‘সংগঠন করতে হলে আন্দোলন করতে হবে’
লক্ষ্মীপুরঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, “একটি মানুষকে বাঁচাতে হলে যেমনি আলো বাতাস, মাটি পানি ও নিতন্তর সেবাসহ সব কিছু করতে হয়। তেমনি সংগঠন করতে হলে আন্দোলন করতে হবে। আন্দোলন সংগঠন, সংগঠন আন্দোলন একই সূত্রে গাঁথা। আন্দোলন ছাড়া সংগঠন শক্তিশালী হবেনা। এ অন্দোলন মানে রাজপথে মিছিল না, মাঠ গরম রাখার বিষয় না, আন্দোলন মানে একটি আদর্শ বাস্তবায়ন করা, নানা কৌশলে জনগনকে উদ্বুদ্ধ করে তোলা। ’ বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওমর ফারুক সরকারের নানামুখি উন্নয়নের কর্মকাণ্ডের কথা তুলে ধরে আরো বলেন, ‘আজ যা কল্পনা তা আগামী বাস্তবায়নের নাম…