উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন মান্নান

লক্ষ্মীপুর: শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন স্বর্ণ যুগে প্রবেশ করেছে উল্লেখ করে মহাজোটের শরিক বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নৌকার প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নান বলেন, উন্নয়নের এ ধারা অব্যাগত রাখতে আবারও নৌকায় ভোট দিন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

বিকল্পধারা মহাসচিব বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

মেঘনার ভাঙনকে রামগতি ও কমলনগরের দুঃখ উল্লেখ করে মেজর (অব.) মান্নান বলেন, নদী ভাঙন প্রতিরোধে সরকার কাজ করছে। নৌকার বিজয় হলে ভাঙন রোধে অবশিষ্ট কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।

এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুজ্জাহের সাজু,  রামগতির সাবেক পৌর মেয়র আজাদ উদ্দিন চৌধুরী, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একে এম নূরুল আমিন মাস্টারসহ বিকল্পধারার নেতারা উপস্থিত ছিলেন।




ভোটকেন্দ্র ছাড়বে না বিএনপি-ঐক্যফ্রন্ট: এ্যানী

লক্ষ্মীপুর:

‘আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় নির্বাচনের দিন ভোটকেন্দ্র ছাড়বে না বিএনপি ও ঐক্যফ্রন্ট। জনগণকে সঙ্গে নিয়ে সবার ভোটাধিকার রক্ষা করবে নেতা-কর্মীরা। কোনো অন্যায় হতে দেওয়া হবে না। যেখানে অন্যায়-অনিয়ম সেখানে প্রতিরোধ করা হবে।’

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে ধানের শীষের প্রতীক পাওয়ার পর  শহরের গোডাউন রোড এলাকার বাসার সামনে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

সদর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ্যানী বলেন, আওয়ামী লীগ মনে করছে ভোটের আগে বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা দিয়ে এলাকা ছাড়া করবে। কিন্তু মামলা-হামলা দিয়ে কোনো লাভ হবে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন জেলে। তবুও বিএনপি শেখ হাসিনার রক্তচক্ষুকে ভয় পায় না। তারা আমাদের ভয় পায়। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে ভয় পায়। তারেক রহমান নির্বাচনের নেতৃত্ব দিচ্ছেন। তার ও ঐক্যফ্রন্টের নেতৃত্বে আমরা এখন ঐক্যবদ্ধ। আর তাই আগামি ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আরও বলেন, অস্বাভাবিক পরিস্থিতি আমরা মোকাবেলা করছি। একটি ক্রান্তিকাল আমাদের সামনে নেমে এসেছে। এসব অতিক্রম করার জন্য আমরা জিয়ার সৈনিকরা মাঠে-ময়দানে প্রস্তুত রয়েছি। জিয়াউর রহমানের আদর্শ আমাদের মূল শক্তি। এ শক্তি দিয়েই আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। তাই, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। বিএনপি, ঐক্যফ্রন্ট ভোটকেন্দ্র ছেড়ে যাবে না।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া ও পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন প্রমুখ।




কে এই বিশ্ব সুন্দরী ভেনেসা?

সবাইকে তাক লাগিয়ে ২০১৮ সালের বিশ্ব সুন্দরীর মুকুট উঠেছে মেক্সিকান সুন্দরী ভেনেসা পনসে দে লিওনের মাথায়। শনিবার চীনের সায়না সিটিতে অনুষ্ঠিত আসরের ফাইনাল মঞ্চে এই বিশ্ব সুন্দরীর নাম ঘোষিত হয়। বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড-২০১৮’র মুকুট জিতে নেন ২৬ বছর বয়সী ভেনেসা।

মেক্সিকোর এই বিশ্ব সুন্দরীর জন্ম ১৯৯২ সালের ৭ মার্চ। দেশটির গুনজুয়াটোতে জন্মগ্রহণ করেন ভেনেসা। ৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘের এই সুন্দরী ছোটবেলা থেকেই শোবিজের সঙ্গে জড়িত। নিজের দেশে নানা রকম সুন্দরী ও মডেল প্রতিযোগতায় নির্বাচিত হয়েছেন তিনি।
ভেনেসা প্রথম কোন মেক্সিকান যিনি বিশ্ব সুন্দরীর মুকুট পড়লেন। এর আগে ২০১৫ সালের ৫ মে তিনি মিস মেক্সিকান খেতাব জেতেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বি ছিল ৩২ জন। ভেনেসা সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত। তিনি নিনেমি নামক একটি স্কুলের সাথেও জড়িত, যা আদিবাসী গোত্রের শিশুদেরকে আন্তঃশিক্ষার শিক্ষা দেয়।

ভেনেসা গুয়ানজাজুটো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগে অধ্যায়ন করছেন। পাশাপাশি মেয়েদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্রের পরিচালনা পর্ষদেরও সদস্য এই বিশ্ব সুন্দরী। মানবাধিকার কর্মের উপর তার একটি ডিপ্লোমাও আছে।

মেক্সিকোর এই বিশ্ব সুন্দরী ‘মাইগ্রান্টেস এন এল ক্যামিনো’ নামের একটি সংস্থার স্বেচ্ছাসেবক দলের সদস্য। তিনি গাড়িও ভালো চালাতে পারেন। পাশাপাশি ভলিবল খেলা ও ছবি আকার শখ রয়েছে তাঁর।




নাজমুল হুদার মনোনয়ন বৈধ

ঢাকা-১৭ আসনে ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল-নিষ্পত্তির শেষ দিন শুনানি নিয়ে এ সিদ্ধান্ত দেয় ইসি।

ঢাকা-১৭ আসনে ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল-নিষ্পত্তির শেষ দিন শুনানি নিয়ে এ সিদ্ধান্ত দেয় ইসি।
নাজমুল হুদা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছিলেন। যদিও পরবর্তীতে নির্বাচন কমিশনে যে মনোনয়নপত্র তিনি দাখিল করেছেন, তাতে কোনো দলের নাম কিংবা স্বতন্ত্র প্রার্থী, কোনোটাই উল্লেখ করেননি। রিটার্নিং কর্মকর্তা এজন্যই তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী নাজমুল হুদা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পরে বিএনপি থেকে বেরিয়ে তিনি প্রথমে বিএনএফ গঠন করেন, ওই দলের কর্তৃত্ব হারানোর পর তিনি গঠন করেন তৃণমূল বিএনপি




শেখ হাসিনার খোলা চিঠি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়ে যারা বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন তাদের উদ্দেশে তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে দলের বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, ঐক্যবদ্ধ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে মহাজোট প্রার্থীর পক্ষে আপনার প্রার্থিতা প্রত্যাহার করে মহাজোটকে বিজয়ী করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন। আপনার ত্যাগ, শ্রম ও আন্তরিকতা সবকিছুই আমার বিবেচনায় আছে।’
আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠান। বিজ্ঞপ্তিতে দলের সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর দেওয়া একটি চিঠি রয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হন, রাজনৈতিক দলগুলোর কাছে তারা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে চিহ্নিত হন।
চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ‘বিদ্রোহী’ প্রার্থীদের বলেছেন, বিএনপি জামায়াতের হিংস্র থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করে বাংলাদেশকে টেকসই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা সমমনা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে আবারও বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ পাবে। সেই বিজয়ের অংশীদার হবেন আপনিও। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে নৌকা মার্কাকে পরাজিত করার সাংগঠনিক শক্তি আর কারও নেই।
‘বিদ্রোহী’ প্রার্থীদের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আশা করি, আগামী নির্বাচনে আপনার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে আপনার সকল সাংগঠনিক দক্ষতা, শক্তি ও সামর্থ্য আওয়ামী লীগের বিজয়কে সুনিশ্চিত করবে। আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের গত এক দশকের অর্জিত উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংগঠনের একজন আদর্শবান, ত্যাগী ও বিশ্বস্ত নেতা হিসেবে সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা ও সার্বিক কর্মকাণ্ডে আপনার স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে প্রত্যাশা করছি।




বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এহছানুল হক মিলনের সমর্থকদের তালা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির জনপ্রিয় ও কারান্তরীণ নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে চূড়ান্ত মনোনয়ন না দেওয়ায় তার শতাধিক সমর্থক নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।

শনিবার দুপুরে তালা দেওয়ার আগে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তার সমর্থকরা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেনের পরিবর্তে এহছানুল হক মিলনকে মনোনয়ন দেয়ার দাবিতে মিলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

ঘটনাস্থলে তার স্ত্রী সাবেক মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবিও উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, দলের জন্য যারা কাজ করছে তাদের মূল্যায়ন করেনি বিএনপি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিশ্চিত কারাগারে যেতে হবে জেনেও মিলন দেশে এসে আত্মসমর্পণ করেছেন। এবং অন্ধকার কারাগারে দিনযাপন করছেন। তারপরও ত্যাগী এই নেতাকে উপেক্ষা করে কিভাবে মোশাররফ হোসেনকে মনোনয়ন দেওয়া হলো না তা নিয়ে তার সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এজন্য তারা স্ব উদ্যোগে এখানে এসে বিক্ষোভ করছে।




লক্ষ্মীপুর-০৪ আসনে ঐক্যফ্রন্টে রব, মহাজোটে মান্নান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ০৪ (রামগতি-লক্ষ্মীপুর) আসনে ঐক্যফ্রন্ট থেকে জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব ধানের শীষ ও মহাজোট থেকে  বিকল্পধারার মেজর আবদুল মান্নান নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন।




জোট-আওয়ামীলীগে চুড়ান্ত প্রার্থী যারা

ঢাকা: প্রথমে যেসব অাসনে দুইজন করে মনোনয়ন দেওয়া হয়েছিল সেসব অাসনে চূড়ান্ত প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ আসন ড. শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দিয়েছেন।

শুক্রবার (০৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চূড়ান্ত প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন- সৈয়দ অাশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), মো. মোজাফফর হোসেন (জামালপুর-৫), হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫), হাজী মো. সেলিম (ঢাকা-৭), অাকবর হোসেন পাঠান ফারুক (ঢাকা-১৭), ড. মহীউদ্দীন খান অালমগীর (চাঁদপুর-১), মা. নুরুল অামিন (চাঁদপুর-২), মুহম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), এ কে এম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), নিজাম উদ্দিন জলিল (নওগাঁ-৫), মো. শহিদুল ইসলাম বকুল (নাটোর-১), বি এম কবিরুল হক (নড়াইল-১), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), অা স ম ফিরোজ (পটুয়াখালী-২), তানভীর হাসান ওরফে ছোট মনির (টাঙ্গাইল-২) ও অাবুল কালাম অাজাদ (জামালপুর-১)।

এসব আসনে প্রাথমিকভাবে দুইজন করে প্রার্থী দিয়েছিলো আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে পাঁচটি, জাসদকে (ইনু) তিনটি, জাসদকে (আম্বিয়া) একটি, তরিকত ফেডারেশনকে দুটি, যুক্তফ্রন্টকে (বিকল্পধারা) তিনটি, জাতীয় পার্টিকে (জেপি) দুইটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ৫৫ থেকে ৬০ হবে।

চূড়ান্তভাবে মহাজোটের প্রার্থী তালিকা জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল (শনিবার) নির্বাচন কমিশনে চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে জেনে নিতে পারবেন।

এদিকে জোটের শরিকদলগুলোর প্রার্থীদের মধ্যে যারা নৌকা প্রর্তীকে নির্বাচন করবেন তাদের হাতেও চিঠি দেওয়া হয়েছে। তারা হলেন- জাসদের (আম্বিয়া) মঈনউদ্দিন খান বাদল (চট্টগ্রাম-৮), জাতীয় পার্টি (জেপি) রুহুল অামিন (কুড়িগ্রাম-৪), অানোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২)।

এছাড়া যুক্তফ্রন্টের (বিকল্পধারা বাংলাদেশ) এফএম শাহীন (মৌলভীবাজার-২), মেজর (অব.) এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪) এবং মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১) নৌকা প্রতীকে নির্বাচনের জন চিঠি পেয়েছেন।

নৌকা মার্কায় নির্বাচনের চিঠি পেয়েছেন- জাসদের শিরীন অাখতার (ফেনী-১), রেজাউল করিম তানসেন (বগুড়া-৪) ও হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), বাংলাদেশের ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেনন (ঢাকা-৮), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২) ও মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১)।




কমলনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন।

আমজাদ হোসেন আমু, কমলনগর-(লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের কমলনগরে ফজুমিয়ার হাট বাজারে  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।

বুধবার (০৫ ডিসেম্বর ) বিকেলে ফজুমিয়ার হাট  বাজারে এফভিপি এন্ড হেড অব হাজিরহাট শাখার ম্যানেজার ছানা উল্লাহ এজেন্ট ব্যাংকটি উদ্বোধনে শুভ সূচনা করেন।

উক্ত সভার সভাপতি, কোম্পানির ইভিপি এন্ড হেড অব জোন নোয়াখালী শাখার মোহাম্মদ রুকন উদ্দিন জানান, এজেন্ট ব্যাংকটি কমলনগরের হাজির হাট ইসলামী ব্যাংকের তত্ত্বাবধানে চলবে।

তিনি বলেন, এখানে ব্যাংকিং হিসাব খোলা,টাকা আদান-প্রদান, বিদেশ থেকে টাকা লেনদেন,ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ,খিদমাহ কার্ড,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ ব্যাংকিং খাতের উন্নয়ন সম্পর্কে আলোচনা রাখেন।

প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন । বিশেষ অতিথি,কমলনগন থানার ইনচার্জ মো. ইকবাল হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আহং, বাজার সভাপতি হিরণ হাওলাদার, উপজেলা আ,লীগের সহ-সভাপতি শফিকুল্লাহ,প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, মাতাব্বর নগর মাদ্রাসা অধ্যক্ষ মাঃ আলী হোসেন ,এজেন্ট ব্যাংকিং ভাই ভাই ট্রের্ডাসের স্বতাধিকার সালমা আকতার সহ প্রমুখ।

সভা শেষে সবাই লাল ফিতা কেটে ব্যাংকটি উদ্বোধন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ মাকসুদুর রহমান। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ও মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।




খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলার র‌্যালী ও আলোচনা

আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর: “সাসটেইনেবল এগ্রিকালচার এন্ড লিংকেজেস” (সফল) শ্লোগানে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা লক্ষ্মীপুরের কমলনগরে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। বুধবার(৫ ডিসেম্বর) সকালে কমলনগর উপজেলা প্রাঙ্গনে সলিডারিডার্ড নেটওয়ার্ক এশিয়া এ মেলার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল ওয়াজেদ তালুকদার, কৃষি কর্মকর্তা মোঃ ইকতারুল ইসলাম, সমাজ সেবা কমকর্তা মোঃ মাসুদ, সলিডারিডাড কৃষিবিদ মোঃ সাইফুল্লাহ ,কৃষকদের পক্ষে ইউছুফ আলী, মোঃ আনোয়ার হোসাইন, মোঃ মাহবুবসহ প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সয়াবিন হচ্ছে উপকূলীয় অঞ্চলের একটি পুষ্টিকর খাদ্য। অধিক সয়াবিন উৎপাদনে দেশে পুষ্টিকর খাদ্য নিরাপত্তা বিধান করা যায়। সয়াবিনের খাদ্য হৃদরোগ সহ নানা রোগে উপকার সাধন করে। এছাড়াও নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নিউট্রিশিন অফিসার, ডাঃ মোতাহেরুল ইসলাম তানিয়া বলেন, সয়াবিন একটি অধিক পুষ্টিকর খাদ্য। এটি দিয়ে পুষ্ঠিকর খাদ্য তৈরি করা যায়। সয়াবিনে ৪২-৪৪ শতাংশ পুষ্ঠি থাকে। যাহা মানবদেহে অধিক পুষ্টির জন্য প্রয়োজনীয়।

সভার সভাপতি ও প্রোগ্রামের ম্যানেজার মোঃ আতিকুজ্জামান বলেন, আমরা কাজ করি-কিভাবে অধিক সয়াবিন উৎপাদন করা যায়। সয়াবিন দিয়ে কি কি পুষ্টিকর খাদ্য তৈরি করা যায়। পুষ্টিকর খাদ্য কিভাবে খাদ্য নিরাপত্তা বিধান করেন। সয়াবিনে অধিক উৎপাদনে পরিবেশ সুন্দর রাখে। সয়াবিন উৎপাদনে কৃষকদের বিভিন্ন সুধিবা-অসুবিধা নিয়েও পরামর্শ প্রদান। এছাড়াও সয়াবিন সম্পর্কে নানাবিধ পরামর্শ দেওয়া হয়।

সভা পরিচালনা করেন, মোঃ নিজাম উদ্দিন, বার্তা সম্পাদক সাম্প্রতিক স্বদেশ, লক্ষ্মীপুর। আলোচনা শেষে খাদ্য নিরাপত্তা ও পুষ্ঠি মেলার স্টল পরিদর্শন করে অতিথিবৃন্দ।