লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসার তিন শিক্ষার্থী প্রাণে রক্ষা পেলো

image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অপহরণকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পেলো কওমি মাদ্রাসার তিনি শিক্ষার্থী। আজ রবিবার সন্ধ্যায় জকশিন বাজারে এ ঘটনা ঘটে।

শিশু শিক্ষার্থীরা হলো, তাজুল ইসলামের ছেলে মোঃ জহিরুল ইসলাম, আলী আহমেদের ছেলে মোঃ ফাহিম, মহিউদ্দিনের ছেলে মোঃ রায়হান।

শিক্ষার্থী ও স্থানিয়রা জানায়, বশিকপুর কওমি মাদ্রাসার তিন শিক্ষার্থী দোকান থেকে টিস্যু পেপার কেনার জন্য মাদ্রাসা থেকে বের হয়। এসময় একটি সিএনজিতে আগে থেকে ওৎ পেতে থাকা মুখোশধারীরা তিন শিক্ষার্থীর মুখ ছেপে ধরে সিএনজিতে তুলে নেয়। সিএনজিটি জকশিন বাজারে পৌছলে জ্যামে পড়ে। এসময় ওই তিন শিশু শিক্ষার্থী আশে পাশে মানুষ দেখে চিৎকার দেয়। একপর্যায়ে চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা শিশুদের ফেলে রেখে পালিয়ে যায়।

পোদ্দার বাজার পুলিশ কেন্দ্রের ইনচার্জ মো: আনোয়ার হোসেন বলেন, শিশু শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মাদ্রাসার সুপার ও তিন শিশুর অভিবাকদের খবর দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা