কোরিয়ান এয়ারের একটি বিমান মধ্য ফিলিপাইনে খারাপ আবহাওয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা ১৭৩ জনের কেউ কোনো আঘাত পাননি।
রোববার গভীর রাতে সেবু প্রদেশের ম্যাকটান দ্বীপে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এসোসিয়েট প্রেস।
কোরিয়ান এয়ারের ফ্লাইট কেই-৬৩১ এ ১১ জন ক্রু এবং ১৬২ জন যাত্রী ছিলেন। কর্মকর্তারা ও এয়ারলাইন্স জানিয়েছে যে, ক্ষতিগ্রস্ত বিমান থেকে বাঁচতে জরুরি স্লাইড ব্যবহার করেছিলেন সবাই। ফিলিপাইনের সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে বলেছে, ‘সকল যাত্রী নিরাপদে আছেন এবং জরুরি কর্মীরা উপস্থিত রয়েছেন।’ বিমানটি সোমবার ম্যাকটান সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে একা রানওয়ের শেষে ঘাসের মধ্যে আটকে যায়। এর ফলে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।
বিমানের সামনের নীচের অংশটি এবং এর নাক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবরে বলা হয়।
ছবিতে দেখা গেছে যে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে ঘাসের মধ্যে পড়ে রয়েছে। এর সামনের অবতরণের চাকাটি দেখা যায়নি। এছাড়া বিমানের দরজায় জরুরি স্লাইডগুলো স্থাপন করা হয়েছিল।