কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর নেই

কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আর নেই। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর ৬ মাস ১৩ দিন। এই মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজী মাজহারুল আনোয়ারের পুত্রবধূ শাহানা মির্জা।

তিনি জানান, আজ সকালে রাজধানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গাজী মাজহারুল আনোয়ার। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন এই গীতিকার।

১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।




রামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ৯৫-৯৭ শিক্ষার্থীদের মিলনমেলা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামগঞ্জ সরকারী কলেজের এসএসসি ও এইচএসসি ৯৫-৯৭ইং সালের প্রাক্তন ছাত্র/ছাত্রী বন্ধুদের দিনব্যাপী বর্নাঢ্য মিলন মেলা ২রা সেপ্টেম্বর ২০২২ইং (শুক্রবার) ঢাকাস্থ ধানমন্ডি লেকের পাড় পানসি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

মিলনমেলা অনুষ্ঠানে বন্ধুদের বরণ, অভ্যার্থণা, কেক কাটা, স্মৃতিচারণ, ক্রেষ্ট বিতরণ, সেল্ফি তুলে সকলের হাতেহাতে রেখে বন্ধুদের বন্ধন করা হয়েছে। পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, কুইজ ও রেফেল ড্র বিজয় বন্ধুদের হাতে পুরস্কার দেওয়া হয়। বন্ধুদের মধ্যে যে সকল বন্ধুদের মৃত্যু বরণ করেছে তাহাদের রুহের আত্নার মাগফিরাতের জন্য দোয়া করা হয়েছে।

মিলনমেলা অনুষ্ঠানে সিদ্বান্ত সিদ্ধান্ত মোতাবেক ভবিষ্যতে রামগঞ্জ উপজেলাব্যাপী হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ধর্মীয়, সাংস্কৃতিক, বিনোদন, দ্বীনি শিক্ষার ব্যবস্থা, দারিদ্র্য দূরীকরণ সহ বেকারত্ব দূরীকরণ, রাষ্টীয় যে কোন দুর্যোগে সহযোগীতা করাসহ যে কোন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় ।

৯৫-৯৭ইং সালের বন্ধু ত্রিদিব শাহ সার্বিক উদ্যোগে স্মৃতিচারণ অনুষ্ঠানে শেখ সোহেল, সাংবাদিক আবু তাহের,শাহাদাৎ হোসেন, মাহবুবুর রহমান, সফিকুল ইসলাম,শাহীন হোসেন, মাষ্টার মোশাররফ হোসেন,আনোয়ার হোসেনের,জিএস নজরুল ইসলাম, সোহেল পাটোয়ারী, জাকির হোসেন পাটোয়ারী, মমিন উল্যাহ স্বপন, আবুল কাশেম মুরাদ, মোঃ আরিফ হোসেন, মোঃ রিপন, মোঃ আঃ হান্নান,পার্থ বনিক,মোঃ সৈকত,সার্জেন্ট মাসুদ আলম সহ আরো অনেকে। মিলন মেলায় প্রায় দুইশতাধিক বন্ধু অংশ গ্রহন করেন।




‘লাইসেন্সের মেয়াদ’ লিখতে হবে বেসরকারি হাসপাতালের সাইনবোর্ডে

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের সাইনবোর্ডে প্রতিষ্ঠানের লাইসেন্স নম্বর ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ডায়াগনষ্টিক সেন্টার ও ব্লাড ব্যাংককেও এই নির্দেশনা মেনে চলতে হবে।

অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেবে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা জানানো হয়েছে। রোববার বিষয়টি জানা গেছে। সম্প্রতি দেশের বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদফতর। অনুমোদন ও অবৈধভাবে পরিচালিক অনেক প্রতিষ্ঠানকে ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। জরিমানাও করা হয়েছে।

এই অভিযান চলমান থাকবে বলেও স্বাস্থ্য অধিফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকে লাইসেন্স নম্বর মেয়াদোত্তীর্ণের তারিখসহ সাইন বোর্ডে ঝুলিয়ে দিতে হবে। এটি প্রয়োজনে কিউআর কোডসহ ডিসপ্লে করতে হবে। অন্যথায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 গত ২৯ আগস্ট অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও  ব্লাড ব্যাংকের বিরুদ্ধে চলমান অভিযানের দ্বিতীয় ধাপ শুরু হয়। এর পর থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৮৫০টি প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে রাজধানীর আছে ২০টি প্রতিষ্ঠান।

এরমধ্যেই স্বাস্থ্য অধিদফতর নির্দেশনা দিয়ে বলছে,  এখন থেকে সাইনবোর্ডে প্রতিষ্ঠানের নিবন্ধন নম্বর ও নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ করতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।




এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবার বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‌প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২ এর ফরম পূরণ যথাসময়ে করতে পারেনি, তারা ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।’

আর ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করবেন প্রতিষ্ঠানপ্রধান।




ট্রাম্পের বাড়ি থেকে জব্দকৃত জিনিসের তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে গত মাসে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যেসব জিনিস জব্দ করেছিল, দেশটির এক আদালত তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে।এই তালিকা অনুসারে কেন্দ্রীয় গোয়েন্দারা ট্রাম্পের বাড়ি থেকে বিভিন্ন দলিলপত্রের ৩৩টি বক্স নিয়ে যায়, যার মধ্যে গোপনীয় বলে চিহ্নিত বহু খালি ফোল্ডারও রয়েছে।

তালিকায় দেখা যাচ্ছে, ট্রাম্পের অফিস থেকেও ‘গোপনীয়’ এবং ‘অত্যন্ত গোপনীয়’ বলে চিহ্নিত কিছু কাগজপত্রও উদ্ধার করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় গোপনীয় নথিপত্র নিয়ম অনুযায়ী ব্যবহার করেছেন কি না সে বিষয়ে তদন্ত চলছে। তবে ট্রাম্প কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে গত ৮ আগস্ট যেসব জিনিস জব্দ করা হয় তার মধ্যে রয়েছে

গোপনীয় (কনফিডেনশিয়ল) বলে চিহ্নিত তিনটি ডকুমেন্ট
গোপনীয় (সিক্রেট) বলে চিহ্নিত ১৭টি ডকুমেন্ট
অতি গোপনীয় (টপ সিক্রেট) বলে চিহ্নিত সাতটি ডকুমেন্ট
গোপনীয় বলে উল্লেখিত ৪৩টি খালি ফোল্ডার
২৮টি খালি ফোল্ডার যাতে লেখা রয়েছে “স্টাফ সেক্রেটারি/সামরিক দূতের কাছে ফিরিয়ে দিন”

যুক্তরাষ্ট্রের আইন অনুসারে দেশটির প্রেসিডেন্ট দায়িত্ব ছাড়ার সময় সব কাগজপত্র এবং ইমেইল ন্যাশনাল আর্কাইভের কাছে হস্তান্তর করেন।




অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। শনিবার টাউন্সভিলে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে।

১১ ওভার বাকি রেখে ওই রান টপকে যায় সফরকারী দল। নিজেদের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলো জিম্বাবুয়ে।

অজিদের ১৪১ রানের ৯৪ রানই এসেছে ওয়ার্নারের ব্যাটে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাদের ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে লেগ স্পিনার রায়ান বার্ল। মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়ে নায়ক বনে গেছেন তিনি।

১৪২ রানের লক্ষ্য নেমে টাকুডওয়ানশে কাইটানো ও মারুমানি আনেন ভালো শুরু।

নবম ওভারে দলের ৩৮ রানে জশ হ্যাজেলউডের শিকার হয়ে ১৯ রান করে বিদায় নেন কাইটানো। এরপর দ্রুত অভিজ্ঞ তিন ব্যাটারকা হারিয়ে ফেলে সফরকারীরা।




দেশের ৯ অঞ্চলে ঝড়ো-হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার ভোর ৫টা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর (পুন.) এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী

দীর্ঘ ৩৫ বছর পর চলচ্চিত্র নির্মাণ করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি। তাদের দুটি সিনেমার অনুদান দিয়েছে সরকার। সেই সিনেমা দুটির একটি ‘চাদর’।

এতে নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক। তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। এই প্রথম তারা একসঙ্গে জুটি বাঁধলেন। এছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন শিল্পীরা। এটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু।

নির্মাতা জাকির হোসেন রাজু জানান, ‘গল্পের চরিত্র অনুযায়ী শিল্পী কাস্ট করার চেষ্টা করি। সেই ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আশা করছি তারা তাদের অভিনয় মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়াবেন।’

তিনি আরও জানান, সেপ্টেম্বরের ১০-১২ তারিখ থেকে ‘চাদর’ সিনেমার শুটিং শুরু হবে। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। সিনেমাটি অনুদান পায় ৭০ লাখ টাকা।




আগামীকাল চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। এ লক্ষ্যে সিলেটে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

প্রধানমন্ত্রী কথা বলবেন জেনে সিলেটসহ সারাদেশের চা শ্রমিকরা আনন্দে উদ্বেলিত। এই আনন্দঘন মুহূর্ত স্মরণীয় করে রাখতে নানা আয়োজনে ব্যস্ত রয়েছে জেলা ও বিভাগীয় প্রশাসন।

স্মরণকালের দীর্ঘতম কর্মবিরতিতে যখন গভীর সংকটে দেশের চা শিল্প, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসেই ধর্মঘট ভেঙে গত ২৮ আগস্ট কাজে যোগ দেন চা শ্রমিকরা।

প্রধানমন্ত্রী কর্তৃক নির্ধারিত মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করায় ইতোপূর্বেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চা শ্রমিকরা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শনিবার নিজে তাদের মুখ থেকে শুনবেন তাদের জীবন সংগ্রামের কথা। অবশেষে, পূরণ হতে যাচ্ছে চা শ্রমিকদের প্রাণের চাওয়া।




হারানো মোবাইল উদ্ধার করে দিলেন কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম

মো. বদিউজ্জামান ( তুহিন): নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল এর দিক নির্দেশনা এএসআই নাসরিন আক্তার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নূরনবী নামে এক ব্যক্তির হারিয়ে যাওয়া রেডমি মোবাইল ফোন উদ্ধার করে দিলেন ।