লক্ষ্মীপুরে হরতাল বিরোধী আওয়ামী লীগের মিছিল, মাঠে নেই জামায়াত

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের উদ্যোগে  সকালে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মীরা।
পরে উত্তর তেমুহনী ট্রাফিক চত্ত্বরে সমাবেশ করে তারা।

এদিকে হরতালের সমর্থনে কোথাও কোন পিকেটিং কিংবা জামায়াত শিবিরের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। এ পর্যন্ত জেলার কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি। সকল ধরণের যানবাহন চলাচল ও রয়েছে স্বাভাবিক। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, ইসমাইল হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে আরও ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামান রিপন, মাহবুবুল হক মাহবুব প্রমুখ।




লক্ষ্মীপুরে বাল্য বিবাহ নিরোধে মানববন্ধন

‘কন্যা শিশু জাগরণ, আনবে দেশে উন্নয়ন’- এ স্লোগানে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে।  সকালে জেলা পরিষদের সমানে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ফরিদা ইয়াছমিন লিকা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্যাহ আল জাব্বার, ব্র্যাক কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাল্য বিবাহ বন্ধে প্রশাসনের সাথে প্রতিটি গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক এগিয়ে আসতে হবে। সামাজিক ভাবে বাল্য বিবাহকে বয়কট করারও আহবান জানান তারা।




লক্ষ্মীপুরের কমলনগরে ৯টি দোকানে আগুন লেগে ১০ কোটি টাকার ক্ষতি

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে ৯টি দোকানে আগুন লাগে এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় এ আগুন লাগে।

ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো তামিম ক্লথ স্টোর, ওহাব বস্ত্রালয়, তামিম ক্লথ স্টোর, আল সৈয়দ ক্লথ স্টোর, মা ফাতেমা ক্লথ স্টোর, বিসমিল্লাহ ক্লথ স্টোর, ইব্রাহীম ক্লথ স্টোর ও আলী আযম ডাক্তারের ফার্মেসী।

ক্ষতিগ্রস্থ আলসৈয়দ ক্লথ স্টোর ও মা ফাতেমা ক্লথ স্টোরের মালিকের ভাই চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ ও হাজিরহাট বাজারের সেক্রেটারী মো. শাহাজান জানান, যে উক্ত ৯টি দোকানে আগুন লেগে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদুজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের লাগতে পারে। প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় করা হবে।

 




লক্ষ্মীপুরে বাল্যবিয়ে করে নববধূসহ পালিয়েছেন ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক :

আইনের তোয়াক্কা না করে লক্ষ্মীপুরের রামগঞ্জে নাগমুদ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আরিফ হোসেন বাল্যবিয়ে করেছেন। পরে প্রশাসনের তৎপরতায় নববধূসহ পালিয়েছেন তিনি।

সোমবার (৯ অক্টোবর) চন্ডিপুর ইউনিয়ের মাছিমপুর গ্রামের পাইকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের রুহুল আমিনের ছেলে ইউপি সদস্য মোঃ আরিফ হোসেন সঙ্গে মাছিমপুর পাইকের বাড়ির মৃত মিজানুর রহমানের মেয়ে নুসরাত জাহান জেরিনের (১২) বিয়ের দিন ধার্য করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ঘটনাস্থলে যান। কিন্তু তার আগেই পরিবারের লোকজন তড়িঘড়ি করে বিয়ের আয়োজন সম্পন্ন করে ফেলেন। তবে প্রসাশনের তৎপরতার কারণে তাৎক্ষণিকভাবে বাড়ি ছেড়ে নববধুকে নিয়ে পালিয়ে যান আরিফ।

এদিকে গ্রামবাসী জানায়, কনে নুসরাত জাহান জেরিন (১২) স্থানীয় মাছিমপুর এলএম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ জানান, ইউপি সদস্য আরিফ সরকার, বাল্যবিবাহ নিরোধ আইনের কোনো তোয়াক্কা না করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না।




কমলনগরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ : সংঘর্ষে আহত-৭

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সাথে একই পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল মেম্বারের সাথে দীর্ঘদিন দ্বন্দ চলে আসছে। দ্বন্দ ও পূর্ব শত্রুতার জের ধরে দু’ পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন চেয়ারম্যানের ছেলে নিজাম উদ্দিন সোহেল (৩০), ভাগিনা মো. তোফায়েল (৪০), মো. সিরাজ (৩৫) ও আবুল কাসেম (২৮)। তাদেরকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলেন ইসমাইল মেম্বারের চাচাতো ভাই মো. সুমন (২৮), মাইন উদ্দিন (২৬) ও মো. সবুজ (২৮)। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি একে এম নুরুল আমিন মাস্টার বলেন পুর্ব শত্রুতার জের ধরে ইসমাইল মেম্বার ও তার লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলে ও ভাগিনাদেরকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

