লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নিষেধাজ্ঞা: রিজভী

রাজধানীর নয়াপল্টনে বিএন‌পির কার্যালয়ের সাম‌নে আজ রোববার আয়োজিত বিক্ষোভ মিছিল শে‌ষে সংক্ষিপ্ত সমা‌বে‌শে রুহুল কবির এসব কথা ব‌লেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই মিছিলের আয়োজন করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতারা।

বর্তমান সরকারকে ‘লুটপাটের’ সরকার আখ্যা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, যাঁরা ব্যাংক ডাকাতি করছেন, লুটপাট করছেন, নদী-নালা ও খাল-বিল দখল করছেন, তাঁরা দুর্দান্ত প্রতাপে দাপিয়ে বেড়াচ্ছেন। তাঁরা সবাই ক্ষমতাসীন দলের লোকজন, এটা প্রমাণিত। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণের ঘরবাড়িও বিক্রি করে দেবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বলে পাকিস্তানের সঙ্গে বিএনপির পিরিত। বিএনপি যা বলে সত্য বলে, স্পষ্ট বলে। আর ওরা (আওয়ামী লীগ) বলে তলে তলে। ওরা পিরিত করে তলে তলে। এটা ওবায়দুল কাদেরের ভাষা, আমাদের নয়।’

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের সহসভাপতি জাকির হোসেন, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিক হাওলাদার, আবুল কালাম আজাদ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা