সাপ-বাঘের সঙ্গে সুখের সংসার (ভিডিও)

ভারতের নাগপুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রে এক প্রত্যন্ত গ্রামের নাম হেমলকাসা। এই ছোট্ট গ্রামেই রয়েছে এক যৌথ পরিবার। সেখানে থাকে ৯০ জন সদস্য। তবে এই সংখ্যা কিন্তু থেমে থাকার নয়। বাচ্চাদের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। কিন্তু এই বৃহৎ পরিবারের সদস্য কারা জানেন? এই পরিবারকে কারা সামলাচ্ছেন? কারা রয়েছেন ভরণপোষণের দায়িত্বে? উত্তর হচ্ছে- ড. প্রকাশ এবং মন্দাকিনী আমতে।

৫০ একর জমিতেই গড়ে উঠেছে আমতেজ অ্যানিমেল আর্ক। এই আর্ক হল গত ৪৫ বছরে পশু পাখিদের স্থায়ী আস্তানা। ময়ূর, হরিণ, বাঘ, ভাল্লুক, কুমীর, হায়না কাকে চাই আপনার? ভয়ঙ্কর ভাল্লুক, হায়না যাকে দেখলে রক্ত জল হয়ে যাবে যে কোনো মানুষের, সেখানে আমতে পরিবার তার সঙ্গে খেলায় মত্ত। গৃহপালিত প্রাণীদের পাশাপাশি আমতে পরিবারের ভালোবাসা এবং স্নেহে বন্য পশুরাও যেন হয়ে উঠেছে পরিবারের সদস্য, যেখানে প্রত্যেকেই সমান গুরুত্বপূর্ণ।

আর সাপ? এ যেন জঙ্গল বুকের থ্রি-ডি ভার্সন।
তবে বাস্তবে, একেবারে চোখের সামনে, জলজ্যান্ত। লম্বা, ছোট, মোটা, রোগা কত কিই না বাহার তাদের। কিন্তু কারও সঙ্গে কারও ঝগড়াঝাটি নেই এতটুকু। ফণা তুললেও, তার পিছনে এতটুকুও রাগ নেই। কারণ তারা যে ড. আমতের মন্ত্রে দীক্ষিত।

ড. প্রকাশ আমতের বাবা ছিলেন একজন সমাজসেবী, আর তার ইচ্ছা ছিল এই গ্রামের জন্য কিছু করে যাওয়ার। যে দরিদ্ররা কুষ্ঠরোগে আক্রান্ত তাদের জন্য বাবা আমতে এবং তার স্ত্রী সাধনা আমতে নিরন্তর সাহায্য করে গিয়েছেন। ১৯৫০-এ তাদের জন্য আনন্দন নামে একটি অরগানাইজেশন-ও খোলেন। পদ্ম বিভূষণ, গান্ধী পিস প্রাইজ, রামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড, টেম্পলটন প্রাইজ, জামনালাল বাজাজ অ্যাওয়ার্ড এমনই বহু পুরস্কার, বহু সম্মানে সম্মানিত হন তিনি। আর তারই যোগ্য উত্তরসূরীরূপে নিজেকে প্রমাণ করেন তার ছেলে ড. প্রকাশ। পাশে পান তাঁর সহধর্মিনী মন্দাকিনী আমতে-কে।

বাবা আমতে গ্রামের মানুষদের পাশেই সর্বদা থাকতে চেয়েছিলেন। চেয়েছিলেন তাদের জন্যই কাজ করে যেতে। সেই ইচ্ছে পরবর্তীকালেও মূর্ত রূপ পায় ড. প্রকাশ আমতের উদ্যোগে। তবে এই ধরনের উদ্যোগের পিছনেও রয়েছে আরও একটি মর্মস্পর্শী ঘটনা।

শোনা যায়, একদিন জঙ্গলের মধ্যে ড. প্রকাশ এবং তার স্ত্রী যাচ্ছিলেন। এসময় তারা হঠাৎ দেখেন, একদল মানুষ কিছু বাঁদরকে বেঁধে নিয়ে যাচ্ছে। তখন তারা হতচকিত হয়ে যান। তারা ওই দলটিকে গিয়ে বলেন, যদি বাঁদরগুলোকে নাম মেরে তাদের দিয়ে দেওয়া হয় তাহলে গ্রামবাসীদের সাহায্য করবেন এই দম্পতি। সেদিন থেকেই তারা ঠিক করে নেন বাকি জীবনটা এই হেমলকাসা গ্রামেই কাটাবেন।

এখন শুধু এই দম্পতিই নন, তাদের পরবর্তী দুই প্রজন্মও এই ভালোবাসার ভাষাতেই বিশ্বাসী।




এবার ৫ মিনিটে পাঁচ কোটি টাকা চাইলেন প্রিয়াঙ্কা!

প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড মাতানোর পর হলিউডেও সমান জনপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী। ‘দেশি গার্ল’ এর অভিনয় ও গ্লামারে মুগ্ধ ভক্তরা। কিন্তু নতুন খবর হল ৫ মিনিটের পারফরম্যান্সের জন্য বিশাল অঙ্কের টাকা দাবি করে বসেছেন প্রিয়াঙ্কা। যা শোনে রীতিমতো অবাক উদ্যোক্তারাও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৫ মিনিটের পারফরম্যান্সের জন্য পারিশ্রমিকের অঙ্কে পাঁচ কোটি টাকা দাবি করেছেন প্রিয়াঙ্কা। আর টাকার অঙ্ক এতটাই বেশি যে উদ্যোক্তারা প্রিয়াঙ্কার টিমের সঙ্গে দ্বিতীয়বার আলোচনা করতেও সাহস পাচ্ছেন না।

এর আগে ২০১৬-এ প্রডিউসার্স গিল্ড অ্যাওয়ার্ডের মঞ্চে শেষবার ভারতে পারফর্ম করেছিলেন প্রিয়াঙ্কা। তাঁর অনুষ্ঠানের আলাদা আকর্ষণ রয়েছে। সে কারণেই এ বার অন্য একটি অ্যাওয়ার্ড শো-এর উদ্যোক্তারা প্রিয়াঙ্কাকে চেয়েছিলেন। তবে তা কতটা ফলপ্রসূ হবে সেটাই এখন দেখার।




এবিএম মহিউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার পৃথক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বলেন, এবিএম মহিউদ্দিনের মৃত্যুতে রাজনীতির অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো। অপূরণীয়।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।




লক্ষ্মীপুরে আওয়ামী লীগের উদ্যোগে বুদ্ধিজীবি দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক :
শহীদ বুদ্ধিজীবি দিবস ২০১৭ উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার লক্ষ্মীপুরে আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড.জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বীনা রহমান,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মামুনুর রশিদ, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক ইউছুপ পাটোয়ারী, সদর থানা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনী, সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বিনু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন ক্বারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক ওমর আল ফারুক মানিক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের নেতা মোশাররফ হোসেন পাটওয়ারী, সদর থানা আওয়ামীলীগ সদস্য মোজাম্মেল হোসেন মিজান পাটোয়ারী,লক্ষ্মীপুর সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি, জেলা ছাত্রলীগ মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান শুভ, সদর থানা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক করিমুল হক কনক ক্বারীসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় ও কলঙ্কের দিন। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী নিধনের মর্মন্তুদ স্মৃতিঘেরা বেদনাবিধূর একটি দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নয় মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের পথে দাঁড়িয়ে, ঠিক সেই সময়ই রাতের আঁধারে পরাজয়ের গ্লানিমাখা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করে। বিজয়ের মাত্র দুইদিন আগে এই দিনে দেশকে মেধাশূন্য করার পূর্বপরিকল্পনা নিয়ে ঘর থেকে তুলে নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করা হয় বাঙালি জাতির সেরা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ দেশের বরেণ্য কৃতী সন্তানদের।




লক্ষ্মীপুরে শিবির কর্মীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করলো ছাত্রলীগ

লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রামগঞ্জে শিবিরের গোপন বৈঠক চলাকালীন সময় হামলা চালিয়েছে এক শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করলো ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে জিয়া শপিং কমপ্লেক্সের ছাদে পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল চৌকিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়। এসময় রাসেল নামের এক শিবির কর্মীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা যায়, রামগঞ্জ পৌরসভার জিয়া শপিং কমপ্লেক্সের ছাদে শিবির কর্মীরা একত্রিত হয়ে গোপন মিটিং করছিল। এসময় খবর পেয়ে পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল চৌকিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা হামলা চালিয়ে রাসেল নামের এক শিবির কর্মীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। রাসেল হোসেন পৌরসভা সাতারপাড়া করিম উদ্দিন বেপারী বাড়ির বাচ্চু মিয়ার ছেলে।
এস আই জহিরুল ইসলাম জানান, শিবিরকর্মী রাসেলকে লক্ষীপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।




জাতীয় করনের দাবিতে, বিএমজিটিএ’র লক্ষ্মীপুর জেলা সম্মেলন

বাংলাদেশ জেনারেল টিচার্স এসোসিয়েশন বিএমজিটিএ জেলা সম্মেলন অনুষ্টিত হয়। ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় যাদৈয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা মিলনায়তনে সম্মেলনের সভাপতিত্ব করেন শাহাদাত হোসেন, প্রভাষক যাদৈয়া ইসলামি ফাযিল মাদ্রাসা। প্রধান অতিথি ফখরুল ইসলাম যুগ্ম মহাসচিব কেন্দ্রিয় কমিটি বিএমজিটিএ। বিশেষ অতিথি জাকির হোসপন সহ-সাংগঠনিক সম্পাদক চট্রগ্রাম বিভাগ বিএমজিটিএ, অহিদুর রহমান বাবলু সভাপতি মান্দারি ইউনিয়ন আওয়ামীলীগ, মো. ওয়াজি উল্যাহ জুয়েল, সহকারি শিক্ষক, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা, মো. শাহাদাত হোসাইন শিমুল সহকারি শিক্ষক শায়েস্তানগর মিশন দাখিল মাদ্রাসা, আবদুর রব ভুইয়া প্রভাষক রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা, কামাল হোসেন ভুইয়া, সিনিয়র শিক্ষক, মে. জাকির হোসেন পাটিয়ারি, প্রভাষক নোয়াগাও মাদ্রাসা, যাদৈয়া ফাযিল মাদ্রাসা, মো. শেখ ফজলুলল হক মনি ছাত্রলীগ জেলা সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন উপজেলার প্রভাষক, শিক্ষকবৃন্দ।
এ সম্মেলন থেকে মোহাম্মদ আলীকে সভাপতি, মো. ফিরোজ আলমকে সাধারন সম্পাদক ও মো. ওয়াজি জুয়েলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।




