এসএসসি/সমমানের ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা পেছালো

ঢাকা: বিশ্ব ইজতেমার কারণে সারাদেশে এসএসসি ও সমমানের তিনদিনের পরীক্ষা পেছানো হয়েছে। ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাগুলো আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এবং ২ মার্চ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি (বুধবার) এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা ২ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমায় যাতে শিক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতে সমস্যা না হয় সে বিষয়টি মাথায় রেখে পরীক্ষাগুলো পেছানো হয়েছে বলে জানান এক কর্মকর্তা।

প্রতিবার জানুয়ারিতে দু’দফায় তিনদিন করে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও এবছর তাবলীগের দুইপক্ষের বিবাদের পর কালক্ষেপণ নিয়ে একসঙ্গে ১৫-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই জমায়েত অনুষ্ঠিত করতে যাচ্ছে সরকার।

গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত লিখিত বা তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিলো। তত্ত্বীয় পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

আগামী ১৬ ফেব্রুয়ারি শনিবার আটটি সাধারণ বোর্ডে সকালে রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা ছিলো। এদিন মাদরাসা শিক্ষা বোর্ডে সকালে বাংলা প্রথম পত্র।

১৭ ফেব্রুয়ারি রোববার সকালে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা ও সংগীত এবং বিকেলে আরবি, সংস্কৃত, পালি, কর্মমুখী শিক্ষা, কম্পিউটার শিক্ষা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, বেসিক ট্রেড এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষার শিডিউল ছিলো। এদিন মাদরাসা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র।

আর ১৮ ফেব্রুয়ারি সোমবার সকালে জীব বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিলো। আর মাদরাসা বোর্ডে পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, মানবিক, উর্দু, ফার্সি বিষয়ে পরীক্ষা ছিলো। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডে এইদিন কয়েকটি বিষয়ের পরীক্ষা ছিলো।

শেষদিন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে সারাদেশ থেকে মুসল্লিদের পাশাপাশি বিদেশি অতিথিরাও অংশ নেন। ফলে রাস্তায় কোনো কোনোস্থানে হাঁটার জায়গাও থাকে না। এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছিল।




কমলনগরে কেপিএলে উপজেলা একাদশের জয়

আমজাদ হোসেন আমু,কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে কমলনগর প্রিমিয়ার লীগ (কে পি এল) ক্রিকেট টুনামেন্টে উদ্ভোধনী ম্যাচে সুপারওভারে উপজেলা একাদশ ৪ রানে জয় পেয়েছে।

আজ রবিবার কমলনগর ক্রিকেট টুনামেন্ট (কেপিএল) এর প্রথম উদ্ভোবনী ম্যাচে কমলনগর উপজেলা একাদশ বনাম হাজির হাট একাদশের খেলা অনুষ্ঠিত হয়। এতে হাজির হাট একাদশ টসে জিতে ব্যাট করতে উপজেলা একাদশকে আমন্ত্রণ জানান। উপজেলা একাদশ ব্যাট করে ১৬০ রানের ইনিংস শেষ করেন। হাজির হাট একাদশ ব্যাট করতে নেমে ১৬০ রান করে ম্যাচকে ড্র তে পরিনত হয়। পরে সুপারওভারে প্রথমে উপজেলা একাদশ ১৩ রান করলে হাজিরহাট একাদশ ৯ রান তুলে ইনিংস শেষ করে। উপজেলা একাদশ ৪ রানে ম্যাচ জিতে নেন। ২২ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তোফায়েল আহমেদ।
উদ্ভোবনী অনুষ্ঠান শেষে খেলাটি হাজির হাট সরকারী উপকূল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।




কমলনগরে দুই মরদেহ উদ্ধার

কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে আলাদা জায়গা থেকে দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ ফেব্রুয়ারী) চর কাদিরা ও মেঘনা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. কবির হোসেন চর কাদিরা ইউনিয়নের আবদুল মালেকের ছেলে ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

কমলনগর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, সকালে চর কাদিরা আশ্রয়ণ কেন্দ্র থেকে কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

দুপুরে মেঘনা নদীর পাটোয়ারীহাট অংশে ভেসে আসা আরেকটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




গণিত প্রশ্নফাঁস: কোচিং পরিচালক ও কেন্দ্রসচিবের কারাদণ্ড

এসএসসির গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে টাঙ্গাইলের একটি কোচিং সেন্টারের পরিচালকসহ ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এ ঘটনা ঘটে।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ জানান, এসএসসির গণিত পরীক্ষা শুরুর দশ মিনিট আগেই ঘাটাইল উপজেলা সদর থেকে শ্যামল কোচিং সেন্টারের পরিচালক শ্যামল সাহা এবং সাগরদিঘি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি কর্মচারী আব্দুর রহমানকে নৈর্ব্যত্তিক প্রশ্নসহ আটক করে পুলিশ। প্রশ্নফাঁসের সাথে একই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব হুমায়ুন খালিদের যোগসাজশ চিহ্নিত করে পুলিশ। হুমায়ুন খালিদ শ্যামল কোচিং সেন্টারের অন্যতম পরিচালক। তিনি তারই স্কুলের দপ্তরি আবদুর রহমানকে দিয়ে কোচিং সেন্টারের মালিক শ্যামল সাহার কাছে প্রশ্নপত্র পাঠান। পুলিশ দপ্তরি ও শ্যামল সাহাকে আটক করে।

দিলরুবা আহমেদ জানান, প্রশ্নফাঁসের সাথে কেন্দ্র সচিবের যোগসাজশ চিহ্নিত হলে ম্যাজিস্ট্রেট এম আল মামুনের নেতৃত্বে শ্যামল ও হুমায়ুন খালিদকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়। মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় পিওন আবদুর রহমানকে।



ইংরেজি প্রশ্নফাঁস: ৩ মাদরাসা শিক্ষকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দাখিল পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তিন শিক্ষককে ১৫ দিন করে ও এক ফটোকপি দোকানিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত শিক্ষকরা পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে  ফটোকপির দোকানে প্রশ্ন পাঠান।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মেহারী উবাইদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল কাইয়ূম (৪২), নুরুল আমিন (৪০) ও  হাফিজুল ইসলাম (২৫) এবং ফটোকপি দোকান মালিক মহসিন রিফাত।

ইউএনও হাসিনা ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩৩৩ নম্বরে কল পেয়ে ওই কেন্দ্রের পাশে একটি ফটোকপি দোকানে অভিযান পরিচালনা করে ইংরেজি প্রথমপত্র প্রশ্ন ও নকল পাওয়া যায়। ওই দোকান মালিক মহসিন রিফাতকে আটকের পর তিনি জানান—তিন শিক্ষক এ প্রশ্ন ও উত্তর সরবরাহ করেছেন। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ওই তিন শিক্ষককে আটক করে ১৫ দিনের ও দোকান মালিককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

পরে তাদের কসবা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলেও জানান নির্বাহী এ ম্যাজিস্ট্রেট।




তামিমের ব্যাটে কুমিল্লার দ্বিতীয় শিরোপা জয়

ম্যাচের শেষ বলটি মাঠে গড়াতেই তামিম ইকবালকে কাঁধে নিয়ে কিছু দূর অতিক্রম করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক কতকর্তা। যেন মাঠে উপস্থিত সবাইকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই আমাদের শিরোপা জয়ের নায়ক। সত্যিই তো তাই ৬১ বলে অপরাজিত ১৪১ রানের ঝকঝকে ইনিংস খেলে কুমিল্লাকে দ্বিতীয় শিরোপা এনে দিয়েছেন এই ড্যাশিং ওপেনারই।

অথচ এ নিয়ে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে শেষ হাসি কে হাসবে তা নিয়েই ছিল নানা উৎকন্ঠা, নানা প্রশ্ন। উত্তরটার জন্য মাঠে লড়েছেন দুই ফাইনালিস্ট ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকার চার নম্বর শিরোপা নাকি কুমিল্লার দুই নম্বর শিরোপা। শেরে বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়নের তকমাটা শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সে গায়েই লেগে গেল।বিপিএল ক্রিকেটের ষষ্ঠ আসরে ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

২০০ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান সুনীল নারাইন। এরপর দ্বিতীয় উইকেটে উপুল থারাঙ্গার সাথে জুটি বাঁধেন রনি তালুকদার। দু’জনেই ব্যাট চালাতে থাকেন সাবলিল ভঙ্গিতে।কঠিন ম্যাচটিকে হাতের মুঠোয় নিয়ে আসেন। পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভারে তোলেন ৭১ রান। থারাঙ্গা-রনির জুটি থেকে আসে ৫২ বলে ১০২ রান। ২২ বলে ৩৯ রানে ইনিংস খেলে আউট হন উপুল থারাঙ্গা। তবে রনি তালুকদার ২৬ বলে তুলে নেন অর্ধ-শতক।

থারাঙ্গা-রনির সাথে তাল মেলাতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। ৫ রান করে দলীয় ১২০ রানে ওহাব রিয়াজের বলে সাজঘরে ফেরত যান সাকিব। দলীয় ১২১ রানে ৩৮ বলে ৬৬ রানে করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন রনি তালুকদার।আন্দ্রে রাসেল ৪ রান করে বিদায় নিলে বিপদের আভাস পায় ঢাকা ডায়নামাইটস। সেই বিপদ নামক শব্দটি আরোও স্পষ্ট হয় কাইরন পোলার্ডের বিদায়ে। ১৫ রান করে ওহাব রিয়াজের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পোলার্ড।

স্কোর বোর্ডে তখন ৬ উইকেটে ১৪১ রান। শুভাগত হোম শূন্য রানে আউট হলে শেষ হয়ে যায় ঢাকা ডায়নামাইটসের জয়ের আশা। শেষ দিকে নুরুল হাসান ও মাহমুদুল হাসান ব্যাট চালিয়ে রান পেলেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া সেই রান কোনো কাজে আসেনি।শেষ ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ২২ রান। ৯ উইকেট ১৮২ রানে থেমে যায় ঢাকা ডায়নামাইটসের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কুমিল্লার ইনিংসে আঘাত করেন রুবেল হোসেন। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার এভিন লুইসকে এলবি ডব্লিউ’র ফাঁদে ফেলেন তিনি। তবে রিভিউ নিয়েও রক্ষা পাননি লুইস। দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা সামাল দেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। ৮৯ রানে আসে তামিম-বিজয়ের ব্যাট থেকে। তামিম বেশি আক্রমণাত্মক ছিলেন। ৩১ বলে অর্ধশতক তুলে নেন তামিম।আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ব্যক্তিগত ২৪ রান করে দলীয় ৯৮ রানে আউট হন বিজয়। রান আউট হয়ে দ্রুত প্যাভিলিয়নে ফেরত যান শামুসর রহমান। এরপরই মিরপুরে নেমে আসে তামিম ঝড়। ঢাকার বেলারদের ওপর ব্যাট হাতে শাসন করতে থাকেন তামিম। স্ট্রোকের ফুলঝুড়ি ছোটাতে থাকেন তামিম। তুলে নেন অসাধারণ এক সেঞ্চুরি।  প্রথম পঞ্চাশ করতে যেখানে বল খেলেছেন ৩১টি সেখানে দ্বিতীয় পঞ্চাশ করতে বল খেলেছেন ১৯টি।

১০টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ৫০ বলে তুলে নেন এবারে বিপিএলের ষষ্ঠ সেঞ্চুরি। প্রথমবার ফাইনাল খেলতে নেমেই সেঞ্চুরি পেলেন তামিম। স্ট্রাইক রেট ছিল ২৩১.১৪। থিসারা পেরেরা, শহীদ আফ্রিদির মতো বিধ্বংসী ব্যাটসম্যানদের ক্রিজে নামার সুযোগই দেননি তামিম। তামিমের ৬১ বলে ১৪১ রানের ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি টর্নেডো ইনিংসে ভর করে ২০ ওভারে ১৯৯ রানে বিশাল স্কোর দাড় করায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।বিধ্বংসী ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন তামিম ইকবাল। তবে ২৩ উইকেট নিয়ে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ে টুর্নামেন্ট সেরা হন ঢাকার অধিনায়ক সাকিব।




তামিম ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা সাকিব

পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অন্যদিকে, পঞ্চমবারের মতো ফাইনালে উঠে দ্বিতীয়বারের মতো রানার্স আপ হলো ঢাকা। এর আগে তিনবার শিরোপা জিতেছে তারা।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেন কুমিল্লার ওপেনার তামিম ইকবাল। ৬১ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। এবারের বিপিএলে দ্বিতীয় সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান তামিম ইকবাল। ১৪ ম্যাচ খেলে ৪৬৭ রান করেছেন তিনি। তার দুইটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে।

অন্যদিকে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ১৫ ম্যাচ খেলে ব্যাট হাতে তিনি করেছেন ৩০১ রান। তিনি হাফ সেঞ্চুরি করেছেন দুইটি। বল হাতে তিনি নিয়েছেন ২৩টি উইকেট। তিনিই এবারের আসরের সেরা উইকেটশিকারি বোলার।




আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে ৪১ জনের নাম ঘোষণা

আওয়ামী লীগ থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে নামের তালিকা তুলে ধরেন।

ওবায়দুল কাদের জানান, কুমিল্লা থেকে আনজুম সুলতানা, বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে মিসেস হোসনে আরা, গাজীপুর থেকে রুমানা আলি, ব্রাহ্মণবাড়িয়ার উম্মে ফাতেমা নাজমা বেগম, নেত্রকোনার হাবিবা রহমান খান শেফালী, পিরোজপুরের শেখ এ্যানি রহমান, টাঙ্গাইলের অপরাজিতা হক, সুনামগঞ্জের শামীমা আক্তার খানম, গাজীপুরের শামসুন্নাহার ভূঁইয়া, মুন্সিগঞ্জের ফজিলাতুন নেসা, নীলফামারী রাবেয়া আলীম, নরসিংদীর তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জের নার্গিস রহমান, ময়মনসিংহের মনিরা সুলতানা, ঢাকার নাহিদ ইজহার খান, ঝিনাইদহের খালেদা খানম, বরিশালের সৈয়দা রুবিনা মিরা, চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান, পটুয়াখালীর কাজী কানিজ সুলতানা, খুলনার ঝর্না সরকার, ঢাকার সুবর্ণা মোস্তাফা, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালীর ফরিদা খানম সাকী, খাগড়াছড়ির বাসন্তী চাকমা, কক্সবাজারের কানিজ ফাতেমা আহমেদ, ফরিদপুরের রুশেনা বেগম, কুষ্টিয়ার সৈয়দা রাশিদা বেগম, মৌলভীবাজারের সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহীর আনজুম মিতা, কুমিল্লার আরমা দত্ত, খুলনার শিরিনা নাহার, চাঁদপুরের ফেরদৌসী ইসলাম জেসী, শরীয়তপুরের পারভীন হক সিকদার, রাজবাড়ির নুসরাত, ঢাকার শবনম জাহান শিলা, চট্টগ্রামের খাদিজাতুল আনোয়ার, নেত্রকোনার জাকিয়ার পারভীন খানম, মাদারীপুরের তাহমিনা বেগম, ঢাকার শিরীন আহমেদ ও জিন্নাতুল সংরক্ষিত আসনে মনোনীত হয়েছেন।
বিকাল সাড়ে ৪ টা থেকে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা এই প্রতিবেদন লেখার পরও চলে। সভায় দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
এবার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন ১৫১০ জন।

গত ১৫ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই ফরম বিক্রি করে দলটি। বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে মহিলা আসন বণ্টন করা হয়। প্রতি ৬টি আসনের বিপরীতে যে কোনো দল বা জোট ১টি সংরক্ষিত আসন পেয়ে থাকে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার ৫০টি সংরক্ষিত আসন বণ্টন করা হবে।

ইসি সচিব এ বিষয়ে জানিয়েছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি। কিন্তু আওয়ামী লীগ ৪১ জনের নাম ঘোষণা করেন। জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, অন্যান্য দল ১টি (ওয়ার্কার্স পার্টি) ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পাবেন।




বিপিটএলের ফাইনালে ঢাকাকে ২০০ রানের লক্ষ্য দিল কুমিল্লা

ড্যাসিং ওপেনার তামিম ইকবালের ঝড়ো সেঞ্চুরিতে বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ২০০ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার সন্ধ্যা ৭টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯৯ রান সংগ্রহ করে কুমিল্লা।

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ৬১ বলে ১৪১ রানে অপরাজিত থাকেন।
ইনিংসের শুরুতেই ইনফর্ম ব্যাটসম্যান এভিন লুইসকে (৬) হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। পরে এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে প্রথমে সাবধানী ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এগিয়ে নেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। এরপর চাপ কাটিয়ে ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি।

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৭টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ায় বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল। এতে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে প্রতিপক্ষ কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই এভিন লুইসকে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাকে এলবিডব্লিওয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান টাইগার গতি তারকা রুবেল হোসেন।

ওপেনিংয়ে নেমে আউট হওয়ার আগে ৭ বলে ১ বাউন্ডারিতে ৬ রান করেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান এভিন লুইস। বিজয় আউট হন ২৪ রানে। এছাড়া শামসুর রহমান ০ রানেই রান আউটে কাটা পড়েন।




কমলনগরে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় শারমিন।

লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেধাবী ও যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছে শারমিন জাহান অরিণ।

ইতোমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা ভোটের মাঠে নেমে পড়েছেন। শারমিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে প্রার্থীতা পেতে দলীয় কার্যালয় ফরম জমা দেন।

শারমিন মুক্তিযোদ্ধা মরহুম শাহাজান কমান্ডারের পুত্র উপজেলা যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্তর সহ-ধর্মিনী। তিনি চর লরেন্স খোকন চেয়ারম্যান বাড়ির জহিরুল ইসলাম কচির মেয়ে। তিনি চর লরেন্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএসএস (ডিগ্রি) পাশ করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে শারমিন ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার প্রচার-প্রচারণা উপজেলাব্যাপী,ফেইসবুক, পোস্টার, ব্যানারে চেয়ে গেছে। এছাড়াও তাকে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। উপকূলীয় এ জনপদের অবহেলিত নারীদের উন্নয়নে কাজ শুরু করেছেন। নদী ভাঙন কবলিত এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।

জানতে চাইলে শারমিন জাহান অরিন বলেন, নির্বাচনী মাঠে জনগণের কাছে ব্যাপক সাড়া পেয়েছি। নদী ভাঙন কবলিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এ এলাকার অবহেলিত নারী সমাজের উন্নয়নের কাজ করছি। আগামীতেও তাদের সাথে নিয়ে কাজ করতে চাই। সামাজিক ব্যাধি নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধে কাজ করবো।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পাবো বলে আশা করি।