নেত্রকোণায় এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

সারা দেশব্যাপী শিশু অধিকার বাস্তবায়নে কাজ করা জাতীয় শিশু সংগঠন (এনসিটিএফ) এর নেত্রকোণা জেলা শাখার বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । শনিবার ( ১৭ ডিসেম্বর) দুপরে
নেত্রকোণা পৌরসভা মিলনায়তনে এই সাধারণ সভা ও নির্বাচন এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মীর বাবলুর রহমান।

হোমায়রা আমীন সায়মা এর সভাপতিত্বে ও সর্বজিত দাসের সঞ্চালনায় এসময় তিনি বলেন এনসিটিএফ এর নির্বাচনের মধ্যে দিয়ে শিশুদের সাংগঠনিক কাজ করার আগ্রহ সৃস্টি হবে। একই সাথে আগামী দিনের যোগ্য নেতৃত্ব সৃষ্টি হবে হবে আশা ব্যক্ত করেন। এসময় বক্তব্য রাখেন এনসিটিএফ নেত্রকোণা জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান ঈশান, যুগ্ম সাধারণ সম্পাদক আদিয়া ইসলাম এবং ইয়েস বাংলাদেশ এর জেলা ভলান্টিয়ার আলমগীর হোসেন
আলোচনা সভা শেষে জাতীয় শিশু টাস্ক ফোর্স (এনসিটিএফ) নেত্রকোণা জেলা কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে দুপুর ১২ থেকে দুপুর তিনটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সু-শৃঙ্খলভাবে লাইন দারিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করে এবং শিশুরাই এই নির্বাচন পরিচালনা করে থাকেন। নির্বাচনে অর্ধশতাধিক এনসিটিএফ সদস্য ভোটাধিকার প্রয়োগ করে গাজী
মিথিলা সভাপতি ও সাধারণ সম্পাদক মাহফুজ বিশ্বাস সহ এনসিটিএফ এর ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করে থাকেন।

১২ থেকে ১৮ বছরের শিশু শিক্ষার্থীদের নিয়ে জাতীয় শিশু টাস্ক ফোর্স নেত্রকোণা জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।




চাটখিলে বিএনপির ৪ নেতা আ.লীগে যোগদান ফুল দিয়ে বরণ করেন এমপি এইচ.এম ইব্রাহিম

মোঃবদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে ১৭ ডিসেম্বর শনিবার ৯নং খিলপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সাথে পূর্ব দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন ও ব্যাপক জনসমর্থনের ফলে বিএনপির ৪ নেতা ও সাবেক ওয়ার্ড সভাপতি, বর্তমান ইউপি মেম্বার মামুনুর রশীদ (৬নং ওয়ার্ড পূর্ব দেলিয়াই-বালিয়াধর), আবুল কালাম (বালিয়াধর), আবদুল মালেক মানিক, মোঃ আজাদ (৫নং ওয়ার্ড দক্ষিণ দেলিয়াই) আওয়ামী লীগে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে নোয়াখালী( ১)চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য ( এমপি) এইচ. এম ইব্রাহিম তাদের ফুল দিয়ে বরন করে নেয়। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে সর্বাত্তকভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন।




যুবসমাজকে শিক্ষাদীক্ষায় ও খেলাধুলায় সেরা হতে হবে: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় ও খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় আসরের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। রামগঞ্জের পানাপাড়া স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আনোয়ার খান এমপি আরো বলেন, আমাদের যুব সমাজ খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় এসব দিকে যেন আন্তরিক হয়, নিজেদেরকে আরও সম্পৃক্ত করে। সেটা আমার আকাঙ্ক্ষা। সরকার ক্রীড়াঙ্গনে উন্নয়ন কাজ করছে। দেশের শিশুরা থেকে শুরু করে যুব সমাজ পর্যন্ত যাতে সবাই খেলাধুলার সুযোগ পায় এবং সাংস্কৃতিক চর্চায় পারদর্শী হয় সে লক্ষ্যে নিয়ে সরকার কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান, লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্ল্যা জিসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ী দল মজুপুর একাদশ ও রানার্সআপ লামচর স্পোর্টিং ক্লাবের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।




রামগঞ্জে বিঘা মাদ্রাসার ভবন উদ্ভোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড আনোয়ার হোসেন খান বলেছেন, বিগত ১০ বছরে বাংলাদেশের উন্নয়ন হয়েছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন গ্রামে-গঞ্জে স্কুল-মাদ্রাসা খুবই জরাজীর্ণ অবস্থায় ছিলো। এখন আর জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নেই। দেশের কল্যাণে আত্মনির্ভরশীল নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ জনগণের সরকার, জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাচ্ছে এবং যাবে।

তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলার উন্নতি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কারণেই বাংলার জনগণ আওয়ামী লীগকে বার বার চায়। যেই সব মানুষ দেশের মানুষের ভবিষ্যত পরিকল্পনাকে ব্যাহত করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন আনোয়ার খান এমপি।

১৭(ডিসেম্বর)শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিঘা আহমদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ১কোটি ২২ লাখ ৩৯হাজর টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার খান এমপি এসব কথা বলেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আখতার হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধক্ষ্য মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সূফী, গোলাম রুসুল, জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, পৌর কাউন্সিলর মামুনুর রশীদ, ১নং কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লাসহ উপজেলার ভিবিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




সোনাইমুড়ী বারগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম( বিএসসির) শীতবস্ত্র বিতরণ

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী ২ (সেনবাগ-সোনাইমুড়ী)আস­নের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম এমপির পক্ষে বারগাঁও ইউনিয়নের গরীব দুঃখীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন বারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি শামছুল আলম( বিএসসি)।এ সময় উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক মাইন উদ্দিন সোহাগ সহ প্রমুখ নেতৃবৃন্দ।




স্কুলে ভর্তি শুরু আগামীকাল থেকে, মানতে হবে যেসব নির্দেশনা

আগামীকাল রোববার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির কার্যক্রম, যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে ২২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

১৫ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি (সব) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া যথাক্রমে ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ফল শিট (অপেক্ষমাণ তালিকাসহ) ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি গ্রহণের সময় নিম্নোক্ত বিষয়গুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে।

১) ভর্তিকালীন নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে।

২) নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালীন শিক্ষার্থীর জন্ম সনদের মূল কপি, জন্ম সনদের অনলাইন কপি (প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে যাচাই করতে হবে), পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ভালো করে দেখতে হবে।

৩) মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে কোনও শিক্ষার্থী নির্বাচিত হয়ে থাকলে (যাচাই সাপেক্ষে) তাকে ভর্তি করা যাবে না।

৪) একই শিক্ষার্থী অনলাইনে জন্ম নিবন্ধন নম্বর বার বার পরিবর্তন করে, মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে একাধিকবার নির্বাচিত হয়ে থাকলে (যাচাই সাপেক্ষে) জালিয়াতির কারণে তাকে ভর্তি করা যাবে না।

৫) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ জারিকৃত ভর্তি নীতিমালায় যেসব কোটা সংরক্ষিত রয়েছে, ভর্তির সময়ে ওই কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের কোটাসংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অন্যান্য সংরক্ষিত কোটায় শূন্য আসন পূরণ না হলে, সাধারণ নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে অপেক্ষমাণ তালিকার ক্রমানুসারে ওইসব শূন্য আসন পূরণ করতে হবে। কোনোভাবেই আসন শূন্য রাখা যাবে না।

৬) সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোনের ভর্তির বিষয়ে সরকারি ও বেসরকারি ভর্তি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ভর্তি কমিটি আবেদন যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।




সংবিধান-মুক্তিযুদ্ধবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার রাষ্ট্রপতির আহ্বান

সংবিধান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী যেকোনো তৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (১৭ ডিসেম্বর) সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী (১৭ ও ১৮ ডিসেম্বর) অনুষ্ঠানের প্রথম অধিবেশনে এই আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সবাইকে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, দলীয় স্বার্থে সংবিধানের ব্যবহার কখনো শুভ হতে পারে না।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আইনমন্ত্রী আনিসুল হক, শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়া যোগ দিয়েছেন। স্বাগত বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি নূরজ্জামান।

১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও আসছে…




সকালে খালি পেটে পানি পান করার ৭ উপকারিতা

বলা হয়, পানির অপর নাম জীবন। আর এই কথাটিতেই বোঝা যায় যে, পানি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

আমাদের শরীরের ৭০ শতাংশই গঠিত হয় পানি দিয়ে। শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক ও মসৃণ কার্যকারিতার জন্য পানি অপরিহার্য।

আমাদের সুস্থতার জন্য নিয়মিত অন্তত দুই লিটার পানি পান করা উচিত। এটি আমাদের শরীরে অনেকটা প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। বিভিন্ন রোগ প্রতিরোধে এবং শরীরকে হাইড্রেট রাখতে পানির গুরুত্ব অতুলনীয়।

জেনে অবাক হবেন, পানির সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় সকালে খালি পেটে পান করলে। আসুন জেনে নিই সকালে খালি পেটে পানি পান করলে পাওয়া যাবে যে সাত স্বাস্থ্য উপকারিতা—

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে
শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে পানি প্রয়োজনীয়। আর নিয়মিত সকালে খালি পেটে পানি পান করলে সেটি আমাদের ইমিউন সিস্টেমের অনেক উপকার করে। এর ফলে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

২. বিপাক ত্বরান্বিত করতে সহায়তা করে
সকালে খালি পেটে পানি পান করলে সেটি বিপাকীয় হারকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে থাকে। এর ফলে খাবার দ্রুত হজমে এবং দীর্ঘমেয়াদে ওজন কমাতে সহায়তা করে।

৩. শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে
সকালে খালি পেটে পানি পানের মাধ্যমে আমাদের শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। কারণ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে তরল আকারে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। আর সকালে খালি পেটে পানি পান করলে তা আরও ভালোভাবে হয়ে থাকে।

৪. অন্ত্র পরিষ্কার করতে সহায়তা করে
খালি পেটে পানি পান করলে সেটি আমাদের পরিপাকতন্ত্র নিয়ন্ত্রণে সহায়তা করে। এ জন্য প্রচুর পরিমাণে পানি পান করলে আমরা মলত্যাগের তাগিদ অনুভব করে খাকি। এর ফলে সকালে খালি পেটে পানি পান করলে তা আমাদের অন্ত্র পরিষ্কার করতে সহায়তা করে।

৫. ওজন কমাতে উপকারী
বেশি বেশি পানি পান করলে সেটি আপনাকে দ্রুত ওজন কমাতে সাহায্য করতে পারে। কারণ এতে কোনো ক্যালোরি নেই, আর ঘন ঘন পানি পান করলে তা পেট ভরা রাখতে সাহায্য করে। আর সকালে খালি পেটে পানি পান করলে সেটি আমাদের বিপাককে দ্রুত করতে সাহায্য করে। এর ফলে ক্যালোরিও দ্রুত বার্ন হয়ে ওজন কমাতে সহায়তা করে।

৬. কোলন পরিষ্কারে সহায়তা করে
সকালে খালি পেটে পানি পান করলে সেটি জমে থাকা স্লাজ থেকে আরও ভালোভাবে মুক্তি দিতে এবং পুষ্টির দ্রুত শোষণকে সক্ষম করতে সহায়তা করে। এর ফলে কোলন স্বাস্থ্য ভালো হয়।

৭. মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করে
মাইগ্রেন বা ঘন ঘন মাথাব্যথা সমস্যা প্রাথমিক কারণগুলোর মধ্যে অন্যতম
হচ্ছে শরীরে তরলের অভাব বা ডিহাইড্রেশন। আর সকালে খালি পেটে পানি পান করলে সেটি প্রাকৃতিকভাবেই এ সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে।




শতরানের জুটিতে ছুটছেন জাকির – শান্ত

পাহাড়সম লক্ষ্যের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ভেঙে পড়বে-এমন ভাবনা হয়তো ছিল অনেকের। কিন্তু জাকির হাসান ও নাজমুল হাসান শান্ত ভুল প্রমাণ করছেন সবাইকে।

দুজনের উদ্বোধনী জুটির রান ছাড়িয়ে গেছে একশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ৫১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে ১০৬ রান করেছে স্বাগতিকরা।

কোনো উইকেট না হারিয়ে ৪২ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। চতুর্থ দিনেও সাবলীল দুই উদ্বোধনী ব্যাটার। শতরানের জুটিতে তারা গড়েছেন বেশ কিছু রেকর্ডও।

বিস্তারিত আসছে




যে কারণে শ্রাবন্তীর আক্ষেপ

বলিউড এখন ব‍্যাকফুটে। আঞ্চলিক ভাষার ছবি, বিশেষত দক্ষিণ ভারতীয় ছবিগুলো ব‍্যাপক হারে দর্শক টানছে। গত এক দেড় বছর ধরেই এই প্রবণতা দেখা যাবে হিন্দি বলয়ের দর্শক এবং বাঙালিদের মধ‍্যেও। সেই দক্ষিণ ভারতেই চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির জন‍্য পুরস্কৃত হলেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়।

তেলেঙ্গানায় বাংলা ফিল্ম ফেস্টিভ‍্যালে পপুলার চয়েস বিভাগে ‘ভয় পেও না’ ছবির জন‍্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রাবন্তী। সম্মান পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। সংবাদ মাধ‍্যমকে জানান, হায়দরাবাদে অনেক ছবির শুটিং করেছেন তিনি। তবে ফিল্ম ফেস্টিভ‍্যালে যাওয়া এই প্রথমবার।

শ্রাবন্তী জানান, তার বরাবর পুরস্কার পাওয়ার থেকে মানুষের প্রশংসা বেশি পছন্দ। তবে সেখানকার বাঙালি দর্শকদের ধন‍্যবাদ জানান তাকে এই সম্মানের যোগ‍্য মনে করার জন‍্য। কথায় কথায় বাংলা ইন্ডাস্ট্রি এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি ও দর্শকদের মধ‍্যে পার্থক‍্যের কথাও তুলে ধরেন এ নায়িকা।