বনানীতে বিপুল মাদকসহ জিএমজি গ্রুপের পরিচালক আটক

image_pdfimage_print

রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় বিপুল মাদক জব্দ করা হয়।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে বানানীর এম ব্লকের ১১ নম্বর রোডের ৭৭ নম্বরের বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

তল্লাশিকালে জিএমজি গ্রুপভুক্ত সামাহ রেজর ব্লেডস ইন্ড্রাস্ট্রিয়াল লিমিটেডের পরিচালককে আটক করা হয়েছে। তার নাম সেলিম সাত্তার।

বিষয়টি নিশ্চিত করেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তিনি জানান, আগাম তথ্যের ভিত্তিতে বনানীর ১১ নম্বর রোডের একটি বিলাসবহুল ফ্লাটে অভিযান চালিয়ে বিপুল বিদেশি লিকার, এমডিএমএ ও সিন্থেটিক গাঁজা উদ্ধার করা হয়েছে।

মেহেদী হাসান আরও জানান, এ ঘটনায় সেলিম নামে একজনকে আটক করা হয়েছে। যিনি নিজেকে কানাডিয়ান নাগরিক বলে দাবি করেছেন।

তিনি বাংলাদেশেরও নাগরিক। জিএমজি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালক তিনি। অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান মেহেদী হাসান।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা