উপসচিব হলেন ২৫৯ কর্মকর্তা

প্রশাসনে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৫৯ জন কর্মকর্তা। সিনিয়র সহকারী সচিব থেকে তাদের এ পদে পদোন্নতি দিয়ে মঙ্গলবার (০১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১০ জন বিদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত আছেন। তাদের পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পরে তাদের পদায়ন করা হবে।

এবার প্রশাসন ক্যাডারের ১৯৩ জন কর্মকর্তা এ পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপসচিব হয়েছেন ৬৬ কর্মকর্তা।

সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদের পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় ছিলো বিসিএস ২৮তম ব্যাচ। এছাড়া এর আগের পদোন্নতি বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও উপসচিব পদে পদোন্নতির তালিকায় এসেছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়।




আজ স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন

সাতটি উপজেলা, চারটি পৌরসভাসহ স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন আজ বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভার নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে।

ঢাকা থেকে নির্বাচন কমিশন ভোট মনিটরিং করবে। শতাধিক নির্বাচনের মধ্যে সাতটি উপজেলা, চার পৌরসভা, ১৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ১১ ইউপিতে চেয়ারম্যান পদে, স্থগিত ১ ইউপিতে (মৃত্যুজনিত কারণ) এবং ৫৮ ইউপিতে বিভিন্ন পদে উপনির্বাচন হবে। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের উপকরণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভোটের এলাকায় অবস্থান নিয়েছে।




টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের মূল পর্বে এসে এখনও কোনো ম্যাচ জিততে পারেনি ডাচরা।

অ্যাডিলেডে দিনের প্রথম ম্যাচে সকাল দশটায় মাঠে নামবে দুই দল। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভাইন।

বিস্তারিত আসছে…




ইউএস ট্রেড শোর সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল

সদ্য সমাপ্ত ইউএস ট্রেড শোর সেরা প্যাভিলিয়নের পুরস্কার জিতেছে স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। মেলার শেষ দিনে নৈশভোজ সভায় সেরা প্যাভিলিয়নের পুরস্কারটি ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস।

উল্লেখ্য, মার্কিন সহকারী বাণিজ্যমন্ত্রী অরুণ ভেঙ্কেটেরমন সিওডিলের প্যাভিলিয়ন উদ্বোধন করার পরপরই শুরু হয় ক্রেতা সাধারণের ভিড়। পাশাপাশি ডার্মাটোলজিস্টদের জন্যও আকর্ষনীয় এই প্যাভিলিয়নটি ছিল ব্যতিক্রম। সরাসরি স্কিন বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত গ্রহণ করতে পেরেছেন মেলায় আগত দর্শনার্থীরা। বিশেষ আকর্ষণ ছিল স্কিন এনালাইজার। চিত্র নায়িকা বর্ষাসহ সেলিব্রেটিরা তাদের স্কিন এনালাইজ করেন।

ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত এই প্রদর্শনীতে প্রথম বারের মত অংশ নিয়েছে আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ও উজ্জ্বলার স্কিন ফ্যাকাল্টি ড. শারমিনা হক বলেন, স্কিন এ·পার্টসদের দ্বারা ফরমুলেটেড এই ব্র্যান্ড ইতোমধ্যেই বিশ্বজুড়ে ভোক্তাদের মন জয় করেছে। আমেরিকান এই ব্র্যান্ড অ্যাকনি, এজিং, ড্রাইনেসসহ স্কিনের যাবতীয় সমস্যা সমাধানের পাশাপাশি ভোক্তাদের উদ্বুদ্ধ করছে নিজের ত্বক সম্পর্কে সচেতন হতে । সিওডিল এর স্কিন ক্যালকুলেটর এবং স্কিন অ্যানালাইজার ত্বকের ধরণ নির্ধারণে দারুণ কার্যকর। যার মাধ্যমে যে কেউ নিজের ত্বকের ধরণ সম্পর্কে জেনে, সমস্যা সমাধানে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তিনি বলেন, সিওডিলের পণ্যগুলো সব ধরণের ত্বকের উপযোগী, তাই বাংলাদেশীদের জন্য এটা খুবই ইতিবাচক।

সংশ্লিষ্টরা জানান, সিওডিল ব্র্যান্ড গ্রনবার্গ ল্যাবরেটরিজ এলএলসি, ইউএসএ ও রিমার্ক এলএলসি, ইউএসএ’র যৌথ প্রয়াস। পণ্যের গুণগতমান বজায় রাখতে উৎপাদন থেকে প্যাকেজিংয়ে নেয়া হয়েছে বাড়তি ও সতর্কতা। ত্বকের জন্য নিরাপদ ও কার্যকরী উপাদান বেছে নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত হয়েছে সিওডিল ব্র্যান্ড এর প্রতিটি পণ্য। এই ব্র্যান্ড এর প্রতিটি লাইন আপ এমনভাবে সাজানো যাতে করে ভোক্তা তার প্রয়োজনীয় পণ্যটি বেছে নিতে পারেন সহজেই।

অ্যান্টি-এজিং, অ্যান্টি-অ্যাকনি, ময়েশ্চারাইজিং, ব্রাইটেনিং লাইনসহ এই ব্র্যান্ডে আরও আছে এক্সফোলিয়েটর টোনার এবং বায়োটিন থিকেনিং শ্যাম্পু।

বিখ্যাত ইনফ্লুয়েন্সার আয়েশা আক্তার তোশি বলেন, “আমি অনেকদিন ধরে অ্যাকনি সমস্যায় ভুগছিলাম। অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করলেও প্রবলেমটা কিছুতেই সলভ হচ্ছিল না। সিওডিল অ্যান্টি-অ্যাকনি লাইন আপ ইউজ করার পর আমার স্কিন এখন কমপ্লিটলি অ্যাকনি ফ্রি। আসলে ত্বকের যেকোনো সমস্যা সমাধানে ডার্মাটোলজিস্ট অ্যাপ্্রুভড ব্র্যান্ড শুড বি দ্য ফার্স্ট চয়েস।”




ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার ৭শ’ টাকা জমিরানা

ফরিদপুর প্রতিনিধি-

চরভদ্রান উপজেলা সদর বাজার ও আশপাশের ব্যাবসা প্রতিষ্ঠানে গত সোমবার দিবাগত রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন ইউএনও তানজিলা কবির ত্রপা।

তিনি প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স বিহীন কড়াত মিল চালনা ও রাত ৮ টার পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইলেক্টিসিটি ব্যাবহারের দায়ে নগদ মোট ১২ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছেন। অভিযানের অন্যান্যরা হলেন-চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ কামরুল ইসলাম, মোবাইল কোর্ট পেশকার সাদ্দাম হোসেন, পুলিশ ও আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।

জানা যায়, উপজেলা সদরে হাসপাতাল রোড ঘেষে ‘হাওলাদার কড়াত মিল’ এ প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকা এবং গভীর রাত পর্যন্ত মিল চালনার দায়ে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে উপজেলার আশপাশে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ইলেক্ট্রিসিটি ব্যাবহারের দায়ে মোঃ আইয়ুব আলী, হারুন বিশ্বাস, আঃ করিম, শেখ কবির ও শেখ আলমাসকে আরও ২ হাজার ৭শ’ টাকা জরিমানা ধার্য করেন ভ্রাম্যমান আদালত। এসব জরিমানার মোট ১২ হাজার ৭শ’ টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখান ভ্রাম্যমান আদালত।




নেত্রকোণায় বিএনপির সভাপতি সম্পাদকসহ ৭৩ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার মদন উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতায় আইনে দায়েরকৃত মামলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৭৩ নেতাকর্মী সোমবার আদালতে হাজিরা দিতে এলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ মনজুরুল ইসলাম এই আদেশ প্রদান করেন।

কারাগারে পাঠানোর ৭৩ জন আসামির মধ্যে উপজেলা বিএনপির সভাপতি চাঁনগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এন আলম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী রয়েছে।

উল্লেখ্য, জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুতের অব্যাহত লোড-শেডিংয়ের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে গত ২৯ আগষ্ট মদন উপজেলার চাঁনগাও ইউনিয়ন বিএনপি স্থানীয় ঈদগাহ্ মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা কালে বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ ও পুুলিশের সংঘর্ষ হয়।

এ ঘটনায় মদন থানার এস আই দেবাশীষ সরকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ২৯ জনের নাম উল্লেখ করে ৩০ আগস্ট একটি মামলা করে। অপরদিকে একই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা ইসলাম উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ৭৫ জনের নাম উল্লেখ করে গত ২রা সেপ্টেম্বর আরেকটি মামলা দায়ের করে।

পরে বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জামিনে মুক্ত থাকার পর আজ সোমবার নিন্ম আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে আসামীদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




ফরিদপুরে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

ফরিদপুরের চরভদ্রাসনে এক কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা ও সহায়তার অভিযোগে পাচঁ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

গত সোমবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলাটি করেন।

ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের জাকেরারর সূরা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনাটি ঘটে।

কিশোরীর বাবা আলীমুদ্দিন বেপারী(৪৯) জানান, গত শনিবার উপজেলা সদর ইউনিয়নের জাকেরারর সূরা বেড়িবাঁধ এলাকায় তার বড় ছেলের শ্বশুর বাড়িতে তার ওই কিশোরী মেয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়।

এসময় তার কিশোরী মেয়েকে বিয়ে বাড়িতে একটি টিনের ঘরের মধ্যে নিয়ে চরভদ্রাসন উপজেলা সদর ও গাজিরটেক ইউনিয়নের ১ নং আসামী মো. কাউসার(১৯), পিতা- নূরু উদ্দিন, সাং- কারিকর ডাঙ্গী, ২ নং আসামী মামুন শেখ(৩২), পিতা- শেখ ইসমাইল, সাং- গাজিরটেক, ৩ ও ৪ নং আসামী সোহাগ শেখ(১৯) ও শিপন শেখ(১৯), পিতা- জলিল শেখ, সাং- হাজিগঞ্জ ফকির ডাঙ্গী ও ৫ নং আসামী রুবেল(২৮), পিতা- এলাচ উদ্দিন, সাং- এমপি ডাঙ্গী অজ্ঞাতনামা পাচঁজন ব্যক্তি ধর্ষনের চেষ্টা ও সহায়তা করে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে ২নং আসামীর বাবা শেখ ইসমাইল জানান, আমার ছেলে প্রতিবন্দি ব্যবসা করে খায়। বিয়ে বাড়িতে অন্য ছেলেরা রং ছিটাছিটি করে। এসময় আমার ছেলে দুয়ারে বসা ছিলো। ও এমন কোন ঘটনার সাথে জড়িঁত নয় বলে তিনি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এস,আই খয়বার রহমান জানান, এ ঘটনায় ৩ জন আসামীকে আটক করে ফরিদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়া বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে বলে তিনি জানান।




পুঁজিবাজারে সূচক বেড়ে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।

আজ মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৮২ ও ২২২৯ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৩৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বসুন্ধরা পেপার, নাভানা ফার্মা, ইউনিক হোটেল, জেনেক্স, এডিএন টেলিকম, সী পার্ল ফুড, সিনোবাংলা, সোনালি পেপার, ইন্ট্রাকো ও আনোয়ার গ্যালভানাইজিং।




লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তির দশ বছরের জেল

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় শাহ আলম (৪১) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহ আলম লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের সাহাবুদ্দিন মাস্টারের ছেলে। তিনি আত্মগোপনে রয়েছেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবৈধভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দিলেন আদালত।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২০ জুন লক্ষ্মীপুরের বশিকপুর বাজারের পশ্চিম পাশের একটি পুকুর পাড় থেকে শাহ আলমকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করে বশিকপুরের পোদ্দার বাজার পুলিশ ক্যাম্প-১ এর একটি দল। ওই দিনই চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে তার নামে মামলা দায়ের করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০২০ সালের ৩১ জুলাই শাহ আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার শুনানি ও তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার এ রায় দেন আদালত।




পুরোনো ছন্দে ফিরলেন মুস্তাফিজ

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ শেষ করে বাংলাদেশ দল যেদিন বিশ্বকাপ ভেন্যুতে এলো, সেদিন পেসার এবাদত হোসেনকে যতটা হাসিখুশি দেখাচ্ছিল, মুস্তাফিজুর রহমান ততটাই চুপসে ছিলেন নিজের ভেতরে। এবাদতের খুশি বিশ্বকাপ দলে শেষ পর্যন্ত টিকে থাকতে পেরে।

মুস্তাফিজ মনমরা হওয়ার কারণ ছিল টানা ম্যাচ খেলতে না পারায়। বাঁহাতি এ পেসারের বল ছাড়ার অ্যাকশন নিজের অজান্তেই পরিবর্তন হওয়ায় কাটার, স্লোয়ারের ধার কমে গিয়েছিল। বলের পেস নেমেছিল ১৩০-১৩২ কিলোমিটারে। কোচ শ্রীধরন শ্রীরাম সে ত্রুটি ধরিয়ে দেওয়ার পর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে একান্তে কাজ করে মুস্তাফিজ ফিরে গেছেন পুরোনো অ্যাকশনে।

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই পুরোনো অ্যাকশনে বোলিং করে সাফল্যও পাচ্ছেন বাঁহাতি এ পেসার। বোলিংয়ে গতি বেড়েছে, লাইন-লেন্থে এসেছে ধারাবাহিকতা।