৮ লাখ টাকায় বিক্রি দুটি পোয়া মাছ

কক্সবাজারের সেন্টমার্টিনের জেলে আবদুল গনির জালে ধরা পড়েছে দুটি পোয়া মাছ।

মঙ্গলবার সকালে সেন্টমার্টিন সাগর উপকূলে ধরা পড়া মাছ দুটির ওজন সাড়ে ৫৫ কেজি। প্রথমে জেলে আবদুল গনি মাছ দুটির দাম ১৫ লাখ টাকা হাঁকলেও পরে কক্সবাজারে ৮ লাখ টাকায় বিক্রি হয়।

জেলে আবদুল গনি বলেন, মঙ্গলবার ভোরে আমিসহ পাঁচজন জেলে সাগরে নৌকায় মাছ শিকারে যাই।

মঙ্গলবার ভোরে দ্বীপে পশ্চিমপাড়া এলাকায় সাগরে জাল তুললে দুটি বড় পোয়া মাছ পাওয়া যায়। মাছ দুটি নিয়ে দ্বীপের জেটিঘাটে ফিরে আসার পর অনেকে কিনতে আগ্রহ দেখায়। কিন্তু উপযুক্ত দামের আশায় মাছ দুটি কক্সবাজার নিয়ে যাই। সেখানে ৮ লাখ টাকায় একজন ক্রেতা মাছ দুটি কিনে নিয়েছেন।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, টেকনাফ উপকূলে প্রতি বছর দু-চারটা এ ধরনের বড় পোয়া মাছ ধরা পড়ে জেলেদের জালে। পোয়া মাছের এয়ার ব্লাডার বা বায়ুথলির কারণে এটির দাম বেশি হয়ে থাকে। পোয়া মাছের এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হওয়ায় মাছটির কদর রয়েছে।




করোনায় আজ মৃত্যূ নেই, শনাক্ত ৬২

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

আজ বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৯৯২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন।

উল্লেখ্য , ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।




কলকাতায় নুসরাত ফারিয়ার ‘ আবার বিবাহ অভিযান’

দুই বাংলার চলচ্চিত্রাঙ্গনে বেশ সাফল্যের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ২০১৯ সালে কলকাতায় মুক্তি পায় তার অভিনীত ‘বিবাহ অভিযান’ সিনেমা। তুমুল দর্শকপ্রিয়তার কারণে তখনই ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা এসেছিল। তবে নানাবিধ কারণে শুরুটা আর হয়ে ওঠেনি।

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিবাহ অভিযান’-এর দ্বিতীয় অধ্যায় ”আবার বিবাহ অভিযান” সিনেমার একটি পোষ্টার প্রকাশ করেন ফারিয়া। এ থেকে বোঝা যায়, অপেক্ষার অবসান ঘটতে চলছে। এরপর চলতি মাসের ৫ তারিখ থেকে কলকাতায় চলছে সিনেমাটির শুটিং। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।




‘আইএমএফের ঋণের প্রথম কিস্তি আসবে ফেব্রুয়ারিতে : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৫০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, যেভাবে চেয়েছিলাম আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। সাত কিস্তিতে ২০২৬ পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর পাওয়া যাবে।

তিনি জানান, আইএমএফের কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ৩ মাসের মধ্যে ঋণপ্রস্তাবের সব আনুষ্ঠানিকতা ও চূড়ান্ত বোর্ড অনুমোদন শেষ হবে।

উল্লেখ্য, আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে চলতি বছরের ২৪ জুলাই চিঠি দেয় বাংলাদেশ। ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করতে আইএমএফের একটি প্রতিনিধি দল গত ২৬ অক্টোবর ঢাকায় আসে।




পাওয়ার প্লেতেই অর্ধশতক , উড়ন্ত সূচনা বাবর-রিজওয়ানের

বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে কিউইদের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান।

এবারের বিশ্বকাপে ব্যাট হাতে একেবারেই বলার মতো কিছু করতে পারে নি বাবর আজম। আজ সেমিফাইনালে সিডনিতে সরূপে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৫ রান তুলেছে দুই ওপেনার।

বিস্তারিত আসছে……




রামগতিতে পাওনা টাকা চাওয়ায়, মামলা দিয়ে হয়রানির অভিযোগ

জমি ক্রয় সূত্রে টাকা বায়না দেয়া হয়। জমি অথবা বায়না টাকা দিতে কালক্ষেপ করেন মিরণ। দীর্ঘদিন টাকা চাওয়ার পর দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় ইউপি চেয়ারম্যান পরিষদে অভিযোগ দায়ের করেন জমি ক্রেতা আব্দুল হান্নান । অভিযুক্ত মিরণ চেয়ারম্যান পরিষদে টাকা দেনার দায়ে অভিযুক্ত প্রমানিত হন। টাকা না দিতে জুটঝামেলা শুরু করে এবং সময় নিয়ে অভিযোগ কারি ও স্বাক্ষীগণের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা আদালতে মামলা দায়ের করেন এমন অভিযোগ করেন মামলার আসামীগণ।

মামলার আসামী আব্দুল হান্নান বলেন, স্থানীয় প্রতারক ইব্রাহিম মিরণের কাছে পাওনা টাকা চাওয়ায় পল্লী চিকিৎসক আব্দুল হান্নান (৩৪) পিতা মৃত নুরল হুদা, বুলবুল আসাদ নুরুল্লা (৪২) পিতা মৃত হাবিব উল্লাহ, আব্দুর রহমান (২২) পিতা সোহরাব উদ্দিন, মো.আলমগীর (৫৫) পিতা মৃত গোলাম রহমান, এমরান হোসেন পাটোয়ারী (৩৫)পিতা মো.আলমগীর এদের তার মামলায় স্বাক্ষী দেয়ায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দিয়ে হয়রানি করছে। এরা সবাই রামগতি উপজেলার চর রমিজ ইউপি’র চর গোসাই গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নুরুল্লা, আলমগীর, এমরান বলেন, স্থানীয় মো. ইব্রাহিম মিরণ নামে ব্যক্তি তাদের বিভিন্নভাবে হামলা-মামলা, ভয়-ভীতি দেখাচ্ছে এবং জেলা আদালতে চাঁদাবাজির মামলা দিয়ে তাদের হয়রানি করছে। মামলার বাদি মিরণে কাছে হান্নান টাকা পাবে। হান্নান চেয়ারম্যান পরিষদে তার বিরুদ্ধে আমাদের স্বাক্ষী দিয়ে অভিযোগ দায়ের করেন। আমরা যেন স্বাক্ষী দিতে না পারি যার জন্য আমাদের আসামী করে মিথ্যা, বানোয়াট চাঁদাবাজি মামলায় ফাঁসানো হচ্ছে।

ভুক্তভোগী আব্দুল হানান বলেন, মিরণ এবং তার বাড়ি পাশাপাশি থাকায় ৪৮ শতক জমি ৬ লক্ষ ষাট হাজার টাকা মূল্যে নির্ধারণে ২ লক্ষ টাকা স্বাক্ষীগণের মোকাবেলা মিরণকে বায়না করেন। জমির কাগজপত্রে ঝামেলা থাকায় জমি রেজিস্ট্রি দিতে সমস্যা করে মিরণ। দীর্ঘদিন পর জমির বায়না বাবত ২ লক্ষ টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা শুরু করে মিরণ। টাকা চাইলে বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দেয়। আমি সাধারণ মানুষ, পল্লী চিকিৎসা করে জীবিকা নির্বাহ করি। পাওনা টাকা আদায়ের জন্য স্থানীয় চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট তার বিরুদ্ধে অভিযোগ দেই। মিরণ অভিযোগ তোয়াক্কা না করে জেলা জজ আদালতে আমি এবং অভিযোগে সাক্ষীদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দেয়। সাক্ষীরা যেন সঠিক তথ্য আদালতে উপস্থাপন করতে না পারে।এজন্য সাক্ষীদের আসামী করেন মিরণ। এছাড়াও মিরণ এক এক জায়গায় তার এক এক রকম নাম লিখেন ও স্বাক্ষর করেন যথেষ্ট প্রমান রয়েছে। সে সম্পূর্ণ প্রতারক..।

মামলার অন্য আসামী আব্দুর রহমান বলেন, তিনি বাদি ইব্রাহিম মিরণের কাছে জমির বায়না বাবত টাকা পাবে। টাকা দিচ্ছে না। উল্টো তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেয়া হয়।