ইউপি সদস্য ইসমাইল মেম্বার বলেন, দোকানের বকেয়া পাওনা টাকা চাইতে গেলে চেয়ারম্যানের ছেলেসহ তার লোকজন হামলা চালিয়ে আমার ভাইদের পিটিয়ে আহত করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন দু-পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




কমলনগরে উপজেলা শুমারী কমিটির সভা

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা শুমারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা স্পন্দন সম্মেলন কক্ষে পরিসংখ্যান অফিস এ আয়োজন করে।
কমলনগর উপজেলা পরিসংখ্যাণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু নোমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
উপজেলা পরিসংখ্যাণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু নোমান চৌধুরী তার বক্তব্যে বলেন, খানা ভিত্তিক তথ্য ভান্ডার শুমারীর মাঠ ভিত্তিক তথ্য সংগ্রহ আগামী ০৭ থেকে ২৬ নভেম্বরের মধ্যে শুরু হবে। এ তথ্য সংগ্রহ থেকে কেউ যাতে বাদ না পড়ে এবং একটি খানা যাতে দুইবার লিপিবদ্ধ না হয় সে দিকে সবাইকে সচেতন থাকতে হবে। রোহিঙ্গা যেনো অন্তর্ভূক্ত না হতে পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের সকল নাগরিক নির্ধারিত ফরম পুরনের মাধ্যমে শুমারীতে অন্তর্ভূক্ত হতে হবে।




কমলনগরে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে বাল্যবিয়েতে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। অপহরণের ৬দিন কেটে গেলেও অপহৃতাকে উদ্ধার ও জড়িতদের আটক করতে পারেনি পুলিশ। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে স্কুলছাত্রীকে উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীও স্থানীয়রা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
সোমবার (০৯ অক্টোবর) সকালে ফলকন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা হাজিরহাট-লুধূয়া সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে বিদ্যালয় মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুন অর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের, সহকারী শিক্ষক লিয়াকত হোসেন, শিক্ষার্থী সোনিয়া আক্তার ও মিরাজ হোসেন প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে স্কুলছাত্রীকে উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবি জানায়।
প্রসঙ্গত, হাজিরহাট বাজার সংলগ্ন জাঙ্গালীয় গ্রামের মমিন উল্লার ছেলে প্রবাসী মো. হারুন (২৬) উপজেলার ফলকন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। পরিবার বাল্যবিয়েতে রাজি না হওয়ায় বুধবার (৪ অক্টোবর) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুলছাত্রীকে অপহরণ করে।




কমলনগরে উৎসবমূখর পরিবেশে ‘সবুজ উপকূল’ কর্মসূচি অনুষ্ঠিত

লক্ষ্মীপুর: উপকূলের পড়–য়াদের সবুজ সুরক্ষার আহবানের মধ্যদিয়ে ৮ অক্টোবর পূর্ব-উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফলকন উচ্চ বিদ্যালয়ে ‘সবুজ উপকূল ২০১৭’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় ছিল রচনা লিখন, পত্র লিখন, ছবি আঁকা ও সংবাদ লিখন প্রতিযোগিতা। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ‘এসো সবুজের আহ্বানে, গড়ি সবুজ উপকূল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের একদল পড়–য়া পরিবেশ পর্যবেক্ষণের ভিত্তিতে তথ্যভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করে। বিদ্যালয়ে প্রকাশিত হয় দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র বিশেষ সংখ্যা।

উপকূলের পড়–য়াদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো, সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকারসহ জীবন দক্ষতা বাড়ানো এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। ব্যতিক্রমধর্মী পরিবেশ সচেতনতামূলক এ কর্মসূচি এবার তৃতীয় বছরে পা রাখলো। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করে উপকূল বিষয়ক সৃজনশীল প্রতিষ্ঠান ‘উপকূল বাংলাদেশ’।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাজীরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী। সভায় সভাপতিত্ব করেন ভেন্যু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাকের।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলতাফ হোসেন, ইসলামী ব্যাংক হাজীরহাট শাখার ব্যবস্থাপক মনছুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ইকবাল হোসেন, হাজীরহাট মিল্লাত একাডেমীর প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাওছার হোসেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে হলে শুধু পাঠ্য বইয়ের পড়া মুখস্ত করে পরিক্ষায় ভালো করলেই হবে না। জীবন দক্ষতা গড়ে তুলতে চারপাশের জগত সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে। পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। উপকূলের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা রাখতে হবে। ভালো ফলাফলের সঙ্গে সাধারণ জ্ঞানের সংমিশ্রনই পারে মানুষের মত মানুুষ করে তুলতে। তোমাদেরকে ভালো মানুষ হয়ে প্রদীপের মত আলো জ¦ালাতে হবে, যাতে তোমার আলোতে আরও অনেকজন আলোকিত হতে পারে।

সূচনা পর্বে বক্তব্য দেন কর্মসূচির স্থানীয় সমন্বয়কারী ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান ও লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র খুদে সংবাদকর্মী জুনাইদ আল হাবিব। কর্মসূচির প্রেক্ষাপট ও উপকূলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন সবুজ উপকূল ২০১৭ কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ও আয়োজক প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ-এর পরিচালক রফিকুল ইসলাম মন্টু। অনুষ্ঠান সূচনা ও উপস্থাপনায় ছিল আয়োজক বিদ্যালয়ের দশম শ্রেণীর মো. পারভেজ হোসেন ও অস্টম শ্রেণীর সামিয়া নাজনীন প্রীতি।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরে ফলকন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মো. মিরাজ হোসেন এবং পরিবেশ পর্যবেক্ষণ দলের পক্ষ থেকে লুধুয়া এলাকার ভাঙণের তথ্য-উপাত্ত নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর নুসরাত জেবিন জেসিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সকালে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে কর্মসূচির সূচনা ঘটে।

কর্মসূচিতে সহ-আয়োজক হিসাবে থাকছে উপকূলের স্কুল পড়–য়াদের সংগঠণ আলোকযাত্রা দল, আইটি পার্টনার হিসাবে থাকছে ডটসিলিকন, মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এটিএন বাংলা ও দৈনিক সমকাল।

সবুজ উপকূল ২০১৭-এর দশম কর্মসূচি ফলকন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো। এবার উপকূলের ১৪টি জেলার ১৯টি উপজেলার ২০টি স্থানে এ কর্মসূচির আয়োজন করা হবে। কর্মসূচিতে ১০০ স্কুলের প্রায় ৭০ হাজার শিক্ষার্থী অংশ নেবে। এ নিয়ে তিন বছরে উপকূলের ২৫৬টি স্কুলে ১ লাখ ৭০ হাজার শিক্ষার্থী সবুজ উপকূল কর্মসূচির আওতায় আসছে। স্কুল শিক্ষার্থীরা পেয়েছে পরিবেশ সচেতনতার বার্তা, যা তাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগছে।

এবার সাতক্ষীরার শ্যানগরের মুন্সীগঞ্জ, গাবুরা, খুলনার পাইকগাছা, বাগেরহাটের সদর ও শরণখোলা, পিরোজপুরের মঠবাড়িয়া, ঝালকাঠির কাঁঠালিয়া, বরগুনার তালতলী, পটুয়াখালীর কুয়াকাটা ও চরমোন্তাজ, ভোলার চরফ্যাসন ও তজুমদ্দিন, চাঁদপুরের হাইমচর, লক্ষ্মীপুরের কমলনগর, নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া, ফেনীর সোনাগাজী, চট্টগ্রামের সন্দ্বীপ এবং কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

২০১৫ সাল থেকে সবুজ উপকূল কর্মসূচি অব্যাহত রয়েছে। ২০১৫ সালে ১০টি জেলার ১৩টি উপজেলার ৪০টি স্কুলের প্রায় ২০ হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে যুক্ত হয়। পরের বছর ২০১৬ সালে ১৪টি জেলার ২৫টি উপজেলার ১১৬টি স্কুলের প্রায় ৮০ হাজার শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এবারের কর্মসূচি বাস্তবায়িত হলে তিন বছরে উপকূলের ২৫৬টি স্কুলে ১ লাখ ৭০ হাজার শিক্ষার্থী সবুজ উপকূল কর্মসূচির আওতায় আসবে।




কমলনগরে চলতি মৌসুমে ১২০০ কি.মি. কাঁচা সড়কের ক্ষতি

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে চলতি মৌসুমের অতিবৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারে উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৮শ’ তালিকাভুক্ত সড়কের ১ হাজার ২৩৫ কিলোমিটার অভ্যন্তরীণ কাঁচা সড়কের কম-বেশি ক্ষতি হয়েছে; বর্তমানে বেশ কিছু সড়কের বেহাল দশা।

লক্ষ্মীপুর উপকূলীয় জেলা। মেঘনা নদী ভাঙন কবলিত কমলনগর উপজেলা। এখানকার মেঘনাপাড়ে বেড়ি বাঁধ না থাকায় এ উপকূল অরক্ষিত। যে কারণে বর্ষা মৌসুমের প্রায় প্রতিদিনই তীব্র জোয়ারে বিস্তৃর্ণ এলাকা পানিতে ডুবে যায়। এছাড়াও এবারের অতিরিক্ত বৃষ্টিতে উপজেলার কাঁচা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলার পাটারিরহাট, চর ফলকন, সাহেবেরহাট, চর কালকিনি, চর মার্টিন ও চর লরেন্সসহ প্রায় সব কয়েকটি মেঘনা উপকূলীয় ইউনিয়ন। বেড়ি বাঁধ না থাকায় বর্ষা মৌসুমের প্রায় প্রতিদিন এই জনপদের বিস্তৃর্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এসময় উপকূলীয় বেশিরভাগ রাস্তাঘাট পানির নিচে ডুবে যায়। এতে অভ্যন্তরীণ কাঁচা সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে, জোয়ার ছাড়াও অতিবৃষ্টির কারণে উপজেলার চর কাদিরা, তোরাবগঞ্জ ও হাজিরহাট ইউনিয়নের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সরেজমিন কয়েকটি সড়ক ঘুরে দেখা গেছে, জোয়ার ও অতিবৃষ্টির কারণে রাস্তার দুপাশের মাটি সরে গেছে। রাস্তায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং ভেঙে গেছে। এখন সামান্য বৃষ্টিতে পানি-কাঁদা জমে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এতে স্থানীয়রা দুর্ভোগে পড়ে।

স্থানীয়রা জানান, এবার অতিবৃষ্টি হয়েছে। বর্ষায় মেঘনা নদীতে জোয়ারের চাপও বেশি ছিলো। বেড়ি বাঁধ না থাকায় প্রায় প্রতিদিন জোয়ারের পানি রাস্তাঘাট ও ডুবে যেতো। বাড়ির ওঠান মাড়িয়ে বসতঘরেও পানি উঠেছে। এতে করে বাড়িঘর-রাস্তাঘাট ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন বলেন, বিগত সময়ে তাদের ইউনিয়নের অভ্যান্তরীণ সড়কে যেসব কাজ হয়েছে চলতি বর্ষা মৌসুমের অতিবৃষ্টিতে ওইসব রাস্তায় ব্যাপক ক্ষতি হয়েছে। জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার প্রয়োজন।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটারিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন রাজু বলেন, তার ইউনিয়নের পাটারিরহাট সড়ক, ফিসঘাট সড়ক, খায়েরহাট সড়ক, লেচকি রাস্তা ও গাড়িঘাটা রাস্তাসহ প্রায় সব কয়েকটি সড়ক বৃষ্টি ও জোয়ারে ক্ষতি হয়। ওই সব সড়কের তালিকা করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানাবেন বলে তিনি জানান।

কমলনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রায় ৮শ’ তালিকাভুক্ত সড়কের প্রায় ১হাজার ২৩৫ কিলোমিটার রাস্তায় বিভিন্ন সময়ে অতি দরিদ্রদের কর্মসূচি, এলজিএসপি, টিআর, কাবিখা, কাবিটা ও ডানিডার আওতায় নির্মাণ ও সংস্কার কাজ হয়েছে। চলতি মৌসুমের অতিবৃষ্টি ও জোয়ারে বেশিরভাগ রাস্তার ক্ষতি হয়েছে জানিয়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও স্থানীয় ভোক্তভোগীরা তালিকা জমা দিচ্ছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. বোরহান উদ্দিন জানান, ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করা হচ্ছে। এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আশা করি ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।




লক্ষ্মীপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরে ইসরাত জাহান নুসরাত (০১)নামে এক শিশুকন্যা পানিতে পড়ে প্রাণ হারিয়েছে।

শনিবার (০৭অক্টোবর) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের আবিরনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা শিশুকন্যাকে  মুমূর্ষু অবস্থা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুসরাত আবিরনগর গ্রামের রনি ও রানুর দম্পতির কন্যা।

নিহত শিশুর দাদা দুলাল হোসেন বলেন, সকলের অজান্তে নুসরাত ঘরের পিঁছানে একটি ছোট ডোবাতে পড়ে যায়। আমরা সবস্থানে খোঁজখবর নিয়েও তাকে না পেয়ে  ওই ডোবাতে জাল মারলে তার সন্ধান পায়।পরে তাকে হাসপাতাল নিলে ডাক্তার মৃত বলেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কমলা শীষ রায় শিশু মৃত্যু বিষয় নিশ্চিত করেছেন।