কমলনগরে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লক্ষ্মীপুর: পঞ্চম উপজেলা নির্বাচনে তৃতীয় দফায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে চেয়ারম্যান পদে ০৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ০৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৫জন সহ মোট ১৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা কমলনগর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা বেগম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন বাপ্পি, আহসান উল্লাহ হিরন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রহমান দিদার, সাংবাদিক আবদুর রাজ্জাক ও প্রবাসী নুরুল আমিন অপি, বিকল্পধারার নেতা  নুর হোসেন টিপু।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা হাজী মনিরুল হক, আওয়ামীলীগ নেতা ওমর ফারুক সাগর, যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজ, আলাউদ্দিন সবুজ, জাহেদুল ইসলাম রনি, ওলামালীগ নেতা মো. ই¯্রাফিলসহ,  ৭জন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেত্রী সাজেদা আক্তার সুমী, শারমিন আক্তার অরিন, আওয়ামীলীগ নেত্রী শাহাদা আক্তার শাহিদা, রুক্সি ও সুলতানাসহ ৫জন মনোনয়নপত্র জমা দেন।




কমলনগরে সাত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ 

কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান -ভাইস চেয়ারম্যান পদে সাত প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে সাতজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা ১৪ দলীয় ঐক্যজোটের সভাপতি এড.আনোয়ারুল হক, সাবেক মহিলা লীগ নেত্রী রেবেকা মহসিন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আ,লীগ সদস্য হাজ্বী মনিরুল হক, সাবেক যুবলীগ সভাপতি ফজলুল হক সবুজ,কেন্দ্রীয় ওলামা লীগ সম্পাদক মাঃ ঈসরাফিল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আ,লীগ সভাপতি সাজেদা আক্তার সুমি,সাবেক আ,লীগ নেতা সহ-ধর্মিনী নাজমুন নাহার সুলতানা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে মঙলবার পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরা হলেন,  পুরুষ ভাইস -চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক সাগর, আ,লীগ নেতা আলা উদ্দিন সবুজ ও সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সদস্য ও  যুবলীগ নেতার সহ-ধর্মিনী শারমিন জাহান অরিন এবং সাবেক মহিলা আ,লীগ নেত্রী রোখসানা আকতার রক্সী ফরম সংগ্রহ করেন।
উপজেলা নির্বাচন অফিস সহকারী মোঃ ইকবাল হোসেন জানান, এ পর্যন্ত চেয়ারম্যান -পুরুষ,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রসঙ্গত, আগামী ২৪ মার্চ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।



শিগগিরই ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি

ঢাকা:

এমপিওভুক্তির জন্য দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে বিচেনা করা হয়েছে। শিগগিরই ধাপে ধাপে এমপিওভুক্তির কাজ শুরু করা হবে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করে প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দিয়েছে। সাড়ে ৯ হাজার আবেদন আসে। এর মধ্যে থেকে দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। যে ধরনের তথ্য চাওয়া হয়েছিল প্রতিষ্ঠানগুলো সেগুলো পূরণ করেছে। কম্পিউটারাইজড প্রক্রিয়ায় এটা করা হয়েছে। এর ভেতর থেকে অর্থপ্রাপ্তি সাপেক্ষে ধাপে ধাপে এমপিওভুক্তি করা হবে।

‘সবগুলো একসঙ্গে পারবো না। ইতোমধ্যে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। শিগগিরই এমপিওভুক্তির কাজ শুরু করতে পারবো।’

আওয়ামী লীগের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে সময়োপযোগী ও যথাযথ ব্যবস্থা নেওয়ার ফলে ২০১৮ সালের জেএসসি, এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নফাঁস হয়নি। এমনকি প্রশ্নফাঁসের গুজবও ছড়ায়নি। ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের বিষয়ে সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব রয়েছে। প্রস্তাবগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বাস্তবতার নিরিখে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে। শিক্ষামন্ত্রণালয় থেকে পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।




রামগতিতে আনসার কমান্ডারের ওপর হামলা, গ্রেফতার হয়নি কেউ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়ন আনসার কমান্ডার মোতাহের হোসেনের ওপর হামলার ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ।
রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত মামলার আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরআগে গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে উপজেলার চর বাদাম ইউনিয়নের চর সীতা গ্রামে মোতাহের কামান্ডারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আহত মোতাহের ছেলে মো. মনির। মামলায় ৮জনকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন একই গ্রামের মমিন উল্লাহ তার ছেলে ফয়সল ও রাসেলসহ তাদের লোকজন মোতাহের হোসেনের পুকুর থেকে জোরপূর্বক পানি সেচ দিতে থাকে। এসময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন মোতাহেরকে কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের লোকজন তাকে বাঁচাতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য মোতাহের কমান্ডারকে নোয়াখালি হাসপাতালে পাঠানো হয়।
রামমগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।




রাজধানীর ৪০ প্রতিষ্ঠান এসএসসির ফরম পূরণে নিয়েছে অতিরিক্ত ২৩ কোটি টাকা

ঢাকার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করেছে বলে প্রমাণ পেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। ৪০টি প্রতিষ্ঠান ২৩ কোটি ৫৫ লাখ ৮ হাজার ৮৮০ টাকা অতিরিক্ত ফি আদায় করেছে পরীক্ষার্থীদের কাছ থেকে। প্রতিষ্ঠানগুলো প্রায় সাড়ে ৬ হাজার পরীক্ষার্থীর কাছ থেকে ১০ লাখ থেকে সর্বোচ্চ প্রায় ২৫ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত ফি আদায় করেছে বলে মাউশি অধিদফতরের ১১টি মনিটরিং টিমের প্রতিবেদনে প্রমাণ হয়েছে। গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে। এর আগে এই পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগ খতিয়ে দেখতে গত ২০ নভেম্বর মাউশি অধিদফতর ১১টি অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলের জন্য একটি করে কমিটি গঠন করে। প্রতিটি কমিটিতে তিন জন করে সদস্য রাখা হয়। এসব কমিটি সরেজমিনে পরিদর্শন করে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে প্রতিবেদন দেয়। এর মধ্যে বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় এ সম্পর্কে তথ্য দেয়নি। অভিযুক্ত প্রতিষ্ঠানের মধ্যে সরকারি হাইস্কুলও রয়েছে। তবে বেশির ভাগই প্রাইভেট, এমপিওভুক্ত ও ট্রাস্ট পরিচালিত।

মাউশি’র মনিটরিং প্রতিবেদনে বলা হয়েছে, ফরম পূরণে শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা নিয়েছে বলে অভিযুক্ত প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে অনেক প্রতিষ্ঠান দাবি করেছে, তারা টাকা ফেরত দিয়েছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানের দাবি, তারা রেজ্যুলেশন করে টাকা আদায় করেছেন।

এ ব্যাপারে মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান সংবাদকে বলেন, ‘আমরা ৪০টি টিমের প্রতিবেদন পেয়েছি। পরবর্তী পদক্ষেপের জন্য এগুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় যেভাবে বলবে সেভাবেই ব্যবস্থা নেয়া হবে; ব্যবস্থা মাস্ট (অবশ্যই)।’

স্কুল ও কলেজের পরীক্ষা সংক্রান্ত সব বিষয়ের দায়িত্ব পালন করে শিক্ষাবোর্ড। শিক্ষা মন্ত্রণালয় কৌশল নির্ধারণ, নীতি ও সিদ্ধান্ত দিয়ে থাকে। রাজধানীর অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ঢাকা শিক্ষাবোর্ডও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর প্রীতিশ কুমার সরকার সংবাদকে বলেন, ‘এটা মূলত মাউশি’র এখতিয়ার। তারাই ব্যবস্থা নেবে। প্রয়োজন হলে আমরাও ব্যবস্থা নিতে পারি।’

মাউশি’র প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয় ৭৭ জন ছাত্রের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ২০০ টাকা করে অতিরিক্ত আদায় করেছে ৯২ হাজার ৪০০।

ইসলামবাগ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ৬১ জন পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে অতিরিক্ত আদায় করেছে ৩০ হাজার ৫০০ টাকা; রায়হান স্কুল অ্যান্ড কলেজে ৭০ জন পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি তিন হাজার ৫০০ টাকা করে অতিরিক্ত আদায় করা হয়েছে দুই লাখ ৪৫ হাজার টাকা, মুকুলিয়া শিক্ষালয়ের ৬৯ জন পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৩ হাজার ১৫০ টাকা করে অতিরিক্ত আদায় করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৫০ টাকা।

এছাড়া ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল, জামিলা খাতুন লালবাগ উচ্চ বিদ্যালয়, নতুন পল্টন লাইন স্কুল, শহীদ মানিক আদর্শ উচ্চ বিদ্যালয়, শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়, গজমহল ট্যানারি উচ্চ বিদ্যালয়, সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়, আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়, হাজী আবদুল আওয়াল উচ্চ বিদ্যালয়, বাড্ডা উচ্চ বিদ্যালয়, ছোলমাইদ উচ্চ বিদ্যালয়, মডেল একাডেমি মিরপুর-১, পল্লবী মাজেদুল ইসলাম মডেল স্কুল, ধামাল কোর্ট আদর্শ উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়, আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়, মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, ড. মুহাম্মদ সহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, এসওএস হারমান মেইনার স্কুল অ্যান্ড কলেজ, ইব্রাহিমপুর সালাউদ্দিন উচ্চ বিদ্যালয়, দক্ষিণ কাফরুল মডেল উচ্চ বিদ্যালয়, সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জেবিয়ার্স গার্লস হাইস্কুল, ঢাকা সেন্ট্রাল গার্লস হাইস্কুল, দক্ষিণ মুহছেন্দি বালিকা উচ্চ বিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়, রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয়, বংশাল বালিকা উচ্চ বিদ্যালয়, মিল্লাত উচ্চ বিদ্যালয়, পোগোজ স্কুল, গ্রাজুয়েটস উচ্চ বিদ্যালয়, কেএল জুবিলি স্কুল অ্যান্ড কলেজ, আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ শিক্ষাবোর্ড নির্ধারিত ফি’র চেয়ে বেশি ঢাকা আদায় করেছে বলে প্রমাণ পেয়েছে মাউশি অধিদফতর।




কমলনগরে দুই ভাই বোনের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর কাদিরা ইউনিয়নের করুণানগর এলাকা সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই ওয়ার্ডের বাসিন্দা পোশাক শ্রমিক হোসেন আহাম্মদের মেয়ে হাসনা আক্তার (৯) ও ছেলে হামিদ (দেড় বছর)।

নিহতদের দাদি নূর জাহান বেগম অভিযোগ করে জানান, বাড়ির পাশে ভুলুয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ ও শিকার করে স্থানীয় প্রভাবশালীরা। ওই বাঁধের ওপর দিয়ে ছোট ভাই হামিদকে কোলে নিয়ে বোন হাসনা পারাপারের সময় তারা দুই ভাই-বোন নদীতে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,  বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ ও মাছ শিকারের অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




৭১-এর ভূমিকায় ক্ষমা চাইতে বলে জামায়াত ছাড়লেন রাজ্জাক

ঢাকা:

জামায়াত থেকে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। শুক্রবার আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী কাউসার হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্য থেকে শুক্রবার সকালে পাঠানো একটি চিঠিতে দলের আমির মকবুল আহমদের কাছে আব্দুর রাজ্জাক তার পদত্যাগপত্র পাঠান।

ব্যারিস্টার রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক জামায়াত থেকে তার বাবার পদত্যাগ প্রসঙ্গে বলেন, ঘটনা সত্য। তবে এ বিষয়টি উনার ব্যক্তিগত সহকারী কাউসার সাহেব সব জানেন। আপনারা তার সঙ্গে যোগাযোগ করুন।

পদত্যাগের পেছনে আব্দুর রাজ্জাক মূলত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দলটির ভূমিকাকেই তুলে ধরেছেন। ব্যারিস্টার রাজ্জাক তার পদত্যাগপত্রে জানান, গত প্রায় দুই দশক তিনি জামায়াতকে বোঝানোর চেষ্টা করেছেন যে ৭১-এ দলের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত এবং ওই সময়ে জামায়াতের ভূমিকা ও পাকিস্তান সমর্থনের কারণ উল্লেখ করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।
ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগপত্রপদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের আওতায় ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি গণতান্ত্রিক দল গড়ে তোলা এখন সময়ের দাবি, কিন্তু সে দাবি অনুযায়ী জামায়াত নিজেকে এখন পর্যন্ত সংস্কার করতে পারেনি।

চিঠিতে ব্যারিস্টার রাজ্জাক বলেন, “স্বাধীনতার ৪৭ বছর পর আজও দলের নেতৃবৃন্দ ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাইতে পারেনি। এমনকি মহান স্বাধীনতা যুদ্ধ প্রসঙ্গে দলের অবস্থানও ব্যাখ্যা করেনি।”

তিনি বলেন, “অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতের ক্ষতিকর ভূমিকা সম্পর্কে ভুল স্বীকার করে জাতির সাথে সে সময়ের নেতাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে পরিষ্কার অবস্থান নেওয়া জরুরি হয়ে পড়েছে।”

মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং নতুন নামে দল গঠন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তাব সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে জামায়াতে ইসলামীতে। দলটির নেতৃত্বের একটা অংশ এ ধরনের প্রস্তাবের পক্ষে। এই অংশ একাত্তরের ভুল স্বীকার করে বর্তমান নামে দলকে সচল রাখতে অথবা নতুন নামে দল গঠন করতে চায়।
ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগপত্রগত ৩০ ডিসেম্বর নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করার জন্য সম্প্রতি দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা হয়। দলের তরুণ নেতৃত্বের দাবির মুখে সভায় একাত্তরের ভুল রাজনৈতিক ভূমিকার জন্য ক্ষমা চাওয়া এবং জামায়াত নামক দল বিলুপ্ত করে সমাজসেবামূলক কার্যক্রমে দলকে নিয়োজিত করার নীতিগত সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে বিষয়টি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা মজলিশে শুরায় অনুমোদন পায়নি। সেখানে ২০-দলীয় জোটে আর না থাকা ও কোনো পর্যায়ের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে প্রায় সবাই একমত হন।

আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। লন্ডনে যাওয়ার আগে তিনি ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের প্রধান কৌঁসুলি হিসেবে কাজ করেন।




১২৭ উপজেলায় ভোট ২৪ মার্চ

ঢাকা:

আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে আরো ১২৭ উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

আসাদুজ্জামান বলেন, তৃতীয় ধাপে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।

এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা আছে।

এছাড়া চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোটগ্রহণ করা হবে।




শিক্ষকরা পদত্যাগ করে নির্বাচন করতে পারবেন

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সরকারি স্কুল-কলেজের শিক্ষকরা (তারা যদি সরকারি নাও হন) নির্বাচন করতে চাইলে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।  বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এক বিশেষ ব্রিফিংয়ে তিনি কমিশনের এ সিদ্ধান্তের কথা জানান।  আইনের ভিত্তিতেই নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

সচিব আরও বলেন,  উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বর্তমান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না। তবে জেলা পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা যদি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে চান, তাহলে তাদের পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, বতর্মানে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যারা দায়িত্ব পালন করছেন, ইসি সিদ্ধান্ত নিয়েছেন ফের ভোট করতে তাদের পদত্যাগ করতে হবে না। আর ভাইস চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে না।তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য, কিংবা জেলা পরিষদের সদস্যরা যদি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে চান, তাহলে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, রফিকুল ইসলাম ও  শাহাদাত হোসেন চৌধুরী।



কমলনগরে অন্তকোন্দলে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ‘অন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতদের মধ্যে গোলাগুলিতে’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানু (৪৪) ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের মতলব মাঝির পরিত্যাক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাইন উদ্দিন (মানু ডাকাত) চর কাদিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুলতান আহাম্মদ পাটোয়ারির ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, চর কাদিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যাক্ত বাড়িতে ডাকাত দলের অন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া যায় একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কর্তুজ। পরে গুলিবিদ্ধ মানুকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাত মানু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালির চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় ৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।