প্রধানমন্ত্রীর জন্মদিনে; লক্ষ্মীপুরে উন্নয়নের চিত্রাংকন প্রতিযোগীতা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে লক্ষ্মীপুর উন্নয়নের চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ১৫ জনকে পুরস্কৃত করা  হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল  এ আয়োজন করেন.। এর আগে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মাদ ইমাম হোসেন,  রামগঞ্জ পৌর কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মাল, ছাত্রলীগ নেতা  আবদুর রাজ্জাক, জাহিদ হাসান শুভ ও সোহেল চৌকিয়া  প্রমুখ।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি এঁকে প্রথম স্থান অর্জন করেন দশম শ্রণির ছাত্রী  সাবরিনা ইয়াছমিন। একই ধরণের ছবি এঁকে ষষ্ঠ শ্রেণির সামিয়া তাসনিম ও সপ্তম শ্রেণির নুসরাত জাহান পুরস্কৃত হয়েছেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এঁকে দশম শ্রেণির হাফিফা জাহান,  নবম শ্রেণির ফাহমিদা আক্তার, অষ্টম শ্রেণির আফরিন সুলতানা ও ষষ্ঠ  শ্রেণির জান্নাতুল নুর জিনিয়া পুরস্কৃত হন। এছাড়া পদ্মা সেতু, কর্ণফুলী  টানেল ও যুবলীগের পতাকা একে আরও ৮ জন বিজয়ী হয়েছেন।

আলোচনা শেষে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।

যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন,, বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি। শেখ হাসিনা বাংলাদেশের মুক্তির কান্ডারি।  তিনি উন্নয়নের নেত্রী। তাদের জীবনী সম্পর্কে সবাইকে জানতে হবে। তাদের জীবনী থেকে অনেক কিছু শেখার আছে।।




নরসিংদীতে অপহরণের ঘটনায় ৫ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এক ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন।

এর আগে, বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলার পলাশ উপজেলার ইছাখালী দাখিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর দাখিল পরীক্ষার্থী সিফাত (১৭) ও তার বন্ধু ইতি আক্তার (১৬) কে অপহরণের সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী জেলার পলাশ উপজেলার ইছাখালী (পূর্বপাড়া) এলাকার তামজিদ মিয়া, জয়পুরা এলাকার মানিক মুখা, নাঈম মৃধা ,খাসহাওলা এলাকার আফসার মিয়া ও শিবপুর থানার দক্ষিণ সাধারচর এলাকার তৈয়বুর করিম। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন জানান, দাখিল পরীক্ষা শেষে ইছাখালী দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে কথা বলছিলেন দুই শিক্ষার্থী সিফাত ও ইতি। এ সময় কিশোর গ্যাং এর ৫ সদস্য তাদের দুজনকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলে। এ সময় তারা জোরপূর্বক ওই দুই শিক্ষার্থীর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫ হাজার টাকা দাবি করে এবং নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন ও বই ছিনিয়ে নেয়। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সিফাতকে মোটর সাইকেলে ও ইতি আক্তারকে বিভাটেকে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে থাকে।

তিনি আরও জানান, পলাশ থানাধীন সরকারচর মোড়ে গজারিয়া ইউনিয়ন বিট পুলিশের চেকপোস্টে পৌঁছলে দুই শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ ও পরীক্ষার্থীদের নিকট থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সিফাতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।




বরগুনায় চলছে মাস ব্যাপি শিশু আনন্দ মেলা

বরগুনা প্রতিনিধিঃ

পুঁথিপাঠ, লোকজ সঙ্গীত ও বাশিঁর সূরের মূর্ছনায় কবিতাবৃত্তির মধ্য দিয়ে বরগুনা মাসব্যাপি শিশু আনন্দ মেলা শুরু হয়েছে। বুধবার বিকেলে মেলার শুভ উদ্বোধন করেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি।

করোনা অতিক্রান্ত শিশুদের বিনোদন ও বরগুনা প্রেসক্লাবের চতুর্থ তলায় অডিটোরিয়াম নির্মাণের লক্ষে এ মেলার আয়োজন করেছে ঐতিহ্যবাহি বরগুনা প্রেসক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,দৈনিক বিপ্লবী বাংলাদেশ এর প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক, লেখক এম নুরুল আলম ফরিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম নুরুল আলম ফরিদ বলেন, বরগুনা প্রেসক্লাবের এই শিশু আনন্দ মেলা আমাদের কাছে একটা মহৎ উদ্যোগ মনে হচ্ছে। সংস্কৃতি ধরে রাখতে আমাদের শুধু সাংবাদিকরা নায় সকলকে এগিয়ে আসতে হবে। এবং এভাবে শিশুদের মেধা বিকাশ ঘটানের জন্য শিশু আনন্দ মেলার বেশি বেশি আয়োজন করতে হবে। এরপর তিনি মুক্তিযুদ্ধের সময় কালীন প্রকাশিত নিউজ গুলো সংরক্ষণ করে এলবাম বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।

বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, শিশুদের বিনোদনের পাশাপাশি মাসব্যাপি আমাদের আয়োজনে মুলত লোকজ সংস্কৃতি তুলে ধরা হবে। বাউল ও জারি সারি ও পালাগান, যাদু, কৌতুক অভিনয়, মঞ্চ নাটকসহ হারিয়ে যাওয়া নানা ধরণের লোকজ সংস্কৃতির তুলে ধরবো। আমরা আশা করি ভিন্নধর্মী এমন মেলা সবার মাঝে সাড়া ফেলবে।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস বলেন, বরগুনায় শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। করোনার মধ্যে প্রায় তিনবছর শিশুরা স্কুলেও যেতে পারেনি। আমরা করোনা অতিক্রান্ত শিশুদের বিনোদনের জন্য এ মেলার আয়োজন করেছি। এর পাশাপাশি মেলার আয়ের টাকায় বরগুনা প্রেসক্লাবের চতুর্থ তলায় অডিটোরিয়াম নির্মান করা হবে। আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহায়তায় মেলাটি আয়োজন করেছি।

প্রধান অতিথি বরগুনা এক আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বরগুনা প্রেসক্লাব আয়োজিত এই শিশু আনন্দ মেলাকে আমি সাধুবাদ ও ধন্যবাদ জানাই। কারণ শিশুদের জন্য এরকম একটি সৃজনশীল উদ্যোগ উপহার দেওয়ার জন্য। বরগুনা প্রেসক্লাব বিগত দিন থেকেই তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সকলের সাথে কাঁধ মিলিয়ে করে আসছেন। এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। তাই আজকেই শুভ উদ্বোধনে বরগুনা প্রেসক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তারা সুন্দর সুষ্ঠুভাবে সকলের সহোযোগিতায় এই মাসব্যাপী শিশু আনন্দ মেলা টি সবাইকে উপহার দিতে পারবেন।




বরগুনায় প্রতিবন্ধীর ভাতার টাকা ইউপি সদস্যের ছেলের বিকাশে; স্বামী স্ত্রীর মানববন্ধন

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালিতাবুনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র বাক প্রতিবন্ধী আবুল বাশারের প্রতিবন্ধী ভাতা ঐ ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল বাশার মাতাব্বরের ছেলে রানার বিকাশ নাম্বারে গ্রহণ করে আত্মসাৎ এর প্রতিবাদে প্রতিবন্ধী আবুল বাশার তার স্ত্রী ও ৬ বছরের শিশু সন্তানসহ মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার সকালে ১০ টায় বামনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বাক প্রতিবন্ধী আবুল বাশারের স্ত্রী আমেনা বেগম বলেন, আমার স্বামী একজন বাক প্রতিবন্ধী আবুল বাশারের প্রতিবন্ধী কার্ড অফিসে জমা দেওয়া কথা বলে আমার কাছ থেকে ইউপি সদস্য আবুল বাশার উপজেলা সমাজ সেবা অফিসে এসে প্রতিবন্ধী আবুল বাশারের বিকাশ নাম্বার না দিয়ে ইউপি সদস্যের ছেলে রানার ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বার দিয়ে টাকা গ্রহণ করে আত্মসাৎ করেন।

তিনি আরো বলেন, আমার স্বামীর ভাতা না পেয়ে প্রায় ১ বছর ধরে মেম্বারের কাছে ভাতার টাকার কথা বললে মেম্বার বলেন, অপেক্ষা কর সমস্যা আছে পাবা আনে। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় সমাজ সেবা অফিসে গিয়ে জানতে পারি মেম্বারের ছেলে রানার বিকাশ নাম্বারে ১ বছর ধরে ভাতার টাকা যায়। পরে আমরা কান্না কাটি করলে সমাজ সেবা অফিসার আমাদেরকে লিখিত অভিযোগ দিতে বললে আমরা ইউএনওর কাছে গত বৃহস্পতিবার লিখিত িঅভিযোগ দেই।

এ ব্যপারে উপজেলা সমাজ সেবা অফিসার মিজান সালাউদ্দীন জানান, প্রতিবন্ধী আবুল বাশার অফিসে আসলে আমি যাচাই বাছাই করে দেখি প্রতিবন্ধী আবুল বাশারের বিকাশ নাম্বারে টাকা না গিয়ে ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বারে ১ বছর যাবৎ টাকা প্রদান করা হয়। এ ব্যপারে আমি তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি।




বয়সের ছাপ কমাতে যে খাবার খাবেন

ময়েশ্চারাইজার, নাইট ক্রিম এবং সিরামের মতো অ্যান্টি এজিং প্রসাধনীর কথা আমরা সবাই জানি। তখন একটি শব্দ হয়ত বারবার দেখতে বা শুনতে পাবেন তা হলো কোলাজেন। কোলাজেন এবং ইলাস্টিন আপনার ত্বকে মসৃণ এবং দৃঢ় রাখে।   বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে কোলাজেন হারানো সম্পূর্ণ স্বাভাবিক। এর ফলে তাবকে বয়সের ছাপ পড়তে শুরু করে। তবে শুধু প্রসাধনীর ওপর নির্ভর না করে  খাবারের ওপরও নির্ভর করতে পারবেন।

কোলাজেন সমৃদ্ধ খাবার

স্যামন মাছ- স্যামন একটি সামুদ্রিক মাছ। এত রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি এসিড। এই ফ্যাটি এসিড আপনার ত্বকে কোলাজেন ধরে রাখে। এই মাছ  প্রাণী থেকে প্রোটিন পাওয়া যায় এমন খাবার খেতে পারেন। যেমন

* মুরগি- মুরগির মাংসে প্রচুর পরিমাণে কোলাজেন থাকে বলে বলা হয়।

* ডিম-  ডিমের সাদা অংশে পাওয়া যায় প্রচুর প্রোলিন এবং কিছু পরিমাণে গ্লাইসিন।

কোলাজেন

কোলাজেন একটি প্রোটিন যা আমাদের শরীর তৈরি করে এবং আমাদের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। বিষেশজ্ঞদের মতে আমরা যে খাবার খাই তা থেকে অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে কোলাজেন তৈরি হয়। গ্লাইসিন, প্রোলিন এবং হাইড্রক্সিপ্রোলিন হল কিছু নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড যা কোলাজেন ধরে রাখে। ভিটামিন সি, জিঙ্ক এবং কপার আমাদের দেহে কোলাজেন গঠনে সহায়তা করে। প্রোটিন বা কোলাজেন বেশি আছে এমন অথবা ভিটামিন সি, জিঙ্ক, কপার আছে এমন খাবার খেতে হবে। এসব খাবার আমাদের শরীরকে কোলাজেন তৈরির জন্য সাহায্য করে।

গাজর

গাজরে আছে প্রচুর পরিমাণে বিটামিন এ । বিটামিন এ কোলাজেন গঠনে এরং ধরে রাখতে সাহায্য করে থাকে।

টমেটো

 টমেটো ত্বকের জন্য খুবই উপকারী। টমেটোতে লাইকোপিন থাকে যা ক্ষতিকারক ইউ ভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। টমেটো খেলে পিগমেন্টেশন এবং বলিরেখা কমে যায়। টমেটো কোলাজেন বাড়াতে সাহায্য করে।

আমলকী

আমলকী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আমলকী শরীরে কোলাজেনের পরিমাণ বাড়ায়।

সবুজ শাক সবজি

গাঢ় সবুজ ও শাক-জাতীয় খাবার যোগ করুন।  প্রাথমিক কোলাজেন হিসেবে ক্লোরোফিল পরিচিত।

ভিটামিন সি 

বিটামিন সি সমৃদ্ধ কমলা, লেবু, স্ট্রবেরি বা টক ফল খেলেও কোলাজেন বৃদ্ধি পায়। ভিটামিন সি দুটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড লাইসিন এবং প্রোলিনকে সংযুক্ত করে কাজ করে।




এসএসসির প্রশ্নফাঁস; সেই কেন্দ্রসচিব ৩ দিনের রিমান্ডে

এসএসসি পরীক্ষার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় বিষয়ের প্রশ্নফাঁসের ঘটনায় নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল কোর্টের ভুরুঙ্গামারী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন আলী এই রিমান্ড মঞ্জুর করেন।

প্রশ্নফাঁসের ওই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে গ্রেফতার করা হয়। পরদিন আরও দুই শিক্ষক এবং এক কর্মচারীকে গ্রেফতার করে কারাগারে পাঠায় ভুরুঙ্গামারী থানা পুলিশ। গ্রেফতার হওয়া শিক্ষক কর্মচারীদের সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। একই ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মাকে শোকজ করেছে জেলা প্রশাসন। ঘটনার মাঠ পর্যায়ে তদন্ত করেছে দিনাজপুর শিক্ষাবোর্ডের তদন্ত কমিটি।




বিয়ে করলেন শামীম পাটোয়ারী

জাতীয় দলে শামীম পাটোয়ারীর আবির্ভাব ২০২১ সালের জুলাইয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই সবার নজর কেড়েছিলেন এই বাঁহাতি হার্ড হিটার ব্যাটার। তবে ফর্মহীনতা তাকে ২২ গজে টিকতে দেয়নি বেশিদিন। সম্প্রতি সহপাঠীকে বিয়ে করে শুরু করলেন জীবনের নতুন ইনিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শামীমের বিয়ের ছবি। তার স্ত্রীর নাম ইউসরা জাহান নূর। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তাদের কেউই।

গতরাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করে সবাইকে নিজের বিয়ের কথা জানান শামীম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার সঙ্গী। আলহামদুলিল্লাহ! আমাদের জন্য দোয়া করবেন।’

শামীমের সেই পোস্টে বইছে ভক্ত-সমর্থক ও সতীর্থদের অভিনন্দনের বন্যা। বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকেও পেয়েছেন শুভেচ্ছা বার্তা। নিজেদের ফেসবুক পেজে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘তোমার সুখী বিবাহিত জীবন কামনা করছি চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।’

শামীমের পরিসংখ্যান বলছে জাতীয় দলের হয়ে ১০ টি-টোয়েন্টিতে এখনও সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। এ সময়ে ১৫.৫ এভারেজ ও ১১১.৭ স্ট্রাইকরেটে রান করেছেন ১২৪। তবে বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।




মার্কিন র‍্যাপার কুলিও আর নেই

গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী ও মার্কিন র‌্যাপার কুলিও আর নেই। বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মার্কিন সংবাদ সংস্থার কাছে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন এই গায়কের দীর্ঘদিনের বন্ধু ও তার ম্যানেজার জারেজ পোসি।

এ প্রসঙ্গে জারেজ জানান, বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেসে এক বন্ধুর বাড়ির বাথরুমে কুলিওকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাননি তিনি। র‍্যাপার কুলিওর পারিবারিক নাম আর্টিস লিওন আইভে জুনিয়র। র‍্যাপ সংগীতে তিনি যাত্রা শুরু করেন আশির দশকে। তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন ১৯৯৫ সালে। সে বছর ‘ডেঞ্জারাস মাইন্ডস’ চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য ‘গ্যাংস্টা’ স প্যারাডাইস’ গানটি তাকে এনে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা।

‘প্যারাডাইস’ ট্র্যাকটি ১৯৯৫ সালে বিলবোর্ডের টপচার্টে জায়গা করে নিয়েছিল।




নভেম্বরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন শেখ হাসিনা

চলতি বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহে জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেশটিতে সফর করবেন বঙ্গবন্ধুকন্যা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে বুধবার (২৮ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

জানা গেছে, এ বছরের নভেম্বরের শেষ সাত দিনের মধ্যে প্রধানমন্ত্রীর জাপান সফর চূড়ান্ত। এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ না হলেও ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সফরটি হতে যাচ্ছে। সরকারপ্রধানের সফরের দিন নির্ধারণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে উভয় দেশ কাজ করছে। এ সফরের মধ্য দিয়ে উন্নয়ন অংশীদার জাপানের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে টোকিও সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। শেখ হাসিনার সফরে দুই দেশ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের প্রস্তুতি নিচ্ছে। সফরে বাংলাদেশ আরও জাপানি বিনিয়োগ চাইবে।

অন্যদিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কৌশল রূপকল্প বাস্তবায়নে ঢাকাকে পাশে চাইবে টোকিও। তবে ঢাকা এ কৌশলের অর্থনৈতিক বা উন্নয়নভিত্তিক উদ্যোগের বাইরে সামরিক বা অন্য কোনো উদ্যোগে অংশীদার হতে চায় না।

সর্বশেষ তিন বছর আগে ২০১৯ সালে জাপান সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনে চেয়ারম্যান শাহনাজ বেগমের ঢেউটিন বিতরণ

প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে গরিব অসহায় দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুন্নাহার, প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা ও বর্তমান চেয়ারম্যান শাহনাজ বেগম এর সুযোগ্য সন্তান সাবেক জেলা ছাত্রলীগ নেতা ইমরান নূর রফি সহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।