কোম্পানীগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:

 নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় (৭০%) ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ ৬ নভেম্বর দুপুরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবা উল আলম ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ বেলাল হোসেন আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি অফিসার মোঃ নুরুল আলম ভূঁইয়া উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আকরাম উদ্দিন এবং দক্ষ কৃষকদের মাঝে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

বিতরণকৃত কম্বাইন হারভেস্টার কৃষক শেখ ফরিদের কাছে ৭০% ভর্তুকিতে ( ১৯ লাখ ৭৪ হাজার টাকা) মূল্যে বিতরণ করা হয়।




ইন্টারন্যশনাল বক্সিংএ হবিগঞ্জের দুই বাঘিনী কন্যা শেলী-রিমা’র জয়লাভ

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি ঃ

 ইন্টারন্যাশনাল বক্সিং প্রতিযোগীতায় হবিগঞ্জ জেলা থেকে ৪জন খেলুয়ার অংশ নিয়ে ১৭টি জেলার ২৮জন খেলুয়ারকে হারিয়ে হবিগঞ্জ জেলার দুই বাঘিনী কন্যা তানজিমা সুলতানা শেলী ও রিমা সরকারের জয়লাভ।

জানাযায়,গতকাল ৪নভেম্বর(শক্রুবার) বিকাল ৫টায় ঢাকার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম মাঠে ইন্টারন্যাশনাল পর্যায়ে’বিপিবিএস বাংলাদেশ বক্সিং চ্যাম্পিয়নশিপ এর উদ্যেগে এক টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বক্সিং সোসাইটি।

উক্ত টুর্নামেন্টে সারাদেশ থেকে ১৭টি জেলার ২৮জন বক্সার প্রতিযোগী অংশ গ্রহন করেন।

আর এই টুর্নামেন্টে হবিগঞ্জ জেলার বানিয়াচং বক্সিং একাডেমি থেকে ৪জন খেলুয়ার অংশ নেন এই প্রতিযোগীতায়।

এবং খেলোয়াড়দের নিয়ে ভোরে রওয়ানা দেন একাডেমির প্রতিষ্টাতা প্রশিক্ষক জুয়েল রহমান ও টিম ম্যানেজার সাহিবুর রহমান।

তারা দুপুর ১২টার দিকে গিয়ে ঢাকা পৌঁছেন।

এবং সকল কার্যক্রম শেষ করে খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট মাঠে উপস্থিত হয়ে আলাদা আলাদা ভাবে ৪৮কেজি ও ৫১কেজি ওজনের খেলোয়াড়দেরকে দুই ভাগে বিভক্ত করা হয়।

এবং বিকাল ৫টায় উক্ত খেলাটি পরিচালনা করেন বাংলাদেশের প্রথম নারী হিসাবে দায়িত্বরত(রেফারি) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লিপি সুলতানা মনি,ঢাকার এসএম মারুফ,সিলেটের মোঃআনুয়ার হুসেন ও তানভীর চৌধুরী।

খেলার এক পর্যায়ে রাত দশটার দিকে ৪৮কেজি ওজনের ফাইনালে অবস্থান করে হবিগঞ্জের তানজিমা সুলতানা শেলী ও কুষ্টিয়ার শিপা।

পড়ে ফাইনাল রাউন্ডে কুষ্টিয়ার শিপাকে হারিয়ে শেলী বিজয়ী হয়।

অপরদিকে ৫১কেজি ওজনের খেলায় ফাইনালে অবস্থান করে হবিগঞ্জের রিমা সরকার ও কিশোরগঞ্জ জেলার বিথী।

৫১কেজি ওজনের ফাইনালে বিথীকে হারিয়ে রিমা সরকার বিজয়ী হয়।

উক্ত খেলাটি ৪ রাউন্ড করে খেলে এবং সবাইকে হারিয়ে হবিগঞ্জের এই দুই বাঘিনী কন্যা তানজিমা সুলতানা শেলী ও রিমা সরকার জয়লাভ করেন।

