অবশেষে ঢাকায় শাফিন আহমেদের মরদেহ

image_pdfimage_print

মৃত্যুর চার দিন পর দেশে ফিরল ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ।

সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্র থেকে তাকে বহন করা উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

মাইলস তারকা এরশাদুল হক টিংকু জানান, বিকেল সাড়ে ৫ টায় শাফিন ভাইয়ের মরদেহ দেশে ফিরেছে। সেখান থেকে উত্তরার বাসায় কফিন নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একটি হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হবে।

তিনি জানান, মঙ্গলবার (৩০ জুলাই) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজার নামাজ।

শাফিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়,  গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন হবে। যেখানে শায়িত আছেন শিল্পীরা বাবা সংগীতগুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম।

প্রবাসীদের গান শোনাতে গত ৯ জুলাই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন শাফিন আহমেদ। গত ২০ জুলাই ভার্জিনিয়ায় ছিল তার কনসার্ট। এদিন মঞ্চে ওঠার খানিক আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বছর বয়সী এই রকস্টার। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেয়ার পর গত ২৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা