নরসিংদীতে ত্রিমূখী সংঘর্ষে নিহত-৩, আহত ৯

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় দুই যাত্রিবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে । এসময় আহত হয়েছে আরও ৯ জন। মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর  পৌনে চারটার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলকুঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫) একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মোঃ রেনু মিয়া (৬৬) এবং চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া(৩৫) ।

হাইওয়ে পুলিশ জানায় , ভোরে রায়পুরার নিলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাড়িয়ে ছিলো । এমন সময় ,কিশোরগঞ্জের ভৈরব মুখী একটি যাত্রিবাহী বাস বিআরটিসিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয় । ঠিক একই সময় ব্রাহ্মনবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলা গামী একটি মাছভর্তি একটি পিকআপ বাস দুটোকে ধাক্কা দেয়। একইসাথে দুই বাস এবং ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন ও  উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে আরো  ১ জনের মৃত্যু হয় এবং আহত হয় আরও ৯ জন।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান , নিহতদের মরদেহ এখনও ভৈরব হাইওয়ে থানায় আছে । ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।গাড়ী তিনটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।




বীরত্বপূর্ণ অবদানের জন্য পদক পেলেন ৪৫ফায়ার ফাইটার

অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে বীরত্বপূর্ণ অবদান রাখায় ৪৫ ফায়ার ফাইটারকে পদক দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। চার ক্যাটাগরিতে এসব ফায়ার ফাইটারকে পদক দেওয়া হয়।

এর আগে সকাল ১০টায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাজধানীর মিরপুরস্থ ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে শুরু হওয়া অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সরকারপ্রধান।

প্রতি বছরের মতো এবারও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সারাদেশে অগ্নিনিরাপত্তা জোরদার করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।




প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামবে আর্জেন্টিনা

২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ করে দলের সঙ্গে গতকাল যোগ দিয়েছেন লিওনেল মেসিসহ আরও কয়েক ফুটবলার।

এবার মূল পর্বের লড়াইয়ের আগে বুধবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তারা। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মাঠে নামবে মেসি-দিবালারা।




আজ থেকে নতুন সময়সূচিতে চলছে সরকারি অফিস

দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নতুন সময়সূচি অনুযায়ী অফিস শুরুর প্রথম দিন চাকরিজীবীদের বেশিরভাগকেই সময়মতো অফিসে আসতে দেখা গেছে। সবার মধ্যে প্রাণোচ্ছ্বল ভাব লক্ষ্য করা গেয়ে। প্রথম দিনেই সংশ্লিষ্ট দফতরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা গেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তাদের সময়মতোই আসতে দেখা গেছে। প্রতিটি সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানেও এমন চিত্র দেখা গেছে।

গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নতুন এই সময়সূচির কথা জানান। তিনি জানান, ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।

নতুন এই সময়সূচি নির্ধারণ করে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ৯ টা থেকে ৪টা নির্ধারণ করিল। পুনরাদেশ জারি হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’




গোসাইরহাটে মাছের ঘেরে মিলল ৮ ফুটের কুমির

শরীয়তপুরের গোসাইরহাটে মাছের ঘের থেকে বিশাল আকৃতির এক কুমির উদ্ধার করেন স্থানীয়রা।

গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাত ৮টায় গোসাইরহাটের আলওয়ালপুর ইউনিয়নের পাজালকান্দি গ্ৰামের খলিল কাজীর মাছের ঘের থেকে ৮ ফুট লম্বা কুমিরটি উদ্ধার করে স্থানীয়রা।

আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী‌ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে মাছের ঘেরে মাটিতে বড় একটি গর্ত দেখেন কর্মরত শ্রমিকরা। বিষয়টি নিয়ে সন্দেহ হলে গর্তের মুখে মোটা রশি দিয়ে ফাঁদ তৈরি করেন তারা। পরে রাত ৮টার দিকে ফাঁদে বিশাল আকৃতির কুমিরটি আটকে থাকতে দেখে ইউনিয়ন পরিষদে খবর দেয় শ্রমিক ও স্থানীয়রা।

ওসমান আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে কুমির আটকের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে ইউনিয়ন পরিষদ। উপজেলা প্রশাসন বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করে। রাতে কুমিরটি ওই স্থানেই আটকে রাখে স্থানীয়রা। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে আসার কথা রয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, মাছের ঘের থেকে বিশাল আকৃতির কুমিরটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কুমিরটি কোথা থেকে এলো তা নিয়ে আলোচনা চলছে এলাকাজুড়ে। সকালে কুমির আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ ঘেরে এসে ভিড় করছে কুমিরটি দেখার জন্য।




ফরিদপুরে কুপিয়ে যুবক হত্যা, ৫ জনের যাবজ্জীবন

ফরিদপুর জেলা প্রতিনিধি –
ফরিদপুরে চালককে হত্যার পর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেষপুরের গ্রামের মো. ইস্রাইলের ছেলে নূর ইসলাম ওরফে নজরুল ইসলাম (৪৪), আলফাডাঙ্গা উপজেলার কোনাগ্রামের শেখের ছেলে মনির শেখ (৩৪), মৃত আকরাম মোল্যার ছেলে ইকতার মোল্যা (৩৩), বোয়ালমারীর বনচাকী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এনায়েত আমীন (৩৯) ও কাশিয়ানীর ব্যাসপুর গ্রামের মৃত ইছাহাক শেখের ছেলে মিরাজ ওরফে মিরুজ (৩৯)। রায় ঘোষণার সময় নূর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সরকারি কৌঁসুলি নবাবউদ্দিন জানান, ২০১২ সালের ২৮ জুলাই সকালে আলফাডাঙ্গার ধুলজুড়ি গ্রামের মৃত ছবুর শেখের ছেলে শহিদুল ইসলাম ওরফে কালাচানের মরদেহ একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা আক্কাস শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। কালাচান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

এর আগেরদিন বিকেলে কোনাগ্রামে এক হয়ে সিদ্ধান্ত নেয় একটি গাড়ি ঠেকাবে। সে অনুযায়ী রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে রাস্তার দুপাশে গাছের সঙ্গে রশি বেঁধে কালাচানকে ফেলে মোটরসাইকেলটি আটকায়। এরপর আসামি মনির মোটরসাইকেলটি রাখে আর অন্যরা তাকে ক্ষেতের মধ্যে নিয়ে কুপিয়ে জখমের পর মৃত্যু নিশ্চিত করে।

মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ৩১ জুলাই মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম। মামলায় বাদী ও দুজন পুলিশসহ আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।




বোয়ালমারীতে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফরিদপুর  প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী বিশ্বাস (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

নিহত নজর আলী বোয়ালমারীর সদর ইউনিয়নের রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের সহস্রাইল-কালীনগর সড়কের তেঁতুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হন কমপক্ষে ছয়জন। প্রাথমিকভাবে আহত সবার পরিচয় জানা যায়নি।
তবে আহতদের মধ্যে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন লিয়ন শেখ (২৪) ও তরিকুল ইসলাম (২৬)। অন্যরা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




নরসিংদীতে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কেম্পেইন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ব্লাড ডোনার ফাউন্ডেশন কতৃক বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দূর্গম চর এলাকার ১৭১ নং সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২০জন শিক্ষার্থীকে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা, ডাঃ মোঃ আবু কাউছার সুমন এর সার্বিক তত্বাবধানে ক্যাম্পিইন অনুষ্ঠিত হয়।
এ সময় ফাউন্ডেশনের সভাপতি, মোঃ জসিম উদ্দিন সরকার, মোঃ মোস্তফা খান, সভাপতি, রায়পুরা প্রেসক্লাব, শান্ত বণিক, সাংবাদিক ও উপদেষ্টা সদস্য, খন্দকার শাহা নেওয়াজ, সাংবাদিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ খালেক ভূইয়া (আঃ সামাদ মাস্টার) এবং ফাউন্ডেশনের সহ-সভাপতি, এস,এফ যোবায়ের আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক, রিয়ানুল হক তাজরিয়ান সহ অনন্যা সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




রাজিবপুরে পুলিশ সুপারের সচেতনতামুলক আলোচনা সভা 

সাব্বির মামুন (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজিবপুরে বাল্য বিয়ে,নিরাপদ ইন্টারনেট ব্যবহার,অপহরণ,ইভটিজিং,নারী নির্যাতন ও মাদক  সেবন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল হাই সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ,রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিজল ইসলাম সজল বাংলাদেশ প্রেস ক্লাব রাজিবপুর উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম সোনা সহ প্রমুখ।
এসময় স্কুলটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুড়িগ্রাম পুলিশ সুপার বলেন,দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তোমাদের নেতৃত্ব দিতে হবে।তোমাদের ভালোভাবে পড়াশোনা করে রাজিবপুরকে পরিবর্তনের মাধ্যমে আগামীতে এক সোনালী রাজিবপুর হিসেবে গড়ে তুলতে হবে এবং জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিয়ে রাজিবপুর তথা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে সম্প্রতি এক প্রতিযোগিতায় বিজয়ী হওয়া রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
পরে বীরপ্রতীক তারামন বিবির পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ, তার বাসায় তাল গাছ রোপণ ও বালিয়ামারী বাংলাদেশ-ভারত বর্ডার হাট পরিদর্শন করেন।



শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ -এমপি শাওন

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি:

ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বাংলাদেশ শুধু ডিজিটাল খাতেই নয় সবখাতেই উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় কর্ম দক্ষতায় বাংলাদেশ আজ উন্নত দেশের শিখরে অবস্থান করছে।

সোমবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে তজুমদ্দিন উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।

পরে উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকারের সঞ্চালনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন এমপি শাওন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।