দারুন গোল দিয়ে সমতায় ফিরলো ক্রোয়েশিয়া

বিস্তারিত আসছে…




নেইমারের গোলে এগিয়ে গেল ব্রাজিল

কাতার বিশ্বকাপে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথমার্ধ থেকে দুই দলই সমানে-সমান লড়াই করলেও নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। যার শুরু থেকেই ক্রোয়েট রক্ষণকে চেপে ধরে ব্রাজিল। আর এতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় তিতে বাহিনী। প্রথম অতিরিক্ত সময়ের শেষ মিনিটে নেইমারের গোলে লিড পেয়েছে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। ম্যাচের পঞ্চম মিনিটে গোলমুখে প্রথম শট নেয় ব্রাজিল। তবে ভিনিসিয়াস জুনিয়রের সেই শট সহজেই রুখে দেন ক্রোয়েট গোলরক্ষক লিভাকভিচ। এর ঠিক আট মিনিট পর প্রথমবারের মতো ভালো সুযোগ পায় ক্রোয়েশিয়া। বল পায়ে নিজেদের অর্ধ থেকে ডি-বক্স পর্যন্ত চলে যান ইউরানোভিচ। তার বল পেয়ে ক্রস করেন পাসালিচ। দারুণ জায়গায় বল পেয়ে যান পেরিসিচ। তবে মিলিতাওয়ের চাপের মুখে শট রাখতে পারেননি লক্ষ্যে। এই যাত্রায় রক্ষা পায় ব্রাজিল।

ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টি স্পটের কাছে ভিনিসিয়াসের শট ব্লক করেন সোসা। কয়েক সেকেন্ড পর গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন নেইমার। ৩০তম মিনিটে পেরিসিচের দূরপাল্লার শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। এরপর আর কোনো দলই ভালো সুযোগ না পাওয়ায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে এই দুই দল।

বিস্তারিত আসছে…




অপরিবর্তিত একাদশ নিয়ে লড়াইয়ে ব্রাজিল

ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বিশ্বকাপের শেষ আটের লড়াই। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামছে এই দুই দল। শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টারে উঠেছে সেলেসাওরা। অন্যদিকে এশিয়ার পাওয়ার হাউস খ্যাত জাপানকে হারিয়ে শেষ আটে এসেছে ক্রোটরা।

ব্রাজিল একাদশ

অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

ক্রোয়েশিয়া একাদশ

দমিনিক লিভাকভিচ, বোর্না সোসা, ইভান পেরিসিচ, দেইয়ান লভরেন, মাতেও কোভাচিচ, আন্দ্রেই ক্রামারিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রজোভিচ, মারিও পাসালিচ, ইয়োস্কো গাভারদিওল ও ইয়োসিপ ইউরানোভিচ।




রায়পুরে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

প্রদীপ কুমার রায়ঃ

লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রফিক উল্যা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ইয়াছিন হাজী বাড়ির মৃত শরফত উল্যা ছেলে।

উপজেলার বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সাগরদী গ্রামে শুক্রবার (৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। মুমুর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ইয়াছিন হাজী রোডের পোস্টমাষ্টার বাড়ি সংলগ্ন এলাকায় বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে থাকে। এলাকার লোকজন পল্লী বিদ্যুত সমিতিকে বিষয়টি কয়েকবার জানানোর পরেও সংযোগ লাগাতে আসে নাই। কিন্তু লাইনটি মেরামতে বা বিদ্যুৎ সরবরাহ বন্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেওয়ার আগেই এ দূর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে মোঃ আব্দুল আহাদ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে আমার বাবাকে এভাবে মৃত্যুবরণ করতে হতো না। তাঁদের গাফিলতির কারণেই আমার বাবাকে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা এর বিচার চাই।’
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহাদাত হোসেন বলেন,‘সকাল সাড়ে ৮টার দিকে গ্রাহকরা তার ছিড়ে পড়ে থাকার বিষয়টি আমাদেরকে অবহিত করেন। আমাদের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই এ দূর্ঘটনা ঘটে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




নেত্রকোণায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে হাতির আক্রমণে আহত কৃষক বণেশ রিচিল (৭৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানান, বুধবার (৭ ডিসেম্বর) সীমান্ত এলাকায় ধান পাহারা দিতে গিয়ে বণেশ দেখেন বন্য হাতি ফসল নষ্ট করছে। এ সময় হাতির পাল তাকে ধাওয়া করে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব উল আহসান বলেন, ‘খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে আমরা তাৎক্ষণিকভাবে টাকাটা দিয়েছি যাতে তার সৎকার করতে পারে। এ ছাড়াও সচেতনতা বাড়াতে পুরো এলাকায় মাইকিং করা হচ্ছে। পাশাপাশি গ্রাম পুলিশের পাহারা জোরদার করা এবং বিজিবিকেও সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সীমান্তের সমস্যা সমাধানে দ্রুত পরিকল্পনা গ্রহণ করা হবে।

এছাড়াও গত ১৫ নভেম্বর উপজেলা কলমাকান্দার পাঁচগাও সীমান্তে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়।




তজুমদ্দিনে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

ভোলা প্রতিনিধি:
উপজেলা প্রশাসন ও দূর্ণীতিপ্রতিরোধ কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীসেবা সংস্থার অংশ গ্রহণে ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে দূর্ণীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দূর্ণীতিপ্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ ইঞ্জিনিয়ারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, মহিলা ভাইসচেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, দূর্ণীতিপ্রতিরোধ কমিটির সম্পাদক রফিক সাদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী, পল্লীসেবা সংস্থার প্রোগ্রাম কো-অডিনেটর পরিতোষ বড়ুয়া, অডিট অফিসার তরুন কুমার দাস, এক্যাউন্ট সবুজ চন্দ্র দাস, সাংবাদিক মহিবুল্যাহ ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দূর্ণীতি একটি দেশ, একটি জাতি এমনকি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়।

তাই আজ থেকে আমাদের শপত হোক আমরাও দূর্ণীতি করবো না এবং অন্যকেও দূর্ণীতি করতে দিবো না। দূর্ণীতিকে প্রতিরোধ করে বাংলাদেশটাকে এগিয়ে নিতে হবে।




কারাগারে পাঠানো হলো ফখরুল-আব্বাসকে

রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার বিকাল ৫টার পর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বিকাল সোয়া ৪টার দিকে গোয়েন্দা পুলিশ তাদের ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে উপস্থাপন করে বিস্ফোরক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই নেতাকে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।অন্যদিকে ফখরুল ও আব্বাসের জামিন চেয়ে আবেদন করেছেন তাদের আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুই বিএনপি নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত বুধবার (৭ ডিসেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে রিজভী, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

যদিও পরে আমান ও জুয়েল জামিনে ছাড়া পেয়েছেন।




কমলনগরে রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

কমলনগর(লক্ষ্মীপুর),প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা পর্যায়ে ৩ জন নারীকে জয়িতা নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত জয়িতা নারীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।

নির্বাচিত জয়িতা নারীরা হলেন- চর ফলকন গ্রামের সমাজ উন্নয়ন অসাম্য অবদান রেখেছেন নিপু আক্তার ও হাছিনা আক্তার এবং চর জাঙ্গালিয়া গ্রামের মাহমুদা বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, কমলনগর থানার এস আই মোস্তাক, মহিলা বিষয়ক কর্মকতা মোঃ মোরশেদ আলম, কৃষি কর্মকতা মোঃ ইকতারুল ইসলাম, তথ্য আপা শাহানা ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি কমলনগর সভাপতি মাওলানা যায়েদ হোসাইন আল ফারুকী, বীরমুক্তিযোদ্ধা শরিফ উল্ল্যাহ, কমলনগর প্রেসক্লাব সহ সভাপতি মোঃ ফয়েজ মাহমুদ, সাধারণ সম্পাদক এ আই তারেক সহ অনেকে।




ডায়াবেটিস রোগীরা সকালের নাশতায় যা খাবেন

ডায়াবেটিস রোগ হলে খাবার খেতে হয় হিসাব করে। কিছু কিছু খাবার খাওয়া বারণ। এই রোগ নিয়ন্ত্রণে রাখতে চাইলে সকাল-বিকালের নাস্তায় খেতে পারেন কিছু স্ন্যাকস। যা আপনার পুষ্টির চাহিদা মিটিয়ে শরীর রাখবে ফিট।

​১. ঘুঘনি

সকালের নাশতায় খেতে পারেন ঘুঘুনি। এর মাধ্যমে মিলতে পারে পর্যাপ্ত শক্তি। এছাড়া প্রচুর ফাইবার থাকে এই খাবারে। তাই ঘুঘনি খেলে অনেকক্ষণ পেট ভরতি থাকে। ফলে সুগার বাড়ার আশঙ্কা কমে। এছাড়া আপনি ঘুঘনির সঙ্গে সালাদও খেতে পারেন। টমেটো, শসা, পেঁয়াজ দিয়ে আপনি ঘুঘনি খান। দেখবেন সমস্যার সমাধান সহজেই করতে পারছেন। তাই ঘুঘনি অবশ্যই একটা বিকল্প হতে পারে।

২. অঙ্কুরিত ছোলা

ছোলা খাওয়া খুবই ভালো। আর সেই ছোলা অঙ্কুরিত হলে আরও উপকারী হয়। অঙ্কুরিত ছোলা আপনি রোজ খেতে পারেন। এই খাবারে রয়েছে অনেকটা পরিমাণে প্রোটিন। এছাড়াও ফাইবার থাকে ভালো পরিমাণে এই খাবারে। তাই আপনাকে অবশ্যই খেতে হবে অঙ্কুরিত ছোলা। তবে আচার বা অন্যান্য জিনিস দিয়ে ছোলা মাখলে তার গুণ নষ্ট হয়। এমননি লবণও এতে মেশানো উচিত নয়।

​৩. কাবুলি ছোলা

কাবুলি ছোলা আপনি অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান করতে পারবেন। সাধারণ ছোলার থেকে এর দানার আকার বড়। এছাড়া পুষ্টিগুণ মোটামুটি তুল্যমূল্য। এবার অনেকে কাবুলি ছোলা খেতে পছন্দ করেন। তাদের জন্য এর ঘুঘনি ভালো। এছাড়া কেউ চাইলে ভিজিয়ে রেখে গ্রিন সালাদের সঙ্গে অনায়াসে খেতে পারেন কাবুলি। তাহলেই পেট ভরে থাকবে অনেকক্ষণ। আসলে এই খাবারে ফাইবার রয়েছে। এই কারণে আপনি ভালো থাকবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।

​৪. ভেজিটেবল স্যুপ

ডায়াবেটিস রোগীরা সকাল কিংবা বিকালের নাশতায় নিয়মিত খান ভেজিটেবল স্যুপ। এই স্যুপ খেলে অনেক দ্রুত সমস্যার সমাধান করা যায়। কারণ মৌসুমী সবজির মধ্যে থাকবে নানা ভিটামিন ও খনিজ। সেই ভিটামিন ও খনিজ শরীরের জন্য ভালো। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবারের কথা ভুলে গেলেও চলবে না। এর মাধ্যমেই শরীরে সুস্থ হবে। কমবে সুগার।

৫. চিকেন স্যুপ

ডায়াবেটিস রোগীদের জন্য চিকেন স্যুপ খুবই ভালো। এই খাবারে মেলে প্রয়োজনীয় প্রোটিন। এছাড়া নানা ধরনের সবজি মেশানো থাকে। ফলে অ্যান্টিঅক্সিডেন্ট মেলে। প্রোটিন, ভিটামিন, খনিজে ভরপুর এই খাবার আপনার সুগার নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই সকাল-বিকালের স্ন্যাকস হিসাবে মুখে তুলতেই পারেন এই স্যুপ। এছাড়া যারা বাইরে থাকেন তারা ড্রাই পপকর্ন ও বালিতে ভাজা ছোলা খান। ভালো থাকবেন।




কোয়ার্টার ফাইনালে ব্রাজিল সম্ভাব্য একাদশ

মরুর বুকে বিশ্ব ফুটবল আসরে সেমিফাইনালে জায়গা নিশ্চিতে ব্রাজিলকে অবশ্যই রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে হারাতে হবে। আর সেলেসাওদের হারিয়ে ২০ বছরের ইউরোপ বাধা বজায় রাখতে চাইবে ক্রোয়াটরা। কারণ, বিশ্বমঞ্চে গত ২০ বছরে নক-আউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের শুরুর সম্ভাব্য একাদশ :

অ্যালিসন (গোলরক্ষক), থিয়াগো সিলভা, মারকুইনহোস, এদের মিলিতাও, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার জুনিয়র, রিচার্লিসন।