সংবাদকর্মী জুলহাসের চিকিৎসায় ৫ লাখ টাকার প্রয়োজন

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা সাবেক আনসার ব্যাটলিয়নের সিপাহী ও সংবাদকর্মী হাছনাইন আহাম্মদ (জুলহাস) (৩৫) গত ৭ বছর ধরে শারিরীক ও মানসিক রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকার প্রয়োজন। সবার আর্থিক সহযোগিতায় সুস্থ্য হয়ে আবারও সাংবাদিকতায় ফিরতে চান তিনি।

জুলহাস উপজেলার চরফলকন গ্রামের মৃত আবু সাঈদ মাস্টারের ছেলে। ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত স্থানীয় একাধিক পত্রিকায় রামগতি উপজেলার প্রতিনিধির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আনসার ব্যাটলিয়নে সিপাহী পদে চাকরি করেন। অসুস্থতার কারণে এক বছর পর তাকে চাকরি ছাড়তে হয়। চিকিৎসার জন্য বসতবাড়ির জমি বিক্রি করে এতদিন চিকিৎসা চালিয়েছেন। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ। উন্নত চিকিৎসার জন্য ভারত যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জুলাহাসের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা ও সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। সাহায্যে পাঠানোর ঠিকানা : গোলেনুর বেগম, চলতি হিসাব নম্বর ৫১১৫, সোনালী ব্যাংক কমলনগর শাখা, লক্ষ্মীপুর। বিকাশ ০১৭৪৫৭৭০৯০৫।




লক্ষ্মীপুরে নামাযের সময় দোকানপাট বন্ধ, পৌর মেয়রের মহতী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :
‘নামাজ বেহেস্তর চাবি’-নামাজ আদায়ে প্রত্যেক ধর্মাবলম্বী মুলমানদের উৎসাহিত করতে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের নিয়েছেন এক মহতী উদ্যোগ। প্রতি ওয়াক্ত নামাজের সময় লক্ষ্মীপুর শহরের (হিন্দু মুসলিমসহ) সকল ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। এতে লক্ষ্মীপুরের বণিক সমিতি, মুসলমান ব্যবসায়ীর পাশাপাশি হিন্দু ব্যবসায়ীরাও একমত পোষণ করেন। সোমবার দুপুরে যোহরের আযানের সাথে সাথে শহরের ব্যবসায়ীরা তাদের দোকনপাট বন্ধ করে দলে দলে মসজিদগামী হতে দেখা গেছে। এতে মসজিদ গুলোতে মুসল্লিদের ঢল নামে। এদিকে এমন ঘোষণায় হিন্দু ধর্মাবলম্বীরাও নামাজের সময় তাদের দোকান বন্ধ রাখতে দেখা গেছে।
কয়েকজন মুসলমান ব্যবসায়ী জানান, লক্ষ্মীপুর শহরের বাজার গুলোতে নামাজের সময় দোকানপাট খোলা থাকলে দোকানী নিজেও অনেক সময় নামাজ আদায় করতে পারে না। তাই মেয়রের এমন মহতী সিদ্ধান্ত ভালোই হয়েছে। এতে ক্রেতা-বিক্রেতার মাঝে নামাজ আদায়ের আগ্রহ বাড়বে। তাছাড়া নামাজের সময় বাজারে আগত মহিলাদের জন্য লক্ষ্মীপুর চক বাজার জামে মসজিদের নিচ তলায় নামাজ আদায়ের ব্যবস্থাও করা হয়েছে। যাতে কোন মহিলা নামাজের সময় বাড়ি ফেরত যেতে না হয়।
হিন্দু ব্যবসায়ী লিটন মজুমদার জানান, মুসলমানদের নামাজ চলাকালিন সময়ে আমরা কোন মুসল্লিকে দোকানে প্রবেশ করতে দেবো না। ওই সময় সাময়িক সময়ের জন্য দোকান বন্ধ রাখবে হিন্দুরা।
এদিকে জোহর ও আছরের নামাজের সময় পৌর শহরের বিভিন্ন স্থানের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। তবে শহরের আজিম শাহ্ মাকের্ট এলাকায় কিছু দোকানপাট খোলা ছিলো। অপর দিকে লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহেরের এমন সিদ্ধান্তে লক্ষ্মীপুর বণিক সমিতি, ব্যবসায়ী, পৌর এলাকার মুসল্লি, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
লক্ষ্মীপুর আজিশ শাহ মার্কেটের ব্যবসায়ী তৌহিদুল ইসলাম শীর্ষ সংবাদকে বলেন, পৌর মেয়রের এমন সিদ্ধান্তে আমরা ব্যবসায়ীরা অনেক খুশি। তবে আমাদের মার্কেটে পাশাপাশি দুইটি মসজিদ। দুই মসজিদে নামাজ আদায়ের সময়ও ভিন্ন। ফলে একটি মসজিদে নামাজের সময় অন্য মসজিদের আশেপাশে কয়েকটি দোকান খোলা থাকে, এতে নিয়মের কিছুটা বিঘ্ন ঘটে।
লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু  বলেন, মেয়রের এমন সিদ্ধান্তকে বণিক সমিতি স্বাগত জানিয়েছে। নামায আদায়ে উৎসাহিত করতে বণিক সমিতির পক্ষ থেকে বাজার এলাকায় ক্যাম্পিং করা হবে। সনাতন ধর্মাবলম্বীরা এতে সহযোগীতা করবেন বলে তিনি জানান।
লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের জানান, নামাজের সময় সকল ধরনের দোকানপাট বন্ধ রাখতে শহরের ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। এমনকি মাইকিংও করা হয়েছে। আশাকরি মুসল্লি ক্রেতা-বিক্রেতারা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে।




মাদ্রাসা ছাত্র আবদুল মন্নান নিখোঁজ

নোয়াখালী সদর উপজেলার আন্ডার চর ইউনিয়নের শান্তিরহাট দারুল উলুম মহিনুর ইসলাম কাওমী মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্র আবদুল মন্নান (১২) নিখোঁজ হয়। গত রবিবার বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার কথা বলে বের হয়ে সে আর বাড়ি ফিরে আসেনি। গত ৯দিনেও আতœীয় স্বজনসহ সম্ভাব্যস্থানে খোজ করে তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আবদুল মন্নান নোয়াখালী সদর উপজেলার আন্ডার চর ইউনিয়নের শান্তিরহাট এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে। এর আগে আবদুল মন্নানের পরিবার লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের বাসিন্দা ছিলেন। সম্প্রতি ওই পরিবারের বাড়িঘর মেঘনার ভাঙ্গনে বিলীন হলে তারা নোয়াখালী আন্ডারচরের শান্তিরহাট এলাকায় বসতি গড়েন।

নিখোজের মামা মো. হারুন জানান, মান্নান মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। আতœীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানেও তার খোঁজ করেও তার খোজ মেলেনি। কোন সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান ফেলে মাদ্রাসায় পৌছি দেওয়ার জন্য অনুরোধ করেন।




অটোরিকশা চাপায় দলিল লেখক নিহত

 লক্ষ্মীপুর :  লক্ষ্মীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় হামিদ উল্যা ভেন্ডার নামে (৬০) এক দলিল লেখক নিহত হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদ উল্যা ভেন্ডার সদর উপজেলার আবিরনগর গ্রামের মৃত এরাদ মিয়া সওদাগরে ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দলিল লেখক হামিদ উল্যা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। উপস্থিত লোকজন অটোরিকশা আটক করে ভাংচুর করে। তবে চালক পালিয়ে যায়। অটোরিকশা চাপায় দলিল লেখকের মৃত্যুর বিষয় ছড়িয়ে পড়লে বাজারে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন দলিল লেখকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।




আ’লীগ কার্যালয়ের নামে সাইনবোর্ড দিয়ে দোকান দখল!

শেষ প্রতিনিধি :

লক্ষ্ণীপুরের কমলনগর চরলরেন্স বাজারের দোকানঘরে সম্প্রতি আগুনের পুড়ে যাওয়া মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ১১ শতাংশ দোকানঘরের জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে করে আগুন লাগা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ওই সময় দোকানে আগুন লেগেছে? নাকি কুচক্রী মহল দখল করার অসৎ উদ্দেশ্যে আগুন লাগিয়ে দোকান পুড়ে জায়গা খালি করেছে।

এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা দখল প্রক্রিয়ায় জড়িত থাকার বিষয়টি জানেন না বলে অস্বীকার করলেও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, এর আগে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণ করেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। আগুনে পুড়ে যাওয়ার পর জায়গাটি দলীয় কার্যালয়ের জন্য তৈরি করার প্রস্তুতি নেওয়া হলে সিরাজুল ইসলাম জমিটি তার নিজের দাবি করে তাদের কাজে বাধা দেন।

অভিযোগে জানা যায়, উপজেলার লরেন্স খাসেরহাট বাজারের রামগতি-লক্ষ্ণীপুর সড়ক ঘেঁষে চর পাগলা মৌজার ১১ শতাংশ জমির খরিদ সূত্রে মালিক সিরাজুল ইসলামের লোকেরা। দীর্ঘদিন তারা ওই জমিতে ফার্মেসি, মুদি দোকান, ক্রোকারিজ স্টোর, মোটরসাইকেল, গ্যারেজসহ বিভিন্ন ধরনের ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি অঘ্নিকান্ডে দোকান ঘরগুলো পুড়ে যায়। সিরাজুল ইসলামে লোকেরা (আগুনে পোড়া) পূর্বের দখলীয় জমিতে ফের দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণাধীন দোকানঘরে রাতের আঁধারে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নামধারী এক শ্রেণির নেতা-কর্মী কার্যালয়ের নামে সাইনবোর্ড ঝুলিয়ে অন্যায়ভাবে দোকানঘর দখল করতে বেপরোয়া হয়ে ওঠে।

মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম জানান, তার খরিদসূত্রে মালিকানাধীন ১১ শতাংশ জমিতে দোকানঘর ভোগদখল করে আসছেন। সম্প্রতি এসব দোকান আগুনে পুড়ে যাওয়ার পর পুনরায় নির্মাণের এক পর্যায়ে কয়েকজন যুবক তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শুক্রবার রাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শতাধিক ভাড়াটে লোক দোকানঘর থেকে তার নির্মাণ সামগ্রী ও ১০ লাখ টাকার মালপত্র লুটে নিয়ে যায়। পরে তারা ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের কার্যালয়ের নামে ৪টি সাইনবোর্ড টানিয়ে তার নির্মাণাধীন দোকানঘর দখলের পাঁয়তারা করে। এ ছাড়াও তিনি দখলদারদের হুমকি-ধমকিতে আতঙ্কিত বলে জানান।

কমলনগর উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রাজু জানান, ছাত্রলীগের সাইনবোর্ড দিয়ে দোকান দখলে নিয়েছি সত্য, তবে এটা ছাত্রলীগের পার্টি অফিসের জন্য করা হয়েছে; নিজের জন্য নয়। বাকি অভিযোগ ভিত্তিহীন ও হাস্যকর বলে জানান তিনি। এব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস জানান, রাজু কমলনগরের ছাত্রলীগের কোনো পদে নেই। তাকে এখন ছাত্রলীগের কর্মী বলা যায় না। ছাত্রলীগের নামে সাইনবোর্ড টানিয়ে জমি দখলের দায়-দায়িত্ব ছাত্রলীগ নেবে না।

কমলনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবা উদ্দিন বাপ্পি জানান, চরলরেন্স বাজারে যুবলীগের সাইনবোর্ড ঝুলিয়ে জায়গা দখলের বিষয়টি তিনি জানেন না। তাকে না জানিয়ে কে বা কারা যুবলীগের সাইনবোর্ড ঝুলিয়েছে; বিষয়টি খতিয়ে দেখা হবে।

কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন মাস্টার জানান, তিনি দখলের রাজনীতি করেন না এবং কেউ দলীয় সাইনবোর্ড ব্যবহার করে দখলের চেষ্টা করলে সেটা পছন্দ করেন না বলে জানান তিনি।

কমলনগর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাইন উদ্দিন জানান, চর লরেন্স এলাকায় ছাত্রলীগের অফিস করা হবে- এ মর্মে কমিটিতে সিদ্ধান্ত হয়নি। সাইনবোর্ড টানিয়ে সরকারি কিংবা ব্যক্তিমালিকানার জমি দখল করার তো প্রশ্নই আসে না। যারা দখল করেছে, তারা ছাত্রলীগের কেউ না।

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপাপ্ত) ও রামগতির সহকারী কমিশনার (ভূমি) অজিদ দেব জানান, তহশিলদার বিষয়টি তাকে অবহিত করেছেন। দখলদারকে সাইনবোর্ড সরিয়ে নিতে বলা হয়েছে।

 




কমলনগরে মানববন্ধন করেছে ফারিয়া

লক্ষ্মীপুর: ওষুধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সদস্যরা।

রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ফারিয়া কমলনগর শাখার আয়োজনে হাজিরহাট বাজারে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য দেন-ফারিয়া কমলনগর শাখার সভাপতি মো. রাসেল পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও সাবেক সভাপতি মো. ইলিয়াস হোসেন প্রমুখ।

মানববন্ধনের বক্তারা শুক্রবারসহ সব সরকারি বন্ধের দিন ছুটি, বৈষম্য দূর করে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো ও সরকারি সব সুযোগ-সুবিধার দাবি জানান।




লক্ষ্মীপুরে জাতীয়করণের দাবিতে আলোচনা সভা

লক্ষ্মীপুর:
বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঢাকাতে অনুষ্ঠিতব্য মহা সমাবেশকে সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ আয়োজন করা হয় ।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আহবায়ক ও লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল গফুরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌর আইডিয়েল কলেজের অধ্যপক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক মাহবুবুর রশিদ চৌধুরী, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহম্মদ, কাজী দিঘিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, খিলবাইচা জি এফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহম্মদ, হাজিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, রসূলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু আব্দুল্লাহ ও লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক গিয়াস উদ্দিনসহ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ-শ্লোগান নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে। এলক্ষ্যে শিক্ষকরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমৃদ্ধ দেশ গড়তে শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকেও সব্বোর্চ গুরুত্ব দিচ্ছেন । কিন্তু বেসরকারি শিক্ষকরা সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। এজন্য দ্রুত সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা সময়ের দাবি।
এছাড়া আগামী ১৯ অক্টোবর পূর্ব ঘোষিত ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহা সমাবেশ সফল করার লক্ষ্যে শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।




কমলনগরে জমি নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৭

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে ভাড়াটে লোকজন দিয়ে প্রতিপক্ষের বসতবাড়ির জমি দখলের চেষ্টা করায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৭জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার লরেন্স বাজার সংলগ্ন চর জাঙ্গালিয়া গ্রামের সুলতান মাঝির বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- আবুল কালাম, ছাইফ উল্যাহ, রবিন, মিনোয়ারা বেগম, দেলোয়ারা বেগম, মামুন ও কাশেম। তাদের মধ্যে ৫জনকে লক্ষ্মীপুর সদর হাসাপাতাল ও ২ জনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের সুলতান মাঝির গংদের দখলীয় জমি প্রতিপক্ষ আবদুল মন্নান দখল করার চেষ্টা করে। এতে সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের ৭জন আহত হয়। সুলতান মাঝির নাতি এমরান হোসেন বলেন, আমাদের দখলীয় বসতবাড়ির ১৬ শতাংশ জমি আবদুল মন্নান ভাড়াটে সন্ত্রাসী এনে জোরপূর্বক ইটের ইমারত গড়ে দখলের অপচেষ্টা করে। এসময় বাধাঁ দিলে হামলা চালিয়ে তাদের পরিবারের নারীসহ ৫জন গুরুতর আহত করে। এব্যাপারে জানতে চেষ্টা করে আবদুল মান্নানকে পাওয়া যায়নি। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরোধপূর্ণ ওই জমিতে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।




কমলনগরে অস্ত্রসহ যুবক আটক

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে মো. আজগর (৩০) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কড়ইতলা বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এলজি উদ্ধার করা হয়েছে।

আটক আজগর লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।




কমলনগরে হরতাল বিরোধী মিছিল, মাঠে নেই জামায়াত

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মিছিল করেছে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ। উপজেলা যুব লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে মিছিল বের হয়ে হাজিরহাট বাজার প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মীরা।

এদিকে হরতালের সমর্থনে কোথাও কোন পিকেটিং কিংবা জামায়াত শিবিরের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। এ পর্যন্ত উপেেজলার কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি। সকল ধরণের যানবাহন চলাচল ও রয়েছে স্বাভাবিক। উপজেলার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ হিরন, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী মনিরুল হক, চর ফলকন আওয়ামীলীগের সভাপতি আবদুল হাসিম পলওয়ান, যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজ, যুবলীগের সাবেক সহ-সভাপতি আবদুল বাছেত, মোস্তাফিজুর রহমান, দিদার হোসেন, ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।