পরে তাদের পুরস্কৃত করেন উক্ত খেলার কর্নধার বাংলাদেশ বক্সিং সোসাইটির প্রতিষ্টাতা চেয়ারম্যান মোঃ আসাদউজ্জামান।

বিজয়ী দুই বাঘিনী কন্যা হলো বানিয়াচং উপজেলা সদরের ১নং ইউপির পূর্ব তোপখানা মহল্লার আব্দু শহীদ মিয়ার স্কুল পড়ুয়া কন্যা শেলী ও একই ইউনিয়নের বড়নগর মহল্লার রবীন্দ্র সরকারের স্কুল পড়ুয়া কন্যা রিমা সরকার।

৫নভেম্বর(শনিবার) বিজয়ীদের নিয়ে ঢাকা ছেড়ে হবিগঞ্জ জেলার উদ্যেশে রওয়ানা দিয়ে বিকালে নিজ উপজেলায় এসে পৌঁছেন তারা।

জয়লাভ করে তারা বাড়িতে আসার সংবাদ শুনে পরিবারের সদস্যগন রিসিভ করার জন্য অপেক্ষায় থাকেন এবং তারা গাড়ি নামার পর পরই এক আনন্দের বন্যা বইতে দেখা যায়।

এসময় তাদের এমন সাফল্য উপস্থিত অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য,বানিয়াচং উপজেলার বক্সিং একাডেমি থেকে চলতি বছরের মধ্যে এই পর্যন্ত চারটি টুর্নামেন্টে অংশ নিয়ে ২য় বারের মতো শেলীকে নিয়ে চারজন বিজয়ী হন।

১৩সেপ্টেম্বর বিজয়ী হয় আমির উদ্দিন শিমুল,২৯জুলাই আমীর উদ্দিন ও শেলী বিজয়ী হয়,৯সেপ্টেম্বর শেলী বিজয়ী হয়।

এব্যাপারে প্রতিষ্টাতা শিক্ষক জুয়েল রহমান জানান,তিনি দীর্ঘ ৫টি বছর ধরে এই একাডেমি প্রতিষ্টা করে নিজ শ্রম অর্থ খরচ করে তাদেরকে এই পর্যন্ত নিতে পেরে নিজেকে ধন্য মনে করেন।

এমনকি ভবিষ্যতে তিনি একদিন আন্তর্জাতিক পর্যায়ে ওদেরকে অংশ গ্রহন করিয়ে বাংলাদেশের সুনাম বয়ে আনবেন।

টিম ম্যানেজার সাহিবুর রহমান জানান,যদি সরকারি ভাবে ও ক্রিড়া সংস্থা থেকে একটু সহযোগীতা করা হয় এই একাডেমিকে তাহলে একদিন সারাদেশবাসী তথা হবিগঞ্জ জেলাবাসীর মুখ উজ্জ্বল করবেন এই একাডেমির ছাত্র ছাত্রীরা।

এছাড়াও বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা এই একাডেমিতে অংশ গ্রহন করে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড থেকে রক্ষা পেয়েছে বলেও জানান।

তাই সবার উদ্যেশে আরও বলেন সবাই যদি সচেতন হয়ে লেখাপড়ার পাশাপাশি এই একাডেমিতে নিজের ছেলে মেয়েদের ভর্তী করেন তাহলে তাদের সন্তানরা অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত থাকবে এবং নিজের শারিরীক সুস্থতার সহিত মন-মানসিকতা ভালো থাকবে।

এজন্য তিনি সবার প্রতি এই আহবান জানান।




নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ২৮৫ জন

নেত্রকোনায় জেলায় এইচএসসি সমমানের পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ছিলো ২৮৫ জন শিক্ষার্থী।

১১০৯১ জন শিক্ষার্থী নিয়ে জেলায় এবছর ২৯ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তারমধ্যে ২০টি ভেন্যু কেন্দ্রে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১০৯৮০ জন। প্রথম দিনে পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৮৭ জন। আলীম ৩৩ জন ও কারিগরি ৬৫ জন।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে প্রাপ্ত তথ্যে প্রথম দিনে কোথাও কোন বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

নেত্রকোনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে জানা গেছে, নকলমুক্ত পরিছন্ন পরিবেশে পরীক্ষা শুরু হয়ে শেষ হতে। কেন্দ্রটিতে ১২৪৩ জন মোট পরীক্ষার্থী পরীক্ষা দেবে বলেও জানান কলেজের প্রিন্সিপাল মো. সিরাজুল ইসলাম। তারমধ্যে প্রথম দিনে পরীক্ষার্থী ছিলো ১২০২ জন। এছাড়াও বাংলা প্রথম পত্র (আবশ্যিক) অনুপস্থিত ছিলো ১৬ জন।

এদিকে পরীক্ষা শুরুর পরপরই জেলা শহরের চারটি কেন্দ্রে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষ পরিদর্শন করেন। নিরবিচ্ছিন্ন ভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য সার্বিক তদারকি রয়েছে বলেও জানান তিনি।




ডেঙ্গু পরীক্ষার ফি সরকারিতে ১’শ, বেসরকারিতে ৩০০ টাকা

সরকারি হাসপাতালে এখন থেকে ডেঙ্গু পরীক্ষার জন্য ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ডেঙ্গুরোগীর অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ টাকা ফি নেওয়ার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নিতে বলা হয়েছে। এটিই এখন থেকে বলবৎ থাকবে।




মহাকাশ উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছে ইরান

সফলভাবে স্যাটেলাইট ক্যারিয়ার গাইম-১০০ কে প্রথম সাবঅরবিটাল (নিম্নকক্ষপথ) পর্যায়ে পরীক্ষা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার তারা এ সফল পরীক্ষা সম্পন্ন করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানায়।

আইআরজিসি এরোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজী হাজিজাদেহসহ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষাটি চালানো হয়েছিল।

গাইম-১০০ হলো একটি স্যাটেলাইট লঞ্চার যা আইআরজিসি এরোস্পেস বিজ্ঞানীদের দ্বারা তৈরি করা হয়েছে। এ স্যাটেলাইট ক্যারিয়ারে তিনটি ধাপে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। এটা স্যাটেলাইটকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার ওপরের কক্ষপথে স্থাপন করতে পারবে।

এটা উৎক্ষেপণের সময় পাশে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাজিজাদেহ বলেন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নাহিদ স্যাটেলাইটটিকেও একটি গাইম-১০০ লঞ্চার দিয়ে কক্ষপথে রাখা হবে।




ইভিএমে নেওয়া দুই বছর আগের ভোট পুনর্গণনা, একই ফলাফল পেল ইসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের ইলেকট্রনিক ভোটিং মেশিনের ফলাফল পুনর্গণনা করে একই ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী ট্রাইব্যুনালের নির্দেশে এই ভোট ফের গণনা করা হয়।

ইসি জানিয়েছে , প্রথমবারের মতো এমন ভোট পুনর্গণনার ফলাফল প্রমাণ করে ইভিএমে ভোটগ্রহণ করা হলেও তা পুনর্গণনা করা যায়।

রোববার (৬ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের যুগ্মসচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটগ্রহণ ইভিএমে অনুষ্ঠিত হয়। কিন্তু গত ৫ নভেম্বর নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬নং সাধারণ ওয়ার্ডের ভোট পুনর্গণনা করা হয়েছে।




সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

অ্যাডিলেডে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এই গ্রুপে দুই দলের পয়েন্টই চার। তাই ম্যাচটি যারাই জিতবে তারাই চলে যাবে আসরের শেষ চারে। আজকের ম্যাচে তিনটি পরিবর্তন আনা হয়েছে টাইগার একাদশে। শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদকে বাইরে রেখে দলে আনা হয়েছে সৌম্য, নাসুম আহমেদ ও ইবাদত হোসেনকে।

বাংলাদেশ একাদশ

নাজমুল শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত, নাসুম আহমেদ , নুরুল হাসান সোহান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।




কোম্পানীগঞ্জে মোশাররফ ফজিলাতুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান  ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল  কাদেরের  পিতা মাতার নামে মোশাররফ ফজিলাতুন্নেসা ফাউন্ডেশন বৃত্তি  পরীক্ষা ২০২২ কোম্পানীগঞ্জের বসুরহাট  এ. এইচ. সি সরকারি  উচ্চ বিদ্যালয়ে  ৫ (শনিবার) নভেম্বর  অনুষ্ঠিত হয়েছে ।
হল পরিদর্শন করেন কোম্পানীগঞ্জের মাটি ও মানুষের নেতা বসুরহাট  পৌরসভার বার বার নির্বাচিত মেয়র সেতুমন্ত্রী  ওবায়দুল  কাদেরের  ছোট ভাই আবদুল  কাদের  মির্জা সহ এলাকার গুণীজন । 



তজুমদ্দিনে ৫১তম সমবায় দিবস পালিত

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি:

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তজুমদ্দিন সমবায় বিভাগ উপজেলার আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১১টার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সমাবেত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, কহিনুর বেগম শিলা উপজেলা সমবায় কর্মকর্ত আবদুল জব্বার।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় অফিসের স্টাফ, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।




এবার এক ট্রলারে এলো ৯৫ মণ ইলিশ, ১২ লাখে বিক্রি

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
এবার বঙ্গোপসাগরে এক ট্রলারে ৯৫ মণ ইলিশ ধরা পড়েছে। মাছগুলো নিলামে ১১ লাখ ৮৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে আনন্দিত জেলেরা। শুক্রবার (৪ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে এসব ইলিশ বিক্রি করা হয়।

জানা গেছৈ, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ভোলার ২২ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে যায় এফবি হাসান নামে একটি ট্রলার। পাঁচদিন মাছ ধরে তারা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আসেন। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে এসব ইলিশ বিক্রি করা হয়। ১২ হাজার ৫০০ টাকা মণে এসব মাছ ১১ লাখ ৮৭ হাজার টাকায় বিক্রি করেন জেলেরা।

ট্রলারের মালিক কামাল কোম্পানির ছেলে মো. রায়হান বলেন, দরিয়ায় মাছ আছে। নিষেধাজ্ঞার পর ভালো মাছ মিলছে। ২২ জন জেলে মিলে আমরা ৯৫ মণ ইলিশ পেয়েছি। এভাবে ইলিশ মিললে জেলেদের সুখের দিন আসবে।

ট্রলারের সারেং জহির উদ্দিন মাঝি বলেন, একসঙ্গে এতো মাছ আমরা পাই না। যখন মাছ কম হয় তখন আমাদের লোকসান হয়। আবার যখন ভালো মাছ পাই, তখন লাভ হয়। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আমাদের হিমশিম খেতে হয়।

ফেনী জেলা থেকে ঘুরতে আসা আরিফুল ইসলাম আকাশ বলেন, অনেক ইলিশ মাছ একসঙ্গে দেখিনি। এতো ইলিশ দেখে আমার ঘুরতে আসা স্বার্থক হয়েছে।

মেঘনা ফিশিংয়ের ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, এফবি হাসান নামক ট্রলারে ৯৫ মণ ইলিশ মিলেছে। নদীতে মাছ ধরা পড়ায় ইলিশের সঙ্গে জড়িত সবাই উপকৃত হচ্ছেন। সবার মাঝে আনন্দের জোয়ার বইছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, নিষেধাজ্ঞাকালে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি। তার সুফল মিলছে এই ইলিশ পাওয়ার খবরে। আশা করি জেলেরা লাভবান হবেন।

এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) এফবি রায়হান- নামে একটি ট্রলারে ১১৭ মণ ইলিশ পান জেলেরা। মাছগুলো নিলামে ১৪ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়।