোট থেকে অন্যের মতামত ও ভাবনার স্বাধীনতাকে সম্মান করতে শেখা।

সামাজিকতা: শিশুদের শেখানো দরকার কীভাবে অন্যদের সঙ্গে মেলামেশা করতে হয়। অন্যের কথার মাঝে বাধা না দেওয়া এবং অন্যের মতামতকে সম্মান করতে শেখাতে হবে ছোট থেকেই।

চাপ সামলা শেখা: ছোট থেকেই সন্তানকে শেখাতে হবে, সুখ ও দুঃখ হাত ধরাধরি করেই চলতে হয়। কোন বিষয় মনকে ভারাক্রান্ত করলেও, নিজেকে শান্ত রাখা এবং চাপে কাবু না হয়ে পড়লে তবেই সেই চাপ অতিক্রম করা যায়।

একে-অপরকে অনুপ্রাণিত করা: অনুপ্রেরণা শুধু নিজের নয়, অন্যদের জন্যেও জরুরি, এই কথা শিশুদের ছোট থেকেই শেখানো জরুরি। ছোট থেকেই এই শিক্ষা পেলে কঠিন সময়ে ভেঙে পড়বে না সন্তান।

অন্যদের নিয়ে মজা না করা: সবাই নিজের মতো করে সুন্দর। অনেক সময় ছোটরা না বুঝেই সহপাঠীর কোনো দুর্বলতার জায়গায় আঘাত করে ফেলে। তাই সন্তানকে শেখান, যে যখন যাই বলুক না কেন, কারও সম্পর্কে কখনও কোনো অবমাননাকর মন্তব্য করা উচিত নয়।




মঙ্গলবার পূর্ণ চন্দ্রগ্রহণ

মঙ্গলবার (৮ নভেম্বর) পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখা যাবে।আবহাওয়াবিদ মহা. আছাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকায় গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে আর শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট ৫৪ সেকেন্ডে।

ময়মনসিংহে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১১ মিনিট ১২ সেকেন্ডে আর শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট ১৮ সেকেন্ডে।

চট্টগ্রামে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৯ মিনিট ১৮ সেকেন্ডে আর শেষ হবে সন্ধ্যা ৭ টা ৫৪ মিনিট ২৪ সেকেন্ডে।

সিলেটে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৫ মিনিট ছয় সেকেন্ডে আর শেষ হবে ৫টা ৫০ মিনিট ১২ সেকেন্ডে।

খুলনায় গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে আর শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

বরিশালে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১৪ মিনিট ২৪ সেকেন্ডে আর শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে।

রাজশাহীতে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১৮ মিনিট ৩৬ সেকেন্ডে আর শেষ হবে রাত ৮টা ৩ মিনিট ৪২ সেকেন্ডে।

রংপুরে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে আর শেষ হবে রাত ৮টা ২৬ সেকেন্ডে।

আবহাওয়া অফিস জানায়, মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া সার থেকে উত্তর-পশ্চিম মহাসাগরের দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে চাঁদের প্রবেশ হবে দুপুর ২টা ২৪ সেকেন্ডে। পূর্ণগ্রহণ শুরু হবে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে বিকেল ৪টা ১৪ মিনিট ১৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ হবে যুক্তরাষ্ট্রের জনস্টন অ্যালট এটল থেকে উত্তর-পূর্ব দিকে উত্তর প্রসন্ন মহাসাগরে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে।




তাইওয়ানের আশেপাশে চীনের ৬৩ যুদ্ধবিমান ও ৪ জাহাজ শনাক্ত

স্ব-শাসিত তাইওয়ানের আশেপাশে চীনের ৬৩ যুদ্ধবিমান ও চারটি বিশেষ যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে। সোমবার এমন তথ্য দিয়েছে তাইওয়ানি কর্তৃপক্ষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার স্পিকারের তাইওয়ান সফরের পর এ স্ব-শাসিত দ্বীপরাষ্ট্রের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ‘তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৩১ যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর কাল্পনিক মধ্যরেখা অতিক্রম করেছে। এরপর এগুলো তাইওয়ানি বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে।’




কোম্পানীগঞ্জে কৃষক বাবুলের পাশে দাঁড়ালেন প্রশাসন 

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুরে কৃষক আবুল খায়ের বাবুলের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

 এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ নভেম্বর বিকালে অর্থ ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবা উল আলম ভূঁইয়া এসময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়নের চেয়ারম্যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা সিরাজিস সালেকিন ( রিমন)।




এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি, জড়িতদের চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

চলমান এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রে সাম্প্রদায়িক ‘উসকানিমূলক’ অংশ যুক্ত রাখার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (০৭ নভেম্বর) ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন শিক্ষামন্ত্রী।

এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে ঢাকা বোর্ডের দুটি সৃজনশীল প্রশ্নে ধর্মীয় বা সাম্প্রদায়িক উসকানির অভিযোগ উঠেছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া থাকে যে কী কী বিষয় মাথায় রেখে প্রশ্নগুলো তারা করবেন। সেক্ষেত্রে অবশ্যই কোনো ধরনের সাম্প্রদায়িকতার কোনো কিছু যেন না থাকে সেটিও নির্দেশিকায় আছে। খুবই দুঃখজনক যে কোনো একজন প্রশ্নকর্তা হয়তো এ প্রশ্নটি করেছেন এবং যিনি মডারেট করেছেন তার দৃষ্টিও হয়তো কোনো কারণে এড়িয়ে গেছে বা তিনিও হয়তো এটা স্বাভাবিকভাবে নিয়েছেন।