ফরিদপুরে পদ্মা নদীতে ড্রেজার চালনার দায়ে লাখ টাকা জমিরানা

ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রান উপজেলা পদ্মা নদীর চরঝাউকান্দা ইউনিয়নের উত্তর চর নবাবগঞ্জ মৌজার জলমহালের তলদেশ থেকে বলগেইট সংযুক্ত বড় ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করার দায়ে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

অর্থদন্ড প্রাপ্ত ড্রেজার মালিক হলেন-পার্শ্ববতী দোহার উপজেলার দিঘিনগর গ্রামের তারা মিয়ার ছেলে জামাল মিয়া (৪০)। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এসব জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে পদ্মা নদীর ওই জলমহালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানের অন্যান্যরা হলেন-চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, মোবাইল কোর্ট পেশকার সাদ্দাম হোসেন, পুলিশ ও আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।
জানা যায়, উপজেলার পদ্মা নদীর ওইসব জলমহালে চরাঞ্চলের প্রভাবশালী রাশেদ চৌকদার, জিল্লু চৌকদার, বাসার মুন্সি ও ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন মিলে দীর্ঘদিন ধরে বলগেইট ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে রমরমা ব্যাবসা করে চলছিল।

এতে আশপাশের ফসলী জমি সহ চরটি পদ্মার ভাঙনের কবলে পড়লেও দেখার কেউ ছিল না। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পদ্মা নদীর ওইসব জলমহালে অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করেন এবং নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করেন।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা