ডিএমপির অভিযানে রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২১

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৩৫ পিস ইয়াবা, ২ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০৭ গ্রাম হেরোইন ও ২০টি নেশাজাতীয় ইনজেকশনসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।




মিয়ানমারে জাপানি পরিচালকের ১০ বছরের জেল

জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে দশ বছররের কারাদণ্ড দিয়েছে সেনা শাসিত মিয়ানমারের একটি আদালত। তোরু কুবোতা নামের ওই জাপানি নির্মাতার বিরুদ্ধে ভিন্নমত উসকে দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।

২৬ বছর বয়সী তোরু কুবোতাকে গত জুলাই মাসে মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে একটি বিক্ষোভের সময় গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তিনি অভিবাসন আইন ভঙ্গ এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উসকে দেওয়ার অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে।

কুবোতার আইনজীবীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, কুবোতাকে বুধবার রাষ্ট্রদ্রোহের দায়ে তিন বছরের কারাদণ্ড এবং টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের জন্য সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার অভিবাসন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে শুনানি হবে ১২ অক্টোবর। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা কুবোতার দ্রুত মুক্তির জন্য মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি এবং আমরা তা চালিয়ে যেতে চাই।’

মন্তব্য চেয়ে মিয়ানমারের সামরিক মুখপাত্রের কাছে রয়টার্স কল করলেও কোনো জবাব মেলেনি। জান্তা বলছে, মিয়ানমারের আদালত স্বাধীন এবং যারা গ্রেফতার হয়েছেন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার হচ্ছে।




পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল থাইল্যান্ড

আজ নারী এশিয়া কাপে থাইল্যান্ডের ক্রিকেট ইতিহাসে বড় এক অধ্যায় রচিত হলো । গ্রুপ পর্বে অপরাজিত দল পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে থাইল্যান্ড নারী ক্রিকেট দল।

 

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার বিসমাহ মারুফদের হারিয়েছে থাইরা।

বিস্তারিত আসছে…




চরজব্বর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নকে বিভাজন, প্রস্তাবিত আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজ প্রতিষ্ঠা ও শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করণে ৩ টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ, যুবলীগ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল পর্যায়ের সাধারণ জনগনকে নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকালে উপজেলার চরজব্বর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীজানুর রহমান দীপকের সঞ্চালনা চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজদী পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ও সাউথ আফ্রিকান প্রবাসী এডভোকেট আশরাফুল করিম।
এসময় সভায় বক্তব্য রাখেন, চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম মানিক, সাধারণ সম্পাদক বসির উল্যা, ইউপি সদস্য আবু কাউছার, আয়ুইব আলী, শাহজান, মিলন মিয়া, কামাল উদ্দিন, মাইন উদ্দিন জিকু, আবুল কাশেম, রিয়াজুল মাওলা চৌধুরী, মো. মমিন উল্যাহ, নাজমা আক্তার, শাহনাজ। ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত, সোহেল, আবু নাসের সুমন, ছাত্রদল নেতা আবুল খায়ের আকাশ প্রমুখ।
সভাপতির বক্তব্যে এডভোকেট ওমর ফারুক বলেন, চরজব্বর ইউনিয়নে প্রায় ১ লক্ষ লোকের বসবাস, ৪০-৫০ হাজার ভোটারের চরজব্বর ইউনিয়নকে সকলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন বিভাজন কল্পে কাজ করে যাচ্ছি,এবং নির্বাচনী ওয়াদা অনুযায়ী অবহেলিত চরজব্বর ইউনিয়নে আমার মরহুম পিতার নামে প্রস্তাবিত আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজ প্রতিষ্ঠা ও পাশাপাশি বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষের নাগরিক অধিকার শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করনের কাজ চলমান।
এছাড়াও আমি নির্বাচিত হওয়ার পর ২৬ টি কাঁচা রাস্তা, ১২ পাকা রাস্তা টেন্ডার, ১০ টি ব্রিজের কাজ চলমান। এবং একটি ভবন ভাড়া করে কমিউনিটি ক্লিনিকে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি কার্যক্রম রয়েছে। ওই কমিউনিটি ক্লিনিক স্থায়ীভাবে চিকিৎসা করার জন্য ভবন নির্মাণাধীন। এবং চরজব্বর ইউনিয়নে প্রত্যেকটি স্কুল,মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণের কাজ চলমান রয়েছে। মাদক নির্মূল, ইভটিজিং, বাল্যাবিবাহ, কিশোর গ্যাং, চুরি ডাকাতি, জুয়াসহ সকল অসামাজিক কার্যক্রম অধিকাংশ বন্ধ করতে সক্ষম হয়েছি। এ সব অপরাধ ও অনৈতিক কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন, পর, রাজনৈতিক ও অরাজনৈতিক যেকোনো ব্যক্তি জমি দালালি, সালিশ বাণিজ্য ও অপসংস্কৃতির সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
এসময় তিনি উন্নয়নকল্পে কাজ করার জন্য সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। এবং এ চরজব্বরকে একটি মডেল ইউনিয়ন ঘোষণার প্রতিশ্রুতি দেন।
সভা শেষে সকলের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ এলাকায় একটি আনন্দ র‍্যালি করেন।




শারদীয় দুর্গা উৎসব পালনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে

ভোলা প্রতিনিধি :

ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব,মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম গতকাল রোজ মঙ্গলবার ৪ঠা অক্টোবর রাত ১১টায় তজুমদ্দিন উপজেলার শ্রী শ্রী সার্বজনিন দূর্গা মন্দির পরিদর্শনকালে বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে ভোলা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যেজন্য সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব পালন করছে।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার, মহোদয় পুজা উদযাপন কমিটির সদস্যদের বিভিন্ন ফল সম্বলিত ফলের ঝুড়ি শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন জনাব ফজলুল হক দেওয়ান সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, তজুমদ্দিন উপজেলা, ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন ও মিশু হাওলাদার, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, তজুমদ্দিন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রুপন মজুমদার, সদর পূজা মন্দিরের সভাপতি সুমন দাস সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ এবং মন্দিরে আগত ভক্তবৃন্দ।

গতকাল মহানবমীতে মন্দির গুলোতে ভক্ত-বৃন্দদের উপস্থিতি অন্যদিনের চেয়ে অনেক বেশি লক্ষ করা গেছে।




নেত্রকোণায় একঘন্টার জন্য পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব পালন

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নেত্রকোণায় এক ঘন্টার জন্য নেত্রকোণা জেলার পুলিশ সুপার এর প্রতীকী দায়িত্ব পালন করলেন এনসিটিএফ নেত্রকোণা জেলা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আদিয়া ইসলাম।

‘গার্লস টেকওভার’ ইয়েস-বাংলাদেশ, ইয়ূথ ফর চেঞ্জ, অপরাজয়ের বাংলা এবং প্ল্যান ইন্টারনাশনাল এর একটি বৈশ্বিক কার্যক্রম। কন্যাশিশুরা দায়িত্ব পেলে তারা কিভাবে তাদের ভাবনা গুলো ছড়িয়ে দিতে পারে এবং সমাজের পরিবর্তনে তারাও কিভাবে ভূমিকা রাখতে তা তুলে ধরেন, এর জন্যই ‘গার্লস টেকওভার’ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে ইয়েস-বাংলাদেশ, ইয়ূথ ফর চেঞ্জ, অপরাজেয় বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল।

এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য মেয়েদের সমাজের উচ্চপদস্থ বিভিন্ন পদের দায়িত্ব প্রদানের মাধ্যমে তাদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরার আত্মবিশ্বাস তৈরীর সুযোগ করে দেয়া।

উক্ত উদ্দেশ্য নিয়ে নেত্রকোণায় আয়োজন করা হয় গার্লস টেকওভার কর্মসূচী। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স- (এনসিটিএফ)’ নেত্রকোণা এর যুগ্ম সাধারণ সম্পাদক আদিয়া ইসলাম এক ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেন জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সকাল ১০.০০ হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান এনসিটিএফ নেত্রকোণা জেলা কমিটির সভাপতি হোমায়রা আমীন সায়মা এর সভাপতিত্বে ও ঈষিকা অরুনিমা এর সঞ্চালনায়
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নেত্রকোণা ফয়েজ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন-অর রশিদ ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এনসিটিএফ নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান ঈশান,সাংগঠনিক সম্পাদক মিফতাহুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত; আইনে স্বাক্ষর করলেন পুতিন

ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করতে চারটি সাংবিধানিক আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে দোনেতস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিঝিয়া এখন আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অংশ হলো।

এর আগে গতকাল মঙ্গলবার রাশিয়ার সংসদের উচ্চ কক্ষ ইউক্রেনের দখলকৃত অঞ্চল গুলো ফেডারেশনে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে অনুমোদন দেয়।শুক্রবার পুতিন অঞ্চলগুলো যুক্ত করতে ডিক্রি ( সরকারি আদেশ) জারি করেছিলেন।

রাশিয়ার সরকারি গণমাধ্যম খবরে বলা হয়েছে, সাংবিধানিক আইনে স্বাক্ষরের ফলে ইউক্রেনের চার অঞ্চলের বাসিন্দারা এখন রাশিয়ার নাগরিক বলে বিবেচিত হবেন।

বিশ্ব নেতারা ইউক্রেনের চার অঞ্চল যুক্ত করতে রাশিয়ার ‌‌;‘গণভোট’ আয়োজনকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছিলেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। সূত্র: সিএনএন




বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য সফর ও জাতীসংঘের সাধারণ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণ নিযে কথা বলতে সংবাদ সম্মেলন করবেন আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বৃহস্পতিবার বিকাল চারটায় সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে সফর নিয়ে কথা বলার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাবও দেবেন সরকারপ্রধান।

বিস্তারিত আসছে…




সন্ধ্যায় বঙ্গভবনে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

আজ বুধবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানটি বুধবার রাত ৮টায় বঙ্গভবনে সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, হিন্দু ধর্মীয় নেতা, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন কমিটি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে যোগ দেবেন। আমন্ত্রিত অতিথিদের মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানস্থলে আসার আহ্বান জানানো হয়।




মহানগর উত্তর বিএনপির সমাবেশ আবারও পেছাল

নিজেদের অন্য কর্মসূচি থাকার কারণে মহানগর উত্তর বিএনপির পূর্বঘোষিত পল্লবী জোনের সমাবেশ আবারও পেছানো হয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাতে মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবি এম এ রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৬ অক্টোবর বেলা ৩ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয়ের সামনে থেকে শোকর‌্যালীর কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য একই দিনের পল্লবী জোনের সমাবেশটি আগামী ০৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত পল্লবী জোনের সমাবেশ যা আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটির স্থান পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে ১৬টি জোনে বিভক্ত করে ১৬টি সমাবেশের ঘোষণা করে বিএনপি।

গত ১০ সেপ্টেম্বর শুরু করে ২৯সেপ্টেম্বর পর্যন্ত ১৩টি স্থানে ১৩টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পল্লবী জোনের সমাবেশের নির্ধারিত তারিখ ছিল গত ১৫সেপ্টেম্বর। ওই দিন স্থানীয় যুবলীগ-আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। ফলে সমাবেশটি হয়নি। পরে ওই সমাবেশের নতুন তারিখ নির্ধারণ করা হয় গত ১অক্টোবর। কিন্তু শারদীয় দুর্গোৎসবের কারণে সেটি পিছিয়ে ৬ অক্টোবর নির্ধারণ করা হলেও এবার পুনরায় পিছিয়ে ৮ অক্টোবর করা হলো।