বাজারে আসলো টেকনো পোভা ৪ সিরিজের নতুন ফোন

প্রিমিয়াম ও স্মার্ট ডিভাইসের উদীয়মান বিশ্ব বাজারের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ক্রেতাদের জন্য বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানে পোভা  সিরিজের নতুন তিন ফোন উন্মোচন করেন। এগুলো হলো-‘পোভা ৪’ এবং ‘পোভা ৪ প্রো’ এবং ‘পোভা নিও২’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, সিওও শ্যামল কুমার সাহা, মার্কেটিং বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান, হেড অব বিজনেস ইউনিট সাইফুর রহমান খান, টেকনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহজাবিন চৌধুরীসহ অন্যান্যরা।

রেজওয়ানুল হক বলেন, টেকনো গ্লোবাল ব্র্যান্ড হলেও স্থানীয় চাহিদাকে গুরুত্ব দিয়েই পোভা ৪ সিরিজ উম্মোচন করা হলো। প্রযুক্তিপ্রেমীদের প্রয়োজনীয় সকল সুবিধা প্রদানের লক্ষ্যে শক্তিশালী ও সবোর্চ্চ ক্ষমতার ‘পোভা ৪’ সিরিজ বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। হাইএন্ডের এই গেমিং স্মার্টফোনগুলো টেকনো লাভার ও ভোক্তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি টেকনোর জনপ্রিয় স্মার্টফোন সিরিজ পোভার নতুন স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম ‘পোভা ৪ প্রো’। যা শক্তিশালী হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসর দিয়ে তৈরি।

এর ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারিটি চার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থা। উন্নত চার্জিং সিস্টেম ব্যবহৃত হওয়ায় ফোনের বিশাল এই ব্যাটারি মাত্র ১৩ মিনিটে ২০% চার্জ হবে। সেসঙ্গে ১০ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা ফোনটিকে গেমার ও ব্যস্ত ব্যবহারকারীদের জন্য পোর্টেবল পাওয়ার হাউস হিসেবে একবার ফুল চার্জ করে নিলে কোনো ধরনের চার্জিং টেনশন ছাড়া টানা ১০ ঘণ্টা গেমিং ও সারাদিন নির্বিঘ্নে চালানোর গ্যারান্টি দেবে।

পোভা সিরিজের প্রথম ডিভাইস হিসেবে পোভা ৪ প্রোতে ৬.৬৬ ইঞ্চি এফএইচডি + ৯০ হার্জের রিফ্রেশ রেটের এমোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। যেসব ব্যবহারকারী তাদের মোবাইলে স্ক্রিনে সিনেমা দেখা এবং গেম খেলতে পছন্দ করেন তারা এক্ষেত্রে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন। দ্রুত সময়ের মধ্যে সবোর্চ্চ কাজের সক্ষমতা প্রদানের লক্ষ্যে এতে অক্টাকোর সিপিইউ এবং হাইপার ইঞ্জিন ২.০ যুক্ত করা হয়েছে। যা স্মার্টফোনগুলোকে বিশেষ করে গেমিংয়ের নিরবিচ্ছিন্ন স্থায়িত্ব প্রদান করবে।

পোভা ৪ প্রোতে ব্যবহৃত র‌্যামের ক্ষমতা বাড়িয়ে ২৫৬জিবি+৮জিবি করা হয়েছে। সেসঙ্গে এতে আলাদা যুক্ত করা ফাইভজিবির অতিরিক্ত র‌্যাম স্মার্টফোনটির গতি বহুগুণে বাড়িয়ে দেবে। নতুন এই স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে একসঙ্গে ২০টি অ্যাপ সক্রিয় থাকবে এবং ৬১ শতাংশ দ্রুততার সঙ্গে যেকোনো অ্যাপ চালু হবে। এছাড়া অ্যানড্রয়েড ১২ সমৃদ্ধ ‘পোভা ৪ প্রো’ ৫০ এমপি এআই ডুয়েল রিয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ, ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা ইউথ ফ্ল্যাশ। সাউন্ডের জন্য এতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) নয়েজ রিডাকশন, ডিটিএস অডিও টেকনোলজি এবং হাই-রেস সার্টিফিকেশনের পাশাপাশি জেড-অ্যাক্সিস লিনিয়ার মোটর, হার্ড জাইরোস্কোপ এবং প্রাণবন্ত ফোরডি ভাইব্রেশন ইফেক্টসহ উন্নত স্টেরিও ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে। যা স্মার্টফোন ব্যবহারকারীদের সম্পূর্ণ মোহিত করবে।

এছাড়াও নতুন ফোনগুলোতে আগের মডেলগুলোর তুলনায় ২২% বড় ব্যাসের কুলিং টিউব যুক্ত করা হয়েছে এবং গেম লাভারদের জন্য রয়েছে এক্সট্রা অর্ডিনারি কিছু গেমিং ফিচার যা বাজারের অনেক গেমিং ফোন এই পাওয়া যায়না। নান্দনিক এবং নজরকাড়া নিখুঁত ডিজাইনের ফ্লোরাইট ব্লু রঙের এই স্মার্টফোনের দাম ২৬ হাজার ৯৯০ টাকা। পোভা ৪ সিরিজের আরো একটি সংস্করণ ‘পোভা ৪’ বাজারে এসেছে। হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসরের স্মার্টফোনটি ডিসপ্লে ৬.৮২ ইঞ্চি; ৯০ হার্জ এইচডি+ ডট-ইন স্ক্রিন। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ব্যাটারি ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার। রয়েছে ৫০ এমপি এআই ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ডুয়েল ফ্ল্যাশ। অ্যানড্রয়েড ১২ সমৃদ্ধ দুইটি ভিন্ন রঙে ইউরানোলিথ গ্রে এবং ক্রাওলাইট ব্লু রঙের ১২৮জিবি+৮জিবির মেমোরির স্মার্টফোনটির দাম ২১ হাজার ৯৯০ টাকা (ভ্যাট যুক্ত হবে)।

পাশাপাশি পোভা সিরিজের ‘পোভা নিও২’ স্মার্টফোনটিও বাজারে এসেছে। এর ব্যাটারি ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

৬.৮২ ইঞ্চি ৯০ হার্জ এইচডি+ ডট-ইন স্ক্রিন, হেলিও জি৮৫ গেমিং প্রসেসরের স্মার্টফোনে রয়েছে ১২৮জিবি+৬জিবির বিশাল মেমোরি। অ্যান্ড্রয়েড ১২ সমৃদ্ধ ‘পোভা নিও২’ স্মার্টফোনে ১৬ এমপি ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ ‘পোভা নিও২’ দুইটি ভিন্ন রঙে ইউরানোলিথ গ্রে এবং সাইবার ব্লু বাজারে পাওয়া যাচ্ছে। এর দাম ১৮ হাজার ৯৯০ টাকা (ভ্যাট বাদে)।




বাবরের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের জয়

ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভরাডুবি হয়েছে নিউজিল্যান্ডের।

বাবর আজমের ঝড়ো ব্যাটিং তাণ্ডবে ১৮ ওভার ২ বল খেলে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। দলের হয়ে ৫৩ বল খেলে সর্বোচ্চ ৭৯ রান তুলেছেন ডানহাতি এই অধিনায়ক।

বিস্তারিত আসছে..




ক্রিমিয়া -রাশিয়া যোগাযোগের একমাত্র সেতুতে অগ্নিকাণ্ড

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার যোগাযোগের একমাত্র সেতুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে সেতুতে থাকা একটি মালবাহী ট্রেন ও সেতুতে অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে।

শনিবার সকালে সেতুতে এমন অগ্নিকাণ্ড দেখা গেছে। রাশিয়া জানিয়েছে একটি তেল ট্যাংকারে আগুন লেগেছে। অপরদিকে ইউক্রেন দাবি করেছে সেতুতে বিস্ফোরণ হয়েছে। খবর গার্ডিয়ানের ইউক্রেনের যুদ্ধের মধ্যে ক্রিমিয়ায় রাশিয়ান বাহিনীর জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ এই সেতুতে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সেতুটি নির্মাণ করে রাশিয়া। এই সেতুটি ইউক্রেনের বাহিনীর অন্যতম লক্ষ্য হয়ে রয়েছে।

প্রায় ১২ মাইল (১৯ কি.মি.) দীর্ঘ সড়ক সেতুটি ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্বোধন করেন। এর দুই বছর পর রেলওয়ে সেতুটি খুলে দেওয়া হয়। সাম্প্রতিক মাসগুলোতে কোনো ধরনের হামলা থেকে সেতুকে রক্ষা করার জন্য রাশিয়া বিশেষ বাহিনী মোতায়েন রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনে কোনো কারণে বিস্ফোরণের ফলে এটি ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনা হলেও এটি রাশিয়ার জন্য বিপর্যয় ও বিব্রতকর।




পৃথিবীতে ধেয়ে আসা গ্রহাণু ঠেকাতে চীনের নয়া উদ্যেগ

পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু প্রায়ই খবরের শিরোনাম হয়। এসব গ্রহাণু ঠেকাতে সম্প্রতি সফলভাবে পরীক্ষা শেষ করেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

মার্কিন মহাকাশ বিজ্ঞানীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এবার কাইনেটিক ইমপ্যাক্টর টেস্ট করার পরিকল্পনা করছে চীনের জাতীয় মহাকাশ সংস্থা বা সিএনএসএ।

পৃথিবীর দিকে বিপুল বেগে ধেয়ে আসা গ্রহাণুকে ধ্বংস করতে নিজস্ব প্রযুক্তি তৈরি সিদ্ধান্ত নিল চীন। সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর গতিপথ বদল করতে কাইনেটিক ইমপ্যাক্টর টেস্ট করার পরিকল্পনা করছে সিএনএসএ।

চীনের জাতীয় টেলিভিশন চ্যানেলে সিএনএসের সহকারি পরিচালক উ ইয়ানহুয়া জানিয়েছেন, পৃথিবীর কাছাকাছি গ্রহাণুগুলোর কারণে তৈরি হওয়া সম্ভাব্য বিপদ মোকাবেলায় প্রযুক্তিগত গবেষণার মাধ্যমে আমরা পৃথিবীকে রক্ষা করার খসড়া পরিকল্পনা তৈরি করছি।

এদিকে চীন একটি সম্মিলিত গ্রহাণুর নমুনা-রিটার্ন মিশনও তৈরি করছে। মিশনটি পৃথিবীতে নমুনা সরবরাহের জন্য ‘কামো ওলেওয়া’কে লক্ষ্য করবে বলে জানা গেছে। এই ছোট গ্রহাণুটি নিয়ার আর্থ অবজেক্ট হিসাবে পরিচিত। চীনের চতুর্দশ পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় এই মিশন শেষ হওয়ার কথা। সব ঠিক থাকলে ২০২৫ সালের মধ্যেই এই কাজ করবে চীন।




বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে ছিলেন।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে চা চক্রে যোগ দেন।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।




শাকিবের মতো সু-অভিনেতা খুব কম এসেছে: কাজী হায়াৎ

দীর্ঘদিন হলো শাকিব খানের কাঁধে ভর করে পথ চলছে ঢালিউড। এই তারকা মানেই সিনেমা সফল— কথাটি চোখ বন্ধ করে বিশ্বাস করেন নির্মাতারা। অভিনেত্রীরাও জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে তার সঙ্গে পর্দা ভাগ করতে আগ্রহী। দেশজুড়ে অসংখ্য অনুরাগী তার। শাকিবে মুগ্ধ গুণী নির্মাতা কাজী হায়াৎ। এদেশে চলচ্চিত্রশিল্পের যাত্রা শুরু ১৯৫৭ সালে। তারপর কেটে গেছে দীর্ঘ ছয় দশক। এই সময়টাতে ঢালিউডে মুগ্ধতা ছড়িয়েছে অনেক নায়ক। কিন্তু শাকিব খানের মতো সৌন্দর্য, অভিনয় দক্ষতাসহ অন্যান্য গুণে গুণান্বিত নায়ক ইন্ডাস্ট্রিতে খুব কমই এসেছে। এমনটাই মনে করেন প্রবীণ এই নির্মাতা।

একটি সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কাজী হায়াৎ জানান, ‘১৯৫৭ সাল থেকে অদ্যাবধি শাকিবের মতো সুদর্শন, সুঠাম দেহের অধিকারী, সুশ্রী, সু-অভিনেতা, সু-নাচিয়ে খুব কম এসেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। একজন প্রবীণ নির্মাতা হিসেবে আমি এটাই মনে করি।’

কাজী হায়াতের পরিচালনায় শাকিবকে দেখা গেছে ‘বীর’ সিনেমায়। ২০২০ সালে মুক্তি পায় এই ছবি। রাজনৈতিক গল্পে নির্মিত এই সিনেমাটিতে অভিনয় করে দর্শকের পাশাপাশি বোদ্ধাদেরও প্রশংসা কুড়িয়েছেন শাকিব। এদিকে দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব।




শান্তিতে নোবেল বেলারুশের আলেস বিলিয়াতস্কি ও দুই সংস্থার

শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিলিয়াতস্কি, রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করেছে।

এ পুরস্কারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ‘নরওয়েজীয় নোবেল কমিটি’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এবারের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী। তারা বহু বছর ধরে ক্ষমতাশীনদের সমালোচনা এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার অধিকারকে প্রচার করেছেন।

তারা যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের উস্যুগুলো নথিভুক্ত করার জন্য অসামান্য অবদান রেখেছেন। তারা একইসঙ্গে শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের গুরুত্বকে প্রকাশ করেছেন।’

 তারা আরও বলেছেন, এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা আলফ্রেড নোবেলের শান্তি ও বিভিন্ন জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্বের দৃষ্টিভঙ্গিকে পুনরুজ্জীবিত করেছেন। মানবতাবাদী মূল্যবোধ, সামরিক মতবাদবিরোধী আদর্শ এবং আইনী নীতির পক্ষে তাদের ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে তারা এমনটা করেছেন। এভাবে তারা আলফ্রেড নোবেলের সামগ্রিক দর্শনকে সম্মানিত করেছেন। এ দর্শনই আজ বিশ্বে সবচেয়ে বেশি প্রয়োজন।

এর আগে ফরাসি লেখক অ্যানি আর্নাক্সকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার সাহসী ও তীক্ষ্ণ লিখনী শক্তির কারণে। তিনি তার লেখার মাধ্যমে নিজের ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা এবং সম্মিলিত সংযমের বিষয়টি উন্মোচন করেছেন।

এছাড়া ৫ অক্টোবর তারিখে ক্লিক কেমিস্ট্রি ও বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য ক্যারোলিন আর. বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেসকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস।’এর আগে ৪ অক্টোবর তারিখে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যালাইন অ্যাসপেক্ট (ফ্রান্স), জন এফ ক্লা‌উজার (যুক্তরাষ্ট্র) এবং অ্যান্টন জেইলিঙ্গার (অস্ট্রিয়া)। কোয়ান্টাম ইনফরমেশন নিয়ে গবেষণার জন্য তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

আগামী ১০ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।এবার নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪% (তিন কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮ সালে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। সে বছর পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধান করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ অ্যাকাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়।




যুক্তরাষ্ট্রে জিনিসপত্রের দাম বেড়েই চলছে, চরম মুদ্রাস্ফীতি

যুক্তরাষ্ট্রে জিনিসপত্রের দাম বেশ দ্রুত গতিতে বাড়ছে। দেশটিতে চরম মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ১৯৭০’র দশকের পর থেকে থেকে সেখানে দ্রব্যমূল্য কখনও এতটা বাড়েনি। মুদি দোকানে যেসব জিনিসপত্র বিক্রি হয়, সেগুলোর দাম গত এক এক বছরে ১৩.৫ শতাংশ বেড়েছে।

সামনের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এমন অবস্থায় মানুষ এখন যে বেতন পাচ্ছে, তা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে পারছে না।

দ্রব্যমূল্য এখন এত বেশি কেন?

বর্তমানে যুক্তরাষ্ট্রে এক কার্টন ডিমের দাম তিন ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় যেটি ৩১৩ টাকার মতো)। ২০২১ সালের শুরুর জো বাইডেন যখন প্রেসিডেন্ট হন, তখন এর দাম ছিলো এখনকার চেয়ে অর্ধেক। গরু ও মুরগির মাংসের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। এছাড়া এক গুচ্ছ কলার দাম ১০ শতাংশের বেশি বেড়েছে।

‘এটা খুব কঠিন সময়’ বলে দাবি করেছেন ৭৮ বছর বয়সী এড্ডা চার্বন। জিনিসপত্রের মূল্য বাড়তে শুরু করে করোনা মহামারির সময়, তখন মানুষের রেস্টুরেন্টে খাওয়া ব্যাপকভাবে কমে গিয়েছিল এবং মুদি দোকানের জিনিসপত্রের চাহিদা বাড়ে।

তাছাড়া করোনাভাইরাস মহামারির কারণে উৎপাদন ব্যবস্থাও ব্যহত হয়। উৎপাদনের জন্য কোম্পানিগুলোর যে অতিরিক্ত খরচ হয়, তা তারা ভোক্তাদের ওপর ঠেলে দিয়েছে। যেমন তাদের মজুরি বাড়াতে হয়েছিল এবং জ্বালানির দাম আগের তুলনায় বেড়েছে।

এরপর চলতি বছরে ইউক্রেন যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে সার, গম ও অন্যান্য শস্যের সরবরাহ বিঘ্নত হয়। খারাপ আবহাওয়ার কারণে শস্যের উৎপাদন ব্যহত হয়েছে। অন্যদিকে বার্ডফ্লু ছড়িয়ে পড়ার জন্য ডিমের সরবরাহ কমে যায়।




করোনায় একদিনে ৫ মৃত্যু, কমছে শনাক্তের হার

ভ্যাকসিন কার্যক্রম জোরদারে দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি তা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায়ও ভাইরাসটিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮০ জনে। একই সময়ে নতুন ৪৯১ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়।

আজ শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮১টি করোনা পরীক্ষাগারে মোট চার হাজার ৯০৩টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে আগের কিছুসহ পরীক্ষা করা হয় মোট চার হাজার ৯১২টি নমুনা। পরীক্ষায় আরও ৪৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ১৫ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়ালো শতকরা ১০ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৩ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।



কমলনগরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
নির্ভুল জন্ম নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর কমলনগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভুমি কমিশনার ফেরদৌস আরা, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাসুদ আলম, চর কারদিরা ইউনিয়ন পরিষদের প্যানাল চেয়ারম্যান নুরুল্ল্যাহ, কমলনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়েজ মাহমুদ, সাংবাদিক আমজাদ হোসেন আমুসহ সকল ইউনিয়ন পরিষদের সচিব ও উদোক্তা প্রমুখ।

উপস্থিত সকলে দেশের জিডিটাল সেবা পেতে ও নির্ভুল তথ্যভান্ডার গড়তে নির্ধারিত নিয়ম ও সঠিক সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে সকলের প্রতি আহ্বান জানান।