বিয়ে করলেন শামীম পাটোয়ারী
জাতীয় দলে শামীম পাটোয়ারীর আবির্ভাব ২০২১ সালের জুলাইয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই সবার নজর কেড়েছিলেন এই বাঁহাতি হার্ড হিটার ব্যাটার। তবে ফর্মহীনতা তাকে ২২ গজে টিকতে দেয়নি বেশিদিন। সম্প্রতি সহপাঠীকে বিয়ে করে শুরু করলেন জীবনের নতুন ইনিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শামীমের বিয়ের ছবি। তার স্ত্রীর নাম ইউসরা জাহান নূর। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তাদের কেউই। গতরাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করে সবাইকে নিজের বিয়ের কথা জানান শামীম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার সঙ্গী। আলহামদুলিল্লাহ! আমাদের জন্য দোয়া করবেন।’ শামীমের সেই পোস্টে বইছে ভক্ত-সমর্থক ও সতীর্থদের অভিনন্দনের বন্যা। বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকেও…