লক্ষ্মীপুরের ১০ গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপিত

 লক্ষ্মীপুর : সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরে ১০টি গ্রামে আগাম ঈদুলআযহা উদযাপিত হচ্ছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুন কোরান নুরানী মাদ্রাসা মাঠে প্রধান ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম। এছাড়া জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদরউপজেলার বশিকপুর গ্রামসহ ১০টি গ্রামের স্ব স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা পশু কোরবানি দেন। মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লীরা গত ৩৭ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা