লক্ষ্মীপুর:
এমপির উপস্থিতিতে পূজামন্ডপে বসাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের কমলনগরে আ’লীগ ও যুবলীগের মুখোমুখির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার হাজিরহাট শ্রী শ্রী হরি নারায়ন সেবাশ্রমের সামনে হাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এঘটনায় বাজার ব্যবসায়ী, আগত পূজাদর্শনার্থী ও সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করেছে। তবে আ’লীগ ও যুবলীগের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কমলনগর উপজেলা যুবলীগ সাবেক সভাপতি ফজলুল হক সবুজ জানান,
হাজিরহাট বাজার পূজামন্ডপে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি আবদুল্লাহ আল মামুন পরিদর্শন করেন।
এসময় উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন হঠাৎ তাকে দু’হাত দিয়ে ধাক্কা দেয়। পরে অনুষ্ঠান শেষে ফজলুল হক সবুজ ও যুবলীগ যুগ্মআহ্বায়ক আহসান উল্লাহ হিরণ বিষয়টি এমপিকে জানান।
এসময় ইউপি চেয়াম্যান মো. নিজাম উদ্দিন, হাজি হারুন রশিদ ও যুবলীগ নেতা হিরনের মধ্যে বাক-বিতন্ডা, অশোভ আচরণ ও মারমুখী হলে উপস্থিত পুলিশ নিয়ন্ত্রণ করেন।
এদিকে ঘটনা অস্বীকার করে কমলনগর উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন
জানান, আমার সাথে সবুজ ও হিরণের এরকম কোন ঘটনা ঘটেনি।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সাথে উক্ত ঘটনার বিষয়ে জানার জন্য একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।