নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন পিন্টু
মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নোয়াখালী মাইজদী শহর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ত্যাগী নেতা আব্দুল ওয়াদুদ পিন্টু।
১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের হাতে এ মনোনয়ন জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম সহ আ. লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাত পোহালেই নরসিংদী জেলা আওয়ামীলীগের সম্মেলন
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:
রাত পোহালেই ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের ধারক এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন।
কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় সম্মেলনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে জেলা আওয়ামীলীগ। সম্মেলনের প্যান্ডেল তৈরীর কাজ প্রায় সম্পন্নের পথে। এরই মধ্যে সম্মেলন স্থল পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি সহ সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ। এসময় শিল্প মন্ত্রী বলেন, সম্মেলন অত্যন্ত গর্জিয়াস, জাঁকজমকপূর্ণ, সুন্দর, সফল ও সার্থক করতে সর্বাত্মক প্রস্তুতি আমরা নিচ্ছি। দীর্ঘ সাড়ে সাত বছর পর আগামীকাল ১৭ই সেপ্টেম্বর দুপুর ২টায় নরসিংদী জেলা মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার প্রবেশ মুখ ঢাকা-সিলেট মহাসড়কে মাধবদীর অদুরে বাঘবাড়ী থেকে নরসিংদী শহর ছেয়ে গেছে পদ প্রত্যাশী নেতা ও কর্মীদের পোষ্টার, ব্যানার ও ফেষ্টুনে। বিভিন্ন নেতা কর্মীর শুভেচ্ছা সম্বলিত তোরণে পরিণত হয়েছে নরসিংদী শহর। নরসিংদী শহরতলী শাহেপ্রতাপ মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে ব্রাক্ষ্মনদী মোড়, আরশীনগর, পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত ৪ কিঃমিঃ সড়ক জুড়ে নির্মাণ করা হয়েছে চল্লিশটির মত তোরণ। সম্মেলনসহ আনাচে কানাচে বিশালাকারে ব্যানার, ফেষ্টুন, পোষ্টারে ছেয়ে গেছে নরসিংদী শহর। শহরের প্রধান প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই ব্যানার,ফেষ্টুনে ঢেকে গেছে। ব্যাপক আয়োজনে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ। সম্মেলনকে ঘিরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মাঝে ফিরছে প্রান চাঞ্চল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব আছেন দলীয় নেতা কর্মীরা। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষি মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সেই সাথে প্রধান বক্তার বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সম্মেলনে সভাপতিত্ব করবেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সভাপতি মন্ডলীর সদস্য লেঃকর্নেল(অবঃ) মোঃ ফারুক খান এমপি।সভাপতি মন্ডলীর সদস্য এডঃ কামরুল ইসলাম এমপি, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডঃ দিপুমনি, শিল্প মন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নজিবুল্লাহ হীরু ও দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমূখ।
সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের মাধ্যমে জীবনযাত্রা সহজ করছে ‘ইনফিনিক্স’
চীনের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ‘ইনফিনিক্স’ অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার সম্বলিত বৈচিত্র্যময় ফিচারের স্মার্টফোন গ্রাহকের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্র্যান্ডটির ‘হট ১২’ এবং ‘নোট ১২’ সিরিজের ডিভাইসগুলো দেশের বাজারে পেয়েছে দারুণ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। ১২ সেপ্টেম্বর, ২০২২, ঢাকা: অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনফিনিক্স ব্র্যান্ডটির নিত্যনতুন, অভিনব ও যুগোপযোগী মোবাইল বাজারে আনার মাধ্যমে প্রযুক্তি দুনিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। শক্তিশালী প্রসেসরের ইনফিনিক্সের ডিভাইস সমূহ একইসঙ্গে টেকসই, কার্যকরী ও আকর্ষণীয় ডিজাইনের। ইনফিনিক্সের স্মার্টফোনগুলোর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে, হাই-ডিফিনেশন ডিসপ্লে, সুপার-ফাস্ট চার্জিং, ডিজিটাল জুম সম্বলিত শক্তিশালী ক্যামেরা, কোয়াড ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস ফিচার, এআই ট্রিপল ক্যামেরা, সেলফি ও ভিডিও কলের জন্য ডুয়েল ফ্ল্যাশের ফ্রন্ট ক্যামেরা ইত্যাদি।
সাম্প্রতিক সময়ে ইনফিনিক্সের যে মোবাইলগুলোর বাড়তি চাহিদা লক্ষ্য করা গেছে, সেগুলোর মধ্যে ‘হট ১২’ এবং ‘নোট ১২’ সিরিজের ডিভাইসগুলো অন্যতম। অত্যাধুনিক ফিচার ও প্রযুক্তির এই স্মার্টফোনগুলো সামাজিক যোগাযোগ, হাই-রেজ্যুলেশন এর ভিডিও স্ট্রিমিং এবং ভিডিও গেমিং এর জন্য গ্রাহকরা নির্ভাবনায় সার্বক্ষণিক ব্যবহার করছেন। এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে টেক রিভিউয়াররা ইনফিনিক্সের এই ডিভাইসগুলোর ইতিবাচক রিভিউ প্রদানের পাশাপাশি ব্যবহারকারীদের ইনফিনিক্স স্মার্টফোন কিনতে উৎসাহিত করছেন। সাশ্রয়ী বাজেটে গেমিং সহজলভ্য করেছে ‘হট ১২’ ‘হট ১২’ বাজারে এসেছে সেরা বাজেট ‘গেমিং স্মার্টফোন’ এর তকমা নিয়ে। মাত্র ১৬ হাজার টাকারও কম মূল্যের এই ডিভাইসটি স্মার্টফোনপ্রেমীরা হাতে পান চলতি বছরের মে মাসে। এরপর থেকে মোবাইল ফোনটির চাহিদা বেড়েই চলেছে। গ্রাহকদের কাঙ্ক্ষিত এই ডিভাইসে রয়েছে হেলিও জি৮৫ প্রসেসর, ৯০ হার্টজের ৬.৮২” ইঞ্চি ‘প্রো-লেভেল পাঞ্চ হোল’ ডিসপ্লে, ১১জিবি র্যাম+১২৮জিবি রম এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন ৫০০০এমএএইচ টেকসই ব্যাটারি। বাহারি এই মোবাইল ফোনের নান্দনিক ‘স্ট্রেইট-এজ’ ডিজাইন প্রথম দেখাতেই সকলের মন কাড়বে। ব্যবহারকারীদের মতে, ‘হট ১২’ ডিভাইসটিতে মিডিয়াটেক জি৮৫ গেমিং চিপসেট এর সাহায্যে নির্বিঘ্নে ‘হাই ফ্রেম’ রেট এর গেম খেলা যায় এবং এতে ‘রেসপন্স টাইম’ও কম লাগে ও গেমিং কমিনিউকেশন দ্রুততর হয়। এছাড়া, ইনফিনিক্সের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ‘র্যাম ফিউশন টেকনোলজি’ ব্যবহার করে ‘হট ১২’ গ্রাহকরা বর্ধিত ৫জিবি র্যাম (সর্বোচ্চ ১১জিবি পর্যন্ত সমন্বিত র্যাম) ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। এই ডিভাইসের অন্যতম আকর্ষণীয় ফিচার স্মার্টফোনের ৬.৮২” ইঞ্চির ৯০হার্টজ ‘প্রো-লেভেল ই-স্পোর্টস সিল্কি-স্মুথ স্ক্রিন’। মোবাইলটির ১৮০হার্টজ টাচ স্যাম্পলিং রেট সম্পন্ন ডিসপ্লে তাৎক্ষণিকভাবে কার্যকরী এবং সহজেই হাই ফ্রেম রেট সামলিয়ে গ্রাহকদের ধারাবাহিক গেমিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এছাড়া, ডিভাইসের টাইপ-সি ১৮ ওয়াট সুপারচার্জ ব্যবস্থা ৫০ মিনিটেই স্মার্টফোনের ৫০০০ এমএএইচ এর ‘বিগ ম্যাক’ ব্যাটারির ৫০ শতাংশ চার্জ পূরণে সক্ষম। এই মোবাইলে আরো রয়েছে, ৮ মেগাপিক্সেল এআই ফ্রন্ট ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল এআই ট্রিপল রিয়ার ক্যামেরা। এক বাক্যে বলা যায়, এই স্মার্টফোনে ডার-লিংক ও গেমিং অপ্টিমাইজেশন অ্যালগরিদম ব্যবহারকারীদের গেমিং এর যে অবিশ্বাস্য অভিজ্ঞতা দিচ্ছে, তা এই দামের অন্য মোবাইল সেটে পাওয়া অসম্ভব। বিশেষ তিনটি রঙ-‘রেসিং ব্ল্যাক’, ‘লিজেন্ড হোয়াইট,’ এবং ‘অরিজিন ব্লু’তে গ্রাহকরা কিনতে পারবেন এই স্মার্টফোনটি। মোবাইলটির ৪জিবি(+৩জিবি) /১২৮জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ১৬,২৯৯ টাকা ও ৬জিবি(+৫জিবি) /১২৮জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৮,২৯৯ টাকা। ‘স্পিড মাস্টার’ ও ‘অ্যামোলেড স্টানার’ খ্যাত সেরা পারফরম্যান্সের ‘নোট ১২’ সিরিজ মিডরেঞ্জ বা মাঝারি বাজেটের ডিভাইস হিসেবে দেশের মোবাইল বাজারে বেশ চাহিদা রয়েছে ইনফিনিক্সের ‘নোট সিরিজ’- এর স্মার্টফোনের। ব্র্যান্ডটির নোট সিরিজের সর্বশেষ স্মার্টফোন ‘নোট ১২’ এর দুটি ভার্সন- ‘নোট ১২ জি৯৬’ ও ‘নোট ১২ জি৮৮’ গ্রাহকের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। চলতি বছরের জুনে বাজারে আসে দৃষ্টিনন্দন ডিজাইন ও মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা মূল্যের কাঙিক্ষত স্মার্টফোন ‘নোট ১২ জি৯৬’। ‘স্পিড মাস্টার’ খ্যাত এই স্মার্টফোনে রয়েছে, ফেসিয়াল, ফিঙ্গারপ্রিন্ট আনলক, মনস্টার গেম কিট ফিচারসহ অত্যাধুনিক নানান ফিচার। ৭.৮ এমএম আলট্রা-স্লিক ডিজাইনের এই ডিভাইসটি গ্রাহকে আরো দিচ্ছে, মিডিয়াটেক হেলিও জি৯৬ ফ্ল্যাগশিপ প্রসেসর, ৬.৭ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে এবং ১৩ জিবি বর্ধিত র্যাম সুবিধা। ব্যবহারকারীদের মতে, স্মার্টফোনটিতে স্বাচ্ছন্দ্যে দীর্ঘক্ষণ গেম খেলা ও ভিডিও দেখা যায়, মোটেই বিরক্তি আসে না। স্মার্টফোনের ৫০ মেগাপিক্সেল ট্রিপল আল্ট্রা-নাইট ক্যামেরা যেন বিশেষ কিছু। এই সেট-আপ মৃদু আলোতেও দুর্দান্ত ছবি ক্যামেরাবন্দি করতে পারে। ইনফিনিক্সের ‘নোট ১২ জি৯৬’ স্মার্টফোনের আরো একটি বড় সুবিধা মেমোরি ফিউশন টেকনোলজি।
যার ফলে মোবাইলটির ৮ জিবি র্যামকে সহজেই ১৩ জিবি অবধি বাড়ানো যায় এবং গ্রাহকরা মাল্টি-টাস্কিংয়ে সুবিধা পান। ফোর্স ব্ল্যাক, স্নোফল হোয়াইট ও জুয়েল ব্লু এই তিন রঙে গ্রাহকরা সহজেই পেতে পারবেন ডিভাইসটি। এর আগে, গত এপ্রিলে বাজারে আসা ‘নোট ১২’ স্মার্টফোন সিরিজের ‘নোট ১২ জি৮৮’ ভার্সনটিও ইনফিনিক্স ভক্তরা পছন্দ করেছেন। ‘অ্যামোলেড স্টানার’ তকমায় এই স্মার্টফোনে রয়েছে আকর্ষণীয় ৬.৭ এফএইচডি+ ট্রু কালার অ্যামোলয়েড ডিসপ্লে যা গ্রাহকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে সক্ষম।
রায়পুরে প্রথম দিনে সুশৃঙ্খলভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন
প্রদীপ কুমার রায়ঃ
সারাদেশের মত লক্ষ্মীপুরের রায়পুরেও আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
এ বছর এসএসসি ও সমমানে পাঁচটি কেন্দ্রে উপজেলায় মোট ৩ হাজার ৫৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল হক। জানা গেছে, প্রথম দিন বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। গত ১৯ জুন এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার জন্য পিছিয়ে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। বৈশ্বিক অতিমারী কোভিড ১৯-এর কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে এনে পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার শুরুর সময় পরিবর্তন করে সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টা করা হয়েছে। এছাড়া পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে ২ ঘণ্টা করা হয়েছে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট ও সিকিউ পরীক্ষা ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার প্রস্তুতি বিষয়ে এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোঃ মাহবুবুর রহমান বলেন, সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে বলা হয়েছে। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ।
তিনি জানান, উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। প্রশ্নফাঁস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, পরীক্ষার সময় সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা ছাড়লেন শেখ হাসিনা
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
লন্ডনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। সোমবার (১৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানির শেষকৃত্যে অংশ নেবেন।
একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত।
বানিয়াচংয়ে দু’জন কে আওয়ামীলীগ থেকে অব্যাহতি
জুয়েল রহমান হবিগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী বানিয়াচং উপজেলার দুটি পরিবারের দু’জন কে আওয়ামীলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্তরা হলেন ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়া ও ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাকির রেজা।
১৪ সেপ্টেম্বর বুধবার বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আংগুর মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখিতদের অব্যাহতির কথা জানানো হয়েছে। বানিয়াচং ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়ার বড়ভাই আবু ছালেখ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের একজন বিরোধিতাকারী আলবদর ছিলেন। সে যুদ্ধের সময় সিলেট অবস্থান করে পাকিস্তান হানাদার বাহিনীর সহকারী হিসেবে নিরীহ বাংগালী হত্যায় মেতে উঠেছিলেন। সে একজন স্বীকৃত ও চিহ্নিত যুদ্ধাপরাধী। দেশ স্বাধীনের পরপর সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে জার্মানি তে অবস্থান নিয়েছিলো।
পরবর্তীতে এরশাদ সরকারের শাসনামলে দেশে এসে বিভিন্ন জালিয়াতি ব্যাবসার সাথে জড়িয়ে পুনরায় এলাকাছাড়া হয়ে আত্মগোপনে রয়েছেন বলে আলমগীর হোসেন নামের একজন জানিয়েছেন। এছাড়াও বিশ্ববিখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের পৈতৃক বসত বাড়িটি দীর্ঘদিন যাবত অবৈধভাবে দখলে রেখেছেন আব্দুল ওয়াহেদ মিয়া। রামনাথ বিশ্বাসের পৈতৃক বাড়ির খোজ নিতে দর্শনার্থী ও সংবাদকর্মীরা ওই বাড়িতে গেলে দখলবাজ ওয়াহেদ মিয়া ও তার লোকজন অশোভন আচরণ ও হামলা চালায়। রামনাথ বিশ্বাসের পৈতৃক বাড়ির ডকুমেন্টারি তৈরির জন্য গত ১১ সেপ্টেম্বর জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাজীব নুর সহ স্থানীয় ৪ সাংবাদিক ওই বাড়িতে গেলে ওয়াহেদ ও তার ৩ ছেলে হামলা চালায়। এই ঘটনায় সাংবাদিক তৌহিদ মিয়া বাদী হয়ে আবদুল ওয়াহেদ সহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আ. লীগ নেতা কামাল উদ্দিন জনপ্রিয়তায় শীর্ষে
মো.বদিউজ্জামান ( তুহিন):
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে সাধারণ সদস্য পদে নোয়াখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ মেম্বার ও জেলা আ. লীগ সদস্য কামাল উদ্দিন নোয়াখালী সদর উপজেলার সম্মানিত জনপ্রতিনিধিদের দোয়া ও সমর্থন নিয়ে পুনরায় নির্বাচন করতে যাচ্ছেন। তিনি এলাকাবাসীর সমর্থন ও ভালবাসা কামনা করছেন।
কবি শব্দের অর্থ হল ক্রান্তদর্শ, অর্থাৎ কোন বিষয়ের শেষসীমা দেখার ক্ষমতা: জসিম তালুকদার
কবি শব্দের অর্থ হল ক্রান্তদর্শী। অর্থাৎ কোন বিষয়ের শেষসীমা দেখার ক্ষমতা। কবি সেই ব্যক্তি বা সাহিত্যিক, যিনি কবিত্ব শক্তির অধিকারী এবং সাহিত্য রচনা, করেন। একজন কবি তার রচিত ও সৃষ্ট মৌলিক কথাকে লিখিত বা অলিখিত উভয়ভাবেই প্রকাশ করতে পারেন। একটি নির্দিষ্ট প্রেক্ষাপট, ঘটনাকে রূপকধর্মী ও নান্দনিকতা সহযোগে কবিতায় হোক লিখার মাধ্যমে হোক প্রকাশ করতে পারে। আপনি নিয়মিত কবিতা লিখেন এবং নিজের কবিতাগুলো মানুষের মনে স্থান পেয়ে যাক, সেটাই আপনার প্রত্যাশা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনার প্রত্যাশা পূরণের সবচেয়ে সহজ মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক।
কিন্তু এখানেও অনেকেই ব্যর্থ হচ্ছেন। কবিতার পর কবিতা লিখে পোস্ট দিয়ে যাচ্ছেন কিন্তু আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। তবে কিছু কৌশল অবলম্বন করলে সেটা খুব সহজেই সম্ভব হবে।
১. যাঁরা কবিতা লিখেন, নিজের মনের খোরাক থেকে কবিতা লিখে থাকেন। তবে কবিতা লেখায় সময় নিয়ে লিখতে হবে এবং অধিক যত্নশীল হতে হবে। যেমনভাবে একজন গর্ভধারিণী মা দশ মাস দশ দিন একটি সন্তান অতি যত্নে গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করেন। তেমনিভাবে একজন কবি অতি যত্নশীল হয়ে সময় নিয়ে সুচিন্তিতভাবে তার কবিতার জন্ম দেবেন। জোর করে প্রসব করালে যেমন বিকলাঙ্গ কিংবা মৃত সন্তান জন্ম নেয়, কবিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।
২.কবিতা লেখা শেষ হলে বানানগুলো ভাল মতো চেক করে দেখতে হবে। কোথাও কোন ভুল থাকলে, সেটা সংশোধন করে নিতে হবে। তেমনিভাবে একটি কবিতা লিখে বানান ভুল চেক করে আপনার খুব কাছের কবি বন্ধুদের সামনে প্রদর্শন করুন এবং কবিতা সম্পর্কে যুক্তি সংগত মতামত নিন। উনাদের মতামতের ভিত্তিতে কোন পরিবর্তন প্রয়োজন মনে হলে, আপনি সেটা করে নিন। তবে হ্যাঁ, মতামতগুলো ইতিবাচক কিংবা নেতিবাচক হতে পারে। আপনি সবার মতামত অতি বিনয়ের সঙ্গে গ্রহণ করুন। এতে করে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন।
৩. সন্তান ভূমিষ্ঠের কিছু দিন পর যেমন অতি যত্ন করে সাজিয়ে গুছিয়ে জনসম্মুখে প্রদর্শন করা হয়। এবারে আপনার কবিতাটিও তেমনিভাবেই জনসম্মুখে প্রদর্শন করুন, মানে ফেসবুকে পোস্ট দিন। আপনার সন্তান দেখতে যেমন হোক, কেউ যেমন দেখতে কুৎসিত বলবে না। তেমনিভাবে আপনার কবিতা নিয়ে সাধারণত কেউ নেতিবাচক মন্তব্য করবে না। তাই আপনার কবিতা সম্পর্কে সবার কাছে যুক্তি সংগত মতামত চাইতে পারেন। এতে করে পাঠকের প্রতিক্রিয়া জানতে পারবেন এবং আপনি কবিতা লিখতে আরও যত্নশীল হতে পারবেন।
৪. আপনাকেই আপনার কবিতার যোগ্য মূল্যায়ন দাতা হতে হবে। আপনাকে নিজেই মূল্যায়ন করে বের করতে হবে, আপনার লেখা কোন কোন কবিতাগুলো অন্যান্য কবিতার চেয়ে অপেক্ষাকৃত ভাল এবং পাঠকের কাছে অধিক গ্রহণযোগ্য। আপনি এমন কিছু কবিতা নির্বাচন করে রাখুন, যে কবিতাগুলো কিছুদিন পর পর ফেসবুকে পোস্ট দেবেন। পাঠক যেন আপনার এই কবিতাগুলো ভুলে না যায়। আপনার এই ভাল মানের কবিতাগুলো পাঠককে বারে বারে পড়তে দিন। এক সময় দেখা যাবে, আপনার লেখা কিছু কবিতা পাঠক হৃদয়ে পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছে। আপনার লেখা হাজার কবিতার মধ্যে একটি মাত্র কবিতা যদি পাঠক হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়, এটাই ধরে নিতে পারেন আপনার কবিতা লেখার সার্থকতা।
৫. ফেসবুকে অতিরিক্ত কবিতা পোস্ট হতে নিজেকে বিরত রাখুন। ফেসবুকে অতিরিক্ত কবিতা পোস্ট অনেক সময় আপনার পাঠকদের বিরক্তি সৃষ্টি করতে পারে। অতিরিক্ত কবিতা পোস্টের কারণে আপনার অসংখ্য কবিতার ভিড়ে ভাল মানের কবিতাগুলো চাঁপা পড়ে যায়। তাই নিজের সেরা লেখাটি ফেসবুকে পোস্ট দিতে চেষ্টা করুন এবং অপ্রকাশিত কবিতাগুলো পরিচর্যা করতে থাকুন।
৬. পরিশেষে, বেশি বেশি করে বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। বিভিন্ন ধরনের বই পড়ার কারণে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। এতে করে অনেক উপমা দিয়ে কবিতা লেখা সম্ভব হয়। বিশেষ করে স্বনামধন্য কবিদের কবিতার বইগুলো মনোযোগ দিয়ে নিয়মিতভাবে পড়বেন। এতে করে খুব সুন্দরভাবে শব্দের অলঙ্কার, ছন্দের ঝংকার ও নান্দনিক প্রকাশ করে কবিতা লেখা সম্ভব হবে। লেখক : জসিম উদ্দীন মাহমুদ তালুকদার প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম সাহিত্য কুটির ও পাঠাগার। চিকিৎসক, মানবাধিকার সংগঠক ও সংবাদকর্মী।
চরভদ্রাসনে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা
ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসনে অভিযান চালিয়ে এক করাতকলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের ইউনিয়নের পূর্ব,বি,এস,ডাঙ্গী গ্রামে মোল্যা ‘স’ মিলস্ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা। এসময় ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা আইন-২০১২’ আইনে ভ্রাম্যমাণ আদালতে উক্ত করাতমালিক মোঃ আব্দুর রশীদ মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে অন্যদের মধ্যে উপজেলা বন কর্মকর্তা মো. মোতালেব হোসেন মিয়া, চরভদ্রাসন থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।