স্থানীয়দের সাথে আলাপে অনেকেই জানান, মামলার বাদি ও আসামীদের মধ্যে জমির সংকান্ত লেনদেন চলছিল। হঠাৎ জমির টাকা নিয়ে এদের মধ্যে বিরোধ শুরু হয়। পরোক্ষণে টাকা লেনদেন নিয়ে বিরোধগুলো প্রখোর আকার ধারণ করে থানা ও আদালত পর্যন্ত ছড়িয়ে পড়ে।

মিরণের চাদাঁবাজির মামলায় স্বাক্ষীগণের সাথে আলাপকালে জানা যায়, বাদি মিরণের চাদাঁবাজির মামলা সম্পর্কে তারা কিছুই জানেন না। তবে তাদের মধ্যে জমি সংকান্ত টাকা লেনদেন ছিল। মিরণ স্থানীয়ভাবে জমি বেচা-বিক্রি করতেন। জমি কেনা-বেচা সূত্রে লেনদেন হয় এবং জমির টাকার লাভ-ক্ষতির হিসেবে তাদের সম্পর্কে বেগাত ঘটে।

বাদি মো.ইব্রাহিম মিরণের সাথে ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলার চর রমিজ ইউপি’র চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার বলেন, জমির টাকা সংকান্ত বিষয়ের আব্দুল হান্নান ইউনিয়ন পরিষদে মিরণকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন। মিরণকে নোটিশ প্রধান করে বিষয়টি তদন্ত করতে সময় দেয়া হয়। কিন্তু পরোক্ষণে মিরণ স্থানীয় ইউপি পরিষদকে তোয়াক্কা না করে অভিযোগটি জেলা আদালতে নিয়ে যায়। এখানে মিরণসহ তাদের কিছু লোক জমির দালালী করে। এদের মধ্যে টাকার ভাগাভাগিতে সমস্যা হয়। মিরণ এবং মিজান প্রাথমিক তদন্তে হান্নানের টাকা আত্মসাৎ করে স্থানীয় সাক্ষীরা জানান।




অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ১১ কর্মকর্তা পেলেন পদায়ন

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ১১ কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার।

আজ বুধবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নোয়াখালী বদলি আদেশাধীন) পঙ্কজ বড়ুয়াকে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজী মহুয়া মমতাজকে কিশোরগঞ্জে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মাহফুজুল আলম মাসুমকে ময়মনসিংহে, জোনাল সেটেলমেন্ট অফিস বগুড়ার চার্জ অফিসার (সহকারী নিয়ন্ত্রক, সিসিএ অফিস ঢাকা হিসেবে বদলির আদেশাধীন) এস এম জাকির হোসেনকে নওগাঁয় বদলি করা হয়েছে।

ময়মনসিংহ পরিবেশ অধিদফতরের উপপরিচালক রুবেল মাহমুদকে কিশোরগঞ্জ, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মামুনুল করিমকে গাজীপুর, কিশোরগঞ্জের ইটনার উপজেলা নির্বাহী অফিসার (সহকারী রেজিস্ট্রার সিসিএ অফিস ঢাকা হিসেবে বদলির আদেশাধীন) নাফিসা আক্তারকে টাঙ্গাইল, পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলামকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অজিত দেবকে নোয়াখালী, ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বরগুনা বদলি আদেশাধীন) বেগম রুম্পা সিকদারকে বরিশাল এবং লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদেরকে পঞ্চগড়ে অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি কর্মকর্তাকে তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।




আইফোনের কেনার জন্য নিজেকে আত্মগোপন: মায়ের কাছে মুক্তিপণ দাবি

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে আইফোনের জন্য স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন এক কিশোর। তবে তার মায়ের অভিযোগ পেয়ে তাকে পুলিশ উদ্ধার করে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

মালেক লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তবে পুলিশ তার বিস্তারিত পরিচয় জানায়নি।

পুলিশ জানান, মঙ্গলবার সকালে এক নারী তার ছেলে তাওছিফ ইবিনে মালেককে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। এ সময় তিনি জানিয়েছেন, অপহরণকারীরা তার ছেলেকে ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। একটি মোবাইল নম্বর থেকে তার কাছ থেকে মুক্তিপণের দাবি করা হয়। পরে মোবাইল নম্বরটি পুলিশকে দেন তিনি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খুব অল্প সময়ের মধ্যে আমরা নিখোঁজ কিশোর উদ্ধার করেছি। মালেক অপহরণ হয়নি। আইফোন কেনার জন্য সে নিজেই অপহরণের নাটক সাজিয়েছিল।

এ বিষয়ে ক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, মঙ্গলাবার রাতেই উদ্ধারকৃত কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




লক্ষ্মীপুরের গভীররাতে নদীতে ৩ জেলে গুলিবিদ্ধ: নিখোঁজ এক

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে গভীররাতে জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এসময় মহিউদ্দিন (৩৫) নামে এক জেলেকে নিয়ে গেছে দস্যুরা।

মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে চর আবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে নদীতে এ ঘটনা ঘটে। রাত ৪টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে মৎস্য আড়ৎদাররা।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— মো. আব্বাস মাঝি (২৮), মো. ফারুক (৩৫) ও মো. ইউসুফ (২৭)। আব্বাস কমলনগর উপজেলার চরফলকন এলাকার তসির আহম্মদের ছেলে, ইউসুফ রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. ইউনুসের ছেলে ও ফারুক নোয়াখালীর সুবর্ণ চরের আলমগীর ফরাজির ছেলে।

 

 

নিখোঁজ মহিউদ্দিন নোয়াখালীর সুবর্ণচর এলাকার নানু ফরাজির ছেলে।

আহত আব্বাস মাঝি বলেন, ‘আমরা নদীতে জাল ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে দূর থেকে আমাদের নৌকাতে জলদস্যুরা গুলি ছোঁড়ে। এতে আমরা তিনজন গুলিবিদ্ধ হয়েছি। আমাদের সহকর্মী মহিউদ্দিনকে দস্যুরা নিয়ে গেছে।’

কমলনগরের লুধুয়া মাছঘাটের মৎস্য আড়ৎদার মো. লিটন জানান, মধ্যরাতে আব্বাস মাঝির নৌকাতে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ ও আলেকজান্ডার কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডারকে (সিসি) জানিয়েছি। পুলিশ প্রশাসন গেলে কোস্টগার্ড যাবে বলে জানিয়েছেন। এতে তাদেরকে জানিয়ে ঝুঁকি নিয়ে মাছ ব্যবসায়ীরা নিজেরাই ঘটনাস্থল থেকে আহত জেলেদের উদ্ধার করে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একে আজাদ বলেন, তিনজন গুলিবিদ্ধ রোগী এসেছেন। তাদেরকে ভর্তি রাখা হয়েছে। তারা পর্যবেক্ষণে রয়েছেন।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহমেদ বলেন, ভোলার দৌলতখান এলাকার মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটে। রাতেই ঘটনাটি শুনেছি।

এদিকে, বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ ঘটনায় কিছুই জানা নেই বলে জানিয়েছেন গণমাধ্যমকে। পরে তিনি গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আহতদের ও নিখোঁজ জেলের তথ্য নেন।




দুই লাল কার্ডের ম্যাচে বার্সার জয়

পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে না নেমেই লাল কার্ডের দেখা পেলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। তাছাড়াও অহেতুক ফাউল করে লাল কার্ড দেখেন দলের আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার রবার্ট লেভানডস্কি।

এমন আরও ঘটন-অঘটনের জন্ম দিয়ে বিশ্বকাপ বিরতির আগে শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ওসাসুনার মাঠে দাভিদ গার্সিয়ার গোলে শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে ডি-বক্সে হেড করে গোলটি নিশ্চিত করেন ওসাসুনার স্প্যানিশ ডিফেন্ডার গার্সিয়া।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকলেও তেমন কোন কার্যকরী আক্রমণ শানাতে পারে নি জাভির দল।

উল্টো ম্যাচের ৩১ মিনিটে দলকে বিপদে ফেলেন রবার্ট লেভানডস্কি। মাঝমাঠে স্বাগতিকদের গোলদাতা গার্সিয়াকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। এতে ম্যাচের বাকি সময় দশ জনের দল নিয়ে খেলতে হয় বার্সার।