বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এহছানুল হক মিলনের সমর্থকদের তালা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির জনপ্রিয় ও কারান্তরীণ নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে চূড়ান্ত মনোনয়ন না দেওয়ায় তার শতাধিক সমর্থক নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।

শনিবার দুপুরে তালা দেওয়ার আগে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তার সমর্থকরা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেনের পরিবর্তে এহছানুল হক মিলনকে মনোনয়ন দেয়ার দাবিতে মিলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

ঘটনাস্থলে তার স্ত্রী সাবেক মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবিও উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, দলের জন্য যারা কাজ করছে তাদের মূল্যায়ন করেনি বিএনপি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিশ্চিত কারাগারে যেতে হবে জেনেও মিলন দেশে এসে আত্মসমর্পণ করেছেন। এবং অন্ধকার কারাগারে দিনযাপন করছেন। তারপরও ত্যাগী এই নেতাকে উপেক্ষা করে কিভাবে মোশাররফ হোসেনকে মনোনয়ন দেওয়া হলো না তা নিয়ে তার সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এজন্য তারা স্ব উদ্যোগে এখানে এসে বিক্ষোভ করছে।




লক্ষ্মীপুর-০৪ আসনে ঐক্যফ্রন্টে রব, মহাজোটে মান্নান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ০৪ (রামগতি-লক্ষ্মীপুর) আসনে ঐক্যফ্রন্ট থেকে জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব ধানের শীষ ও মহাজোট থেকে  বিকল্পধারার মেজর আবদুল মান্নান নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন।




জোট-আওয়ামীলীগে চুড়ান্ত প্রার্থী যারা

ঢাকা: প্রথমে যেসব অাসনে দুইজন করে মনোনয়ন দেওয়া হয়েছিল সেসব অাসনে চূড়ান্ত প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ আসন ড. শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দিয়েছেন।

শুক্রবার (০৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চূড়ান্ত প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন- সৈয়দ অাশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), মো. মোজাফফর হোসেন (জামালপুর-৫), হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫), হাজী মো. সেলিম (ঢাকা-৭), অাকবর হোসেন পাঠান ফারুক (ঢাকা-১৭), ড. মহীউদ্দীন খান অালমগীর (চাঁদপুর-১), মা. নুরুল অামিন (চাঁদপুর-২), মুহম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), এ কে এম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), নিজাম উদ্দিন জলিল (নওগাঁ-৫), মো. শহিদুল ইসলাম বকুল (নাটোর-১), বি এম কবিরুল হক (নড়াইল-১), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), অা স ম ফিরোজ (পটুয়াখালী-২), তানভীর হাসান ওরফে ছোট মনির (টাঙ্গাইল-২) ও অাবুল কালাম অাজাদ (জামালপুর-১)।

এসব আসনে প্রাথমিকভাবে দুইজন করে প্রার্থী দিয়েছিলো আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে পাঁচটি, জাসদকে (ইনু) তিনটি, জাসদকে (আম্বিয়া) একটি, তরিকত ফেডারেশনকে দুটি, যুক্তফ্রন্টকে (বিকল্পধারা) তিনটি, জাতীয় পার্টিকে (জেপি) দুইটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ৫৫ থেকে ৬০ হবে।

চূড়ান্তভাবে মহাজোটের প্রার্থী তালিকা জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল (শনিবার) নির্বাচন কমিশনে চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে জেনে নিতে পারবেন।

এদিকে জোটের শরিকদলগুলোর প্রার্থীদের মধ্যে যারা নৌকা প্রর্তীকে নির্বাচন করবেন তাদের হাতেও চিঠি দেওয়া হয়েছে। তারা হলেন- জাসদের (আম্বিয়া) মঈনউদ্দিন খান বাদল (চট্টগ্রাম-৮), জাতীয় পার্টি (জেপি) রুহুল অামিন (কুড়িগ্রাম-৪), অানোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২)।

এছাড়া যুক্তফ্রন্টের (বিকল্পধারা বাংলাদেশ) এফএম শাহীন (মৌলভীবাজার-২), মেজর (অব.) এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪) এবং মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১) নৌকা প্রতীকে নির্বাচনের জন চিঠি পেয়েছেন।

নৌকা মার্কায় নির্বাচনের চিঠি পেয়েছেন- জাসদের শিরীন অাখতার (ফেনী-১), রেজাউল করিম তানসেন (বগুড়া-৪) ও হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), বাংলাদেশের ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেনন (ঢাকা-৮), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২) ও মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১)।




কমলনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন।

আমজাদ হোসেন আমু, কমলনগর-(লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের কমলনগরে ফজুমিয়ার হাট বাজারে  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।

বুধবার (০৫ ডিসেম্বর ) বিকেলে ফজুমিয়ার হাট  বাজারে এফভিপি এন্ড হেড অব হাজিরহাট শাখার ম্যানেজার ছানা উল্লাহ এজেন্ট ব্যাংকটি উদ্বোধনে শুভ সূচনা করেন।

উক্ত সভার সভাপতি, কোম্পানির ইভিপি এন্ড হেড অব জোন নোয়াখালী শাখার মোহাম্মদ রুকন উদ্দিন জানান, এজেন্ট ব্যাংকটি কমলনগরের হাজির হাট ইসলামী ব্যাংকের তত্ত্বাবধানে চলবে।

তিনি বলেন, এখানে ব্যাংকিং হিসাব খোলা,টাকা আদান-প্রদান, বিদেশ থেকে টাকা লেনদেন,ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ,খিদমাহ কার্ড,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ ব্যাংকিং খাতের উন্নয়ন সম্পর্কে আলোচনা রাখেন।

প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন । বিশেষ অতিথি,কমলনগন থানার ইনচার্জ মো. ইকবাল হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আহং, বাজার সভাপতি হিরণ হাওলাদার, উপজেলা আ,লীগের সহ-সভাপতি শফিকুল্লাহ,প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, মাতাব্বর নগর মাদ্রাসা অধ্যক্ষ মাঃ আলী হোসেন ,এজেন্ট ব্যাংকিং ভাই ভাই ট্রের্ডাসের স্বতাধিকার সালমা আকতার সহ প্রমুখ।

সভা শেষে সবাই লাল ফিতা কেটে ব্যাংকটি উদ্বোধন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ মাকসুদুর রহমান। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ও মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।




খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলার র‌্যালী ও আলোচনা

আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর: “সাসটেইনেবল এগ্রিকালচার এন্ড লিংকেজেস” (সফল) শ্লোগানে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা লক্ষ্মীপুরের কমলনগরে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। বুধবার(৫ ডিসেম্বর) সকালে কমলনগর উপজেলা প্রাঙ্গনে সলিডারিডার্ড নেটওয়ার্ক এশিয়া এ মেলার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল ওয়াজেদ তালুকদার, কৃষি কর্মকর্তা মোঃ ইকতারুল ইসলাম, সমাজ সেবা কমকর্তা মোঃ মাসুদ, সলিডারিডাড কৃষিবিদ মোঃ সাইফুল্লাহ ,কৃষকদের পক্ষে ইউছুফ আলী, মোঃ আনোয়ার হোসাইন, মোঃ মাহবুবসহ প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সয়াবিন হচ্ছে উপকূলীয় অঞ্চলের একটি পুষ্টিকর খাদ্য। অধিক সয়াবিন উৎপাদনে দেশে পুষ্টিকর খাদ্য নিরাপত্তা বিধান করা যায়। সয়াবিনের খাদ্য হৃদরোগ সহ নানা রোগে উপকার সাধন করে। এছাড়াও নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নিউট্রিশিন অফিসার, ডাঃ মোতাহেরুল ইসলাম তানিয়া বলেন, সয়াবিন একটি অধিক পুষ্টিকর খাদ্য। এটি দিয়ে পুষ্ঠিকর খাদ্য তৈরি করা যায়। সয়াবিনে ৪২-৪৪ শতাংশ পুষ্ঠি থাকে। যাহা মানবদেহে অধিক পুষ্টির জন্য প্রয়োজনীয়।

সভার সভাপতি ও প্রোগ্রামের ম্যানেজার মোঃ আতিকুজ্জামান বলেন, আমরা কাজ করি-কিভাবে অধিক সয়াবিন উৎপাদন করা যায়। সয়াবিন দিয়ে কি কি পুষ্টিকর খাদ্য তৈরি করা যায়। পুষ্টিকর খাদ্য কিভাবে খাদ্য নিরাপত্তা বিধান করেন। সয়াবিনে অধিক উৎপাদনে পরিবেশ সুন্দর রাখে। সয়াবিন উৎপাদনে কৃষকদের বিভিন্ন সুধিবা-অসুবিধা নিয়েও পরামর্শ প্রদান। এছাড়াও সয়াবিন সম্পর্কে নানাবিধ পরামর্শ দেওয়া হয়।

সভা পরিচালনা করেন, মোঃ নিজাম উদ্দিন, বার্তা সম্পাদক সাম্প্রতিক স্বদেশ, লক্ষ্মীপুর। আলোচনা শেষে খাদ্য নিরাপত্তা ও পুষ্ঠি মেলার স্টল পরিদর্শন করে অতিথিবৃন্দ।




আ স ম রব- মেজর মান্নানের মনোনয়নপত্র বৈধ

লক্ষ্মীপুর:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের দুই হেভিওয়েট প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আবদুর রব ও মহাজোটের শরিক বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে আ স ম রব, মেজর (অব.) মান্নান ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহসহ আটজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে




ভোটের মাঠে ‘হিট আউট’

ঢাকা: ভোটের মাঠে লড়াইয়ে নামার আগেই নিজের দোষ-গাফিলতিতে মনোনয়নপত্র বাতিল হয়েছে অনেক হেভিওয়েট প্রার্থীর। লড়াই জমার আগেই যেন শেষ হয়ে গেলো। বিএনপি-জাতীয়পার্টিসহ বিভিন্ন দলের স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্য ঝুলছে এখন আপিলের ফলাফলের উপর।

রোববার (২ ডিসেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের বড় বড় নেতার মনোনয়নপত্র বাতিলের মধ্যদিয়ে ধাক্কাটা শুরু হয়। ঢাকা-১ আসনে বিএনপির একজন প্রার্থীও টেকেননি। ফলে ভোটের লড়াইয়ের আগেই একটি আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী বিজয়ের পথে এগিয়ে গেলেন এক ধাপ। যদিও আসনটিতে এখনো মহাজোটের চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হয়নি।

সেক্ষেত্রে কে হচ্ছেন এই আসনে আগামী দিনের আইনপ্রণেতা তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। কেননা ওইদিন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেদিন যদি আওয়ামী জোটের একক প্রার্থী থাকেন তাহলে সেক্ষেত্রে আবারও বিনা ভোটে আইনপ্রণেতা হতে যাচ্ছেন জোটের কেউ।

এখানেই শেষ নয়, যাদের মনোয়নপত্র বাতিল করা হয়েছে তাদেরও সুযোগ থাকছে। এই পর্বে যারা বাতিল হয়েছেন তারা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন। আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বরের মধ্যে আপিল করা যাবে। এরপর ৬, ৭ ও ৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তি হবে। সেক্ষেত্রে যাদের ছোটখাটো ভুল রয়েছে সেগুলো মার্জনা করে ফের প্রার্থিতা বহাল রাখার সুযোগও থাকবে।

যদি রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করেও প্রার্থিতা বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। সেখান থেকে নিষ্পত্তি হওয়ার পরে কেউ যদি আবার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সেক্ষেত্রে আপিল বিভাগে আবেদনের পর নির্বাচিত হওয়ার পরেও প্রার্থিতা বাতিলের সুযোগ রয়েছে আইনে।

প্রাথমিকভাবে প্রথম পর্বেই মাঠের বাইরে চলে গেলেন অনেক বড় বড় নেতা, আলোচিত মুখ। বাদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রী, এমপিও রয়েছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দি বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম)  আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দুর্নীতির দুই মামলায় সাজার কথা উল্লেখ করে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রোববার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে  রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান তা বাতিল ঘোষণা করেন।
শুনানির সময় তিনি বলেন, খালেদা জিয়া দু’টি মামলায় সাজাপ্রাপ্ত। জনপ্রতিনিধি অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। খালেদা জিয়া ফেনী ছাড়াও বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। একই কারণে সেই আসন দু’টিও বাতিল করা হয়েছে। যদিও বগুড়া-৬ থেকে বিকল্প প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের আরেক নেতা কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইল-৮ আসনের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তার বাতিলের কারণ দেখানো হয়েছে ঋণখেলাপি। এরআগেও এই আসনে দশম সংসদের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তখনও একই কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।

ঢাকা-১ আসনে ধানের শীষে কোনো প্রার্থীই আর টিকে নেই। এখানে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো প্রার্থীর মনোনয়নই গ্রহণ করা হয়নি। এই আসনে বিএনপির পক্ষে মনোনয়ন জমা দিয়েছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ফাহিমা হোসাইন জুবলী ও নাজমুল হুদার সাবেক প্রেস সেক্রেটারি তারেক হোসেন। এদের কারও মনোনয়নই টেকেনি।

প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছেন পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

মামলার কারণে সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন ও তার ছেলে মীর মো. হেলাল উদ্দিনের চট্টগ্রাম-৫ আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে এখানেও ধানের শীষের প্রার্থিতা সংকট দেখা দিয়েছে।

শুধু এমপি হওয়ার জন্য শেষ মুহূর্তে দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দেন টক শো’র আলোচিত মুখ গোলাম মাওলা রনি। যিনি গত সিটি করপোরেশন নির্বাচনে ডিএনসিসিতে মেয়র আনিসুল হকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে ১৮৬১ ভোট পেয়ে জামানত হারান। এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট করার সিদ্ধান্ত নেন।

তবে এতো দৌড়াদৌড়ির মধ্যে নিজের হলফনামায় স্বাক্ষর করতেই ভুলে গেছেন সাবেক এই আওয়ামী লীগ নেতা। যে কারণে তার মনোননপত্র বাতিল করা হয়েছে। একই কারণে হবিগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

এই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে ঋণখেলাপির কারণে। হলফনামায় স্বাক্ষর না থাকায় বাদ পড়েছেন মহাজোটের আরেক প্রার্থী বর্তমান এমপি ও বিরোধীদল জাতীয় পার্টির হুইপ সেলিম উদ্দিন। তিনি সিলেট-৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়। সেই গণজাগরণ মঞ্চ থেকে আলোচনায় আসেন ডা. ইমরান এইচ সরকার। যিনি পরবর্তীতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়েকে বিয়ে করে পুনরায় আলোচনায় আসেন। এবার একাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আইনে আছে কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে তাকে ওই আসনের মোট ভোটার কমপক্ষে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে। এক্ষেত্রে ইমরান এইচ সরকার সেই শর্ত পূরণ করেননি। ফলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

একই কারণে বগুড়া-৪ আসনের তারকা আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি যে ভোটারদের তালিকা জমা দিয়েছিলেন তাদের মধ্যে তিনজন ভুয়া ভোটার ছিল। ঋণখেলাপির কারণে বাতিল হয়েছে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য এম এ আউয়ালের মনোনয়ন।

এই তালিকা আরও দীর্ঘ। তবে এদের কেউ হয়তো আপিলে টিকে যাবেন। কিন্তু আইনি জটিলতায় বিশেষ করে যাদের দুই বছরের বেশি সাজা আছে তাদের মনোনয়নপত্র শেষ পর্যন্ত নাও টিকতে পারে। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।




কমলনগরে জেএসসিতে গ্লোবাল স্কুল এন্ড কলেজ সেরা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে গ্লোবাল স্কুল এন্ড কলেজ জেএসসি পরীক্ষায় উপজেলার সেরা ফলাফল অর্জন করেছেন। এমন ফলাফলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষানুরাগীরা অভিভূত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বিদ্যালয় সূত্রে জানাযায়, চলতি জেএসসি পরীক্ষায় গ্লোবাল স্কুল থেকে ৪জন গ্লোডেন এ-প্লাস, ১২জন এ-প্লাস পায়। অত্র প্রতিষ্ঠান থেকে ৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৫৫ জন পাস করে। ফলাফলের দিক দিয়ে কমলনগর উপজেলার অন্যসব বিদ্যালয় থেকে এগিয়ে এই বিদ্যালয়।
গ্লোবাল স্কুল এন্ড কলেজের সভাপতি মাস্টার হুমায়ুন কবির ও অধ্যক্ষ মোস্তাক আহমেদ জানান, এ ফলাফলে সবাই সন্তুষ্ট ও আগামীতে সাফল্য ধরে রেখে শতভাগ পাসের প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে গ্লোবাল স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু হয়। ওই বছরে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা চলতি বছরের জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথমবারের মত জেএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে শিক্ষার্থীরা। কুমিল্লা শিক্ষাবোর্ডের অনুমোদনের প্রেক্ষিতে ২০১৮ সাল থেকে ৯ম শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরু হবে।




লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার মুক্তির দাবীতে মানববন্ধন

পরে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসময় বক্তাদের দাবী হৃদয় সাহা খুনের ঘটনার সাথে জড়িত নয়, তাকে ষড়ষন্ত্রমূলক ভাবে জড়ানো হয়েছে। অবিলম্বে হৃদয় সাহার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবী জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্র্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।




লক্ষ্মীপুরে জেএসসি পরীক্ষা ফেল ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে সানজিদা সুলতানা শ্রাবন্তী নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
(আজ) রবিবার সকাল ৯ টার দিকে নিহতের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে ভোরে তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে শ্রাবন্তী আত্মহত্যা করে বলে পরিবার সুত্রে জানা যায়। নিহত ওই ছাত্রী সদর উপজেলার চরুরুহিতা গ্রামের মো. শাহীনের মেয়ে ও স্থানীয় রসুলগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতের চাচা মাহবুবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তবে ক্যামরার সামনে কতা বলতে রাজি হননি কেউ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।