বছরে ২০টি পরমাণু বোমা তৈরিতে সক্ষম উ. কোরিয়া!

উত্তর কোরিয়া বিশ্বকে আতঙ্কিত করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক সফল বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই নতুন করে মিসাইল ছোঁড়ার ঘটনায় রীতিমত ক্ষুব্ধ বিশ্ববাসী।

তাছাড়া উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্রের ভাণ্ডার প্রস্তুত রেখেছে৷ প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারে দেশটি৷ আগামী তিন বছরের মধ্যে অন্তত ৬০টি পরমাণু বোমা তৈরির ক্ষমতা রাখে উ. কোরিয়া৷ এমনই চাঞ্চল্যকর গবেষণা রিপোর্ট দিয়েছে সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি৷ এই মার্কিন প্রতিষ্ঠানের রিপোর্ট পেয়েই নড়েচড়ে বসেছেন পেন্টাগনের সেনা কর্তারা৷

কলকতা টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়, গবেষণা রিপোর্টে বলা হয়েছে- ১৯৯৯ সালের হিসেব অনুসারে মার্কিন প্রতিরক্ষা গবেষকরা ধারণা করতেন পিয়ংইয়ংয়ের হাতে মাত্র দু’টি পরমাণু বোমা রয়েছে। সেটা বেড়ে ২০২০ সালের মধ্যে ১০টি হতে পারে৷ সেই হিসেব উল্টে যাচ্ছে৷ বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে গবেষকরা দেখছেন, পরমাণু কর্মসূচিতে ব্যাপক অগ্রগতি ঘটিয়েছে উত্তর কোরিয়া৷ দেশটির প্রাকৃতিক সম্পদ পরমাণু বোমা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ যেহেতু পিয়ংইয়ং আন্তর্জাতিক পরমাণু কর্মসূচি মেনে চলে না। তাই তারা পারমাণবিক শক্তি বাড়িয়েই যাচ্ছে৷

উল্লেখ্য, গত কয়েক দফায় ধারাবাহিকভাবে ছোট-বড় মিলিয়ে একাধিক মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। যার জেরে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। কিন্তু কার্যত তা উড়িয়ে দিয়েই বারবার মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে উত্তর কোরিয়ার কিছু অস্বাভাবিক চিত্র। যা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন করে ফের পরমাণু অস্ত্র ছুঁড়তে পারে উত্তর কোরিয়া।




কুমারিত্ব নিলামে তুললেন মডেল, মূল্য ২৪ কোটি টাকা!

নিজের কুমারিত্বকে নিলামে তুলেছেন ১৯ বছর বয়সী এক মার্কিন মডেল। যিনি মডেল ফ্যাশন জগতে ‘গিসেলে’ নামে পরিচিত।
এই কুমারিত্ব-নিলাম সংঘটিত হয়েছে জার্মানির কুখ্যাত ওয়েবসাইট সিন্ডেরেলা এসকর্টস-এর মাধ্যমে।

একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, আবু ধাবির এক এজেন্ট তিন মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় ২৪ কোটি) গিসলের কুমারিত্ব কিনে নেন।

প্রতিক্রিয়ায় গিসেলে জানান, এত দিনে তার স্বপ্ন সফল হল। তিনি এই বিপুল অর্থ দিয়ে নতুন একটা বাড়ি কিনবেন, ডানা মেলে বিশ্ব ভ্রমণে বের হবেন।

গিসেলের এই ‘কুমারিত্ব বিক্রয়’ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গিসেলের মতে, কুমারিত্ব এক প্রকার ‘বন্ধন’। তিনি যদি ‘বন্ধনমুক্ত’ হন, তা হলে পাবলিকের কী! সেই সঙ্গে গিসেলে আরও জানিয়েছেন, তিনি এমন কোনো ব্যক্তির সঙ্গে তার ‘প্রথম অভিজ্ঞতা’ শেয়ার করতে চান, যিনি তার প্রেমিক নন।

সিন্ডেরেলা এসকর্টস-এর খোঁজ পাওয়ার আগেই গিসেলে তার কুমারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই জানা গেছে। এই এজেন্সি তার স্বপ্নকে সফল করেছে বলেই তার ধারণা।

প্রসঙ্গত, সিন্ডেরেলা এসকর্টস-এর কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় জার্মানির ডর্টমুন্ড থেকে। ২৭ বছর বয়সী জ্যান জ্যাকোবিয়েলস্কি এর মালিক। ২০১৬ সালে আলেকজান্দ্রে খেফরেন নামের রুশ মডেলের কুমারিত্ব বিক্রির সুবাদে এই সাইট রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে।




‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন ভারতের মানসী

ফের বিশ্ব সুন্দরীর মুকুট উঠল ভারতীয় সুন্দরীর মাথায়। ২০১৭ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় খেতাব জিতলেন ভারতের মানসী চিল্লার।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে চীনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

চীনের সানাইয়া সিটি এরেনায় মানসীর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭ তম সংস্করণে চিল্লার ছয় নম্বর ভারতীয় হিসেবে মুকুট জিতলেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মেক্সিকোর আন্ড্রিয়া মেজা। তৃতীয় হন ইংল্যান্ডের স্টেফানি হিল।

মানসী ১৯৯৭ সালের ১৪ মে দিল্লিতে এক চিকিৎসক পরিবারে জন্মগ্রহণ করেন। দিল্লির সেন্ট থমাস স্কুলের ছাত্রী মানসীর বাবা ও মা দুজনেই পেশায় চিকিৎসক। মানসী নিজেও মেডিকেলের ছাত্রী। কিন্তু সুন্দরীদের প্রতিযোগিতায় তার বরাবরের নাম ডাক।

২০১৬ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন এই সুন্দরী। আর এবারে পেলেন বিশ্বের সেরা সম্মান। এই নিয়ে পঞ্চমবার কোনও ভারতীয় সুন্দরীর হাতে এই খেতাব এসে পৌঁছে গেল।

এবারের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল চীনের এরেনায় শহরে। চূড়ান্ত তালিকায় এসে পৌঁছে ছিলেন প্রায় ১২১টি দেশের সুন্দরীরা। সেখান থেকে এক এক করে সেরা ৪০ হয়ে এই ঘোষণার ঘণ্টাখানেক আগে সেরা পাঁচের তালিকায় উঠে আসেন মানসী। তারপর থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করে তিনি। এরপরেই আসে সুখবর।

এর আগে ভারত হয়ে  ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর শিরোপা জিতেছিলেন ঐশ্বরিয়া রাই, ১৯৯৭ সালে ডায়ানা হেডেন ও ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া।




লক্ষ্মীপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা

লক্ষ্মীপুর:
আগামী ২৩ নভেম্বর লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সম্মেলনকে ঘিরে শনিবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের তমিজ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা।
জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলাহাজ্ব আজাহার উদ্দিন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ ভূঁইয়া, সদর থানা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা এ সময়, জেলা যুবলীগের সম্মেলন সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। সম্মেলন উপলক্ষ্য জেলা, উপজেলা, পৌর শহরের রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন, দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় থেকে আমন্ত্রিত অতিথিদের বরণ করতে নেতা কর্মীরা প্রস্তুতি গ্রহন করছেন। সম্মেলন উপলক্ষে জেলা শহরের সাজ সাজ রব ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামী ২৩ নভেম্বর বৃহস্পতিবার লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




আওয়ামীলীগ সরকার বিএনপির উপর স্টিম রোলার চালাচ্ছে ——-লক্ষ্মীপুরে এ্যানি

 লক্ষ্মীপুর: বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামীলীগ সরকার বিএনপি’র উপর স্টিম রোলার চালাচ্ছে। তারা শুধু জানে বিএনপির উপর অত্যাচার-নির্যাতন করতে। এ সরকার ক্ষমতা থাকাকালীন লক্ষ্মীপুরে প্রায় ৫০জন নেতাকর্মী খুন ও গুম হয়েছে। তারা প্রশাসন দিয়ে ভোট ডাকাতি ও জালিয়াতি করে ক্ষমতায় আসে। প্রশাসনের কারণে ক্ষমতা থেকে আমাদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে।
শনিবার ( ১৮ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পৌর বিএনপি’র নবগঠিত ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ড কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা-মামলা দিয়ে হয়রানি করছে। তাদের কিছু হলে দূর্ববার আন্দোলন গড়ে তোলা হবে। যাতে করে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। এ বাংলার মাটিতে শেখা হাসিনার বিচার হবে। দুঃশাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়ানোর জন্য আহবান জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন লক্ষ্মীপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সরকারে আমলে কোন উন্নয়ন হয়নি বরং লুটপাট হয়েছে। আগামী নির্বাচনে আ.লীগ যাতে ভোট জালিয়াতি করতে না পারে সেজন্য সকলকে প্রস্তুত থাকাতে হবে। আজ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা নেই। সুষ্ঠু, নিরপক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দিন, ব্যালটে প্রমান করবে জনগণ কাকে চায়।
লক্ষ্মীপুর পৌর বিএনপি সভাপতি আলহাজ্ মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিনের সঞ্চালনায় এ্যানি চৌধুরীর লক্ষ্মীপুরস্থ বাসভবন বশির ভিলা প্রাঙ্গনে পৌর বিএনপি আয়োজিত কর্মী সভা ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ১ম যুগ্ন সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় ওলামা দলের নেতা সেলিম রেজা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন প্রমুখ। অপরদিকে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ছাত্রদলের সভাপতি হারুন রশিদ ও সঝ্চালনা করেন, সহ-সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম। বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ প্রত্যেক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।




কমলনগরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে তিনবন্ধুসহ গণধর্ষণ, চুলকেটে নির্যাতন

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে তালাকপ্রাপ্ত স্বামী আবুল কালাম (৩৫) তার তিন বন্ধু মিলে পূর্বের স্ত্রীকে অপহরণ; মাথার চুল কেটে নির্যাতন ও মারধর করে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ওই নির্যাতিত নারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা তোরাবগঞ্জ এলাকা থেকে ওই নারীকে অপহরণ করে রাতভর গণধর্ষণ করা হয়।

নির্যাতিত ওই নারী কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে। তার ছয় ও আট বছর বয়সী দুইটি ছেলে-মেয়ে রয়েছে।

অভিযুক্ত তালাকপ্রাপ্ত স্বামী আবুল কালাম পাশ্ববর্তী তোরাবগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে।

নির্যাতিতার মা বলেন, ১০ বছর আগে আবুল কালামের সাথে তার মেয়ে বিয়ে হয়। বিয়ের পর থেকে একাধিকবার নানা অজুহাতে যৌতুক নেয় সে। আরও যৌতুকের দাবী করতে থাকে। গত বছর ৫০ হাজার টাকার যৌতুকের জন্য চাপ দেয়। টাকা না দেওয়ায় নির্যাতন করতে থাকে তার মেয়েকে। পরে উপায়ন্ত না পেয়ে আদালতের মাধ্যমে গত ছয় মাস আগে লম্পট স্বামীকে তালাক দেয়। এর জের ধরে ওই লম্পট তার আরও তিন বন্ধুকে নিয়ে আমার মেয়ে অপহরণ, চুলকেটে নির্যাতন, মারধর ও গণধর্ষণ করে।

নির্যাতিত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার শাহপুর গ্রামের তার ভাইয়ের বাসায় যাওযার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা তোরাবগঞ্জ এলাকায় পৌঁছলে আগ থেকে উঁৎপেতে থাকা তার তালাকপ্রাপ্ত স্বামীসহ আরও তিনবন্ধু মিলে তাকে অপহরণ করে আবুল কালামের বাড়ির একটি ঘরে বন্ধি করে রাখে। এসময় তাকে মারধর ও চুল কেটে নির্যাতন করা হয়। পরে তারা রাতভর পালাক্রমে গণধর্ষণ করে। একপর্যায়ে আমি জ্ঞান হারাই। ভোরে তারা আমাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে আমার মা খবর পেয়ে আমাকে উদ্বার করে প্রাথমিক চিকিৎসা ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, নির্যাতিত ওই নারী চিকিৎসা চলছে। ধর্ষণের বিষয়টি পরীক্ষা করলে জানা যাবে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এব্যাপারে কেউ থানা অভিযোগ করেনি। বিষয়টি শুনেছি। জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

 




রামগতির মেঘনায় ১২দিন ধরে ডুবে আছে পাথর বোঝাই জাহাজ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতেডুবে যাওয়া পাথর বোঝাই জাহাজ ১২দিনেও উদ্ধার হয়নি।

শনিবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত জাহাজটি উদ্ধার করা যায়নি বলে নিশ্চিত করেছেন এসটিসি শিপিং লাইন্স লিমিটেডের মহা-ব্যবস্থাপক (অপারেশন) মো. লোকমান হোসেন।

এর আগে গত ৬ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রামগতির মেঘনা নদীর বয়ারচর এলাকায় দেড় কোটি টাকার পাথর নিয়ে এসটিসি শিপিং লাইন্স লিমিটেডে’রজাহাজ এম ভি আলোর মিছিল (এম ১৩০৮৭) ডুবে যায়। এঘটনায় পরের দিন ৭ নভেম্বর মঙ্গলবার রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর-২৫২।

জাহাজটি উদ্ধার করা না গেলে ৫ থেকে ৬ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন কতৃপক্ষ।

পুলিশ ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ৫ নভেম্বর রোববার চট্টগ্রামের পতেঙ্গা থেকে দুই হাজার মে. টন বিদেশী পাথর নিয়ে জাহাজটি নারায়নগঞ্জের পাগলার উদ্দেশ্যে রওনা দেয়। পথে রামগতির বয়ারচর এলাকায় পৌঁছলে জাহাজটি পাথর নিয়ে ডুবে আটকা পড়ে। অনেক চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। এসময় ভাটায় নদীতে পানি কমে যায়। পর্যাপ্ত পানি না থাকায় পাথরের ওজনে জাহাজের মাঝ অংশ পেটে যায়। এতে ভিতরে পানি ঢুকে পড়ে। যে কারণে জাহাজটি উদ্ধার করা অশ্চিত হয়ে পড়ে।

এসটিসি শিপিং লাইন্স লিমিটেডে’র এম ডি ইঞ্জিনিয়রমোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিতে জাহাজটি উদ্ধারের সক্ষমতা নেই। এতে প্রায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হবে। কেটে উদ্ধার করতেগেলেও প্রায় ১ কোটি টাকা খরচ লাগবে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।




কী হয়েছে অপু বিশ্বাসের?

শাকিবের সঙ্গে বিয়ে-সন্তানের বিষয়টি সবার সামনে আনার পর থেকেই আলোচনার শীর্ষে আছেন অপু বিশ্বাস। তবে, তাজা খবর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবারও ডুব মেরেছেন অপু।

কেউ কেউ বলছেন, আত্মহত্যা করার চেষ্টা করেছেন তিনি। আবার অনেকে বলছেন, গতকাল সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অপু। পরদিনই অর্থাৎ আজ সকালেই কাউকে কিছু না বলেই ভারতে পাড়ি জমিয়েছেন তিনি।

এদিকে, অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে- গতকাল রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান অপু। সিজারের সময় করা সেলাই ফেঁটে ব্লিডিং হতে থাকে। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু সেখানে সন্তুষ্ট না হওয়ায় শুক্রবার সকালে তিনি কলকাতায় যান। এরপর সেখানকার এ্যাপলো হসপিটালে ভর্তি হন তিনি। যতদূর জানা গেছে সেখানে তার চিকিৎসা চলছে।




লক্ষ্মীপুরে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপি-র ১ম যুগ্ন আহবায়ক ও ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদসহ সকল নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার বিকাল ৩টায় লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ ও সমাবেশে করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
সদর উপজেলা বিএনপি-র সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি’র লক্ষ্মীপুরস্থ বাসভবনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সাবেক এমপি শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম ভূইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন ১৫নং লাহারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মশিুউর রহমান (মশু), ১৭নংভবাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুল আলম স্বপন সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুজ্জামান, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহম্মেদ প্রমুখ।




লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

লক্ষ্মীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর শিশু একাডেমি এ আয়োজন করে।

প্রতিযোগিতা শেষে লক্ষ্মীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জব্বারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লক্ষ্মীপুর জেলা ইউনিট কমান্ডার বাবু কাজল কান্তি দাস।

অনুষ্ঠানে কাকলি শিশু অঙ্গনের প্লে শ্রেণির ছাত্র ও শিশু একাডেমি চিত্রাঙ্কন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহমেদ শেহজাদ যিয়ান বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।