লক্ষ্মীপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌরসভার গার্ভেজ ট্রাক চালক খোরশেদ আলমকে মারধরের ঘটনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধরা। আজ সকালে পৌরসভার সামনে ঝাড়ু হাতে মিছিল করেন তারা।
একই সঙ্গে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা রামগঞ্জ থানার এসআই ফারুককে প্রত্যাহার করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য পৌরসভার সকল সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন রামগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী।

উল্লেখ্য, শনিবার দুপুরে পৌর কর্মচারি খোরশেদ ময়লা অপসারণ করে ট্রাক নিয়ে কার্যালয়ে ফিরছিলেন। এসময় খাদ্যগুদাম এলাকায় পৌঁছালে এসআই ফারুকের মোটরসাইকেল সাইড না দিয়ে গাড়ি চালিয়ে চলে আসেন খোরশেদ। এতে এসআই ফারুক ক্ষিপ্ত হয়ে ট্রাকটি থামিয়ে প্রকাশ্য বাজারের উপর তাকে এলোপাতাড়ি মারধর করে। এসময় তার মুঠোফোনটি ভেঙে ফেলা হয়। যা পৌরসভার সিসি টিভি ক্যামরায় স্পষ্টভাবে দেখা যায়। বর্তমানে খোরশেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা