র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) যুক্তরাষ্টের ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি আর শেরম্যানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক এবং অভিন্ন বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

সেখানে র‌্যাবের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা দ্রুত সময়ের মধ্যে তুলে নিতে দেশটির প্রতি আহ্বান জানান শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী করোনা মহামারি মোকাবেলায় প্রায় ৮৮ মিলিয়ন ভ্যাকসিন ডোজ সরবরাহ করে বাংলাদেশে অভূতপূর্ব সহায়তার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিতে দেশটির প্রচেষ্টার প্রশংসা করেন।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা