নুসরাতের খুনিরা ছাড় পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত খুনিরা ছাড় পাবে না। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘খুনিদের কয়েকজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। অন্যরাও শিগগির গ্রেফতার হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করতে না পারে।’

তিনি বলেন, ‘কোন কারণ ছাড়া একজন মাদরাসাছাত্রীকে একজন অধ্যক্ষের আগুনে পুড়িয়ে হত্যা করার মতো জঘন্য ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই।’

নুসরাতের জীবন বাঁচাতে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মেয়েটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এমনকি আমরা মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠাতে সেখানকার চিকিৎসকদের মতামত নিয়েছি কিন্তু আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি।’

গত ৬ এপ্রিল ফেনীর একটি মাদরাসায় গায়ে আগুন দেয়ার পর নুসরাত ১০ এপ্রিল মৃত্যুর সাথে লড়াইয়ে হেরে যায়।
এসময় প্রধানমন্ত্রী স্মরণ করেন যে ২০১৩ ও ২০১৫ খ্রিষ্টাব্দে জাতীয় নির্বাচন বানচাল এবং নির্বাচিত আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর নামে বিএনপি-জামায়াত জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করার সংস্কৃতি চালু করে।

প্রধানমন্ত্রী সারাদেশে ব্যাপক আকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বছরব্যাপী জন্মশত বার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণের জন্য আওয়ামী লীগ ও দলের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। এই কর্মসূচি সফলভাবে উদযাপনের জন্য ইতোমধ্যেই একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং সাবকমিটিও গঠন করা হবে।

প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। আগামী ১৪ এপ্রিল সারাদেশে বাংলা নববর্ষ উদযাপিত হবে।




কমলনগর-রামগতিতে বর্ষার আগেই ১৩’শ মিটার নদী রক্ষা বাঁধ শুরু হবে

কমলনগরে– পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতির নদী ভাঁগা পরির্দশন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন আগামী র্বষা মৌসুমের আগেই কমলনগর ও রামগতি উপজেলার দুই ১৩’শ মিটার নদী রক্ষা বাঁধ শুরু হবে। এছাড়া ২য় পেইজের ১৬ কিলোমিটার এই শীতের শুরুতে কাজ শুরু করা হবে,যাতে কমলনগর ও রামগতি উপজেলা আর নর্দী গর্ভে বিলীন না হয়। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তাই নদী রক্ষা বাঁধ শুরু হবে।
শুক্রবার (১২ এপ্রিল) কমলনগর মাতাব্বরহাট নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন এক পথ সভায় এসব কথা বলেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন, সারা দেশে নদী ভাংছে। ভোলা বরিশাল, কুড়িগ্রাম সিরাজগঞ্জ সব এলাকায় নদী ভাংছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসাবে রামগতি ও কমলনগরে দ্রুত কাজ শুরু হবে। আপনারা র্নিভয়ে বাড়ি ঘর দালাল কোঠা র্নিমান শুরু করেন। এই এলাকা আর নদীতে ভাংবে না। আমরা দ্রুত কাজ শুরু করবো।
সভায় সভাপত্বি করেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আব্দুল মান্নান, সাবেক এমপি মোহাম্মদ আব্দুল্লাহ, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, কমলনগর উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়াম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, আবুলখায়েরসহ প্রমূখ।




আগামিকাল কমলনগরে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

কমলনগর(লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের কমলনগরে নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আগামী কাল শুক্রবার (১২ এপ্রিল) আসছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টায় মাতাব্বরহাট এলাকায় এক পথভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ সময় উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর-০৪ সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান।

সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নানের একান্ত সচিব আবু নোমান মো. আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান কমলনগর-রামগতি উপজেলার মেঘনা নদীর ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করতে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এ সফরে আসছেন। লক্ষ্মীপুর-০৪ আসনের সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মন্টু কুমার বিশ্বাস তার সফর সঙ্গী হবেন।
মঙ্গলবার সকালে হেলিকপ্টারে কে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে মাতাব্বরহাট এলাকায় পথসভায় তারা যোগ দেবেন। সভাশেষে পানিসম্পদ মন্ত্রী নোয়াখালীর মান্নান নগর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।




নুসরাতের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের বোর্ড গঠন

ঢাকা:

