শিক্ষা-প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের চাহিদা নিরুপণে তথ্য চায় অধিদপ্তর

image_pdfimage_print

শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের চাহিদা নিরুপনে তথ্য চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

জেলা শিক্ষা কর্মকর্তাদের আগামী পাঁচ দিনের মধ্যে ইমেইলে তথ্য পাঠাতে বলা হয়। অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে মঙ্গলবার সব জেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়।

চিঠিতে অধিদপ্তর বলছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানরত স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, কলেজ ও মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের চাহিদা নিরুপনে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ইমেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে।
মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সএল ফরমেটে ছকে নিকশ ফন্টে তথ্য পূরণ করে ইমেইলে ([email protected]) ঠিকানায় পাঠাতে হবে জেলা শিক্ষা কর্মকর্তাদের।

জানা যায়, ছকে অঞ্চলের নাম, জেলার নাম, উপজেলার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন, মোট শিক্ষক সংখ্যা, মোট শিক্ষার্থী সংখ্যা, মোট ক্লাসরুম সংখ্যা, মাল্টিমিডিয়া ক্লাসরুম সংখ্যা (আইসিটি ল্যাব ছাড়া), মাল্টিমিডিয়া ক্লাসরুমের অবস্থা (সচল বা অচল কিনা), কম্পিউটার বা আইসিটি ল্যাবের বিষয়ে তথ্য মন্তব্যসহ লিপিবদ্ধ করে তা নির্ধারিত ফরমেটে অধিদপ্তরে পাঠাতে হবে জেলা শিক্ষা কর্মকর্তাদের।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা