চরভদ্রাসনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধিঃ নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ বিষয়ে এক আলোচনা সভা শেষে রেলি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,পল্লী উন্নয়ন কর্মকর্তার রুবেল মিয়া। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলামের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার। তিনি বলেন, ‘রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে।’ তিনি আরও বলেন, ‘উন্নত দেশে পপুলেশন রেজিস্টার থাকে।…