অনন্য উচ্চতায় মাশরাফি

একজন জীবন্ত কিংবদন্তি, সফল অধিনায়ক, নেতা, দেশপ্রেমিক, অদম্য লড়াকুর নাম মাশরাফি বিন মুর্তজা। যদিও কোনো বিশেষণ দিয়েই তার বর্ণনা সম্ভব নয়। ছয় কিংবা সাতবার পাঁয়ে অস্ত্রোপচার হওয়ার পরও দমে না গিয়ে এ দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বীরোচিত ভূমিকা আর সঠিক নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটকে মজবুত একটা অবস্থানে নিয়ে গেছেন। দেখিয়েছেন কেবল তীব্র ইচ্ছেশক্তি থাকলেই, দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকলে- অনেক কিছুই সম্ভব। তিনি নিজেই যে নিজের তুলনা তা আরো একবার প্রমাণ করলেন নড়াইল এক্সপ্রেস।
এবারের আসর নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাঁচটি আসরের মধ্যে চারটির শিরোপা তুলে ধরলেন মাশরাফি বিন মুর্তজা। ভিন্ন তিন দলের অধিনায়ক হয়ে এ চারটি শিরোপা লাভ করেন তিনি।
বিপিএলের ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগে আলোচনা ছিল মাশরাফি কী পারবেন অধিনায়ক হিসেবে চতুর্থ শিরোপা ছুঁয়ে দেখতে? শিরোপা উঁচিয়ে ধরেই সে উত্তরটা দিয়ে দিলেন ম্যাশ। এর আগে চারবার মাঠে গড়িয়েছে বিপিএল। তিনবার শিরোপা ছুঁয়েছেন মাশরাফি।
এর মধ্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দুইবার এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে একবার। একবার তা বগলদাবা করেছেন সাকিব আল হাসান।
বিপিএলের প্রথম আসর মাঠে গড়ায় ২০১২ সালে। মাশরাফির নেতৃত্বে ওই আসরের ফাইনালে বরিশাল বার্নাসকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ঢাকা। পরের আসরের ফাইনালে চিটাগাং কিংসকে পরাজিত করে রাজধানীর দলটিকে শিরোপা এনে দেন তিনি।
২০১৫ সালে তৃতীয় আসরে নবাগত দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের ডেরায় ভেড়েন নড়াইল এক্সপ্রেস। সেবার তো ইতিহাসই রচনা করেন ডানহাতি পেসার। পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলে জীর্ণশীর্ণ দলকে ট্রফি পাইয়ে দেন। এবার দিয়ে পাঁচ আসরের চারবারই ফাইনালে খেলছেন অভিজ্ঞ অধিনায়ক।
দূরদর্শী অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটে-বলে অনন্য নৈপুণ্য প্রদর্শন করে এবার উত্তরবঙ্গের দল রংপুর রাইডার্সকে শিরোপা তুলে দিয়েছেন মাশরাফি। ১২ ম্যাচে ৬ জয়ে টেনেহিঁচড়ে শেষ চারে জায়গা পাওয়া রংপুরই এখন চ্যাম্পিয়ন। এর কারিগর মূলত মাশরাফির নেতৃত্ব।




দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন রংপুর

ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা ঘরে তুলেছে রংপুর রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে ক্রিস গেইলের ১৪৬ রানের টর্নেডো ইনিংসের ওপর ভর করে ২০৬ রান করে ঢাকা। জবাব দিতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় বিপিএলের চতুর্থ আসরের চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার দুপুরে টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। শুরুটা অবশ্য ভালো হয়নি রংপুরের। দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই গত ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লসকে ফিরিয়ে দেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। যদিও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রংপুরের। ব্র্যান্ডন ম্যাককালামকে নিয়ে পুরো ২০ ওভার খেলেন গেইল। একই সঙ্গে চলে চার ও ছক্কার ফুলঝুড়ি। ৩৩ বলে অর্ধশতকের পর ৫৭ বলে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৬৯ বলে ১৮ ছক্কা এবং ৫ চারে ১৪৬ রানে অপরাজিত থাকেন গেইল।
অপরপ্রান্তে গেইলের মতো বিধ্বংসী না হলেও ৪৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন সাবেক কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। ঢাকার বোলারদের মধ্যে উইকেট না পেলেও সফল বোলার সুনীল নারাইন। মাঠে গেইল ঝড়ের পরও নিজের ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান।
২০৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান ঢাকার ওপেনার মেহেদি মারুফ। স্কোরবোর্ডে এক রান যোগ হতেই নেই ইংলিশ ব্যাটসম্যান লিয়াম ডেনলি। এভাবে ধারাবাহিক বিরতিতে উইকেট হারানো ঢাকা ২০ ওভারে ১৪৯ রানে থামে। ঢাকার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন জহুরুল ইসলাম। ৩৮ বলে ২ ছক্ক ও ৪ চারে এই রান করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এছাড়া সাকিব ২৬, এভিন লুইস ১৫ ও সুনীল নারাইন ১৪ রান করেন।
রংপুরের হয়ে সোহাগ গাজী, নাজমুল হাসান ও ইসুদু উদানা প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া মাশরাফি, রুবেল ও বোপরা একটি করে উইকেট নেন।




হাজিরহাট মিল্লাত একাডেমী ও আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কমলনগর উপজেলার হাজীরহাট মিল্লাত একাডেমীসহ নতুন করে আরও ৩৭টি উপজেলার হাইস্কুল জাতীয়করণ করা হবে। এসব স্কুল জাতীয়করণে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

একই সঙ্গে নতুন করে শিক্ষক-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনার চিঠি মাউশিতে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩৭টি হাইস্কুল জাতীয়করণ করতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

মাউশিকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি স্কুল-কলেজবিহীন উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের ধারাবাহিকতায় ৩৭টি স্কুল জাতীয়করণে প্রধানমন্ত্রীর সম্মতিপ্রাপ্ত ৩৭টি স্কুল দ্রুত পরিদর্শন করে সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। একই সঙ্গে এসব স্কুলে সব ধরনের নিয়োগ, পদোন্নতি ও স্থাবর-অস্থাবর সম্মতি হস্তান্তরে দ্রুত নিষেধাজ্ঞা জারি করতে বলা হয়েছে।

অন্য স্কুলগুলো হলো, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদীর শিবপুর উপজেলার শহীদ আসাদ কলেজিয়েট বালিকা স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইলের সখীপুর উপজেলার সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার পেকুপা উপজেলার পেকুয়া মডেল জিএসসি ইনস্টিটিউশন, ফেনীর পরশুরাম উপজেলার পরশুরাম মডেল পাইলট হাইস্কুল, কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, নালঙ্গকোট উপজেলার নাঙ্গলকোট এআর মডেল উচ্চ বিদ্যালয়, তিতাস উপজেলার গাজীপুর খান মডেল বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ, মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহারাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়, বিজয়নগর উপজেলার দাউদপুর উচ্চ বিদ্যালয়, সিলেটের ওসমানীনগর উপজেলার মঙ্গচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়, রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা উচ্চ বিদ্যালয়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া মডেল উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার তেতুঁলিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছার ঝিকরগাছা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর উপজেলার কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, শার্শা উপজেলার শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর উপজেলার মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ উপজেলার বাখেরগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গৌরনদী উপজেলার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বরগুনার তালতলী উপজেলার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালীর রাঙ্গবালী উপজেলার মৌডুবী মাধ্যমিক বিদ্যালয়, নাটোরের লালপুর উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয়।

এ ব্যাপারে জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, স্কুলগুলো দ্রুত পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাব। শিক্ষক-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও স্থাবর-অস্থাবর সম্মতি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করব।




বাড়ি ফেরা আর হলো না ছবরিনের

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অটোরিক্সা থেকে পড়ে ছবরিন আক্তার (১১) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে রামগতি-সোনাপুর সড়কে উপজেলার মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ছবরিন আক্তার রামগতি রব্বানিয়া ফাযিল(ডিগ্রি) মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী ও বড়খেরী গ্রামের মাইন উদ্দিনের মেয়ে।
নিহত ছবরিন আক্তার কে আশঙ্কাজনক অবস্থায় বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়রা জানায়, মাদ্রাসা থেকে পরীক্ষা শেষে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিল ছবরিন। মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্নে গেলে অটোরিক্সা থেকে সে পড়ে যায়। এসময় বিপরিত দিক থেকে আসা লেগুনার সাথে ধাক্কা লাগে। দ্রুতগতির যাত্রীবাহী লেগুনাটি সদর আলেকজান্ডার থেকে রামগতি যাচ্ছিলো।
বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ইহ্তে শামুল গণি ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই ওই মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে।
বেপরোয়া অটোরিক্সা চালানোকে দায়ী করছেন স্থানীয়রা। এরআগেও রুপা নামের এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছেন। এভাবেই প্রতিনিয়ন চলছে বেপরোয়া অটোরিক্সা আর ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন উপজেলাবাসী।