লক্ষ্মীপুরে ভাষা সৈনিক কমরেড তোয়াহা’র স্মরণ সভা

image_pdfimage_print

লক্ষ্মীপুর: বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক প্রয়াত কমরেড মো. তোয়াহা’র ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন, শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তোয়াহা’র স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী কমরেড দিলীপ বড়–য়া।
লক্ষ্মীপুর জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কমলনগর উপজেলা ১৪ দলীয় জোটের সভাপতি অ্যাডাভোকেট আনোয়ারুল হক, পলিটব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান, ধীরেন সিংহ, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিম উদ্দিন মহিম, অ্যাডভোকেট আনেয়ারউল হক, দিদারুল আলম, তোয়াহা’র স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জাহিদ বিল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনিরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্মরণ সভার আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রয়াত ভাষা সৈনিক কমরেড তোয়াহা’র স্মরণে শোক র‌্যালি ও সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন দিলীপ বড়–য়া।

 

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা