রামগঞ্জে মাদকের বিরুদ্ধে ছাত্র ফোরামের বিক্ষোভ মিছিল সমাবেশ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামে ছাত্রফোরাম ও এলাকাবাসীর উদ্যোগে মাদক কারবারীদের আস্তানা উচ্ছেদ এবং জুয়াসহ অসমাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। সমেষপুর ছাত্র ফোরামের উদ্যোগে আজ সোমবার (৩১অক্টোবর) বেলা ১১টায় সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সমাবেশ শেষে এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

সমেষপুর ছাত্র ফোরামের উপদেষ্টা শফিউল আজমের সভাপতিত্বে ও সহ সভাপতি শোভন গাজীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক রহমত উল্যা পাটোয়ারী, সহ-সভাপতি হারুনুর রশিদ বাবুল, সমেষপুর ওয়ার্ড ইউপি সদস্য আবদুল কাদের, নাছিমা আক্তার, ছাত্র ফোরমের কোষাধ্যক্ষ রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা রাকিব গাজী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক,রাজনীতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, এলাকার একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে স্কুল প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে মাদক ও জুয়ার আসর বসিয়ে ছাত্রসমাজ ও যুবসমাজকে পথভ্রষ্ট করছে এবং সমাজের শান্তি শৃংখলা বিনষ্ট হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা