কমলনগরের জলোচ্ছ্বাসে নিখোঁজ তিন রাখাল ভোলায় উদ্ধার

image_pdfimage_print

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলগনগরের মেঘনা নদীতে জেগে ওঠা চরকাঁকড়া থেকে জলোচ্ছ্বাসে নিখোঁজ ৩ জন রাখালকে উদ্ধার করা হয়েছে ভোলার ইলিশা থেকে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে কমলনগর মহিষ খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান স্বপন তাদের জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (২২ অক্টোবর) রাতে ওই তিন রাখালের সন্ধান পেয়ে খামার মালিক সমিতির সাধারণ সম্পাদককে অবগত করেন তাদের স্বজনরা।

উদ্ধার হওয়া রাখালরা হলেন- উপজেলার পাটারিরহাট ইউনিয়নের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আবদুর জাহের (৫০), চর ফলকন গ্রামের কালু পলোয়ানের ছেলে হান্নান (৩৫) একই গ্রামের দুলালের ছেলে মো. বাহার (২৫)।

স্বজনদের বরাত দিয়ে কমলনগর মহিষ খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান স্বপন বলেন, তারা জলোচ্ছ্বাসের মুখে পড়ে স্রোতের অনুকূলে ভাসতে ভাসতে ভোলার ইলিশার উপকূলে গিয়ে পৌঁছায়। শনিবার স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

এর আগে শুক্রবার (২০ অক্টোবর) নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনায় জেগে ওঠা চরকাঁকড়া থেকে ৬শ’ মহিষ, ১ শ’ গরুসহ ওই তিন রাখাল ভেসে যান।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা