লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে কমলনগর (ওয়ার্ড নং ৫) সাধারণ সদস্য পদে ৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছে (তালা) প্রতিকে মনিরুল ইসলাম রিপু তার প্রতিদ্বন্ধী প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা (পানির কল) প্রতিকে পেয়েছে ৪৫ ভোট, অন্য প্রার্থী ফয়সল আহমদ রতন (হাতি) প্রতিকে পেয়েছে ২৫ ভোট। বেসরকারিভাবে ০১ ভোট বেশি পেয়ে মনিরুল ইসলাম রিপু নির্বাচিত হন।
এদিকে, রামগতি উপজেলায় (ওয়ার্ড নং ৪) মেজবাহ্ উদ্দিন (ভিপি হেলাল) সাধারণ সদস্য পদে (বৈদ্যুতিক পাখা) প্রতিকে ৬৩ ভোট ও আমজাদ হোসেন (তালা) প্রতিকে ৪৪ ভোট পেয়েছেন। ১৯ ভোট বেশি পেয়ে মেজবাহ্ উদ্দিন (ভিপি হেলাল) বেসরকারিভাবে নির্বাচিত হন।
সংরক্ষিত (ওয়ার্ড নং ২) মহিলা প্রার্থীর মধ্যে (ফুটবল)প্রতিকে ১৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে শারমিন জাহান অরিন।
জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।