আগুনে ঝলসে দেয়া ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহার রাফির ময়না তদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) মেডিকেল বোর্ডের সদস্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস এ কথা জানান।

তিনি বলেন, কিছুক্ষণের মধ্যেই নুসরাতের ময়নাতদন্ত শুরু হবে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মারা যান ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি।

মাদ্রাসার অধ্যক্ষের ইন্দনে দুর্বৃত্তদের দেয়া আগুনে ঝলসে পাঁচদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেয় তারা।

ওই ছাত্রীর পরিবারের ভাষ্যে, ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা তার কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানির চেষ্টা করেন। তারই জেরে মামলা করায় নুসরাতকে আগুনে পোড়ানো হয়। ওই মামলার পর সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

এদিকে, আগুনে ঝলসে যাওয়া নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার চিকিৎসায় গঠিত হয় ৯ সদস্যের মেডিকেল বোর্ড। সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোরও ব্যভস্থা করেন তিনি।

কিন্তু প্লেন ভ্রমণ ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে সেখানে নেয়া হয়নি। কিন্তু সবার প্রার্থনা-চেষ্টাকে বিফল করে চলেই গেলো ‘প্রতিবাদী’ নুসরাত।




বাঁচানো গেলো না নুসরাতকে

ঢাকা: মা-বাবার আর্তি, সতীর্থদের প্রার্থনা আর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টায়ও বাঁচানো গেলো না দুর্বৃত্তদের আগুনে ঝলসে যাওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে। তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

আধঘণ্টা আগেই ৯টার দিকে নুসরাতের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডা. আবুল কালাম জানিয়েছিলেন, এই ছাত্রীর শারীরিক অবস্থার ‘মারাত্মক অবনতি’ ঘটেছে।ঢামেক হাসপাতালে আনার পরই চিকিৎসকরা জানিয়েছিলেন, নুসরাতের অবস্থা গুরুতর। তার শরীরে প্রায় ৮০ শতাংশই পুড়ে গেছে।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেয় তারা।

এই ছাত্রীর পরিবারের ভাষ্যে, ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানির চেষ্টা করেন। তারই জেরে মামলা করায় নুসরাতকে আগুনে পোড়ানো হয়। ওই মামলার পর সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

এদিকে, আগুনে ঝলসে যাওয়া নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেকে নিয়ে আসা হয়। তার চিকিৎসায় গঠিত হয় ৯ সদস্যের মেডিকেল বোর্ড। সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সবার প্রার্থনা-চেষ্টাকে বিফল করে চলেই গেলো ‘প্রতিবাদী’ নুসরাত।




বিএমজিটিএ’র সভাপতি কল্যাণ বোর্ডের সদস্য

বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যান বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর কেন্দ্রিয় সভাপতি মো. হারুন অর রশিদ, প্রভাষক, ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসা, ঢাকা।

কল্যাণ বোর্ডের সদস্য হওয়ায় বিএমজিটিএ লক্ষ্মীপুর জেলা কমিটির পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাধারন সম্পাদক মো. ফিরোজ আলম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, আয়েশা (রা:) মহিলা কামিল (অনার্স) এম এ মাদ্রাসা ও সাংগঠনিক সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, সহকারী শিক্ষক কম্পিউটার, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা, লক্ষ্মীপুর।

বুধবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।




লক্ষ্মীপুর ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরোধী ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা কমিটির ৯ সদস্যর স্বাক্ষরিত একটি অভিযোগ পত্রে নিশ্চিত হওয়া যায়। অভিযোগকারীরা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া, ইমতিয়াজ আহমেদ শরিফ ও রেজাউল করিম পারভেজ। যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ, মামুন আল রশিদ ও মাইন উদ্দিন ইফতি। সাংগঠনিক সম্পাদক করিমুলহক কনক, রাকিব ইমাম ও তানজুর রহমান রুবেল। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিকট লিখিত অভিযোগটি সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরিফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান এর সংগঠনের গঠনতন্ত্র বিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে ছাত্রলীগের। এছাড়াও অর্থের বিনিময়ে মাদক ও অস্র ব্যবসায়ী এবং ছাত্রদল-শিবিরের লোক দিয়ে কমিটি গঠন করছে কোন রকম সম্মেলন ছাড়া। এতে করে ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছে। এছাড়া দলীয় বিভিন্ন প্রোগ্রাম ও জাতীয় দিবসে কমিটির অন্য সদস্যদের দাওয়াত করেন না সভাপতি ও সম্পাদকগন। তারপরেও ছাত্রলীগকে ভালোবেসে প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত থাকেন অভিযোগকারীরা। সভাপতি ও সাধারণ সম্পাদকের এমন কর্মকাণ্ডের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেন তারা। উল্লেখ্যঃ গত ২৩ এপ্রিল শাহাদাত হোসেন শরিফকে সভাপতি ও জিয়াউল করিম নিশানকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা




আগামী মাসে আড়াই হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্তি : শিক্ষামন্ত্রী

আগামী মাসে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে। চারটি ক্যাটাগরিতে যোগ্য হিসেবে আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিভুক্তির দাবিতে অনেক দিন ধরে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করেছেন। তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা অনেক আগেই এমপিওভুক্তির কাজ শুরু করেছি।’

তিনি বলেন, ‘এমপিওভুক্তির জন্য চারটি ক্যাটাগরিতে প্রতিষ্ঠান থেকে আবেদন সংগ্রহ করা হয়েছে। এতে প্রায় আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান তালিকাভুক্ত করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানগুলো থেকে যে সকল তথ্য দেয়া হয়েছে আমরা তা যাচাই-বাছাই করব। তাদের দেয়া তথ্য ঠিক থাকলে আগামী মাসে আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে। নতুবা যোগ্য একটি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে অপরটি পেলে এ নিয়ে সমস্যা সৃষ্টি হবে। এ কারণে সকল যোগ্য প্রতিষ্ঠানকে একই সঙ্গে এমপিওভুক্তির ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয়ের কিছু প্রতিবন্ধকতা রয়েছে জানিয়ে ডা. দীপু মনি বলেন, ‘এ কারণটা যদি আর্থিক হয় তবে প্রথম পর্যায়ে নতুন এমপিওভুক্তি প্রতিষ্ঠানগুলোকে ২৫ শতাংশ এমপিও সুবিধা দেয়া হতে পারে। যদি তা না হয়, তবে শতভাগ এমপিও সুবিধা প্রদান করা হবে।’

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার বিষয়টি আমার জানা ছিল না। সম্প্রতি ইবতেদায়ি মাদরাসার শিক্ষক-কর্মচারীরা বেশ কয়েকদিন রাস্তায় বসে আন্দোলন করেন। এরপর আমি তাদের নেতাদের সঙ্গে বসে তাদের সমস্যা জেনেছি। তারা অনেক কম বেতন পান-বিষয়টি অনেক মানবেতর।’

মন্ত্রী বলেন, ‘দেশের অনেক আনাচে-কানাচে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা গড়ে তোলা হয়েছে। সেখানেও অনেক শিক্ষক ও শিক্ষার্থী রয়েছে। এটি বন্ধ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের আদলে স্বতন্ত্র মাদরাসাকে আনা যায় কিনা তা বিবেচনা করা হবে। সরকার চাইলে নতুন প্রতিষ্ঠান হবে, তবে ব্যক্তির অধীনে এমন যত্রতন্ত্র যাতে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে না ওঠে তা নিয়ে কাজ করা হবে। পাশাপাশি স্বতন্ত্র মাদরাসা শিক্ষক-কর্মচারীদের কোন পদ্ধতিতে তাদের অধিকার নিশ্চিত করা যায়-তা নিয়ে আমরা দ্রুত একটি সিদ্ধান্ত নেব।’




মাদরাসা শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড়

এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ১৪২৬ বঙ্গাব্দের ২০ শতাংশ বৈশাখী ভাতার চেক ছাড় হয়েছে। বুধবার (১০ এপ্রিল) বৈশাখী ভাতার চারটি চেক অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ব ব্যাংকে পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১১এপ্রিল) পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার টাকা তুলতে পারবেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান  এতথ্য নিশ্চিত করেছেন।




এমপিও শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড়

মপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ১৪২৬ বঙ্গাব্দের ২০ শতাংশ বৈশাখী ভাতার চেক ছাড় হয়েছে।  আজ মঙ্গলবার (৯ এপ্রিল) অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার টাকা তুলতে পারবেন। স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭. ০০৩ .২০১৮/২১১৪/০৪

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র  এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথমবারের মতো বৈশাখী ভাতা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ সরকারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।