৩০ নভেম্বরের মধ্যে কর বিবরণী না দিলে বেতনভাতা বন্ধ

সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর বিবরণী জমার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে সময় বাড়ানোর জন্য আবেদন করতে হবে। কিন্তু দুটির একটিও না করলে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে ওই কর্মচারীর বেতনভাতা। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক্সপেনডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ (ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্টট সেল) এক অফিস আদেশ জারি করেছে। ওই আদেশে বলা হয়েছে, ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। আর সেই তারিখের পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে আয়কর বিবরণীর প্রাপ্তিস্বীকার পত্রের নম্বর, বিবরণী জমা দেওয়ার তারিখ জমা দেওয়ার অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কর দিবসের মধ্যে বিবরণী জমা না দিতে পারলে দেরিতে দেওয়ার অনুমোনদন নম্বর, সার্কেল নম্বর ও কর অঞ্চলের তথ্য জমা দিতে বলা হয়েছে। এ আদেশ পরিপালন না করলে আগামী ডিসেম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ব্যক্তির বেতনভাতা বন্ধ হয়ে যাবে বলেও জানানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, গত বছরের ২৪ নভেম্বর এনবিআর এক পরিপত্রের মাধ্যমে সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আয়করযোগ্য কর্মচারীদের জন্য আয়কর বিবরণী বাধ্যতামূলক করে। আর এ বছর থেকে বেসরকারি চাকরিজীবীদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। করযোগ্য আয় থাকুক বা না থাকুক, তাদের কর বিবরণী জমা দিতে হবে। এমনকি তারা সঠিকভাবে রিটার্ন জমা দিয়েছেন কিনা, তা খতিয়ে দেখবে এনবিআর। ওই করদাতা যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতন বাবদ খরচের হিসাব-নিকাশও যাচাই-বাছাই করবেন কর কর্মকর্তারা। এদিকে গত অর্থবছরে ব্যবসা বা পেশার নির্বাহী বা ব্যবস্থাপনা পদে নিয়োজিত বেতনভোগী কর্মীর কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। এর ফলে গতবার সাত লাখের বেশি এমন বেসরকারি চাকরিজীবী টিআইএন নিয়েছিলেন। এ বছর তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই এবার অনেকেই প্রথমবারের মতো আয়কর বিবরণী জমা দেবেন। ২০১৬ সালের জুলাই থেকে এ বছরের জুনের মধ্যে যত আয়-ব্যয় করেছেন, সেই হিসাব আয়কর বিবরণীতে থাকতে হবে। অন্যদিকে টিআইএন সনদ না নিলে কিংবা রিটার্ন জমা না দিলে প্রতিষ্ঠান থেকে আপনি যে বেতনভাতা পেয়েছেন, তা নিজেদের খরচ হিসেবে দেখাতে পারবেন না।




লক্ষ্মীপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকালে শহরের তমিজ মার্কেট দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়।

সদর উপজেলা পূর্ব ও পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক আহমেদ শরীফ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়া রাশেদ, খোরশেদ আলম সুমন, সদর উপজেলা (পশ্চিম) শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুব, ইসমাইল হোসেন, পৌর শাখার প্রথম যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান টিপু প্রমূখ।

এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মীবৃন্দ অনুষ্ঠানে যোগ দেয়।

জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপু আগামী ৩০ নভেম্বর জেলা সম্মেলন সফল ও সার্থকভাবে আয়োজনের জন্য বিভিন্ন ইউনিট শাখার সহযোগীতা কামনা করেন।




২৩ শর্তে বিএনপিকে জনসভার অনুমতি

মির্জা ফখরুল। ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৩ শর্তে বিএনপিকে জনসভার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, সরকার জনসভার সম্মতি ইতোপূর্বে না দিলেও কিছুক্ষণ আগে ডিএমপি থেকে অনুমতিপত্র হাতে পেয়েছি।

বিকল্প উপায় নেই বলেই সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

যে কোন শর্তেই বিএনপি সমাবেশ করবে জানিয়ে ফখরুল বলেন, খালেদা জিয়ার ম্যাসেজ জনগণের কাছে পৌছে দিতেই এই সমাবেশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সমালোচনা করে ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরের সমালোচনা মিথ্যা ও বানোয়াট। ভিত্তিহীন তথ্য না দিয়ে গণতন্ত্রের পক্ষে নিয়ে আসার জন্য সরকারকে সহযোগিতা করুন। উসকানি দিয়েন না।

যে সব শর্তে জনসভার অনুমতি
যে সব শর্তে বিএনপিকে সমাবেশের ‍অনুমতি দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- উস্কানিমূলক বক্তব্য বা প্রচারপত্র বিলি করা যাবে না, সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন স্থানে যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে, অনুমোদিত স্থানের বাইরে সাউন্ডবক্স ব্যাবহার করা যাবে না, অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে লোক সমাগম করা যাবে না, মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা যাবে না, শর্তাবলী যথাযথভাবে পূরণ না করলে তাৎক্ষনিকভাবে অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে প্রভৃতি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আহম্মেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।




প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, প্রধান বিচারপতির পদ থেকে সুরেন্দ্র কুমার সিনহা’র পতদ্যাগ পত্র আমরা গ্রহণ করেছি।

অস্ট্রেলিয়া থেকে কানাডা যাওয়ার পথে শুক্রবার (১০ নভেম্বর) সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন সুরেন্দ্র কুমার সিনহা।

বিষয়টি নিয়ে নানামুখী জল্পনা তৈরি হয়। আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সিঙ্গাপুরে যাত্রাবিরতিকালে শুক্রবার হাইকমিশনে পদত্যাগপত্র পৌছে দেন সুরেন্দ্র কুমার সিনহা। তবে পদত্যাগ পত্রে তিনি কি লিখেছেন তা জানা যায়নি।

শনিবার দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন পদত্যাগপত্র বঙ্গভবনে পৌছেছে বলে নিশ্চিত করেন।

কার্যত ছুটি নিয়ে বিদেশ সফরে থাকা সুরেন্দ্র কুমার সিনহা তার ছুটির শেষ দিনই পদত্যাগ পত্র জমা দিলেন। ১০ নভেম্বরই তার ছুটি শেষ হয়।

গত ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান বিচারপতি। সেখানে তিনি বড় মেয়ে সূচনা সিনহার বাসায় ওঠেন। অস্ট্রেলিয়া থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান গত সোমবার। সেখান থেকে তিনি কানাডায় তার ছোট মেয়ে আশা সিনহা’র কাছে যাবেন।

এর আগে গত ২ অক্টোবর এক মাস ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠান প্রধান বিচারপতি। ওই ছুটির মেয়াদ ছিল ১ নভেম্বর পর্যন্ত। পরে তিনি ১০ নভেম্বর পর্যন্ত ছুটিতে থাকার ইচ্ছা পোষণ করে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।

এর ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর প্রজ্ঞাপনও জারি করে আইন মন্ত্রণালয়। আসছে ফেব্রুয়ারিতে প্রধান বিচারপতির পদ থেকে সুরেন্দ্র কুমার সিনহার অবসরে যাওয়ার কথা ছিলো।




কমলনগরে পরীক্ষা কেন্দ্রের সামনে ঢাক-ঢোল পিটিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের সামনে উচ্চ শব্দে   মাইক বাজিয়ে; ঢাকঢোল পিটিয়ে ও আনন্দ মিছিল করে   যুবলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে। এসময় পরীক্ষা কেন্দ্রের ১৪৪ ধারাভঙ্গ করে হর্ণ বাজিয়ে মাঠে মোটরসাইকেল পার্কিং করে। কেন্দ্র এলাকায় ঢুকে মিছিল করে। এসব পরিস্থিতির কারণে পরীক্ষায় বিঘœ ঘটে। শিক্ষক অিাবক ও সচেতন মহল বির্বত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
শনিবার   (১১   নভেম্বর)   গণিত   পরীক্ষা   চলাকলে   কমলনগরজেডিসি পরীক্ষার ভ্যেনু কেন্দ্র তোয়াহা স্মৃতি বালিকাউচ্চ বিদ্যালয়, কলেজ শাখা ও মডেল প্রাইমারি স্কুল পরীক্ষাকেন্দ্র এলাকায় এসব ঘটনা ঘটে।
জানা গেছে, পরীক্ষা কেন্দ্রের সামনে উপজেলা আওয়ামী লীগেরদলীয় কার্যালয়। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পূর্বনির্ধারিত এ আয়োজনে সকাল ১০ টা থেকে উপজেলাবিভিন্ন   ইউনিয়নের   নেতাকর্মীরা   ছোট-ছোট   মিছিলনিয়ে  দলীয়  কার্যালয়ে   আসতে   থাকে।   পরে   সকাল   ১১  টারদিকে সব ইউনিটের মিছিল এক হয়ে ঢাকঢোল পিটিয়ে, সানাই   বাজিয়ে   আনন্দ   মিছিল   বের   করে।   মিছিলটি হাজিরহাট বাজার প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে এসেশেষ হয়। আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলে দুপুর ১২ টা পর্যন্ত। এসময় নেতাকর্মীরা পরীক্ষা কেন্দ্রঘেঁসে মাঠে মোটরসাইকেল পার্কিং করে।পরীক্ষা   চলাকালিন   ঢোকঢোলের   শব্দ,   সানাইয়ের   সুর   ওমোটরসাইকেলের   হর্ণে   পরীক্ষার্থীদের   গণিত   পরীক্ষাবিঘœঘটে এসময় তাদের মনোযোগ নষ্ট হয়।
পরীক্ষার্থীরা   জানায়,   পরীক্ষা   চলাকালিন   সময়   মিছিল-মিটিং, ঢাকঢোল ও মটরসাকেলের হর্নের উচ্চ শব্দে আমাদেরগণিত পরীক্ষায় বিঘœ ঘটেছে। এসময় আমাদের মনোযোগ নষ্ট হওয়ায় অংকের পরীক্ষা খারাপ হয়।
চর   ফলকন   সিদ্দিকিয়া   দাখিল   মাদ্রাসার   জেডিসিপরীক্ষার্থী   সুরমা,   রেহানা   ও   মারজাহান   জানান,   পরীক্ষাচলাকালে এমন পরিস্থিতি তারা আশা করেনি।
কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন বাপ্পিবলেন, পরীক্ষা আছে বিষয়টি মাথায় ছিল না। পরে জানতে পেরেঅনুষ্ঠান সংক্ষিপ্ত করি। বাইরের মাইক বন্ধ রাখি।
কমলনগর পরীক্ষা কেন্দ্রের সহকারি সচিব মাওলানা মাকছুদুররহমান বলেন, বিষয়টি আমরা মাধ্যমিক কর্মকর্তা জানিয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে উধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



লক্ষ্মীপুরে যুব মহিলা লীগের কর্মীসভা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর যুব মহিলা লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনের এ সভার আয়োজন করা হয়।

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি আশ্রাফুন নেছা।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুব মহীলা লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা তনমি, সদস্য নাসিমা ইসলাম বেবী, নিলুফার ইয়াসমিন ইতি, জেলা সভাপতি রেহানা আক্তার রুবি ও সাধারণ সম্পাদক তাছলিমা অক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্য তৃণমূলে তুলে ধরতে হবে। তৃণমূলে সরকারের আস্থা বাড়াতে হবে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান বক্তারা।




লক্ষ্মীপুরে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকের বাড়িতে তল্লাশী

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পুলিশকে ভূল তথ্য দিয়ে রাকিব হোসেন রনি নামের এক সাংবাদিকের বাড়ীঘর তল্লাশী  করিয়েছে ভূমিদস্যু আজাদ। বুধবার (৮নভেম্বর) দুপুরে পৌর শহরের সোনালী কলোনি এলাকায় ওই সাংবাদিকের পরিবারকে এ হয়রানির ঘটনা ঘটায়। ওই সময় সাংবাদিক রনি সংবাদ সংগ্রহের কাজে বাড়ির বাহিরে ছিলেন। এঘটনায় লক্ষ্মীপুর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক রাকিব হোসেন রনি জাতীয় দৈনিক বণিক বার্তা পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও অনালাইন নিউজ পোর্টাল (পত্রিকা) শীর্ষ সংবাদ ডটকমের নির্বাহী সম্পাদক। ভূমিদস্যু আজাদ লক্ষ্মীপুর সোনালী কলোনীর মোহাম্মদ উল্যার ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও এলাকার ত্রাস বলে জানা যায়।
স্থানিয়রা জানায়, ভূমিদস্যু আজাদ হামলার নাটক সাজিয়ে সাংবাদিক রনির পরিবারকে প্রতিপক্ষ্য বানিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মিথ্যা তথ্য দিয়ে পুলিশ এনে বাড়িঘরে তল্লাশী চালায়। এ সময় পুলিশ ঘরের  বিভিন্ন স্থানে তল্লাশী চালায়। এক পর্যায়ে বাড়িতে থাকা পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হয়রানি করে তারা। ঘটনার সময় সাংবাদিক রনির বাড়ির বাহিরে ছিলেন। স্থানিয়রা আরো জানায়, আজাদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েক করে। তার বিরুদ্ধে কেউ কথা বললে এভাবেই বিভিন্ন নাটক সাজিয়ে মামলা হামলা করে হয়রানি করে সে।
সাংবাদিক রাকিব হোসেন রনি জানায়, আজাদ একজন চিহ্নিত ভুমিদস্যু। কিছুদিন আগে সে মিথ্যা অযুহাতে এক প্রবাসীর বাড়িতে হামলা চালায়।। এঘটনায় আমি সংবাদ সংগ্রহ করলে সে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় মামলা হামলার হুমকী দেয়। তারই ধারাবাহিকতায় আজ পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আমার বাড়িতে তল্লাশী চালায়। আমি এ ঘটনার বিচারের দাবি জানায়।
লক্ষ্মীপুর মডেল থানার সহকারী উপ পরিদর্শক মুকবুল বলেন, খবর পেয়ে সোনালী কলোনি এলাকায় গেলে আজাদের উপর ওই বাড়ির লোকজন হামলা চালিয়েছে বলে জানালে আমরা ওই বাড়িতে ডুকি। তবে বাড়িটি যে সাংবাদিকের তা আমাদের জানা ছিলো না।
এদিকে সাংবাদিকের বাড়িতে বিনা কারণে পুলিশী তল্লাশীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের সাংবাদিক মহল। লক্ষ্মীপুর প্রেস ক্লাব ও জেলা রিপোটার্স ক্লাব সহ জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ বিষয়টির তদন্ত পূর্বক বিচারের দাবি জানান।




প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

 লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের দায়ে জাহাঙ্গীর হোসেন (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ প্রদান করা হয়। বুধবার (০৮ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়ারা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় দেন। লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পিপি জসিম উদ্দিন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর রায়পুর উপজেলা দক্ষিণ কেরোয়া গ্রামের সধু মিয়ার ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ নভেম্বর রায়পুরের কেরোয়া গ্রামের প্রতিবেশী বাক-প্রতিবন্ধি কিশোরীকে জোরপূর্বক জাহাঙ্গীর বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য তাকে ৭শ’ টাকাও দেয়া হয়। প্রতিবেশী হিসেবে তাদের মধ্যে চাচা-ভাতিজী সম্পর্ক ছিল। পরে ঘটনাটি জানাজানি হলে কিশোরীর মা বাদি হয়ে ২৩ নভেম্বর জাহাঙ্গীরকে আসামি করে রায়পুর থানায় ধর্ষণ মামলা করেন। ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি পুলিশ ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্যপ্রমানের ভিত্তিতে দোষী প্রমাণ হওয়ায় আদালত জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদন্ড রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামী পক্ষের আইনজীবি জাকির হোসেন জাকির বলেন, আসামি ন্যায় বিচার পাননি। রায়টি সন্তোষজনক নয়। এ রায়ের বিপক্ষে আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি উচ্চ আদালতে আসামি খালাস পাবে।




জেএসসি পরীক্ষা কেন্দ্রের সহকারী সচিব প্রত্যাহার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্রে শৃংখলা ভঙ্গের দায়ে সহকারী সচিব ওমর ফারুক দোলনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে প্রত্যাহার করেন কেন্দ্র সচিব ও উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

সহকারী কেন্দ্র সচিব ওমর ফারুক দোলন চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, সহকারী সচিব ওমর ফারুক দোলন নিয়ম ভঙ্গ করে ভ্যেনু কেন্দ্র থেকে মুল কেন্দ্রে যায়। একাধিকবার সতর্ক করা হলেও তিনি আইন অমান্য করেন। এব্যাপারে কুমিল্লা শিক্ষা বোর্ডে অভিযোগ করলে বোর্ড তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়।




কমলনগরে জেডিসি পরীক্ষাকেন্দ্রের সহকারী সচিবসহ ৫ শিক্ষক প্রত্যাহার

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে পরীক্ষার চলাকালীন সময়ে জেডিসি পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শকের কাছে মোবাইল জব্দ করার ঘটনা ও প্রশাসনিক কারণে ১জন সহকারী সচিবসহ ৫শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোওয়ার ও জেডিসি পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ আলী হোছাইন স্বাক্ষরিত পৃথক ২টি চিঠি থেকে এ তথ্য জানা যায়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, প্রশাসনিক কারণে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রের সহকারী সচিব মাওলানা দেলোয়ার হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। তিনি হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ।

কেন্দ্রসচিবের চিঠি থেকে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল রাখার দায়ে ৪ কক্ষ পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী মৌলভী মো. আখতার হোছাইন, মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার জুনিয়র মৌলভী মো. আমীর হোসাইন, তোরাবগঞ্জ আহমদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. হাফিজ উল্যাহ, হাজীপাড়া আল আরাফাহ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হামিদুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোওয়ার ও জেডিসি পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ আলী হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সোমবার (০৬ নভেম্বর) সকাল ১১টার দিকে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ভ্যেনু কেন্দ্র তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও মুল কেন্দ্র থেকে পরিদর্শকদের কাছ থেকে ১৭টি মোবাইল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যাতিত পরীক্ষার হলে অন্য কোন শিক্ষক এবং পরীক্ষার্থী মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্্েরানিক্স ডিভাইস ব্যবহার করতে পারবে না।