কারাগারে পাঠানো হলো ফখরুল-আব্বাসকে

রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার বিকাল ৫টার পর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বিকাল সোয়া ৪টার দিকে গোয়েন্দা পুলিশ তাদের ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে উপস্থাপন করে বিস্ফোরক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই নেতাকে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।অন্যদিকে ফখরুল ও আব্বাসের জামিন চেয়ে আবেদন করেছেন তাদের আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুই বিএনপি নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত বুধবার (৭ ডিসেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে রিজভী, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

যদিও পরে আমান ও জুয়েল জামিনে ছাড়া পেয়েছেন।




কমলনগরে রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

কমলনগর(লক্ষ্মীপুর),প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা পর্যায়ে ৩ জন নারীকে জয়িতা নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত জয়িতা নারীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।

নির্বাচিত জয়িতা নারীরা হলেন- চর ফলকন গ্রামের সমাজ উন্নয়ন অসাম্য অবদান রেখেছেন নিপু আক্তার ও হাছিনা আক্তার এবং চর জাঙ্গালিয়া গ্রামের মাহমুদা বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, কমলনগর থানার এস আই মোস্তাক, মহিলা বিষয়ক কর্মকতা মোঃ মোরশেদ আলম, কৃষি কর্মকতা মোঃ ইকতারুল ইসলাম, তথ্য আপা শাহানা ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি কমলনগর সভাপতি মাওলানা যায়েদ হোসাইন আল ফারুকী, বীরমুক্তিযোদ্ধা শরিফ উল্ল্যাহ, কমলনগর প্রেসক্লাব সহ সভাপতি মোঃ ফয়েজ মাহমুদ, সাধারণ সম্পাদক এ আই তারেক সহ অনেকে।




ডায়াবেটিস রোগীরা সকালের নাশতায় যা খাবেন

ডায়াবেটিস রোগ হলে খাবার খেতে হয় হিসাব করে। কিছু কিছু খাবার খাওয়া বারণ। এই রোগ নিয়ন্ত্রণে রাখতে চাইলে সকাল-বিকালের নাস্তায় খেতে পারেন কিছু স্ন্যাকস। যা আপনার পুষ্টির চাহিদা মিটিয়ে শরীর রাখবে ফিট।

​১. ঘুঘনি

সকালের নাশতায় খেতে পারেন ঘুঘুনি। এর মাধ্যমে মিলতে পারে পর্যাপ্ত শক্তি। এছাড়া প্রচুর ফাইবার থাকে এই খাবারে। তাই ঘুঘনি খেলে অনেকক্ষণ পেট ভরতি থাকে। ফলে সুগার বাড়ার আশঙ্কা কমে। এছাড়া আপনি ঘুঘনির সঙ্গে সালাদও খেতে পারেন। টমেটো, শসা, পেঁয়াজ দিয়ে আপনি ঘুঘনি খান। দেখবেন সমস্যার সমাধান সহজেই করতে পারছেন। তাই ঘুঘনি অবশ্যই একটা বিকল্প হতে পারে।

২. অঙ্কুরিত ছোলা

ছোলা খাওয়া খুবই ভালো। আর সেই ছোলা অঙ্কুরিত হলে আরও উপকারী হয়। অঙ্কুরিত ছোলা আপনি রোজ খেতে পারেন। এই খাবারে রয়েছে অনেকটা পরিমাণে প্রোটিন। এছাড়াও ফাইবার থাকে ভালো পরিমাণে এই খাবারে। তাই আপনাকে অবশ্যই খেতে হবে অঙ্কুরিত ছোলা। তবে আচার বা অন্যান্য জিনিস দিয়ে ছোলা মাখলে তার গুণ নষ্ট হয়। এমননি লবণও এতে মেশানো উচিত নয়।

​৩. কাবুলি ছোলা

কাবুলি ছোলা আপনি অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান করতে পারবেন। সাধারণ ছোলার থেকে এর দানার আকার বড়। এছাড়া পুষ্টিগুণ মোটামুটি তুল্যমূল্য। এবার অনেকে কাবুলি ছোলা খেতে পছন্দ করেন। তাদের জন্য এর ঘুঘনি ভালো। এছাড়া কেউ চাইলে ভিজিয়ে রেখে গ্রিন সালাদের সঙ্গে অনায়াসে খেতে পারেন কাবুলি। তাহলেই পেট ভরে থাকবে অনেকক্ষণ। আসলে এই খাবারে ফাইবার রয়েছে। এই কারণে আপনি ভালো থাকবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।

​৪. ভেজিটেবল স্যুপ

ডায়াবেটিস রোগীরা সকাল কিংবা বিকালের নাশতায় নিয়মিত খান ভেজিটেবল স্যুপ। এই স্যুপ খেলে অনেক দ্রুত সমস্যার সমাধান করা যায়। কারণ মৌসুমী সবজির মধ্যে থাকবে নানা ভিটামিন ও খনিজ। সেই ভিটামিন ও খনিজ শরীরের জন্য ভালো। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবারের কথা ভুলে গেলেও চলবে না। এর মাধ্যমেই শরীরে সুস্থ হবে। কমবে সুগার।

৫. চিকেন স্যুপ

ডায়াবেটিস রোগীদের জন্য চিকেন স্যুপ খুবই ভালো। এই খাবারে মেলে প্রয়োজনীয় প্রোটিন। এছাড়া নানা ধরনের সবজি মেশানো থাকে। ফলে অ্যান্টিঅক্সিডেন্ট মেলে। প্রোটিন, ভিটামিন, খনিজে ভরপুর এই খাবার আপনার সুগার নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই সকাল-বিকালের স্ন্যাকস হিসাবে মুখে তুলতেই পারেন এই স্যুপ। এছাড়া যারা বাইরে থাকেন তারা ড্রাই পপকর্ন ও বালিতে ভাজা ছোলা খান। ভালো থাকবেন।




কোয়ার্টার ফাইনালে ব্রাজিল সম্ভাব্য একাদশ

মরুর বুকে বিশ্ব ফুটবল আসরে সেমিফাইনালে জায়গা নিশ্চিতে ব্রাজিলকে অবশ্যই রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে হারাতে হবে। আর সেলেসাওদের হারিয়ে ২০ বছরের ইউরোপ বাধা বজায় রাখতে চাইবে ক্রোয়াটরা। কারণ, বিশ্বমঞ্চে গত ২০ বছরে নক-আউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের শুরুর সম্ভাব্য একাদশ :

অ্যালিসন (গোলরক্ষক), থিয়াগো সিলভা, মারকুইনহোস, এদের মিলিতাও, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার জুনিয়র, রিচার্লিসন।




ব্রাজিল-আর্জেন্টিনাসহ টিভিতে আজ যেসব খেলা

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ। প্রথম দিন ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, দিনের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

২০২২ বিশ্বকাপ ফুটবল

ব্রাজিল-ক্রোয়েশিয়া

রাত ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি

অ্যাডিলেড টেস্ট-২য় দিন
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ
সকাল ১০টা, সনি লিভ

মুলতান টেস্ট-১ম দিন
পাকিস্তান-ইংল্যান্ড

বেলা ১১টা, সনি স্পোর্টস টেন ৫

২য় বেসরকারি টেস্ট
বাংলাদেশ ‘এ’-ভারত ‘এ’
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

মেয়েদের টি-টোয়েন্টি
ভারত-অস্ট্রেলিয়া
সন্ধ্যা ৭-৩০ মি., স্টার স্পোর্টস ১




১০ ডিসেম্বর ঘিরে ঢাকায় কঠোর অবস্থানে পুলিশ

রাজধানীতে বিএনপির সমাবেশের আর মাত্র একদিন বাকি। ১০ ডিসেম্বরের এই সমাবেশ ঘিরে রাজধানীতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। রাজধানীর পরিবেশ নির্বিঘ্ন রাখতে নগরজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে।

গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও শুক্রবার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ চোখে পড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে তারা। এসব মোড়ে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদের দেখা গেছে।

গুরুত্বপূর্ণ এলাকা ও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজধানীজুড়ে বিপুল সংখ্যক সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‌্যাব ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

অপতৎপরতা এড়াতে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিরাসহ নজরদারিতে রয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সাইবার ক্রাইম টিমের মনিটরিংয়ের আওতায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।




বিএনপি পরিদর্শনে আসার খবরে উত্তেজনা সরকারি বাঙলা কলেজে

আগামী ১০ ডিসেম্বর সমাবেশ উপলক্ষে রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজের মাঠ পরিদর্শনে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের একটি প্রতিনিধি দল আসছে—এই খবরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাঙলা কলেজে। বিক্ষোভ করছেন কলেজটির ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ১০টা নাগাদ সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ খবর পায় বিএনপির একটি প্রতিনিধি দল কলেজ পরিদর্শনে আসছে। এ খবর পাওয়ামাত্রই কলেজের সামনে বিক্ষোভ ও টেকনিক্যাল এলাকায় প্রতিবাদ মিছিল শুরু করেন তারা। এ সময় তারা সরকারের পক্ষে ও বিএনপি বিরোধী স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এইচএম সাদ্দাম হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই কলেজে কোনোভাবেই জঙ্গি, সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের জীবন থাকতে আমরা সেটা হতে দেবো না।’




অবশেষে সিদ্ধান্ত থেকে সরলো বিএনপি

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশের অনড় অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। তবে, নয়াপল্টনের পরিবর্তে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চেয়েছে দলটি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দিয়েছে বিএনপি।

বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জানান, নয়াপল্টনে যেহেতু সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তাই আমরা কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চাই। তবে পুলিশের পক্ষ থেকে মিরপুর বাঙলা কলেজের মাঠও যুক্ত করতে বলে।

তিনি বলেন, আমরা এখন দুটি মাঠ পর্যবেক্ষণ করতে যাব। বৃহস্পতিবার রাতেই দুটি জায়গা পরিদর্শন করা হবে। এরপর নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নেব। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, বিএনপির সমাবেশের ভেন্যু নিয়ে যে সংকট ছিল তা শুক্রবার কেটে যাবে।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে দেশের ৯টি বিভাগীয় শহরে সমাবেশ করে বিএনপি। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে দলটির। তবে সমাবেশের স্থান নিয়ে সরকার ও বিএনপির মধ্যে উত্তেজনা তৈরি হয়।

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলেও সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা যেকোনো মাঠে করার কথা বলা হয়। বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় অবস্থানে থাকে। এ নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই বুধবার (৭ ডিসেম্বর) বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু এবং অনেকেই আহত হন। এরপর বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাসহ অন্তত তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষের পর থেকে নয়াপল্টন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের পক্ষ থেকে নয়াপল্টন এলাকাকে ‘ক্রাইম জোন’ হিসাবে চিহ্নিত করা হয়।




নেত্রকোণায় ট্র্যাজেডি দিবস পালিত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় জেএমবি’র বোমা হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গীবাদী কর্মকান্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল বুধবার ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে।

নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে সকাল ৯টা ৩০ মিনিটে জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। সকাল ৯টা ৩০ মিনিটে নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করার পর বোমা হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য ১০.৪০ মিনিট থেকে ১০.৪৫ মিনিট পর্যন্ত রাস্তায় যে যেখানে ছিল সেখানেই ৫ মিনিট নিরবে দাড়িয়ে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচী পালন করে।

এ সময় সড়কে চলাচলরত সকল প্রকার যানবাহন ৫ মিনিটের জন্য থমকে দাঁড়ায়। সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিল বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে। ১২টায় শহীদদের কবর জিয়ারত, শশ্মানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ পরিবারবর্গের সাথে সাক্ষাত অনুষ্ঠিত হয়। বিকালে স্থানীয় শহীদ মিনারে সন্ত্রাস মৌলবাদ ও সা¤প্রদায়িকতা বিরোধী সমাবেশ এবং প্রতিবাদী গণজাগরণী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




সেনবাগের জয়নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী সেনবাগের ৮ নং বিজবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ৮ ডিসেম্বর ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন। ১ম আবুল কাশেম মানিক ২য় নূরনবী ৩য় আ. ফ. ম ফজলুল হক ৪র্থ নুরুল ইসলাম ।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সেনবাগ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশীদ আহম্মদ নির্বাচন পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্যা আনোয়ার। নব নির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিজবাগ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল। উপস্হিত ছিলেন জেলার বর্ষীয়ান সাংবাদিক বর্ষসেরা টপটেন মোঃ বদিউজ্জামান ( তুহিন) স্বদেশ কন্ঠ প্রতিদিন এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও জাতীয় দৈনিক বিজয় বাংলাদেশের জেলা প্রতিনিধি রিয়াজুল সোহাগ বিজবাগ ইউনিয়ন যুবলীগ সভাপতি ত্যাগী নেতা নজরুল ইসলাম ( খোকন) সহ প্রমুখ নেতৃবৃন্দ ।