রাজিবপুরে পুলিশ সুপারের সচেতনতামুলক আলোচনা সভা 

সাব্বির মামুন (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজিবপুরে বাল্য বিয়ে,নিরাপদ ইন্টারনেট ব্যবহার,অপহরণ,ইভটিজিং,নারী নির্যাতন ও মাদক  সেবন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল হাই সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ,রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিজল ইসলাম সজল বাংলাদেশ প্রেস ক্লাব রাজিবপুর উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম সোনা সহ প্রমুখ।
এসময় স্কুলটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুড়িগ্রাম পুলিশ সুপার বলেন,দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তোমাদের নেতৃত্ব দিতে হবে।তোমাদের ভালোভাবে পড়াশোনা করে রাজিবপুরকে পরিবর্তনের মাধ্যমে আগামীতে এক সোনালী রাজিবপুর হিসেবে গড়ে তুলতে হবে এবং জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিয়ে রাজিবপুর তথা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে সম্প্রতি এক প্রতিযোগিতায় বিজয়ী হওয়া রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
পরে বীরপ্রতীক তারামন বিবির পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ, তার বাসায় তাল গাছ রোপণ ও বালিয়ামারী বাংলাদেশ-ভারত বর্ডার হাট পরিদর্শন করেন।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা