কমলনগরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে তিনবন্ধুসহ গণধর্ষণ, চুলকেটে নির্যাতন

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে তালাকপ্রাপ্ত স্বামী আবুল কালাম (৩৫) তার তিন বন্ধু মিলে পূর্বের স্ত্রীকে অপহরণ; মাথার চুল কেটে নির্যাতন ও মারধর করে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ওই নির্যাতিত নারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা তোরাবগঞ্জ এলাকা থেকে ওই নারীকে অপহরণ করে রাতভর গণধর্ষণ করা হয়।

নির্যাতিত ওই নারী কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে। তার ছয় ও আট বছর বয়সী দুইটি ছেলে-মেয়ে রয়েছে।

অভিযুক্ত তালাকপ্রাপ্ত স্বামী আবুল কালাম পাশ্ববর্তী তোরাবগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে।

নির্যাতিতার মা বলেন, ১০ বছর আগে আবুল কালামের সাথে তার মেয়ে বিয়ে হয়। বিয়ের পর থেকে একাধিকবার নানা অজুহাতে যৌতুক নেয় সে। আরও যৌতুকের দাবী করতে থাকে। গত বছর ৫০ হাজার টাকার যৌতুকের জন্য চাপ দেয়। টাকা না দেওয়ায় নির্যাতন করতে থাকে তার মেয়েকে। পরে উপায়ন্ত না পেয়ে আদালতের মাধ্যমে গত ছয় মাস আগে লম্পট স্বামীকে তালাক দেয়। এর জের ধরে ওই লম্পট তার আরও তিন বন্ধুকে নিয়ে আমার মেয়ে অপহরণ, চুলকেটে নির্যাতন, মারধর ও গণধর্ষণ করে।

নির্যাতিত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার শাহপুর গ্রামের তার ভাইয়ের বাসায় যাওযার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা তোরাবগঞ্জ এলাকায় পৌঁছলে আগ থেকে উঁৎপেতে থাকা তার তালাকপ্রাপ্ত স্বামীসহ আরও তিনবন্ধু মিলে তাকে অপহরণ করে আবুল কালামের বাড়ির একটি ঘরে বন্ধি করে রাখে। এসময় তাকে মারধর ও চুল কেটে নির্যাতন করা হয়। পরে তারা রাতভর পালাক্রমে গণধর্ষণ করে। একপর্যায়ে আমি জ্ঞান হারাই। ভোরে তারা আমাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে আমার মা খবর পেয়ে আমাকে উদ্বার করে প্রাথমিক চিকিৎসা ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, নির্যাতিত ওই নারী চিকিৎসা চলছে। ধর্ষণের বিষয়টি পরীক্ষা করলে জানা যাবে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এব্যাপারে কেউ থানা অভিযোগ করেনি। বিষয়টি শুনেছি। জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

 




রামগতির মেঘনায় ১২দিন ধরে ডুবে আছে পাথর বোঝাই জাহাজ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতেডুবে যাওয়া পাথর বোঝাই জাহাজ ১২দিনেও উদ্ধার হয়নি।

শনিবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত জাহাজটি উদ্ধার করা যায়নি বলে নিশ্চিত করেছেন এসটিসি শিপিং লাইন্স লিমিটেডের মহা-ব্যবস্থাপক (অপারেশন) মো. লোকমান হোসেন।

এর আগে গত ৬ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রামগতির মেঘনা নদীর বয়ারচর এলাকায় দেড় কোটি টাকার পাথর নিয়ে এসটিসি শিপিং লাইন্স লিমিটেডে’রজাহাজ এম ভি আলোর মিছিল (এম ১৩০৮৭) ডুবে যায়। এঘটনায় পরের দিন ৭ নভেম্বর মঙ্গলবার রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর-২৫২।

জাহাজটি উদ্ধার করা না গেলে ৫ থেকে ৬ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন কতৃপক্ষ।

পুলিশ ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ৫ নভেম্বর রোববার চট্টগ্রামের পতেঙ্গা থেকে দুই হাজার মে. টন বিদেশী পাথর নিয়ে জাহাজটি নারায়নগঞ্জের পাগলার উদ্দেশ্যে রওনা দেয়। পথে রামগতির বয়ারচর এলাকায় পৌঁছলে জাহাজটি পাথর নিয়ে ডুবে আটকা পড়ে। অনেক চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। এসময় ভাটায় নদীতে পানি কমে যায়। পর্যাপ্ত পানি না থাকায় পাথরের ওজনে জাহাজের মাঝ অংশ পেটে যায়। এতে ভিতরে পানি ঢুকে পড়ে। যে কারণে জাহাজটি উদ্ধার করা অশ্চিত হয়ে পড়ে।

এসটিসি শিপিং লাইন্স লিমিটেডে’র এম ডি ইঞ্জিনিয়রমোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিতে জাহাজটি উদ্ধারের সক্ষমতা নেই। এতে প্রায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হবে। কেটে উদ্ধার করতেগেলেও প্রায় ১ কোটি টাকা খরচ লাগবে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।




কী হয়েছে অপু বিশ্বাসের?

শাকিবের সঙ্গে বিয়ে-সন্তানের বিষয়টি সবার সামনে আনার পর থেকেই আলোচনার শীর্ষে আছেন অপু বিশ্বাস। তবে, তাজা খবর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবারও ডুব মেরেছেন অপু।

কেউ কেউ বলছেন, আত্মহত্যা করার চেষ্টা করেছেন তিনি। আবার অনেকে বলছেন, গতকাল সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অপু। পরদিনই অর্থাৎ আজ সকালেই কাউকে কিছু না বলেই ভারতে পাড়ি জমিয়েছেন তিনি।

এদিকে, অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে- গতকাল রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান অপু। সিজারের সময় করা সেলাই ফেঁটে ব্লিডিং হতে থাকে। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু সেখানে সন্তুষ্ট না হওয়ায় শুক্রবার সকালে তিনি কলকাতায় যান। এরপর সেখানকার এ্যাপলো হসপিটালে ভর্তি হন তিনি। যতদূর জানা গেছে সেখানে তার চিকিৎসা চলছে।




লক্ষ্মীপুরে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপি-র ১ম যুগ্ন আহবায়ক ও ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদসহ সকল নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার বিকাল ৩টায় লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ ও সমাবেশে করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
সদর উপজেলা বিএনপি-র সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি’র লক্ষ্মীপুরস্থ বাসভবনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সাবেক এমপি শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম ভূইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন ১৫নং লাহারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মশিুউর রহমান (মশু), ১৭নংভবাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুল আলম স্বপন সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুজ্জামান, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহম্মেদ প্রমুখ।




লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

লক্ষ্মীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর শিশু একাডেমি এ আয়োজন করে।

প্রতিযোগিতা শেষে লক্ষ্মীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জব্বারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লক্ষ্মীপুর জেলা ইউনিট কমান্ডার বাবু কাজল কান্তি দাস।

অনুষ্ঠানে কাকলি শিশু অঙ্গনের প্লে শ্রেণির ছাত্র ও শিশু একাডেমি চিত্রাঙ্কন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহমেদ শেহজাদ যিয়ান বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।




লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় ফাতেমা নামে এক রোগীর মৃত্যু : চিকিৎসকসহ ৪জন আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এসএমকে হাসপাতালে (প্রাইভেট লি.) ভুল চিকিৎসায় ফাতেমা বেগম (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। এ ঘটনায় চিকিৎসকসহ চার জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতারণার আশ্রয় নিয়ে বিষয়টি ধামাচাপার চেষ্টা করে বলেও অভিযোগ করেন রোগীর স্বজনরা। তবে থানা পুলিশ গণমাধ্যমকে কোনো তথ্য দিতে রাজি হননি।

নিহতের ভাই ইসমাইল হোসেন জানান, ফাতেমা জরায়ুতে টিউমার রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে চন্দ্রগঞ্জের এসএমকে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসক কাজী ফয়েজা আক্তারের (গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ গ্রিণ লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল) তত্ত্বাবধানে ফাতেমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ভোরে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে স্বজনদের খোঁজ করেন চিকিৎসক। এসময় ফাতেমাকে ওই হাসপাতাল থেকে কুমিল্লা নিয়ে যেতে বলা হয়। কিন্তু এরআগেই ভুল চিকিৎসায় ফাতেমার মৃত্যু হয়েছে বলে জানান ইসমাইল।

এ বিষয়ে জানতে হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এরআগে পুলিশ ওই হাসপাতাল থেকে অভিযুক্ত ডা. কাজী ফয়েজা আক্তার, প্রফেসর ডা. গোলাম মাইন উদ্দিন, আলমগীরসহ চার জনকে আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা যায়।




এ কেমন ডিম! (ভিডিও)

ডিমের ভিতরে সাদা অংশ আর কুসুম ছাড়া অন্য কিছুর কথা আমরা ভাবতেও পারি না। তবে সম্প্রতি ইউটিউবে পোস্ট করা একটি ভিডিও আমাদের এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সুবিশাল ডিমকে ভাঙা হচ্ছে এবং তার ভিতর থেকে বেরিয়ে আসছে অবধারিত কুসুম ও সাদা অংশ। কিন্তু সেই সঙ্গে বেরিয়ে আসছে আরও একটা আস্ত ডিম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম চেঞ্জপোস্ট জানাচ্ছে, প্রথম ডিমটির ছিল প্রায় ৩.৫ ইঞ্চি। এবং এর ভিতরেই অবস্থান করছিল অপেক্ষাকৃত ছোট ডিমটি।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ‘ডিমের ভিতরের ডিম’ এর বৈজ্ঞানিক নাম- ‘কাউন্টার-পেরিস্ট্যালসিস কন্ট্র্যাকশন’। যখন কোন মুরগি একটি ডিম পাড়তে পাড়তে দ্বিতীয় একটি পাড়তে শুরু করে তখন এমনটা হতে পারে। প্রথম ডিমটি দ্বিতীয় ডিমটির ভিতরে ঢুকে যায়। তবে এটি একটি বিরল ঘটনা।

এমন ডিম খেলে ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই বলেও জানান বিশেষজ্ঞরা।

https://www.youtube.com/watch?time_continue=7&v=pqUzvn4Z7Rc

 




লক্ষ্মীপুরে জামায়াতের ১৫ নারী কর্মী আটক

 লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে গোপন বৈঠক করা অভিযোগে জামায়তের ১৫ নারীকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজারের কামানখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পাখি আক্তার, রুবি বেগম, তাহেরা বেগম, হিরন বেগম, সালমা বেগম, তানিয়া বেগম, পিংকি আক্তার, সুমি আক্তার, লাকি বেগম, বকুল বেগম, সুইটি আক্তার, বকুল, ফাতেমা বেগম, তানিয়া ও জাহেরা। তারা দালাল বাজারের ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তবে আটকদের দলীয় পদবী ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। থানা পুলিশ জানায়, ঘটনার সময় নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নারীরা গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১৫ জন নারীকে আটক করা হয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, গোপন বৈঠক করার সময় আটক নারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছ




রামগতিতে আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকে মনোনয়নে দাবি

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত আনোয়ার হোসেন উপজেলা বিএনপির উপদেষ্টা। বিএনপি থেকে পদত্যাগ না করেই আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল্লাহের সমর্থনে মনোনয়ন পেয়েছেন তিনি।

এসব অভিযোগ তুলে আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন দলের
তৃণমূল নেতাকর্মীরা।

আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের লক্ষ্যে গত মঙ্গলবারের (১৪ নভেম্বর) সভায় আনোয়ার হোসেনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, আনোয়ার হোসেন গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি মুসলিম লীগ, জাসদ, জাতীয় পার্টি ও বিএনপির হয়ে একাধিকবার আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। অথচ তাকে মনোনয়ন পাইয়ে দিতে ওই সভায় দলীয় কাউন্সিলরদের প্রভাবিত করেছেনেএমপি মো. আবদুল্লাহ।

তারা বলেন, ‘সভায় পূর্বপরিকল্পিতভাবে বিএনপির মিশন বাস্তবায়ন করা হয়েছে। আমরা তা হতে দেবো না। প্রকৃত আওয়ামী লীগের নেতাদের নিয়ে মাঠে থাকবো’।

তাদের দাবি, ‘আমরা আওয়ামী লীগের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের পক্ষে আছি। যার দুঃসময়ে দলের জন্য কাজ করেছেন, যাদের আমরা সব সময় বিপদে কাছে পেয়েছি- আমরা সেসব পরীক্ষিত নেতাদের মধ্য থেকে একজনকে মনোনয়নের দাবি জানাই’।

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের বলেন, সংসদ সদস্য আবদুল্লাহ রামগতিতে বিএনপি-জামায়াত পুনর্বাসন কেন্দ্র করছেন। বিএনপির উপদেষ্টাকে আওয়ামী লীগের মনোনয়ন দিতে তিনি কাউন্সিলরদের প্রভাবিত করেছেন।

রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, আনোয়ার হোসেন গত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ভোটে লড়েছেন। তিনি উপজেলা বিএনপির উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এখনও দল থেকে পদত্যাগ করেননি।

অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য মো. আবদুল্লাহ বলেন, ‘কাউন্সিলরদের প্রভাবিত করার কথাটি সত্য নয়। আনোয়ার হোসেন ২০১৫ সালে আওয়ামী লীগে যোগদান করেছেন। তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী যাচাই-বাছাই করা হয়েছে’।




পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে ২৪ ঘণ্টা

পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ এখন থেকে সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই চালু থাকবে।

জনসাধারণ এখন থেকে পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং [email protected]  ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।

সোমবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এতদিন এ সেলে শুধু অফিস চলাকালে অভিযোগ গ্রহণ করা হতো।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হবে বলেও জানায় সংস্থাটি।