লক্ষ্মীপুরে আনন্দ উৎসবে বড় দিন উদযাপিত

image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের জন্মদিন তথা খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে জেলা শহরের বাগবাড়ীস্থ সেন্ট জোসেফ চার্চ গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। এসময় গীর্জার ফাদার গর্ডন ডায়েস যিশুখ্রিস্টের গুণকীর্তন করে প্রার্থনা করেন। পরে সংগীতানুষ্ঠান উপভোগ করেন সকলে। এতে খ্রিস্টান ধর্মাবলম্বী শিশু কিশোরসহ অর্ধশতাধিক লোক অংশ নেন। গীর্জা প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল লক্ষনীয়।এদিকে বড়দিন সম্পর্কে জানতে চাইলে গর্ডন ডায়েস বলেন, প্রভু যিশুখ্রিস্টের যে বাণী ‘ভালোবাসো মানুষকে’ এ কথাটি এই দিনে নবায়ন করা হয়, নতুন করে দীক্ষা ও প্রতিজ্ঞা নেয়া হয় যে ভালোবাসার শক্তি সবাইকে এক করে তোলে, আর হিংসা বিদ্বেষ বিচ্ছেদ এনে দেয়, বড়দিনে উপসনালয়ে যিশু বিশ্ববাসীরা নিজেদের অন্তরকে নবীকরণ করে সকলের সঙ্গে ভালো আচার, ব্যবহার ও কার্যক্রমের প্রতিজ্ঞা নেন বলে জানান গীর্জার ফাদার।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা