সুপার টুয়েলভের আগে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা

image_pdfimage_print

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি রয়েছে। বরাবরের মতো এ বিশ্বকাপের মূল পর্বের আগেও প্রস্তুতি ম্যাচ খেলবে সবগুলো দেশ।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ার্ম-আপ ম্যাচের সূচি প্রকাশ করেছে। বিশ্বকাপের প্রস্তুতিতে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের ফলে এবারের বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের। এবার বাংলাদেশ দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে। প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় অ্যালান বোর্ডার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ প্রোটিয়ারা। ১৯ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কেবল একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে। ভারতের বিপক্ষে ১৭ অক্টোবরে তাদের এ লড়াই সরাসরি সম্প্রচার করবে আইসিসির গ্লোবাল ব্রডকাস্টার পার্টনার স্টার স্পোর্টস। ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে প্রস্তুতি ম্যাচগুলো।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা